ফিচারগুলি অ্যাক্সেস করার জন্য আপনার কাছে কয়েকটি বিকল্প উপলভ্য আছে:
- স্ট্যান্ডার্ড ফিচার: আপনার কমিউনিটি নির্দেশিকা সংক্রান্ত কোনও অ্যাক্টিভ স্ট্রাইক না থাকলে, চ্যানেল তৈরি করার সাথে সাথেই এইসব ফিচারে অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনার দর্শকের সংখ্যা বাড়াতে এবং আপনার চ্যানেল বড় করার কাজ শুরু করতে এই ফিচারগুলি ব্যবহার করুন।
- ইন্টারমিডিয়েট ফিচার: দর্শক সংখ্যা বাড়ানোর জন্য আরও বেশি টুল ব্যবহার করতে চাইলে, আপনি ইন্টারমিডিয়েট ফিচার অ্যাক্সেস করার সুবিধা বেছে নিতে পারেন। এর জন্য আপনাকে নিজের ফোন নম্বর যাচাই করাতে হবে।
- উন্নত ফিচার: আপনি চ্যানেলের পর্যাপ্ত ইতিহাস গড়ে তুলেছেন এমন অ্যাক্টিভ YouTube ক্রিয়েটর হলে, খুব সম্ভবত উন্নত ফিচারের জন্য অটোমেটিক যোগ্য হিসেবে বিবেচিত হন। মনে রাখবেন:
- এখনই উন্নত ফিচারে অ্যাক্সেস পেতে চাইলে, আপনি বৈধ আইডি বা ভিডিওর মাধ্যমে আপনার পরিচয় যাচাই করতে পারেন। এই যাচাইকরণের তথ্য কীভাবে ব্যবহার করা হয় সেই বিষয়ে আরও জানুন।
- উন্নত ফিচার ব্যবহার করা চালিয়ে যেতে, আপনাকে YouTube-এর কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে এবং চ্যানেলের ইতিহাস যাতে ইতিবাচক থাকে তা নিশ্চিত করতে হবে।
ফিচার |
যাচাইকরণ ছাড়া |
ফোন নম্বরের মাধ্যমে যাচাইকরণ |
চ্যানেলের ইতিহাস বা আইডির মাধ্যমে যাচাইকরণ |
|
স্ট্যান্ডার্ড |
|
সীমিত দৈনিক সীমা |
আরও বেশি দৈনিক সীমা |
|
সীমিত দৈনিক সীমা |
পাবলিক প্লেলিস্টের জন্য আরও বেশি দৈনিক সীমা |
|||
কমিউনিটি ট্যাব |
সীমিত দৈনিক সীমা |
আরও বেশি দৈনিক সীমা |
||
ইন্টারমিডিয়েট |
দীর্ঘ সময়ের ভিডিও (>১৫ মিনিট) |
|||
|
সীমিত দৈনিক সীমা |
আরও বেশি দৈনিক সীমা |
||
সীমিত দৈনিক সীমা |
আরও বেশি দৈনিক সীমা |
|||
পডকাস্ট তৈরি করা | ||||
উন্নত |
||||
|
||||
আপনার বড় দৈর্ঘ্যের ভিডিওর বিবরণে ও কমিউনিটি পোস্টে ক্লিক করা যায় এমন লিঙ্ক যোগ করা | ||||
আপনার YouTube Short ভিডিওতে সম্পর্কিত ভিডিও যোগ করা | ||||
ভিডিও এবং কমিউনিটি পোস্টে কমেন্ট পিন করা | ||||
RSS আপলোড করা | ||||
ভিডিও পৃষ্ঠায় বা পোস্টে, ক্লিক করা যায় এমন লিঙ্ক যোগ করা যেটিতে ক্লিক করলে আপনার চ্যানেলের বিবরণ খুলবে | ||||
চ্যাপ্টার যোগ করা | ||||
আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত চ্যানেল যোগ করা |
দৈনিক সীমা
প্রতিদিন নির্দিষ্ট কিছু ফিচার আপনি কতবার ব্যবহার করতে পারবেন তার একটি সীমা নির্ধারণ করা আছে। উপরের টেবিলে কোনগুলি আছে তা আপনি দেখতে পারবেন—এগুলি "সীমিত দৈনিক সীমা" অথবা "উচ্চ দৈনিক সীমা” হিসেবে লেবেল করা আছে।
আপনি সীমায় পৌঁছালে:
- ইন্টারমিডিয়েট অ্যাক্সেস: এমন উন্নত অ্যাক্সেসে আপগ্রেড করার জন্য আপনার পরিচয় হয়ত যাচাই করাতে পারবেন, যেটির সীমা সাধারণত বেশি হয়।
- আপনার কাছে আগে থেকেই উন্নত ফিচারের অ্যাক্সেস থাকলে: সেই ফিচার আবার ব্যবহার করার আগে আপনাকে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।
কোন কোন ফিচার আপনি অ্যাক্সেস করতে পারছেন তা দেখা
নিচের নির্দেশাবলী অনুসরণ করে আপনি এখন কোন কোন ফিচার অ্যাক্সেস করতে পারেন তা দেখতে পাবেন।
- কম্পিউটার থেকে, YouTube Studio অ্যাপে সাইন-ইন করুন।
- সেটিংস বিকল্পে ক্লিক করুন।
- চ্যানেল বিকল্পে ক্লিক করুন।
- ফিচার উপযুক্ততাবিকল্পে ক্লিক করুন।
আপনার যেসব ফিচারে অ্যাক্সেস আছে সেগুলির পাশে “চালু করা আছে” লেবেলটি দেখতে পাবেন। মনে রাখবেন, ফিচারের উপযুক্ততা ট্যাব থেকে YouTube-এ সব ফিচার ম্যানেজ করা হয় না এবং কিছু ফিচারের ক্ষেত্রে উপযুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত আলাদা হতে পারে। অন্যান্য ফিচার সম্পর্কে আরও জানতে, স্ট্যাটাস ও ফিচার পৃষ্ঠা দেখুন।
ইন্টারমিডিয়েট ও উন্নত ফিচার ব্যবহার করার জন্য পরিচয় যাচাই করা
YouTube কমিউনিটিকে সকলের জন্য সুরক্ষিত রাখতে, ইন্টারমিডিয়েট ও উন্নত ফিচারে অ্যাক্সেস পাওয়ার জন্য যাচাইকরণের ধাপ সম্পূর্ণ করতে হয়। মনে রাখবেন যে আইডি ও ভিডিওর মাধ্যমে যাচাইকরণের সুবিধা সব ক্রিয়েটরের জন্য উপলভ্য নয়।