ক্রিয়েটর আপডেট

লেটেস্ট ক্রিয়েটর আপডেটের সাথে আপ-টু-ডেট থাকতে এই নিবন্ধ ব্যবহার করুন। অন্যান্য বিষয়ের জন্য, এইসব নিবন্ধ দেখুন:

লেটেস্ট আপডেট

গত ২ সপ্তাহের আপডেট

কমিউনিটি ও কমেন্ট

  • কমিউনিটি পোস্টের উপলভ্যতা: আগামী কয়েক সপ্তাহে, আমরা YouTube-এর বেশিরভাগ চ্যানেলের পোস্ট অ্যাক্সেস করার সুবিধা প্রকাশ করতে চলেছি। আরও জানুন
YouTube Analytics
  • 'অনুপ্রেরণা' ট্যাব থেকে আইডিয়া পান: 'রিসার্চ' ট্যাবে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। 'রিসার্চ' ট্যাবের নাম পরিবর্তন করে এখন 'অনুপ্রেরণা' ট্যাব রাখা হয়েছে। ডেস্কটপে YouTube Studio ব্যবহার করার সময়, 'অনুপ্রেরণা' ট্যাবে সম্প্রতি উপলভ্য AI-জেনারেটেড টুলের সাহায্যে, এখন ক্রিয়েটররা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ আইডিয়া ব্রেনস্টর্ম করতে ও ভিডিও আউটলাইন তৈরি করতে পারবেন।  আরও জানুন
  • দর্শক ধরে রাখার ফিল্টার: প্রত্যেক ধরনের দর্শকের ক্ষেত্রে আপনার কন্টেন্ট কেমন পারফর্ম করছে তা দেখতে, নতুন অথবা রিটার্নিং দর্শক দিয়ে ক্রিয়েটররা এখন পারফর্ম্যান্স মেট্রিক দেখার সময় এবং দেখার গড় সময়সীমা ফিল্টার করতে পারবেন। আরও জানুন
  • ইম্প্রেশনের তুলনা করুন: আপনি এখন নতুন এবং রিটার্নিং দর্শকের মাধ্যমে ইম্প্রেশন এবং ফলস্বরূপ পাওয়া ক্লিক-থ্রু রেটের (CTR) তুলনা করতে পারবেন। এই ফিচার সম্পর্কে আরও জানুন।
  • ভার্টিক্যাল লাইভের ক্ষেত্রে ট্রাফিক: দর্শকরা কীভাবে ভার্টিক্যাল লাইভ খুঁজে পান, সেই বিষয়ে আরও তথ্য ট্রাফিক সোর্সের মাধ্যমে জেনে নিন। আপনি ভার্টিক্যাল লাইভ ফিডের ট্রাফিক সোর্স বিভাগে নিজের প্রকাশ করা ভার্টিক্যাল লাইভের প্লেব্যাক লোকেশন ও দর্শকদের সোর্স দেখতে পাবেন।

অন্যান্য আপডেট

  • স্মার্ট টিভিতে নতুন অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে: এখন অ্যাক্টিভ না থাকার সময় স্মার্ট টিভি ও অন্যান্য ডিভাইসে অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে দেখা যায়। অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে হল মনোরম YouTube কন্টেন্টের মধ্যে থেকে বেছে নেওয়া বৈচিত্র্যপূর্ণ স্টিল ছবির কালেকশন যা স্ক্রিন অস্পষ্ট হয়ে যাওয়ার পরিবর্তে দেখানো হয়। আরও জানুন। 
  • চ্যানেল পৃষ্ঠা ডিসপ্লেতে করা পরিবর্তন: আপনার চ্যানেল পৃষ্ঠাতে এখন সব দৃশ্যমান স্ট্যাটাস ('প্রকাশিত', 'ব্যক্তিগত', 'শিডিউল করা হয়েছে', 'তালিকাভুক্ত নেই' এবং 'মেম্বারশিপ ভিডিও') ডিসপ্লে করা হবে, যাতে আপনি সহজেই 'লেটেস্ট', 'সবচেয়ে পুরনো' ও 'সবচেয়ে জনপ্রিয়' ভিডিও হিসেবে সব কন্টেন্টকে এক জায়গায় সাজিয়ে নিতে পারবেন। ভিডিওতে আরোপ করা বিধিনিষেধ ও আপলোড করা যায়নি এমন কন্টেন্টও আপনি দেখতে পারবেন। আপনার গোপনীয়তা সেটিংস সম্পর্কে আরও জানুন
YouTube Shorts
  • রিমিক্সের রিমিক্স করুন: আপনি এখন এমন কন্টেন্টের রিমিক্স করতে পারবেন যা আগেই রিমিক্স করা হয়েছে। এর ফলে আপনার Shorts-এ আরও ক্রিয়েটিভিটি প্রকাশ করার সম্ভাবনা বাড়বে। আরও জানুন
YouTube Studio
  • YouTube Studio-এর ক্লিপ: YouTube Studio-তে এবার থেকে ক্রিয়েটররা ক্লিপ দেখতে, ম্যানেজ করতে ও শেয়ার করতে পারবেন। আরও জানুন
  • কারসাজি করা কন্টেন্ট সেটিংস: ১৮ মার্চ, ২০২৪ থেকে শুরু করে, আপনার আপলোড করা কন্টেন্ট অর্থপূর্ণভাবে পরিবর্তিত বা সিন্থেটিকভাবে তৈরি করা হয়েছে কিনা তা আপলোডের প্রবাহে বিশ্বব্যাপী প্রকাশ করতে হবে। এই টুলটি প্রথমে কম্পিউটারে YouTube Studio-তে উপলভ্য হবে এবং তারপর মোবাইলে কন্টেন্ট তৈরির জন্য উপলভ্য করা হবে। আরও জানুন
  • Studio Mobile-এ আপলোড করা আইটেম: আপনি এখন সরাসরি মোবাইল ডিভাইস ব্যবহার করে YouTube Studio-তে কন্টেন্ট আপলোড করতে এবং ভিডিও ও Shorts-এর জন্য মনিটাইজেশন স্ট্যাটাস সেট করতে পারবেন। YouTube Studio ব্যবহার করে কীভাবে ভিডিওShorts আপলোড করতে হয় তা জানুন। 
YouTube Creators চ্যানেলের মাসিক রাউন্ড-আপ

YouTube ক্রিয়েটরের মাসিক রাউন্ড-আপ

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

আগের আপডেট

গত ৬ মাসের আপডেট

ফেব্রুয়ারি ২০২৪

অন্যান্য আপডেট

জানুয়ারি ২০২৪

YouTube Studio

  • "সেরা কমিউনিটি ক্লিপ" বিভাগ: আপনি নিজের চ্যানেলের 'হোম' ট্যাবে আপনার ভিডিওর সেরা ক্লিপ দেখাতে পারবেন। এইসব ক্লিপ আপনার অথবা কমিউনিটির কারও তৈরি করা হতে পারে। আপনার 'হোম' ট্যাবে ক্লিপ যোগ করা হলে সেগুলি সকলে দেখতে পান এবং জনপ্রিয়তা ও তৈরির সাম্প্রতিক তারিখ অনুযায়ী সেগুলি সাজানো থাকে। আরও জানুন

নভেম্বর ২০২৩

YouTube Music

YouTube Analytics

  • কন্টেন্টের ধরন অনুযায়ী মেট্রিক: এবার থেকে আপনি কন্টেন্টের ধরন অনুযায়ী নতুন ও ফিরে আসা দর্শকদের অ্যানালিটিক্স দেখতে পারবেন। এটি আপনাকে চ্যানেলের দর্শকরা কী ধরনের কন্টেন্ট ইন্টারঅ্যাক্ট করেন, সেই সম্পর্কে ধারনা দেবে। আরও জানুন
YouTube Studio
  • “আপনার জন্য” বিভাগ: আপনার চ্যানেলের 'হোম' ট্যাবে "আপনার জন্য" বিভাগটি চ্যানেলের স্বতন্ত্র দর্শকদের জন্য পছন্দমতো কন্টেন্টের একটি মিশ্রণ শেয়ার করার সুবিধা দেয়। আপনি ৮ নভেম্বর ২০২৩ থেকে নিজের চ্যানেলে "আপনার জন্য" বিভাগ প্রস্তুত করা শুরু করতে পারেন। ২০ নভেম্বর ২০২৩ থেকে শুরু করে আপনার দর্শক এটি দেখতে পাবেন। আরও জানুন
  • Studio অ্যাপে পেমেন্টের নতুন তথ্য: আমরা একটি নতুন বিটা চালু করছি যা YouTube Studio মোবাইল অ্যাপের 'উপার্জন' ট্যাবে পেমেন্টের তথ্য দেখায়। উপযুক্ত ক্রিয়েটররা পরবর্তী পেমেন্টের দিকে নিজেদের অগ্রগতি এবং পেমেন্ট ইতিহাস দেখতে পাবেন। বিটার ব্যাপারে আমাদের ফোরাম পোস্ট থেকে আরও জানুন।
  • YouTube চ্যানেলের 'হোম' ট্যাব আরও সরলীকৃত করা হয়েছে: YouTube চ্যানেলের আপডেট করা 'হোম' ট্যাব, আরও সরল ব্যবহারকারীর অভিজ্ঞতা দিতে, খালি ট্যাব লুকায় এবং "সম্পর্কে" এবং "চ্যানেল" ট্যাব সরিয়ে দেয়। এইসব ট্যাবের মধ্যে আগে যেসব তথ্য উপলভ্য ছিল, সেগুলি এখন আপনার চ্যানেলের অন্যান্য জায়গায় দেখানো হয়েছে। আপনি চ্যানেল হেডারের মধ্যে নিজের চ্যানেল সংক্রান্ত বিবরণ এবং 'হোম' ট্যাবে সব ফিচার করা চ্যানেলের তথ্য দেখতে পাবেন।
  • আপনার চ্যানেলে লিঙ্ক দেখান: চ্যানেলের 'হোম' ট্যাবে থাকা ক্রিয়েটর লিঙ্ক এখন "সাবস্ক্রাইব করুন" বোতামের কাছে, চ্যানেল প্রোফাইল হেডারে স্পষ্টভাবে দেখানো আছে। ক্রিয়েটররা আর ব্যানারে লিঙ্ক দেখাতে পারবেন না।
  • আপনার আর্টিস্ট রিক্যাপ দেখুন: সারা বছর ধরে অর্জন করা মাইলস্টোন উদযাপন করতে, আপনার আর্টিস্ট রিক্যাপ ব্যবহার করুন এবং YouTube-এ অনুরাগীরা কীভাবে আপনার মিউজিকের সাথে জুড়ে থাকেন তা জানুন। তারপর, কাস্টম ডেটা কার্ড ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে আপনার কৃতিত্ব শেয়ার করুন। আপনার আর্টিস্ট রিক্যাপ সম্পর্কে আরও জানুন
 YouTube Shorts
  • ড্রিম ট্র্যাক: Shorts-এ 'ড্রিম ট্র্যাক' হল গান তৈরির পরীক্ষামূলক টুল যেটি ক্রিয়েটরদের পরীক্ষাতে অংশগ্রহণকারী আর্টিস্টের কণ্ঠস্বর ব্যবহার করে ৩০ সেকেন্ডের একটি অনন্য সাউন্ডট্র্যাক তৈরি করতে দেয়। এটি আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি পার্টনারদের দক্ষতার পাশাপাশি Google DeepMind এবং YouTube-এর সবচেয়ে সেরা উদ্ভাবক গবেষকদের দক্ষতাকেও একত্রিত করে, এর ফলে Shorts-এ ক্রিয়েটরদের জন্য সাউন্ডট্র্যাক তৈরি করার এবং আর্টিস্টদের সাথে জুড়ে থাকার এক নতুন উপায় খুলে যায়। বর্তমানে এই ফিচার শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী সীমিত সংখ্যক ক্রিয়েটরের জন্য এবং নির্দিষ্ট কিছু মোবাইল ডিভাইসে উপলভ্য। আশা করি, এই পরীক্ষা থেকে প্রাপ্ত মতামতের সাহায্যে আমরা আরও ভালো প্রোডাক্ট তৈরি করতে পারব যা আর্টিস্ট ও ক্রিয়েটরদের কাজে লাগতে পারে। সারা পৃথিবীর দর্শকরা নিজেদের Shorts-এ রিমিক্স করার জন্য সাউন্ডট্র্যাকে কোনও পরিবর্তন না করে হুবহু ব্যবহার করতে পারবেন।

অক্টোবর ২০২৩

মনিটাইজেশন

  • YouTube-এর জন্য Buy on Google বন্ধ হয়ে যাচ্ছে: ২৬ অক্টোবর ২০২৩ থেকে, YouTube-এর ইন-অ্যাপ চেকআউট ফিচার YouTube-এর জন্য Buy on Google আর মার্কিন যুক্তরাষ্ট্রে উপলভ্য থাকবে না। ২৫ অক্টোবর ২০২৩ তারিখে বা তার আগে করা যেকোনও অর্ডার এখনও পূরণ করা হবে। অদূর ভবিষ্যতে আমাদের রিটেলার, ক্রিয়েটর এবং দর্শকদের জন্য আমরা যে সহায়ক অনসাইট চেক-আউট অভিজ্ঞতা প্রদান করছি তা নিশ্চিত করার জন্য অন্যান্য উপায়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

সেপ্টেম্বর ২০২৩

YouTube Studio
  • YouTube Studio-এর ক্লিপ: YouTube Studio-তে এবার থেকে ক্রিয়েটররা ক্লিপ দেখতে, ম্যানেজ করতে ও শেয়ার করতে পারবেন। আরও জানুন

আগস্ট ২০২৩

অন্যান্য আপডেট

  • YouTube-এ লিঙ্ক সংক্রান্ত পরিবর্তন: স্প্যাম ও স্ক্যামের সম্ভাবনা কম করার জন্য, ৩১ আগস্ট ২০২৩ থেকে YouTube Shorts-এর কমেন্ট ও Shorts-এর বিবরণে দেখানো লিঙ্ককে ক্লিক করা যাবে না–এই পরিবর্তন ধীরে ধীরে প্রকাশ করা হবে। এছাড়া, ১০ আগস্ট ২০২৩ থেকে আমরা ব্যানার লিঙ্কের ব্যবহারও বন্ধ করে দিচ্ছি। এর পরিবর্তে, চ্যানেল পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ লিঙ্ক দেখানোর একটি নতুন পদ্ধতি আমরা চালু করছি। ১০ আগস্ট থেকে আপনি চ্যানেল প্রোফাইলের লিঙ্ক তৈরি করা শুরু করতে পারবেন এবং আপনার দর্শক ২৩ আগস্ট থেকে সেগুলি দেখতে পাবেন। এই পরিবর্তনের বিষয়ে আরও জানুন
  • YouTube-এ নতুন উন্নত ফিচার: ১৭ আগস্ট, ২০২৩ থেকে, আপনার Shorts এডিট করে তার মধ্যে আপনার চ্যানেলের কোনও ভিডিওর লিঙ্ক যোগ করতে পারবেন। ওই লিঙ্ক Shorts প্লেয়ারে দেখা যাবে এবং এর সাহায্যে দর্শকরা Shorts থেকে আপনার অন্যান্য YouTube কন্টেন্টে যেতে পারবেন। আরও জানুন।

জুলাই ২০২৩

YouTube Studio
  • চ্যানেল সংক্রান্ত অনুমতি বড় করা: যেসব ব্যবহারকারী অনুমতি পেয়েছেন, তারা YouTube এমনকি YouTube Studio-তেও সরাসরি আপনার চ্যানেলে অ্যাকশন নিতে পারবেন। এবার থেকে ম্যানেজার ও এডিটর অ্যাক্সেসের অনুমতি থাকা ব্যবহারকারীরা Shorts তৈরি করতে, একটি পোস্ট যোগ করতে, প্লেলিস্ট ম্যানেজ করতে বা মালিক হিসেবে যেকোনও YouTube ভিডিওতে কমেন্ট করতে পারবেন। আরও জানুন।

জুন ২০২৩

মনিটাইজেশন
  • YouTube Shopping অ্যাফিলিয়েট প্রোগ্রাম এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত উপযুক্ত ক্রিয়েটরদের জন্য উপলভ্য: মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব ক্রিয়েটর উপযুক্ততার মাপকাঠি পূরণ করছেন, ১৩ জুন ২০২৩ থেকে, YouTube Shopping অ্যাফিলিয়েট প্রোগ্রাম এখন তাদের জন্য উপলভ্য। আমরা জানাতে চাই, ক্রিয়েটররা তাদের ভিডিওতে যেসব জনপ্রিয় ব্র্যান্ড ও রিটেলারদের প্রোডাক্ট ফিচার করেন, YouTube Shopping অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে তারা সেগুলি ট্যাগ করার সুবিধা পাবেন। আরও জানুন
YouTube Analytics
YouTube Analytics-এ নতুন ধরনের 'বিভিন্ন ফরম্যাট জুড়ে দর্শক' কার্ড: YouTube Analytics-এর কন্টেন্ট ট্যাবে, এখন দেখতে পাবেন যে আপনার ফিরে আসা দর্শকদের মধ্যে কতজন একাধিক ফরম্যাট দেখেন এবং কতটা বেশি পরিমাণে ওভারল্যাপ করেন। এটি ভিডিও, Shorts ও Live-এ উপলভ্য। আরও জানুন।
Studio-তে নতুন শপিং অ্যাফিলিয়েট মেট্রিক: কোনও কম্পিউটার বা মোবাইল ডিভাইস ব্যবহার করে প্ল্যাটফর্মের "উপার্জন করুন" ট্যাবে গেলে, আপনি এখন "অ্যাফিলিয়েট" মেনুর মধ্যে শপিং অ্যাফিলিয়েট সংক্রান্ত আরও ডেটা দেখতে পাবেন। এইসব নতুন মেট্রিক আপনার আনুমানিক উপার্জন, মোট বিক্রি, অর্ডারের সংখ্যা ও প্রোডাক্টের সামগ্রিক পারফর্ম্যান্সের ব্যাপারে একটি ইনসাইট দেবে। আরও জানুন

মে ২০২৩

মনিটাইজেশন
  • আপনার Spring স্টোরের প্রোডাক্টে ২৫% ছাড় দেওয়া হচ্ছে: Spring স্টোরের যেকোনও প্রোডাক্টের উপর আপনি যাতে ২৫% ছাড় দিতে পারেন, তার জন্য আমরা ফান্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 'আগে দাবি করলে আগে পাবেন' নিয়মের ভিত্তিতে এই প্রচার চালানো হচ্ছে এবং সীমিত সময়ের জন্যই এটি উপলভ্য রয়েছে। এই প্রচারের সুবিধা নিতে, আপনার কোড ডাউনলোড করুন এবং কন্টেন্টের মধ্যে প্রোডাক্ট ট্যাগ করা শুরু করে অনুরাগীদের সাথে প্রোমো শেয়ার করুন।

  • এন্ড স্ক্রিনে মার্চেন্ডাইজ দেখানোর ফিচার বন্ধ করা হচ্ছে: YouTube-এ আমাদের উদ্দেশ্য হল আপনি যাতে প্রোডাক্ট ফিচার করার জন্য আরও প্রচেষ্টা চালাতে পারেন তা নিশ্চিত করা। এর ফলে প্রোডাক্টের প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়বে এবং আপনার ব্যবসাও তাতে বৃদ্ধি পাবে। এন্ড স্ক্রিন দেখানোর ফিচার আর কাজ করবে না এবং এর ফলে ক্রিয়েটর ও দর্শকের জন্য Shopping অভিজ্ঞতা আরও উন্নত করা সম্ভব হবে। আপনার প্রোডাক্টের প্রতি দর্শকের আগ্রহ বাড়াতে, এমন কন্টেন্ট তৈরি করুন যার মাধ্যমে প্রোডাক্টের ভ্যালু দেখানো হয়েছে এবং তার পাশাপাশি কন্টেন্টে দেখানো প্রোডাক্ট ট্যাগ করুন যাতে দর্শকরা সেগুলি কিনতে পারেন।

YouTube Analytics
  • YouTube Analytics-এ উপার্জনের নতুন ব্রেকডাউন: আপনি এখন YouTube Analytics-এ 'উপার্জন' ট্যাবে গিয়ে, ভিডিও পৃষ্ঠাতে দেখানো বিজ্ঞাপন, Shorts ফিড বিজ্ঞাপন, মেম্বারশিপ, Supers, কানেক্ট করা স্টোর ও Shopping অ্যাফিলিয়েট অনুসারে আপনার উপার্জনের ব্রেকডাউন দেখতে পারবেন। আরও জানুন

  • YouTube Studio-তে আপনার দর্শক যে নতুন ফর্ম্যাট দেখেন, সেই সংক্রান্ত রিপোর্ট: আপনার দর্শকরা গত ২৮ দিনে অন্যান্য চ্যানেলে কোন ফর্ম্যাটের (ভিডিও, Shorts ও লাইভের) কন্টেন্ট সবচেয়ে বেশি দেখেছেন তার রিপোর্ট এখন আপনি 'দর্শক' ট্যাবে পাবেন। এই ডেটার সাহায্যে আপনি কন্টেন্ট তৈরির কৌশল নির্ধারণ করতে পারবেন। আরও জানুন

অন্যান্য আপডেট
  • ২৬ জুন থেকে আর স্টোরি দেখা যাবে না: ২৬ জুন থেকে, আর স্টোরি দেখা যাবে না এবং ২৬ জুন পর্যন্ত আপনি যেসব স্টোরি পোস্ট করেছেন সেগুলির মেয়াদ শেয়ার করার আসল তারিখ থেকে ৭ দিন পরে শেষ হয়ে যাবে। YouTube অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারগুলিকে অগ্রাধিকার দেবে যাতে আপনার চ্যানেল আরও ভাল পারফর্ম করে এবং আপনার কমিউনিটি আরও বৃদ্ধি পায়। YouTube Analytics-এ স্টোরিতে আসা ভিউ এখনও দেখা যাবে। আরও জানুন

এপ্রিল ২০২৩

YouTube Music লাইভ স্ট্রিমিং
  • iPhones ও iPads-এ, লাইভ চ্যাটে প্রতিক্রিয়া উপলভ্য: iPhone বা iPad-এ লাইভ চ্যাট খুলে রাখা অবস্থায় কোনও লাইভ স্ট্রিম দেখার সময় দর্শকরা কেমন অনুভব করছেন তা বোঝানোর জন্য, প্রাসঙ্গিক প্রতিক্রিয়ায় ট্যাপ করে মুহূর্তের মধ্যে উত্তর দিতে পারবেন। আরও জানুন
YouTube Shorts
  • ক্লিপ রিমিক্স করা: আপনি এখন Shorts-এর মধ্যে ক্লিপ রিমিক্স করতে পারবেন। রিমিক্স কন্টেন্ট ব্যবহার করে Shorts তৈরি করা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

মার্চ ২০২৩

YouTube Studio
  • YouTube Studio অ্যাপে চ্যানেল সংক্রান্ত অনুমতি উপলভ্য: আপনি এখন YouTube Studio অ্যাপের সাহায্যে প্রতিনিধিদের ম্যানেজ করতে পারবেন। প্রতিনিধিরা এখন কম্পিউটার থেকে Studio বা YouTube অ্যাপে পদক্ষেপ নিতে পারবেন। আরও জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9425827372011108944
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false