প্রকাশকদের কন্টেন্ট মনিটাইজ করার সুবিধা দিয়ে এবং বিজ্ঞাপনদাতাদের সম্ভাব্য গ্রাহকদের কাছে উপযোগী ও প্রাসঙ্গিক প্রোডাক্ট ও পরিষেবার তথ্য পৌঁছে দেওয়ার সুযোগ করে দিয়ে Google ফ্রি ও সকলের জন্য অ্যাক্সেসযোগ্য ইন্টারনেটের সুবিধা দিতে সাহায্য করে।
প্রকাশকদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ সেইগুলি শনাক্ত করে কন্টেন্ট যেইগুলির উপর নির্দিষ্ট কিছু সোর্স থেকে বিজ্ঞাপন পাওয়ার ব্যাপারে বিধিনিষেধ আছে। আপনার কন্টেন্টে ইনভেন্টরি সংক্রান্ত বিধিনিষেধ আছে বলে লেবেল করা থাকলে, তুলনামূলকভাবে কম বিজ্ঞাপনের সোর্স সেটির উপর বিড করার পক্ষে উপযুক্ত বলে বিবেচিত হবে। এর ফলে কিছু ক্ষেত্রে আপনার ইনভেন্টরির উপর বিজ্ঞাপনের কোনও সূত্রই বিড করতে পারবে না এবং আপনার কন্টেন্টের সাথে কোনও বিজ্ঞাপনও দেখানো হবে না। মনে রাখবেন যে কন্টেন্ট এই বিধিনিষেধের জন্য চিহ্নিত থাকলে সেটিতে Google বিজ্ঞাপন (আগে যেটি AdWords নামে পরিচিত ছিল) পরিবেশন করা হবে না। তাই Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধের অধীনে থাকা কন্টেন্ট আপনি মনিটাইজ করার সিদ্ধান্ত নিলেও, সেটিতে বিধিনিষেধ নেই এমন কন্টেন্টের থেকে হয়ত কম বিজ্ঞাপন দেখানো যাবে।
Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধগুলি নিম্নলিখিত বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে:
এইসব বিধিনিষেধ Google প্রকাশক প্রোডাক্টের ব্যবহারকে নিয়ন্ত্রণ করে এমন অন্য নীতিগুলির সাথে প্রয়োগ করা হবে।
কন্টেন্ট সংক্রান্ত বিধিনিষেধ
যৌনতাপূর্ণ কন্টেন্ট
এই ধরনের কন্টেন্টে:
- নগ্নতা থাকে।
- যৌন তৃপ্তি প্রদান করে, যৌন ইঙ্গিতপূর্ণ হয় এবং/অথবা কামোদ্দীপনা জাগানোর উদ্দেশ্যে তৈরি করা হয়।
যেমন: স্তন, নিতম্ব বা ঊরুসন্ধির খুব কাছ থেকে তোলা ছবি, খুব পাতলা বা শরীরের অংশ দেখতে পাওয়া যায় এমন পোশাক, অস্পষ্ট করে দেখানো যৌনাঙ্গ, উত্তেজক ভঙ্গিতে রয়েছেন বা পোশাক খুলছেন এমন পুরুষ বা মহিলার সেন্সর করা ছবি
- যৌনকামনা উদ্রেককারী আলোচনা থাকে।
যেমন: যৌন কার্যকলাপ দেখে তৃপ্তি, রোল-প্লেয়িং, দাসত্ব, কর্তৃত্ব ও সমর্পণ, স্যাডোম্যাসোচিজম
- যৌন বিনোদন সম্পর্কিত হয়।
যেমন: পর্নোগ্রাফিক সিনেমার উৎসব, প্রাপ্তবয়স্কদের জন্য ওয়েবক্যাম পরিষেবা, স্ট্রিপ ক্লাব
- যৌন মার্চেন্ডাইজ প্রচার করা হয়।
যেমন: যৌনতা সংক্রান্ত খেলনা, পার্সোনাল লুব্রিকেন্ট, যৌনাঙ্গ বর্ধনকারী সরঞ্জাম
- প্রেম এবং/অথবা যৌন মিলনের সুযোগ করে দেওয়া হয়।
যেমন: প্রেম, সুইঙ্গার, হুক-আপ বা ফ্লিঙ ডেটিং
- যৌন ক্ষমতার উন্নতি সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।
যেমন: যৌনতা সম্পর্কে পরামর্শ
- যৌনতাবর্ধক ওষুধ বা সাপ্লিমেন্টের প্রচার করা হয়।
যেমন: লিঙ্গ শিথিলতার জন্য ট্যাবলেট, লিবিডো বর্ধনকারী সাপ্লিমেন্ট
যৌন কন্টেন্ট সম্পর্কে আরও জানুন
জঘন্য কন্টেন্ট
এই ধরনের কন্টেন্টে:
- ভয়াবহ, গ্রাফিক বা জঘন্য বর্ণনা বা ছবি থাকে।
যেমন: রক্ত, নাড়িভুঁড়ি, জমাট বাঁধা রক্ত, যৌন নিঃসরণ, মানুষ বা পশুর বর্জ্য পদার্থ, অপরাধের দৃশ্য বা দুর্ঘটনার ছবি
- হিংস্র কার্যকলাপ দেখানো হয়।
যেমন: গুলি চালানো, বিস্ফোরণ, বোমা ফাটানোর ছবি বা বিবরণ; হত্যা করার ভিডিও; পশুদের উপর অত্যাচার
- উল্লেখযোগ্য পরিমাণে অশ্লীল বা কুৎসিত ভাষা থাকে বা সেটি স্পষ্টভাবে ফিচার করা হয়।
যেমন: দিব্যি করা বা অভিশাপ দেওয়ার জন্য ব্যবহার করা শব্দ, ভুল বানানে বা একটু পরিবর্তন করে লেখা অশালীন ভাষা
গেমপ্লে সংক্রান্ত ছবির ক্ষেত্রে ব্যতিক্রম: গেমপ্লে সংক্রান্ত ছবির প্রসঙ্গে শুধুমাত্র তখনই কন্টেন্টের মধ্যে "ভয়াবহ গ্রাফিক বা ঘৃণ্য অ্যাকাউন্ট বা ছবি আছে" অথবা তা "হিংসাত্মক কার্যকলাপ দেখাচ্ছে" বলে মনে করা হয়, যখন নিম্নলিখিত বিষয় এর মধ্যে দেখতে পাওয়া যায়:
- নির্যাতন।
উদাহরণ: এমন কোনও হিংসাত্মক কাজ যেখানে গেমের মধ্যে কারাগারে বন্দী বা অসহায় কোনও চরিত্রের উপর অকথ্য অত্যাচার বা তাকে ভয়ানক কষ্ট দেওয়ার গ্রাফিক দেখানো হয়েছে।
- যৌন হিংস্রতা।
- নাবালকের উপর করা হিংস্র আচরণ।
- বাস্তব জগতের কোনও বিখ্যাত ব্যক্তির সাথে করা হিংস্র আচরণ।
উদাহরণ: বাস্তব জগতে কোনও দেশের প্রেসিডেন্ট, সরকারি কর্মচারী, বিখ্যাত ব্যক্তি বা স্পোর্টস প্লেয়ারের সাথে করা হিংস্র আচরণ।
- কোনও পদ্ধতিগত বৈষম্য বা বঞ্চনার সাথে যুক্ত কোনও চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে করা হিংস্র আচরণ।
-
উদাহরণ: কোনও ব্যক্তির জাতি বা জাতিগত উৎস, ধর্ম, শারীরিক প্রতিবন্ধকতা, বয়স, জাতীয়তা, ভেটেরান স্ট্যাটাস, যৌন পছন্দ, লিঙ্গ বা লিঙ্গগত পরিচয়ের উপর ভিত্তি করে তার বিরুদ্ধে করা হিংস্র আচরণ।
জঘন্য কন্টেন্ট সম্পর্কে আরও জানুন
বিস্ফোরক
এই ধরনের কন্টেন্টে:
- বিস্ফোরণের ফলে কাছাকাছি থাকা মানুষ ও সম্পত্তির ক্ষতি করতে পারে এমন প্রোডাক্টের বিক্রি প্রচার করা হয়।
যেমন: পেরেক ভর্তি বোমা, রাসায়নিক বোমা, গ্রেনেড, আতসবাজি বা বিস্ফোরণ হতে পারে এমন বাজি
- বিস্ফোরক আইটেম একত্রিত, উন্নত বা অধিগ্রহণ করা সম্পর্কে পরামর্শ থাকে।
যেমন: বোমা তৈরির নির্দেশিকা; গ্রেনেড, বোমা বা অন্যান্য বিস্ফোরক ডিভাইসের অংশ 3D প্রিন্ট করার জন্য ব্যবহৃত সফ্টওয়্যার বা সরঞ্জাম
বন্দুক, বন্দুকের যন্ত্রাংশ ও সেই সম্পর্কিত প্রোডাক্ট
এই ধরনের কন্টেন্টে:
- আগ্নেয়াস্ত্র, অপব্যবহার করা হলে গুরুতর শারীরিক ক্ষতি হতে পারে এমন খেলাধূলা বা বিনোদনের জন্য ব্যবহার করা বন্দুক অথবা আসল বন্দুকের মতো দেখতে বন্দুকের বিক্রি প্রচার করা হয়।
যেমন: হ্যান্ডগান, রাইফেল, শটগান, শিকার করার বন্দুক, পুরনো দিনের কার্যকরী বন্দুক, এয়ারসফ্ট বন্দুক, পেন্টবল বন্দুক, বিবি বন্দুক ও 3D-প্রিন্ট করা বন্দুক
- আগ্নেয়াস্ত্রের জন্য প্রয়োজনীয় বা সেটির কার্যকারিতা বাড়ায় এমন যন্ত্রাংশ, উপাদান অথবা সম্পূর্ণ বা অসম্পূর্ণ সরঞ্জাম বিক্রি প্রচার করা হয়।
যেমন: গোলাবারুদ, গোলাবারুদের ক্লিপ, সাইলেন্সার, বন্দুকের জন্য বাইপড ও ট্রাইপড, স্টক, কনভার্সন কিট, বন্দুকের গ্রিপ, স্কোপ ও সাইট, বাম্প স্টক
- আগ্নেয়াস্ত্র একত্রিত করা বা সেটির কার্যকারিতা বাড়ানো সম্পর্কে নির্দেশ থাকে।
বন্দুক, বন্দুকের অংশ ও সেই সম্পর্কিত প্রোডাক্টের ব্যাপারে আরও জানুন
অন্যান্য অস্ত্র
এই ধরনের কন্টেন্টে:
- খেলা, আত্মরক্ষা বা লড়াইয়ে প্রতিপক্ষকে জখম করার জন্য ব্যবহার করা যেতে পারে এমন প্রোডাক্ট অথবা সেগুলির জন্য তৈরি অন্যান্য অস্ত্রের বিক্রি প্রচার করা হয়।
যেমন: থ্রোয়িং স্টার, টেসার, ব্রাশ নাকলস্, পেপার স্প্রে
- লড়াইয়ের ক্ষেত্রে সুবিধা (ছদ্মবেশী ডিজাইন বা খোলার সহায়ক-পদ্ধতি সহ) প্রদান করার জন্য তৈরি করা ছুরি বিক্রি প্রচার করা হয়।
যেমন: সুইচব্লেড, লড়াইয়ের ছুরি, তরোয়াল, বালিসং, সামরিক ছুরি, ছোরা, ছোঁড়া যায় এমন কুড়ুল
- "অন্যান্য অস্ত্র" বিভাগে উল্লিখিত যেকোনও প্রোডাক্ট একত্রিত, উন্নত বা অধিগ্রহণ করা সম্পর্কে পরামর্শ থাকে।
অন্যান্য অস্ত্র সম্পর্কে আরও জানুন
তামাক
এই ধরনের কন্টেন্টে:
- তামাক বা তামাকজাত প্রোডাক্টের বিক্রি প্রচার করা হয়।
যেমন: সিগারেট, চুরুট, ধুম্রপানের জন্য পাইপ, রোলিং কাগজ, চিবানোর জন্য তামাক, ই-সিগারেট
বিনোদনমূলক ড্রাগ
এই ধরনের কন্টেন্টে:
- বিনোদনের জন্য মানসিক অবস্থার পরিবর্তন করে অথবা "নেশাগ্রস্ত" করে রাখে এমন পদার্থের প্রচার করা হয়।
যেমন: কোকেন, ক্রিস্টাল মেথ, হেরোইন, গাঁজা, কোকেনের বিকল্প, মেফেড্রোন, "আইনত নিষিদ্ধ নয় এমন নেশার সামগ্রী"
- বিনোদনমূলক ড্রাগের ব্যবহারে উৎসাহ দেওয়ার জন্য প্রচারিত প্রোডাক্ট বা পরিষেবা।
যেমন: পাইপ, বং, ক্যানাবিস কফির দোকান
- বিনোদনমূলক ড্রাগ তৈরি করা, কেনা বা ব্যবহার করা সম্পর্কে নির্দেশ দেয়।
যেমন: ড্রাগের ব্যবহার সংক্রান্ত পরামর্শ বা সাজেশন বিনিময় করার ফোরাম
বিনোদনমূলক ড্রাগ সম্পর্কে আরও জানুন
অ্যালকোহলের বিক্রি বা অপব্যবহার
এই ধরনের কন্টেন্টে:
- অনলাইনে অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি করতে সাহায্য করে।
- দায়িত্বজ্ঞানহীন মদ্যপানের প্রচার করা হয়।
যেমন: অতিরিক্ত, প্রমোদের জন্য বা প্রতিযোগিতামূলক মদ্যপানকে অনুকূলভাবে দেখানো
অ্যালকোহলের বিক্রি বা অপব্যবহার সম্পর্কে আরও জানুন
অনলাইনে জুয়া খেলা
এই ধরনের কন্টেন্টে:
- অনলাইনে অংশগ্রহণ করে নগদ টাকা দিয়ে জুয়া খেলা অথবা গেমের ফলাফল হিসেবে বিভিন্ন পুরস্কার বা নগদ টাকা জেতার সুযোগ পাওয়ার জন্য টাকা-পয়সা বা অন্যান্য মূল্যবান আইটেম দিয়ে বা বাজি রেখে ইন্টারনেটে খেলা যায় এমন গেম খেলতে ব্যবহারকারীকে উৎসাহ দেওয়া হয়।
এক্সক্লুশন: প্রাসঙ্গিকতার ভিত্তিতে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, মেক্সিকো, নেদারল্যান্ডস, ফিলিপাইন্স, দক্ষিণ কোরিয়া, স্পেন, তুরস্ক, যুক্তরাজ্য বা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত কোনও ব্যবহারকারীর কাছে কন্টেন্ট পৌঁছে দেওয়া হয়।
যেমন: অনলাইন ক্যাসিনো বা জুয়াড়ি, অনলাইন লটারির টিকিট বা স্ক্র্যাচ কার্ড কেনা, খেলা সম্পর্কিত অনলাইন জুয়া, অনলাইন জুয়ার পৃষ্ঠার প্রচার করে এমন অ্যাগ্রিগেটর বা অ্যাফিলিয়েট সাইট
অনলাইনে জুয়া খেলা সম্পর্কে আরও জানুন
প্রেসক্রিপশন ড্রাগ
এই ধরনের কন্টেন্টে:
- প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা উচিৎ নয় এমন ওষুধপত্র অনলাইনে বিক্রির জন্য প্রচার করে।
যেমন: প্রেসক্রিপশন ড্রাগের বিক্রি, অনলাইন ওষুধের দোকান
প্রেসক্রিপশন ড্রাগ সম্পর্কে আরও জানুন
অননুমোদিত ওষুধ ও সাপ্লিমেন্ট
এই ধরনের কন্টেন্টে:
- অননুমোদিত ওষুধপত্র ও সাপ্লিমেন্ট বিক্রি প্রচার করা হয়।
যেমন: এই অসম্পূর্ণ তালিকাতে অন্তর্ভুক্ত সব অননুমোদিত ওষুধ ও সাপ্লিমেন্ট আইটেম; এফেড্রা সহ প্রোডাক্ট; বিশেষ রাসায়নিক পদার্থ বা বিপজ্জনক উপাদান সহ ভেষজ ও ডায়েটারি সাপ্লিমেন্ট; অননুমোদিত ওষুধ, সাপ্লিমেন্ট বা নিয়ন্ত্রিত ড্রাগের নামের সাথে বিভ্রান্তিকরভাবে একরকম নামের প্রোডাক্ট
অননুমোদিত ওষুধ ও সাপ্লিমেন্ট সম্পর্কে আরও জানুন
Google Play Store থেকে সরিয়ে দেওয়া অ্যাপ
এই অ্যাপ:
- Google Play নীতি লঙ্ঘন করেছে বলে Google Play Store থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
Google Play Store থেকে সরিয়ে দেওয়া অ্যাপ সম্পর্কে আরও জানুন
আচরণ সংক্রান্ত বিধিনিষেধ
বাধা সৃষ্টি করছে এমন বিজ্ঞাপন
Google-এর মাধ্যমে পরিবেশিত এমন বিজ্ঞাপন যা কন্টেন্ট আড়াল করে
আমরা Google-এর মাধ্যমে পরিবেশিত বিজ্ঞাপন দেখানোর অনুমতি দিই না, যদি সেই বিজ্ঞাপন:
- যেকোনও সময়কাল ধরে কন্টেন্ট পুরোপুরি বা আংশিক আড়াল করে রাখে
কন্টেন্ট আড়াল করে এমন বিজ্ঞাপন যা Google-এর মাধ্যমে পরিবেশিত হয় সেই সম্পর্কে আরও জানুন
কন্টেন্ট আড়াল করে এমন বিজ্ঞাপন যা Google-এর মাধ্যমে পরিবেশিত হয়
আমরা সেই সমস্ত কন্টেন্ট অনুমোদন করি না, যেগুলি:
- Google-এর মাধ্যমে পরিবেশিত বিজ্ঞাপন পুরোপুরি বা আংশিক আড়াল করে রাখে।
কন্টেন্ট আড়াল করে এমন বিজ্ঞাপন যা Google-এর মাধ্যমে পরিবেশিত হয় সেই সম্পর্কে আরও জানুন
ভিডিও ইনভেনটরি সংক্রান্ত বিধিনিষেধ
ইনভেনটরির সঠিক বর্ণনা দেওয়া
- ভিডিও ইনভেনটরিতে সঠিক সিগন্যাল (Ad Manager-এর জন্য VAST বিজ্ঞাপন ট্যাগ URL প্যারামিটার দেখুন) সহ বিবৃতি প্রদান করতে হবে, এর মধ্যে নিম্নলিখিত বিষয় পড়ে:
- বিজ্ঞাপনের প্লেসমেন্টের অডিবিলিটি: ডিফল্ট হিসেবে অডিবল বা মিউট করা (Ad Manager-এর জন্য
vpmute
প্যারামিটার দেখুন)। - বিজ্ঞাপনের প্লেসমেন্টের ধরন: ভিডিও প্লেয়ারে ভিডিও কন্টেন্টে পরিবেশিত ভিডিও বিজ্ঞাপন হয় "ইন-স্ট্রিম" অথবা "আনুষঙ্গিক কন্টেন্ট" প্লেসমেন্ট হিসেবে সঠিকভাবে উল্লেখ করতে হবে (Ad Manager-এর জন্য
plcmt
প্যারামিটার) দেখুন)। নন-ভিডিও প্লেয়ার প্লেসমেন্টে পরিবেশিত ভিডিও বিজ্ঞাপনের জন্য কিছু উল্লেখ করার প্রয়োজন নেই এবং ইনভেনটরি ফর্ম্যাটের উপর নির্ভর করে Google সেটি অটোমেটিক "ইন্টারস্টিশিয়াল" বা "স্ট্যান্ডঅ্যালোন" প্লেসমেন্ট হিসেবে নির্ধারণ করবে।- "ইন-স্ট্রিম" কথাটির অর্থ ভিডিও বা অডিও বিজ্ঞাপন ভিডিও বা অডিও কন্টেন্টের স্ট্রিমে চলবে, এক্ষেত্রে ব্যবহারকারী ভিডিও বা অডিও কন্টেন্টই উপভোগ করতে এসেছেন বা সেটির জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
যেমন: ব্যবহারকারীর অনুরোধ করা ভিডিও কন্টেন্ট স্ট্রিমের শুরুতে, মাঝে বা শেষ হয়ে যাওয়ার পরে দেখানো ভিডিও বিজ্ঞাপন।
- "আনুষঙ্গিক কন্টেন্ট" কথাটির অর্থ ব্যবহারকারী দেখতে এসেছেন এমন মূল কন্টেন্টের সাথে থাকা ভিডিও কন্টেন্টের স্ট্রিমে দেখানো ভিডিও বিজ্ঞাপন, এক্ষেত্রে ব্যবহারকারী ভিডিও কন্টেন্ট উপভোগ করতে আসেননি বা সেটির জন্য বিশেষভাবে অনুরোধও করেননি। আনুষঙ্গিক কন্টেন্ট প্লেসমেন্ট পৃষ্ঠার বডিতে লোড হতে হবে এবং ডিফল্ট হিসেবে মিউট করা থাকতে হবে।
যেমন: প্রধানত সম্পাদকীয় পৃষ্ঠার একটি ছোট অংশে থাকা মিউট করা ভিডিও কন্টেন্ট স্ট্রিমের শুরুতে, মাঝে বা শেষ হয়ে যাওয়ার পরে দেখানো ভিডিও বিজ্ঞাপন।
- "ইন্টারস্টিশিয়াল" কথাটির অর্থ কন্টেন্ট ট্রানজিশনের মধ্যে কোনও স্ট্রিমিং ভিডিও কন্টেন্ট ছাড়াই দেখানো ভিডিও বিজ্ঞাপন, এক্ষেত্রে ভিডিও বিজ্ঞাপনটিই পৃষ্ঠার মূল আকর্ষণ ও ভিউপোর্টের অধিকাংশ জায়গা জুড়ে থাকে।
যেমন: ভিডিও কন্টেন্ট ছাড়াই কোনও স্ট্রিমিং পরিবেশিত হচ্ছে এমন ভিডিও বিজ্ঞাপন, এটি সাধারণ বিরতি বা কন্টেন্ট ট্রানজিশনের মধ্যে সম্পূর্ণ ভিউতে দেখানো হয়।
- "স্ট্যান্ডঅ্যালোন" কথাটির অর্থ কোনও স্ট্রিমিং ভিডিও কন্টেন্ট ছাড়াই দেখানো ভিডিও বিজ্ঞাপন, এক্ষেত্রে ভিডিও বিজ্ঞাপন পৃষ্ঠার মূল আকর্ষণ নয়।
যেমন: ভিডিও কন্টেন্ট ছাড়াই কোনও স্ট্রিমিং পরিবেশিত হচ্ছে এমন ভিডিও বিজ্ঞাপন, এটি নিবন্ধ পৃষ্ঠার ডানদিকের রেলের ব্যানারে দেখানো হয়।
- "ইন-স্ট্রিম" কথাটির অর্থ ভিডিও বা অডিও বিজ্ঞাপন ভিডিও বা অডিও কন্টেন্টের স্ট্রিমে চলবে, এক্ষেত্রে ব্যবহারকারী ভিডিও বা অডিও কন্টেন্টই উপভোগ করতে এসেছেন বা সেটির জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
- বিজ্ঞাপনের প্লেসমেন্টের অডিবিলিটি: ডিফল্ট হিসেবে অডিবল বা মিউট করা (Ad Manager-এর জন্য
সাপোর্ট করে এমন নিয়ম ব্যবহার করা
- অফিসিয়াল Google বিটা প্রোগ্রামের মাধ্যমে প্লেসমেন্ট না করা হলে, কাজ করে এমন প্ল্যাটফর্মে ইন-স্ট্রিম বা আনুষঙ্গিক কন্টেন্ট প্লেসমেন্টের জন্য Google Interactive Media Ads SDK বা Google Programmatic Access Library ব্যবহার করতে হবে।
- পার্টনার ও প্রকাশকরা YouTube কন্টেন্ট মনিটাইজ করার জন্য ইন্টার্যাক্টিভ মিডিয়া বিজ্ঞাপন প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন না। YouTube কন্টেন্ট থেকে উপার্জন করার জন্য পার্টনার ও প্রকাশকদের YouTube পার্টনার প্রোগ্রামের মাধ্যমে মনিটাইজ করতে হবে।
- ইন্টারস্টিশিয়াল বা স্ট্যান্ড-অ্যালোন প্লেসমেন্টের জন্য, Google-এর দেওয়া সমাধান ব্যবহার করতে হবে: ওয়েবসাইটের ক্ষেত্রে: Google প্রকাশক ট্যাগ; অ্যাপের ক্ষেত্রে: Google Mobile Ads SDK (Ad Manager-এর জন্য; AdMob-এর জন্য)।
- গেমে প্লেসমেন্ট করার সুবিধা ছাড়া, ইন্টারস্টিশিয়াল বা স্ট্যান্ড-অ্যালোন প্লেসমেন্টের জন্য Google Interactive Media Ads SDK ব্যবহার করা যাবে না।
বিজ্ঞাপনদাতার ভ্যালু সুরক্ষিত রাখা
- ভিডিও ইনভেনটরি কন্ট্রোল (যেমন, চালানো, পজ করা, মিউট করা, এড়িয়ে যাওয়া বা বাতিল করা) এবং বিজ্ঞাপন কন্টেন্ট বা কন্ট্রোলের জন্য প্রদান করা হলে, সেইসব জায়গায় এগুলিকে ব্যাহত করা, এদের লুকানো বা নন-ফাংশনাল করে রাখা যাবে না।
- স্বচ্ছতার জন্য, শুধুমাত্র কোনও একজন ব্যবহারকারীর অ্যাকশনের (যেমন, স্ক্রল করা, কন্টেন্টের উপরে মাউস নিয়ে যাওয়া, স্ক্রিনে ট্যাপ করা বা সোয়াইপ করা) ফলাফল হিসেবে ভিডিও ইনভেনটরি কন্ট্রোল বা বিজ্ঞাপন কন্ট্রোলকে অ্যাক্টিভেট বা চালু করা হলে, সেগুলিকে ব্যাহত করা, লুকানো বা নন-ফাংশনাল করে রাখা হয়েছে হিসেবে গণ্য করা হয় না।
- ইন-স্ট্রিম প্লেসমেন্টের ক্ষেত্রে, মিউট করা প্লেসমেন্টে অডিও বিজ্ঞাপনের জন্য অনুরোধ করা বা বিজ্ঞাপন দেখানো যাবে না।
ব্যবহারকারীর প্রতি সম্মান প্রদর্শন করা
- এইসব শর্ত পূরণ করা হলে, ভিডিও ইনভেনটরি অটোপ্লে করা যেতে পারে:
- যেকোনও সময় সব ধরনের প্লেসমেন্ট মিলিয়ে শুধুমাত্র একটি ভিডিও ইনভেনটরির সাউন্ড সহ অটোপ্লে করা যেতে পারে।
- এছাড়াও, ইন-স্ট্রিম বা আনুষঙ্গিক কন্টেন্ট প্লেসমেন্টের জন্য যেকোনও সময় শুধুমাত্র একটি ভিডিও প্লেয়ার থেকে অটোপ্লে করা যেতে পারে।
- বিজ্ঞাপন ইউনিটের সর্বনিম্ন ৫০% না দেখা গেলে, বিজ্ঞাপন অটোপ্লে করা যাবে না।
- যেকোনও সময় সব ধরনের প্লেসমেন্ট মিলিয়ে শুধুমাত্র একটি ভিডিও ইনভেনটরির সাউন্ড সহ অটোপ্লে করা যেতে পারে।
- এইসব শর্ত পূরণ করা হলে, ভিডিও ইনভেনটরি স্টিকি হতে পারে:
- ভিডিও বা বিজ্ঞাপন কন্টেন্টের পুরো সময় ধরে বাতিল করার বিকল্প দিতে হবে। এই বিকল্প কখনই লুকানো, ব্যাহত করা বা নন-ফাংশনাল করে রাখা যাবে না।
- স্টিকি প্লেসমেন্টে ট্রানজিশন হওয়া ইন-স্ট্রিম বা আনুষঙ্গিক কন্টেন্ট প্লেসমেন্টের ক্ষেত্রে, ভিডিও প্লেয়ারকে অবশ্যই প্রধান কন্টেন্টে এবং ব্যবহারকারী ভিডিও প্লেয়ারটি পৃষ্ঠা থেকে স্ক্রল অফ করা হলে, শুধুমাত্র ট্রানজিশন হিসেবে, শুরু করতে হবে।