YouTube কীভাবে কাজ করে সেই সম্পর্কে আরও জানুন

নিজের পছন্দ বা ব্যবসা, যেকোনও কারণেই করুন না কেন, YouTube-এ কন্টেন্ট তৈরি করতে আপনি যে অক্লান্ত পরিশ্রম করেন তা আমরা বুঝি। তাই আপনার কন্টেন্ট কীভাবে সবাই খুঁজে পায় এবং এটি কীভাবে কাজ করে সেই সম্পর্কে জানা খুবই জরুরি। একজন ক্রিয়েটর হিসেবে, আপনি আমাদের কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ অংশ। অতএব, আপনার সাথে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা এবং স্বচ্ছতা বজায় রাখাকে আমরা অগ্রাধিকার দিই। আপনার সাফল্যের জন্য সাহায্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণে আমরা কিছু অসাধারণ রিসোর্স আপনার জন্য নিয়ে এসেছি, যেগুলি নিম্নলিখিত বিষয়গুলিকে আরও ভালভাবে ব্যাখ্যা করে:

YouTube-এ আপনার কন্টেন্ট

YouTube সার্চ

সেরা সার্চ ফলাফল নিশ্চিত করতে YouTube সার্চ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দেয়। যেমন কন্টেন্ট কতটা উপযোগী, কতটা আকর্ষণীয় এবং এর কোয়ালিটি। প্রাসঙ্গিকতা বুঝতে, আমরা ভিডিওর নাম, ট্যাগ, বিবরণ ও কন্টেন্টের সাথে দর্শকের সার্চ কোয়েরি ভালভাবে মিলছে কিনা এমন অনেক বিষয় খতিয়ে দেখি। ভিডিও কন্টেন্টের সাথে দর্শকের ইন্ট্যার‌্যাকশন তথা এনগেজমেন্টের সিগন্যাল হল কন্টেন্টের প্রাসঙ্গিকতা নির্ণয় করার একটি গুরুত্বপূর্ণ উপায় এবং ব্যবহারকারীর থেকে পাওয়া মোট এনগেজমেন্ট সিগন্যালকে যোগ করা হয়। উদাহরণস্বরূপ, আমরা কোনও একটি নির্দিষ্ট কোয়েরির জন্য একটি নির্দিষ্ট ভিডিওর দেখার সময়কে দেখতে পারি। এর ফলে অন্যান্য ব্যবহারকারীও কোয়েরির জন্য ভিডিওটিকে প্রাসঙ্গিক মনে করছেন কিনা তা বুঝতে পারা যায়। কোয়ালিটির ক্ষেত্রে, সিগন্যাল শনাক্ত করার কাজে আমাদের সিস্টেমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা কোনও একটি প্রদত্ত বিষয়ের উপরে কোন চ্যানেলের কাছে নিজস্ব দক্ষতা, কর্তৃত্ব এবং বিশ্বাসযোগ্যতা রয়েছে সেটি নির্ধারণ করতে সাহায্য করতে পারে। YouTube-এ অর্গানিক সার্চ ফলাফলে কন্টেন্ট দেখানোর জন্য কোনও পেমেন্ট করতে হয় না।

মিউজিক বা বিনোদনের ক্ষেত্রে, আমরা প্রায়শই নতুনত্ব বা জনপ্রিয়তার মতো অতিরিক্ত বিষয় কাজে লাগিয়ে আমাদের সিস্টেমকে সহায়তা করি ব্যবহারকারীদের উপভোগ করার মতো ভাল কোয়ালিটির কন্টেন্ট দেওয়ার জন্য। খবর, রাজনীতি এবং চিকিৎসা বা বৈজ্ঞানিক তথ্যের মতো ফিল্ড, যেখানে বিশ্বাসযোগ্যতা একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেক্ষেত্রে আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমাদের সার্চ সিস্টেম বিশ্বস্ত উত্স থেকে খুব ভাল কোয়ালিটির এবং নির্ভরযোগ্য কন্টেন্টকে অগ্রাধিকার দেয়।

YouTube সার্চে অফিসিয়াল কার্ড ব্যবহারকারীদের জন্য অফিসিয়াল কন্টেন্ট হাইলাইট করে সহজেই কন্টেন্ট খুঁজে বের করে দেয়। এইসব কার্ডে সেরা চ্যানেল থেকে অফিসিয়াল ভিডিও এবং পোস্ট দেখানো হয়, যেমন, সেরা YouTube ক্রিয়েটর, সেলিব্রেটি এবং মিউজিক আর্টিস্টদের অফিসিয়াল ভিডিও ও পোস্ট। এছাড়াও, স্পোর্টস টিম, সিনেমা, টিভি, মিউজিক এবং বিশেষ ইভেন্ট সম্পর্কিত কন্টেন্ট থেকেও ভিডিও ও পোস্ট দেখানো হয়ে থাকে। এইসব কার্ড অটোমেটিক তৈরি হয় এবং এগুলি কাস্টমাইজ করা যায় না।

আমাদের লক্ষ্য হল আপনাকে সেইসব রিসোর্স প্রদান করা যেগুলির মাধ্যমে, ব্যবহারকারীকে সেরা সার্চ ফলাফল দেখানোর ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করে দেখা হয় তা আপনি বুঝতে পারবেন।

আরও রিসোর্স

সাজেস্ট করা ভিডিও

আমরা এটাই বিশ্বাস করি যে প্রত্যেক দর্শকের পছন্দ আলাদা আলাদা হয়। একজন ব্যক্তি তার ডিভাইসে প্রায়শই যেসব ভিডিও দেখেন, আমাদের সিস্টেম একই ধরনের ভিডিওর সাথে সেগুলি তুলনা করে। দর্শকরা উপভোগ করবেন এমন সব ভিডিওর পরামর্শ দেওয়ার জন্য এই তথ্য ব্যবহার করা হয়।

আমরা ক্রমাগত ভিডিও সাজেশন দেখানোর সিস্টেম উন্নত করছি। এর জন্য প্রতিদিন ৮০ বিলিয়নেরও বেশি তথ্য থেকে শিখে চলেছি। আমরা এগুলিকে সিগন্যাল বলি এবং এখানে কিছু সিগন্যাল সম্পর্কে দেওয়া হল:

  • দেখার ইতিহাস: দর্শকদের আরও ভালো সাজেশন দেখানোর জন্য তারা YouTube-এ কোন ভিডিও দেখেছে, তা আমাদের সিস্টেম দেখে। তারা শেষ কবে ভিডিও দেখেছিলেন, সেই সম্পর্কেও বলে। এছাড়াও আরও তথ্য দেখায়।
  • সার্চ ইতিহাস:  দর্শকদের আরও ভাল সাজেশন দেখানোর জন্য, আমাদের সিস্টেম দেখে তারা YouTube-এ কোন ভিডিও সার্চ করেছে।
  • চ্যানেল সাবস্ক্রিপশন: আমাদের সিস্টেম একজন দর্শকের সাবস্ক্রাইব করা YouTube চ্যানেলের তথ্য দেখে। এর ভিত্তিতে, সেই ব্যক্তির পছন্দ হতে পারে এমন ভিডিওর সাজেশন দেখানো হয়।
  • লাইক: দর্শকরা কোন কোন ভিডিওতে লাইক করেছেন, সেই তথ্যের ভিত্তিতে আমাদের সিস্টেম অনুমান করে ভিডিওর সাজেশন দেখায় যা ভবিষ্যতে দর্শকের পছন্দ হতে পারে।
  • ডিসলাইক: আমাদের সিস্টেম ভিডিওতে ডিসলাইক করার তথ্য ব্যবহার করে যাতে ভবিষ্যতে এমন ধরনের ভিডিওর সাজেশন দেখানো এড়ানো যায়।
  • “আগ্রহী নই” মতামত বেছে নেওয়া: যেসব ভিডিওতে দর্শকরা “আগ্রহী নই” হিসেবে চিহ্নিত করেছেন, আমাদের সিস্টেম ভবিষ্যতে এমন ধরনের ভিডিওর সাজেশন দেখাবে না। 
  • “চ্যানেলের সাজেশন দেখতে চাই না” মতামত বেছে নেওয়া: আমাদের সিস্টেম “চ্যানেলের সাজেশন দেখতে চাই না” মতামত সম্পর্কিত সব তথ্য ব্যবহার করে। এর উদ্দেশ্য হল এর মাধ্যমে সিস্টেম বুঝতে পারে যে দর্শক এই কন্টেন্ট তেমন উপভোগ করেননি।
  • দর্শকদের অভিজ্ঞতা সংক্রান্ত সমীক্ষা: আমাদের সিস্টেম দর্শকদের অভিজ্ঞতা সংক্রান্ত সমীক্ষার তথ্য ব্যবহার করে। এখানে দর্শকদেরকে তাদের দেখা ভিডিওতে রেটিং দিতে বলা হয়। ফলে সিস্টেম দর্শকের দেখার মোট সময়ের পরিবর্তে দেখার অভিজ্ঞতা সম্পর্কে বুঝতে সাহায্য করে।

বিভিন্ন YouTube ফিচারের সুবিধা দেওয়ার জন্য, অন্যান্য সিগন্যালের তুলনায় আমাদের সাজেশন সিস্টেম নির্দিষ্ট কয়েকটি সিগন্যালের উপর বেশি নির্ভর করে। যেমন, পরবর্তী ভিডিও সাজেস্ট করার জন্য, আমরা প্রাথমিকভাবে সেই ভিডিওটি ব্যবহার করি যা দর্শক বর্তমানে দেখছেন। প্রাথমিকভাবে ভিডিও দেখার ইতিহাসের ভিত্তিতে হোমপেজে ভিডিও সাজেশন দেখানো হয়। দর্শকরা তাদের হোমপেজে সাজেশন দেখতে না চাইলে দেখার ইতিহাস বন্ধ করে ও মুছে দিতে পারেন। যেসব দর্শকরা YouTube দেখার ইতিহাসের সেটিং বন্ধ করেছেন এবং যাদের চ্যানেলের ইতিহাস প্রয়োজন অনুযায়ী সেভ করা হয়নি, তারা এখনও হোমপেজে সার্চ বার এবং বাঁদিকে একটি গাইড মেনু দেখতে পাবেন। 

সন্দেহজনক কন্টেন্ট এবং ক্ষতিকারক ভুল তথ্য ছড়ানোর সম্ভাবনা কমানো 

স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার অর্থ হল আমাদের প্ল্যাটফর্মে উপলভ্য কন্টেন্ট আমাদের নীতি লঙ্ঘনের খুব কাছাকাছি আসলেও তা লঙ্ঘন করেছে বলে বিবেচিত হয় না। আমরা মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করাটা গুরুত্বপূর্ণ বলে মনে করি, তবে YouTube হোমপেজে বা “পরবর্তী” প্যানেলের সাজেশনে স্পষ্ট করে দেখানো ভিডিওগুলির জন্য আমরা উচ্চমাত্রা সেট করি। 

এই কারণেই আমরা দর্শকদের খবর, রাজনীতি, চিকিৎসা এবং বৈজ্ঞানিক তথ্যের মতো বিষয়ের উপর নির্ভরযোগ্য ভিডিও সাজেস্ট করার জন্য অতিরিক্ত পদক্ষেপ নিয়ে থাকি।

আমরা ম্যানুয়াল পর্যালোচনাকারীর উপর নির্ভর করি যারা সর্বজনীনভাবে উপলভ্য নির্দেশিকা মেনে চলার প্রশিক্ষণ নিয়েছেন। এনারা প্রতিটি চ্যানেল ও ভিডিওর কোয়ালিটি পরীক্ষা করেন। একটি ভিডিও কতটা বিশ্বাসযোগ্য তা নির্ধারণ করার সময় পর্যালোচকরা অনেক বিষয় বিবেচনা করেন। যেমন, স্পিকার বা চ্যানেলের দক্ষতা এবং জনপ্রিয়তা এবং ভিডিওর মূল বিষয়। এছাড়াও, ভিডিওতে মূল বিষয়বস্তু সঠিকভাবে দেখানো হয়েছে বা এর উদ্দেশ্য পূরণ করেছে কিনা তাও দেখা হয়। একটি ভিডিও যত বেশি বিশ্বাসযোগ্য হবে, সাজেশনে এটি তত বেশি প্রচারিত হবে। বিশ্বস্ত সোর্স থেকে কন্টেন্ট প্রচার করার জন্য আমরা ক্রমাগত আমাদের সিস্টেম উন্নত করছি। যেমন সংবাদ সংস্থা ও স্বাস্থ্য সংস্থা। 

আরও রিসোর্স

YouTube-এর সাথে আপনার সম্পর্ক

YouTube-এর সাথে আপনার চুক্তি

YouTube-এর পরিষেবার শর্তাবলী, আমাদের কমিউনিটি নির্দেশিকা এবং প্ল্যাটফর্মের নীতি মেনেই পরিষেবাকে যেকোনওভাবে ব্যবহার করা যাবে।

মনে রাখবেন, মনিটাইজেশন, লাইভ স্ট্রিমিং অথবা শপিং-এর মতো কিছু নির্দিষ্ট ফিচার চালু করলে, অতিরিক্ত কিছু নীতিও প্রযোজ্য হবে। এছাড়াও মনে রাখবেন যে আপনি কোনও পরিষেবার বিজ্ঞাপন দেখালে বা স্পনসরশিপ প্রদান করলে অথবা নিজের কন্টেন্টে পেড প্রচার যোগ করলে, আমাদের বিজ্ঞাপনদাতাদের জন্য বিজ্ঞাপন নীতি আপনাকে মেনে চলতে হবে। আমাদের যেকোনও নীতি সম্পর্কে জানতে যখন খুশি সহায়তা কেন্দ্র সার্চ করে দেখুন।

আপনি YouTube Studio-তে সবচেয়ে সম্প্রতি সম্মতি প্রদান করা অনলাইন চুক্তিগুলি খুঁজে পেতে পারেন।

YouTube-এর সাথে যোগাযোগ করা

পার্টনারদের সাথে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা এবং যোগাযোগ উন্নত করার ক্রমাগত প্রচেষ্টার অঙ্গ হিসেবে, আমাদের করা সেইসব পরিবর্তন সম্পর্কে আপনাকে আপ-টু-ডেট রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যেগুলি আপনাকে প্রভাবিত করতে পারে। কোনও নির্দিষ্ট সমস্যা হলে, প্রযুক্তিগত সমস্যার সমাধানে সাহায্যের প্রয়োজন হলে অথবা YouTube থেকে সবচেয়ে বেশি সুবিধা কীভাবে পাবেন সেই ব্যাপারে জানতে চাইলে, আপনাকে সাহায্য করতে আমরা সর্বদা প্রস্তুত। আপনি ক্রিয়েটর সহায়তা টিম অথবা পার্টনার ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কীভাবে আপনার সাথে যোগাযোগ করি তার ব্যাপারে এখান থেকে আরও জানতে পারবেন।

YouTube থেকে অর্থ উপার্জন করা

YouTube পার্টনার প্রোগ্রাম

'ফ্যান ফান্ডিং' এবং 'Shopping' ফিচারে আরও আগাম অ্যাক্সেস দেওয়ার মাধ্যমে আমরা আরও বেশি ক্রিয়েটরদের YouTube পার্টনার প্রোগ্রামের (YPP) আওতায় নিয়ে আসছি। সম্প্রসারিত YouTube পার্টনার প্রোগ্রামে এই সমস্ত দেশ/অঞ্চলের উপযুক্ত ক্রিয়েটররা যোগ দিতে পারবেন। সম্প্রসারিত প্রোগ্রামটি সামনের মাসে নিম্নলিখিত দেশগুলিতে লঞ্চ করা হচ্ছে: AE, AU, BR, EG, ID, KE, KY, LT, LU, LV, MK, MP, MT, MY, NG, NL, NO, NZ, PF, PG, PH, PT, QA, RO, RS, SE, SG, SI, SK, SN, TC, TH, TR, UG, VI, VN এবং ZA. YPP-তে হওয়া পরিবর্তনের বিষয়ে আরও জানতে এই নিবন্ধটি পড়ুন। 

আপনি উল্লিখিত দেশ/অঞ্চলের ক্রিয়েটর না হলে, আপনার ক্ষেত্রে YouTube পার্টনার প্রোগ্রামে কোনও পরিবর্তন হবে না। আপনার জন্য প্রাসঙ্গিক YPP ওভারভিউ, যোগ্যতার মাপকাঠি এবং আবেদনের নির্দেশাবলীর জন্য, এই নিবন্ধটি পড়ে দেখুন।

সম্প্রসারিত YouTube পার্টনার প্রোগ্রামের জন্য আপনি উপযুক্ত কিনা, তা জেনে নিন। এখনও উপযুক্ত না হলে, YouTube Studio-এর উপার্জন করুন বিভাগে বিজ্ঞপ্তি পান বিকল্পটি বেছে নিন। সম্প্রসারিত YPP প্রোগ্রামে আপনাকে অন্তর্ভুক্ত করা হলে এবং আপনি উপযুক্ততার থ্রেশহোল্ড পূরণ করলে, আমরা আপনাকে ইমেল পাঠাব। 


YouTube পার্টনার প্রোগ্রামের অঙ্গ হিসেবে আপনার দেশ/অঞ্চলে উপলভ্য হলে এবং যোগ্যতার মাপকাঠি পূরণ করলে, আপনি একাধিক উৎস থেকে উপার্জনের সুবিধা পাবেন। এছাড়াও, আপনি ক্রিয়েটর সহায়তা এবং Copyright Match Tool অ্যাক্সেস করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি এই প্রোগ্রাম, এটির কার্যপদ্ধতি এবং আবেদন করার প্রক্রিয়ার ব্যাপারেও আরও জানতে পারবেন।

YouTube Music চ্যানেল মনিটাইজ করা

আপনি একজন লেবেল, প্রকাশক, পরিবেশক, বা একজন স্বাধীন সংগীতকার হোন না কেন, YouTube-এর সাহায্যে আপনি আরও অনেক অনুরাগীদের কাছে পৌঁছাতে এবং বিজ্ঞাপন থেকে উপার্জন করতে পারবেন। YouTube-এ আপনার মিউজিক থেকে বিজ্ঞাপন, সাবস্ক্রিপশন এবং অন্যান্য উপার্জনের উৎস থেকে কীভাবে অর্থ উপার্জন করবেন সেই সম্পর্কে এখানে আরও জানুন। এখানে ক্লিক করে স্কেলেবল টুল ও স্ট্র্যাটেজি সম্পর্কে আরও জানুন যেগুলি YouTube-এ আপনার মিউজিক ডেলিভার এবং ডিজিটাল অধিকার ম্যানেজ করার কাজে ব্যবহার করা হয়।

ফ্যান ফান্ডিং 

লাইভ স্ট্রিম এবং প্রিমিয়ার চলাকালীন Super Chat ও Super Stickers-এর মাধ্যমে ক্রিয়েটররা তাদের অনুরাগীদের সাথে কানেক্ট করতে পারেন। অনুরাগীরা লাইভ চ্যাটে তাদের মেসেজ হাইলাইট করার জন্য Super Chats কিনতে পারেন অথবা Super Stickers কিনে লাইভ চ্যাটে দেখানো হবে এমন একটি অ্যানিমেটেড ছবি পেতে পারেন। আপনি যদি উপযুক্ত হন, তাহলে কীভাবে Super Chat ও Super Stickers চালু করতে এবং এইসব ফিচার ম্যানেজ করতে হয় তার ব্যাপারে আরও জানুন।

Super Thanks-এর সাহায্যে Shorts ও বড় দৈর্ঘ্যের ভিডিও দেখে যেসব দর্শক অতিরিক্ত কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তাদের থেকে ক্রিয়েটররা উপার্জন করতে পারেন। অনুরাগীদের কেনা অ্যানিমেশন একবারই ব্যবহার করা যায়। এটি তাদের ভিডিও বা Shorts-এর 'কমেন্ট' বিভাগে, রঙিন ও কাস্টমাইজ করা যায় এমন কমেন্ট পোস্ট করার সুযোগ করে দেয়। আপনি উপযুক্ত হলে, কীভাবে আপনার চ্যানেলের জন্য Super Thanks চালু ও ম্যানেজ করবেন তার ব্যাপারে জানুন।

চ্যানেল মেম্বারশিপ-এর মাধ্যমে দর্শক মাসিক পেমেন্ট করে আপনার চ্যানেলে যোগ দিতে এবং ব্যাজ, ইমোজি ও অন্যান্য সুবিধার মতো 'শুধু মেম্বারদের জন্য উপলভ্য' বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। আপনি উপযুক্ত হলে, কীভাবে মেম্বারশিপ চালু করা যায় ও কীভাবে আপনার চ্যানেলের জন্য মেম্বারশিপ ম্যানেজ করতে পারবেন তার ব্যাপারে জানুন।

YouTube-এ বিক্রি করা

এছাড়াও, আমরা উপযুক্ত চ্যানেলের মালিকদের নিজস্ব প্রোডাক্ট ও অফিসিয়াল ব্র্যান্ডেড মার্চেন্ডাইজ YouTube-এ দেখানোর সুযোগ দিই। YouTube-এ শপিং শুরু করুন

আপনি যদি YouTube-এ একজন সঙ্গীত শিল্পী হন, তাহলে YouTube আপনার আসন্ন কনসার্টের তালিকা দেখানোর উপযুক্ত হতে পারেন। ভিডিওতে আপনার ভ্রমণের তারিখের জন্য টিকিট যোগ করার বিষয়ে এখানে আরও জানুন।

YouTube-এ আপনার পারফর্ম্যান্স

YouTube হল Google-এর অংশ এবং এটি Google-এর গোপনীয়তা নীতি এবং অন্যায় নীতি মেনে চলে। একজন ব্যবহারকারী অথবা একজন পার্টনার হিসেবে, আপনি যখন আমাদের পরিষেবা ব্যবহার করেন, তখন আমাদের উপর ভরসা করেই আপনি নিজের তথ্য প্রদান করেন। YouTube-এ আপনার সাফল্য পরিমাপ করার ক্ষেত্রে এই ডেটা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা বুঝি। ব্যবহারকারী এবং পার্টনারদের গোপনীয়তা ও নিরাপত্তার কথা ভেবে এই পদ্ধতিগুলি যাতে আমাদের গোপনীয়তা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তা আমরা নিশ্চিত করি।

YouTube আপনাকে নিজের পারফর্ম্যান্স পরিমাপ করার জন্য টুলের একটি স্যুট প্রদান করে যাতে আপনি ডেটা থেকে সর্বাধিক সুবিধা পেতে পারেন। আপনি এই অনুমতি দিলে, আমরা YouTube চ্যানেল ও কন্টেন্টের মালিকদের জন্য YouTube Analytics ডেটায় অ্যাক্সেস দিই। এইসব API-এর মাধ্যমে, YouTube চ্যানেল ও কন্টেন্টের মালিক কোন কোন ধরনের রিপোর্ট অ্যাক্সেস করতে পারেন, সেই ব্যাপারে আরও জানুন। এছাড়াও, আমাদের কাছে Analytics ফিচার রয়েছে, YouTube Analytics এবং আর্টিস্টদের জন্য YouTube Analytics, যা সরাসরি প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে এবং এর সাহায্যে আপনি পারফর্ম্যান্স মেট্রিক্স অ্যাক্সেস করতে পারবেন, যেমন: 

  • দেখার সময়: যত সময় ধরে একজন দর্শক কোনও ভিডিও দেখেছেন।
  • সাবস্ক্রাইবার: যতজন দর্শক আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন।
  • ভিউ: আপনার চ্যানেল বা ভিডিওর জন্য সঠিক ভিউয়ের সংখ্যা।
  • সেরা ভিডিও: যে ভিডিওগুলি সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে।
  • দর্শকদের ধরে রাখা: দর্শকের আগ্রহকে আপনার ভিডিও কতটা ভালভাবে ধরে রাখতে পেরেছে তা দেখুন।
  • লাইভ স্ট্রিম ডেটাআপনার ভিডিও চলাকালীন কতজন দর্শক আপনার স্ট্রিম দেখছেন তা দেখুন।
  • জনসংখ্যাতত্ত্ব: আপনার দর্শক কারা, সাথে তাদের বয়স, লিঙ্গগত পরিচয় এবং লোকেশন সম্পর্কিত পরিসংখ্যান।
  • ট্রাফিকের উৎস: এটি আপনাকে বুঝতে সাহায্য করে যে দর্শকরা কীভাবে আপনার কন্টেন্ট খুঁজে পান।

এছাড়াও, আমরা মোট সাবস্ক্রাইবারের সংখ্যা ও ভিডিও ভিউয়ের মতো কিছু চ্যানেল ও ভিডিও অ্যানালিটিক্স সর্বজনীনভাবে আপনার চ্যানেল পৃষ্ঠায়, ভিডিও দেখার পৃষ্ঠায়, YouTube ট্রেন্ডিং সাইটে, আর্টিস্টের জন্য YouTube Analytics-এ, মিউজিক চার্ট ও ইনসাইটে এবং API পরিষেবার মাধ্যমে প্রকাশ করি। Google-এর গোপনীয়তা নীতি অনুযায়ী, বিজ্ঞাপনদাতা, সেলস পার্টনার এবং স্বত্ত্বাধিকারীর সাথে আমরা চ্যানেল এবং ভিডিওর একত্রিত ও পরিচয় গোপন করা ডেটাও শেয়ার করতে পারি। যেমন, আমরা বলতে পারি যে একটি নির্দিষ্ট দেশ বা অঞ্চলে গত বছরের তুলনায় ফিটনেস ভিডিওর সংখ্যা দ্বিগুণ হয়েছে।

আপনি নির্দিষ্ট YouTube ফিচার ব্যবহার করতে চাইলে, আপনার নির্দিষ্ট ধরণের ডেটাও শেয়ার করা হতে পারে। যেমন, আপনার অফিসিয়াল মার্চেন্ডাইজ রিটেলার যুক্ত করেন এবং সাথে আপনার YouTube চ্যানেলও, বিক্রয় এবং ভিজিট করা সম্পর্কিত অ্যানালিটিক্স ডেটা Google এবং রিটেলারের সাথে শেয়ার করা হবে। আপনার প্রোগ্রামের শর্তাবলীর মেনে ডেটা কীভাবে শেয়ার করা যেতে পারে সেই সম্পর্কে আমরা সব সময় আপনাকে জানাব।

নির্দিষ্ট কয়েকটি YouTube টিম, যেমন যারা YouTube-এর 'বিশ্বাস ও নিরাপত্তা' প্রয়োগের সাথে জড়িত, তারা এমন চ্যানেল এবং ভিডিও অ্যানালিটিক্স অ্যাক্সেস করতে পারে যা YouTube Analytics প্ল্যাটফর্ম বা উপলভ্য API পরিষেবা থেকে আলাদা বা আরও বিস্তারিত হয়। যেমন, YouTube-এর স্প্যাম ও নিরাপত্তা-লঙ্ঘন শনাক্তকরণ সিস্টেম অস্বাভাবিক আচরণ শনাক্ত করতে এবং YouTube পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে ভিডিও দেখার সংখ্যা বা সাবস্ক্রাইবারদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে এমন লোকেদের ধরতে বিস্তারিত সাইটের ট্র্যাফিক এবং অ্যানালিটিক্স পর্যালোচনা করে দেখতে পারে।

আমরা ব্যবসায় এবং বিজ্ঞাপনদাতাদের জন্য সঠিক এবং পদক্ষেপমূলক ইনসাইট প্রদান করতে ক্রমাগত নতুন পদ্ধতিতে কাজ করি, বিশেষ করে প্ল্যাটফর্ম এবং ডিভাইস জুড়ে দর্শকসংখ্যা বিভিন্ন রকমের হয়। আমাদের ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তার কথা ভেবে এই পদ্ধতিগুলি যাতে আমাদের গোপনীয়তা নীতির সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ হয় সেদিকে আমরা নজর রাখি। আপনি ডেটা রেকর্ড করা সংক্রান্ত নীতির অংশ হিসেবে আমাদের পরিষেবা ব্যবহার করা বন্ধ করে দিলে, আমরা কীভাবে এই ডেটা সেভ করি সেই সম্পর্কে আরও তথ্য পড়তে পারেন।

আপনি ক্রিয়েটর সহায়তা টিমের সাথে যোগাযোগ করে কীভাবে নিজের ডেটা থেকে সর্বাধিক সুবিধা নেবেন সেই বিষয়ে সাহায্য পেতে পারেন। আপনার কাছে যেসব টুল অত্যন্ত মূল্যবান সেগুলির বিষয়ে মাতামত জানাতে আমরা সর্বদা আপনাকে স্বাগত জানাই।

আমরা নতুন প্রতিভাদের কীভাবে সমর্থন করি

উদীয়মান ক্রিয়েটর এবং শিল্পীদের সাহায্য করার জন্য আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে, আমরা তাদের উন্নতিতে সাহায্য করতে নিয়মিত প্রোগ্রাম ম্যানেজ করি। এর মধ্যে নতুন কন্টেন্ট আরও উন্নত করতে সহায়তা করার জন্য YouTube Spaces-এ আমাদের অসাধারণ স্টুডিওতে অ্যাক্সেস প্রদান করা, NextUp-এর মতো প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণের সুবিধা দেওয়া এবং নির্দিষ্ট সিড ফান্ডিং করা অন্তর্ভুক্ত থাকতে পারে। আর এই সমর্থনের বিনিময়ে, আমাদের ক্রিয়েটর এবং শিল্পীরা ব্যবহারকারীদের উপভোগ করার জন্য YouTube-এ এক্সক্লুসিভ কন্টেন্ট তৈরি করার প্রতিশ্রুতি দেন।

আরও রিসোর্স

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17303545648359290635
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false