ক্রিয়েটর আপডেট

লেটেস্ট ক্রিয়েটর আপডেটের সাথে আপ-টু-ডেট থাকতে এই নিবন্ধ ব্যবহার করুন। অন্যান্য বিষয়ের জন্য, এইসব নিবন্ধ দেখুন:

YouTube Creators চ্যানেলের মাসিক রাউন্ড-আপ

YouTube ক্রিয়েটরের মাসিক রাউন্ড-আপ

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

লেটেস্ট আপডেট

গত ২ সপ্তাহের আপডেট

YouTube Analytics

  • YouTube Studio-তে এখন Shopify-এর শপিং পারফর্ম্যান্স ডেটা উপলভ্য: নভেম্বর ২০২৪ থেকে, যেসব ক্রিয়েটর তাদের Shopify স্টোর, YouTube Shopping-এর সাথে কানেক্ট করেছেন তারা এখন YouTube Analytics-এ সুবিধামতো তাদের পারফর্ম্যান্স ডেটা দেখতে পাবেন। উপার্জন ট্যাব থেকে ক্রিয়েটররা মোট বিক্রি, অর্ডারের সংখ্যা এবং আরও অনেক কিছু দেখতে পাবেন। আরও জানুন
কমিউনিটি ও কমেন্ট
  • কমিউনিটি ট্যাব সংক্রান্ত আপডেট: YouTube Studio অ্যাপে কমিউনিটি ট্যাব আপডেট করা হয়েছে। এতে সময় সাশ্রয়কারী নতুন টুল যুক্ত হয়েছে যেগুলির সাহায্যে আপনি কমিউনিটি গড়ে তুলতে ও ম্যানেজ করতে পারেন। আরও জানুন

YouTube Shorts

  • থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে ভিডিও ও Shorts আপলোড করা: ২০২৪ সালের নভেম্বর মাস থেকে, Android ও iOS ডিভাইসে দেখানো এক্সটার্নাল অ্যাপ থেকে আপনি বড় দৈর্ঘ্যের ভিডিও এবং Shorts শেয়ার ও আপলোড করতে পারবেন। শেয়ার করার বিকল্প হিসেবে, আপনি YouTube অ্যাপ দেখতে না পেলে, আপনার ডিভাইসে অ্যাপের 'শেয়ার করুন' মেনুর মাধ্যমে আপনি এটি যোগ করতে পারবেন। এটি আপনাকে অন্যান্য অ্যাপ থেকে সরাসরি ভিডিও আপলোড করতে দেয়।
  • Shorts-এর সময়সীমা বাড়ানো হচ্ছে: ১৫ অক্টোবর, ২০২৪ থেকে ক্রিয়েটররা সর্বাধিক তিন মিনিটের Shorts আপলোড করতে পারবেন। এক মিনিটের চেয়ে বেশি সময়ের Shorts-এ অ্যাক্টিভ Content ID সংক্রান্ত দাবি থাকলে, যে নীতি লঙ্ঘনের জন্য দাবি করা হোক না কেন, কন্টেন্ট ব্লক করা হবে। তিন মিনিটের Shorts সম্পর্কে আরও জানুন অথবা আপনার Shorts ম্যানেজ করুন
অন্যান্য আপডেট
  • অনুপ্রেরণা এবং ট্রেন্ড ট্যাব: অনুপ্রেরণা ট্যাব এখন ডেস্কটপের YouTube Studio-র মধ্যে থাকা কন্টেন্ট পৃষ্ঠায় দেখতে পাওয়া যাবে। আপনার পরবর্তী ভিডিওর জন্য আইডিয়া, আউটলাইন, শীর্ষক এবং থাম্বনেল সংক্রান্ত সাজেশনের বিষয়ে একই জায়গায় ব্রেনস্টর্ম করার জন্য আপনি এখন AI টুলের সাহায্যে আইডিয়া এক্সপ্লোর করতে পারবেন। এই ফিচার বর্তমানে উপযুক্ত দেশগুলিতে উপলভ্য। অনুপ্রেরণা ট্যাব সম্পর্কে আরও জানুন

এছাড়াও, বিষয় খুঁজে পেতে এবং আপনার পরবর্তী ভিডিওর জন্য আইডিয়া পেতে ট্রেন্ড ট্যাব এক্সপ্লোর করুন। Analytics-এ থাকা সব ডিভাইসে আপনি ট্রেন্ড ট্যাব দেখতে পাবেন। ট্রেন্ড ট্যাব সম্পর্কে আরও জানুন

  • Android-এ বাল্ক আপলোডের সুবিধা আর উপলভ্য নেই: নভেম্বর ২০২৪-এর মাঝামাঝি থেকে, আমরা Android-এর YouTube অ্যাপে অন্যান্য অ্যাপ থেকে একসাথে একাধিক ভিডিও শেয়ার করার সুবিধা বন্ধ করে দিচ্ছি। ক্রিয়েটররা এখনও তাদের Android ডিভাইসের মাধ্যমে একবারে একটি করে ভিডিও আপলোড করতে পারবেন। এই পরিবর্তনের ফলে, ডেস্কটপে বাল্ক আপলোড করার ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না। আরও জানুন
  • ১০ ডিসেম্বরের মধ্যে ট্যাক্সের তথ্য জমা দিন: ১০ ডিসেম্বরের মধ্যে আপনার ট্যাক্স ফর্ম জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করুন ও উপযুক্ত হলে, ট্যাক্স সংক্রান্ত চুক্তির সুবিধা দাবি করুন। মনিটাইজিং ক্রিয়েটররা যেকোনও লোকেশনে থাকুন না কেন, তাদের ট্যাক্সের তথ্য জমা দিতে হবে। আমাদের সাজেশন হল, আপনি প্রতি বছর নিজের ট্যাক্সের তথ্য চেক ও আপডেট করুন। এমনকি কোনও পরিবর্তন না হলেও, আপনার ট্যাক্স ফর্মের মেয়াদ প্রতি বছর ফুরিয়ে যায়। আরও জানুন

আগের আপডেট

গত ৬ মাসের আপডেট

অক্টোবর ২০২৪

অন্যান্য আপডেট
  • ন্যূনতম পেমেন্ট থ্রেশহোল্ড সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা: ক্রিয়েটরদের মনিটাইজেশন অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য আমরা ক্রমাগত কাজ করে চলেছি। এই কাজেরই একটি অংশ হিসেবে আমরা পেমেন্ট পরিকাঠামো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্রিয়েটররা নিজের ন্যূনতম পেমেন্ট থ্রেশহোল্ডের ক্ষেত্রে পরিবর্তন দেখতে পারেন। এই পরিবর্তন সাময়িক হতে পারে ও এইসব পরীক্ষা-নিরীক্ষার ফলে আপনার উপার্জন ও সামগ্রিক মনিটাইজেশন স্ট্যাটাসে কোনও প্রভাব পড়ে না।
  • YouTube Shopping-এর বিক্রি ও অর্ডার সংক্রান্ত ডেটা দেখুন: যেসব ক্রিয়েটর তাদের Spreadshop, Spring এবং Cafe24 স্টোর YouTube Shopping-এ কানেক্ট করেছেন, তারা YouTube Analytics-এ তাদের আরও পারফর্ম্যান্স ডেটা দেখতে পারবেন। আপনি এখন 'উপার্জন' ট্যাবে Cafe24-এর মোট বিক্রি, অর্ডারের সংখ্যা, সেরা প্রোডাক্ট (বিক্রির ভিত্তিতে) এবং সেরা উপার্জনকারী কন্টেন্ট (বিক্রির ভিত্তিতে) দেখতে পারবেন। আরও জানুন

সেপ্টেম্বর ২০২৪

YouTube Shorts
  • Shorts তৈরি করার সময় এখন সব মোবাইল ডিভাইসেই থাম্বনেল বেছে নিন: এখন থেকে আপনি থাম্বনেল হিসেবে ব্যবহার করার জন্য শর্ট ভিডিও থেকেই ফ্রেম বেছে নিতে পারবেন, তারপরে Android এবং iPhone-এ Shorts তৈরি করার সময় টেক্সট যোগ এবং ফিল্টার প্রয়োগ করুন। Shorts তৈরি করা সম্পর্কে আরও জানুন

আগস্ট ২০২৪

অন্যান্য আপডেট
  • তুলনামূলক সহজ ক্রিয়েটর চ্যানেল: আগস্ট, ২০২৪ থেকে কিছু ক্রিয়েটর নিজের চ্যানেলের একটি তুলনামূলক সহজ ভার্সন দেখতে পাবেন যাতে “হোম ট্যাব” থাকবে না এবং এর ফলে ছোট ছোট চ্যানেলগুলি আরও ভালোভাবে নেভিগেট করতে পারবে। ক্রিয়েটররা যেকোনও সময়ে YouTube Studio থেকে “হোম ট্যাব” চালু করতে ও নিজের কন্টেন্ট প্লেলিস্টে যোগ করতে পারবেন।

    আমরা “প্রোফাইল” ট্যাবে “ব্র্যান্ডিং” ও “মূল তথ্য” এই দুটি বিভাগকে একসাথে মিলিয়েছি। এছাড়াও, “লেআউট” ট্যাবের নাম পরিবর্তন করে “হোম ট্যাব” রাখা হয়েছে। আরও জানুন

  • YPP সাসপেনশন সংক্রান্ত আপিলে করা পরিবর্তন: কোনও নীতি লঙ্ঘনের জন্য, ক্রিয়েটরের চ্যানেল সাসপেনশনের জন্য শিডিউল করা হলে, তাকে তা জানানো হবে এবং সাসপেন্ড করার আগে আপিল করার জন্য আমন্ত্রণ জানানো হবে। প্রভাবিত ক্রিয়েটর আপিল করার জন্য ৭ দিন সময় পাবেন এবং এই সময়ের মধ্যে তার কন্টেন্ট মনিটাইজ করার সুবিধা বজায় থাকবে। আপিল বাতিল করা হলে, আপনাকে YPP থেকে সরিয়ে দেওয়া হবে এবং আপনি ৯০ দিন পরে আবার আবেদন করতে পারবেন। আপনাকে সাসপেন্ড করার আগে আপিল জমা না দিলে, সাসপেন্ড করার ২১ দিনের মধ্যে আপিল জমা দিন অথবা ৯০ দিন পরে আবার YPP-তে ফিরে আসার জন্য আবেদন করুন। আরও জানুন

মে ২০২৪

কমিউনিটি ও কমেন্ট
  • কমিউনিটি পোস্টের উপলভ্যতা: আগামী কয়েক সপ্তাহে, আমরা YouTube-এর বেশিরভাগ চ্যানেলের পোস্ট অ্যাক্সেস করার সুবিধা প্রকাশ করতে চলেছি। আরও জানুন

YouTube Analytics

  • 'অনুপ্রেরণা' ট্যাব থেকে আইডিয়া পান: 'রিসার্চ' ট্যাবে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। 'রিসার্চ' ট্যাবের নাম পরিবর্তন করে এখন 'অনুপ্রেরণা' ট্যাব রাখা হয়েছে। ডেস্কটপে YouTube Studio ব্যবহার করার সময়, 'অনুপ্রেরণা' ট্যাবে সম্প্রতি উপলভ্য AI-জেনারেটেড টুলের সাহায্যে, এখন ক্রিয়েটররা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ আইডিয়া ব্রেনস্টর্ম করতে ও ভিডিও আউটলাইন তৈরি করতে পারবেন।  আরও জানুন

অন্যান্য আপডেট

  • চ্যানেল পৃষ্ঠা ডিসপ্লেতে করা পরিবর্তন: আপনার চ্যানেল পৃষ্ঠাতে এখন সব দৃশ্যমান স্ট্যাটাস ('প্রকাশিত', 'ব্যক্তিগত', 'শিডিউল করা হয়েছে', 'তালিকাভুক্ত নেই' এবং 'মেম্বারশিপ ভিডিও') ডিসপ্লে করা হবে, যাতে আপনি সহজেই 'লেটেস্ট', 'সবচেয়ে পুরনো' ও 'সবচেয়ে জনপ্রিয়' ভিডিও হিসেবে সব কন্টেন্টকে এক জায়গায় সাজিয়ে নিতে পারবেন। ভিডিওতে আরোপ করা বিধিনিষেধ ও আপলোড করা যায়নি এমন কন্টেন্টও আপনি দেখতে পারবেন। আপনার গোপনীয়তা সেটিংস সম্পর্কে আরও জানুন

এপ্রিল ২০২৪

YouTube Analytics
  • দর্শক ধরে রাখার ফিল্টার: প্রত্যেক ধরনের দর্শকের ক্ষেত্রে আপনার কন্টেন্ট কেমন পারফর্ম করছে তা দেখতে, নতুন অথবা রিটার্নিং দর্শক দিয়ে ক্রিয়েটররা এখন পারফর্ম্যান্স মেট্রিক দেখার সময় এবং দেখার গড় সময়সীমা ফিল্টার করতে পারবেন। আরও জানুন
  • ইম্প্রেশনের তুলনা করুন: আপনি এখন নতুন এবং রিটার্নিং দর্শকের মাধ্যমে ইম্প্রেশন এবং ফলস্বরূপ পাওয়া ক্লিক-থ্রু রেটের (CTR) তুলনা করতে পারবেন। এই ফিচার সম্পর্কে আরও জানুন।

YouTube Shorts

  • রিমিক্সের রিমিক্স করুন: আপনি এখন এমন কন্টেন্টের রিমিক্স করতে পারবেন যা আগেই রিমিক্স করা হয়েছে। এর ফলে আপনার Shorts-এ আরও ক্রিয়েটিভিটি প্রকাশ করার সম্ভাবনা বাড়বে। আরও জানুন

YouTube Studio

  • YouTube Studio-এর ক্লিপ: YouTube Studio-তে এবার থেকে ক্রিয়েটররা ক্লিপ দেখতে, ম্যানেজ করতে ও শেয়ার করতে পারবেন। আরও জানুন

মার্চ ২০২৪

YouTube Studio
  • কারসাজি করা কন্টেন্ট সেটিংস: ১৮ মার্চ, ২০২৪ থেকে শুরু করে, আপনার আপলোড করা কন্টেন্ট অর্থপূর্ণভাবে পরিবর্তিত বা সিন্থেটিকভাবে তৈরি করা হয়েছে কিনা তা আপলোডের প্রবাহে বিশ্বব্যাপী প্রকাশ করতে হবে। এই টুলটি প্রথমে কম্পিউটারে YouTube Studio-তে উপলভ্য হবে এবং তারপর মোবাইলে কন্টেন্ট তৈরির জন্য উপলভ্য করা হবে। আরও জানুন
  • Studio Mobile-এ আপলোড করা আইটেম: আপনি এখন সরাসরি মোবাইল ডিভাইস ব্যবহার করে YouTube Studio-তে কন্টেন্ট আপলোড করতে এবং ভিডিও ও Shorts-এর জন্য মনিটাইজেশন স্ট্যাটাস সেট করতে পারবেন। YouTube Studio ব্যবহার করে কীভাবে ভিডিওShorts আপলোড করতে হয় তা জানুন। 

ফেব্রুয়ারি ২০২৪

অন্যান্য আপডেট

জানুয়ারি ২০২৪

YouTube Studio

  • "সেরা কমিউনিটি ক্লিপ" বিভাগ: আপনি নিজের চ্যানেলের 'হোম' ট্যাবে আপনার ভিডিওর সেরা ক্লিপ দেখাতে পারবেন। এইসব ক্লিপ আপনার অথবা কমিউনিটির কারও তৈরি করা হতে পারে। আপনার 'হোম' ট্যাবে ক্লিপ যোগ করা হলে সেগুলি সকলে দেখতে পান এবং জনপ্রিয়তা ও তৈরির সাম্প্রতিক তারিখ অনুযায়ী সেগুলি সাজানো থাকে। আরও জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14914977666112764395
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false