আপনার চ্যানেল সম্পর্কিত প্রাথমিক তথ্য, যেমন চ্যানেলের নাম এবং বিবরণ, অনুবাদ ও বিভিন্ন লিঙ্ক ম্যানেজ করতে পারবেন।
আপনি চ্যানেলের 'হোম' ট্যাবে সর্বাধিক ১৪টি লিঙ্ক রাখতে পারবেন, তবে সেগুলি আমাদের এক্সটার্নাল লিঙ্ক সংক্রান্ত নীতি মেনে চলছে কিনা তা ভালোভাবে দেখে নেবেন। প্রথম লিঙ্কটি প্রোফাইল বিভাগে সাবস্ক্রাইব বোতামের কাছে স্পষ্টভাবে দেখানো হবে এবং দর্শক অন্য লিঙ্কগুলি দেখার জন্য ক্লিক করলে সেগুলি দেখানো হবে। আপনার দর্শকের সাথে লিঙ্ক শেয়ার করা সম্পর্কে আরও জানুন।
- YouTube Studio-তে সাইন-ইন করুন।
- বাঁদিকের মেনু থেকে, কাস্টমাইজেশন
প্রোফাইল বিকল্প বেছে নিন।
- লিঙ্ক বিভাগে গিয়ে লিঙ্ক যোগ করুন বিকল্পে ক্লিক করে আপনার সাইটের নাম এবং URL লিখুন।
- প্রকাশ করুন বিকল্পে ক্লিক করুন।