এনফোর্সমেন্টের ব্যাপারে প্রতিক্রিয়া জানানো

আপনার কন্টেন্ট কোনও এনফোর্সমেন্টের কারণে প্রভাবিত হয়ে থাকলে এবং সেটির সাথে আপনি একমত না হলে অথবা ভুল করে হয়েছে বলে মনে করলে, আপনি প্রতিক্রিয়া জানানোর বিকল্প পাবেন।

কন্টেন্টের উপর কী অ্যাকশন নেওয়া হয়েছে সেটির উপর নির্ভর করে কোন প্রক্রিয়ায় এনফোর্সমেন্টের প্রতিক্রিয়া জানাতে হবে সেটি ঠিক হয়। যেমন, কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের জন্য অ্যাকশন-এর ক্ষেত্রে প্রতিক্রিয়া জানানোর প্রক্রিয়া ভিডিওর উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ-এর জন্য প্রতিক্রিয়া জানানো থেকে আলাদা হবে।

যে এনফোর্সমেন্টের ফলে আপনার কন্টেন্টের উপর প্রভাব পড়েছে এবং আপনি কীভাবে প্রতিক্রিয়া জানাবেন সেই বিষয়ে নিচের তালিকা থেকে আরও জানুন।

এনফোর্সমেন্টের প্রতিক্রিয়া জানানোর আগে: কী কারণে এনফোর্স করা হয়েছে সেটি আমাদের পাঠানো ইমেলে প্রদত্ত তথ্য থেকে ভালভাবে জেনে নিতে ভুলবেন না।

কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের জন্য অ্যাকশন

YouTube-এর কমিউনিটি নির্দেশিকা সম্পর্কে আরও জানুন 

কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের জন্য অ্যাকশনের বিরুদ্ধে আপিল করুন

বয়স সংক্রান্ত বিধিনিষেধ সম্পর্কে আরও জানুন

আপনার ভিডিওর উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে আপিল করুন

আইনি এনফোর্সমেন্ট

চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সম্পর্কে আরও জানুন

আমাদের পরিষেবার শর্তাবলী ভালভাবে দেখুন

চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে আপিল করুন 

কপিরাইট এনফোর্সমেন্ট

কপিরাইট স্ট্রাইক ও সরিয়ে দেওয়ার অনুরোধ

কপিরাইট স্ট্রাইক সম্পর্কে আরও জানুন

কপিরাইট স্ট্রাইকের সমাধান করুন

কপিরাইট সংক্রান্ত জবাবী বিজ্ঞপ্তি জমা দিন

জবাবী বিজ্ঞপ্তির প্রতিক্রিয়া জানান

কপিরাইট লঙ্ঘনের কারণে ভিডিও সরিয়ে দেওয়ার অনুরোধ সম্পর্কে আরও জানুন

কপিরাইট লঙ্ঘনের কারণে ভিডিও সরিয়ে দেওয়ার অনুরোধ জমা দিন

কপিরাইট লঙ্ঘনের কারণে ভিডিও সরিয়ে দেওয়ার অনুরোধ প্রত্যাহার করুন

Content ID সংক্রান্ত দাবি

Content ID সংক্রান্ত দাবির ব্যাপারে জানুন

Content ID সংক্রান্ত দাবির বিরোধিতা করুন

Content ID সংক্রান্ত দাবির বিরুদ্ধে আপিল করুন

বাচ্চাদের জন্য তৈরি করা অ্যাকশন

আপনার চ্যানেল বা ভিডিওর দর্শক সেট করা সম্পর্কে জানুন

আপনার কন্টেন্ট "বাচ্চাদের জন্য তৈরি করা" কিনা তা নির্ধারণ করুন

বাচ্চাদের জন্য তৈরি করা দর্শক সেটিংস সম্পর্কে আপিল করুন

YouTube পার্টনার প্রোগ্রাম (YPP) অ্যাকশন

YouTube-এর মনিটাইজেশন নীতি সম্পর্কে আরও জানুন 

YPP সাসপেনশন বা আবেদন প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিল করুন

প্রত্যাখ্যান করা হয়েছে এমন YPP আবেদনের ব্যাপারে প্রতিক্রিয়া জানান

"অধিকাংশ বিজ্ঞাপনদাতার ক্ষেত্রে উপযুক্ত নয়" হিসেবে চিহ্নিত ভিডিওর জন্য ম্যানুয়াল পর্যালোচনার অনুরোধ করুন

 

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

YouTube কীভাবে কন্টেন্ট পর্যালোচনা করে?
কন্টেন্ট কোনও নীতি লঙ্ঘন করেছে কিনা তা নির্ধারণ করার জন্য আমরা একসাথে অটোমেটেড সিস্টেম ও পর্যালোচককে দিয়ে পর্যালোচনা করাই। YouTube কীভাবে কন্টেন্ট পর্যালোচনা করে সেই বিষয়ে আরও জানুন।
আমার চ্যানেলের জন্য মনিটাইজেশন পজ করা থাকলে কী হবে?
YouTube পার্টনার প্রোগ্রামে অংশ নেওয়া পার্টনারদের অ্যাক্টিভ, অনুমোদিত এবং লিঙ্ক করা AdSense for YouTube অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করা হয়। আপনার চ্যানেলের সাথে অ্যাক্টিভ ও অনুমোদিত AdSense for YouTube অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে, মনিটাইজেশন পজ করা থাকবে। এই সমস্যা সম্পর্কে ও সেটি কীভাবে সমাধান করবেন সেই বিষয়ে আরও জানুন।
আমার চ্যানেলের মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হলে আমার কী করণীয়?
একাধিক কারণে আপনার চ্যানেলের জন্য মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হতে পারে। এই ধরনের যেকোনও অ্যাকশনের জন্য পেমেন্ট সাসপেন্ড করা হতে পারে: আমার চ্যানেলের জন্য মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হয়েছে আপনার আপলোড করা কন্টেন্ট সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হলে, সেটি জানিয়ে YouTube আপনাকে একটি ইমেল পাঠাবে। আমাদের হিউম্যান রিভিউয়ার বা অটোমেটেড সিস্টেম কোনও ভুল করেছে বলে আপনার মনে হলে অথবা কন্টেন্টের ব্যাপারে সিদ্ধান্তের সাথে আপনি একমত না হলে, সমাধানের সব বিকল্প সম্পর্কে জেনে নিয়ে সবচেয়ে উপযুক্ত বিকল্প বেছে নিতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9621369865023713089
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false