YouTube ক্রিয়েটরদের জন্য ফিচারে অ্যাক্সেস সম্পর্কে জানা

আপনার কন্টেন্ট যাতে সবচেয়ে ভালভাবে কাজে লাগাতে পারেন সেই ব্যাপারে সাহায্য করতে YouTube Studio অনেক টুল ও ফিচার ব্যবহারের সুবিধা দেয়। এইসব টুল ও ফিচার অ্যাক্সেস করতে, কীভাবে নিজের পরিচয় যাচাই করাতে চান বেছে নিন। আপনার পরিচয় যাচাই করে আমরা YouTube-এ অপব্যবহার এবং স্প্যাম কম করতে পারব।

ফিচারগুলি অ্যাক্সেস করার জন্য আপনার কাছে কয়েকটি বিকল্প উপলভ্য আছে:

  • স্ট্যান্ডার্ড ফিচার: আপনার কমিউনিটি নির্দেশিকা সংক্রান্ত কোনও অ্যাক্টিভ স্ট্রাইক না থাকলে, চ্যানেল তৈরি করার সাথে সাথেই এইসব ফিচারে অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনার দর্শকের সংখ্যা বাড়াতে এবং আপনার চ্যানেল বড় করার কাজ শুরু করতে এই ফিচারগুলি ব্যবহার করুন।
  • ইন্টারমিডিয়েট ফিচার: দর্শক সংখ্যা বাড়ানোর জন্য আরও বেশি টুল ব্যবহার করতে চাইলে, আপনি ইন্টারমিডিয়েট ফিচার অ্যাক্সেস করার সুবিধা বেছে নিতে পারেন। এর জন্য আপনাকে নিজের ফোন নম্বর যাচাই করাতে হবে।
  • উন্নত ফিচার: আপনি পর্যাপ্ত চ্যানেল ইতিহাস গড়ে তুলেছেন এমন অ্যাক্টিভ YouTube ক্রিয়েটর হলে, খুব সম্ভবত উন্নত ফিচারের জন্য অটোমেটিক যোগ্য হিসেবে বিবেচিত হন। মনে রাখবেন:

 

ফিচার

যাচাইকরণ ছাড়া

ফোন নম্বরের মাধ্যমে যাচাইকরণ

চ্যানেলের ইতিহাস বা আইডির মাধ্যমে যাচাইকরণ

 

স্ট্যান্ডার্ড

 

ভিডিও আপলোড করা

Chrome mobile checkmark icon

সীমিত দৈনিক সীমা

 

Chrome mobile checkmark icon

আরও বেশি দৈনিক সীমা

 

প্লেলিস্ট তৈরি করা

Chrome mobile checkmark icon

সীমিত দৈনিক সীমা

Chrome mobile checkmark icon

পাবলিক প্লেলিস্টের জন্য আরও বেশি দৈনিক সীমা

 

'পোস্ট' ট্যাব

Chrome mobile checkmark icon

সীমিত দৈনিক সীমা

 

Chrome mobile checkmark icon

আরও বেশি দৈনিক সীমা

 

 

ইন্টারমিডিয়েট

দীর্ঘ সময়ের ভিডিও (>১৫ মিনিট)

Chrome mobile checkmark icon

 

কম্পিউটারে লাইভ স্ট্রিম করুন

Chrome mobile checkmark icon

সীমিত দৈনিক সীমা

Chrome mobile checkmark icon

আরও বেশি দৈনিক সীমা

 

কাস্টম থাম্বনেল

Chrome mobile checkmark icon

সীমিত দৈনিক সীমা

Chrome mobile checkmark icon

আরও বেশি দৈনিক সীমা

পডকাস্ট তৈরি করা   Chrome mobile checkmark icon  

 

উন্নত

Content ID আপিল

    Chrome mobile checkmark icon

এম্বেড করা লাইভ স্ট্রিম

    Chrome mobile checkmark icon

 

মনিটাইজেশনের জন্য আবেদন

   

Chrome mobile checkmark icon

+যোগ্যতার জন্য যা প্রয়োজন

আপনার বড় দৈর্ঘ্যের ভিডিওর বিবরণে ও পোস্টে ক্লিক করা যায় এমন লিঙ্ক যোগ করা     Chrome mobile checkmark icon
আপনার YouTube Short-এ সম্পর্কিত ভিডিও যোগ করা   Chrome mobile checkmark icon Chrome mobile checkmark icon
ভিডিওপোস্ট-এ কমেন্ট পিন করা     Chrome mobile checkmark icon
RSS আপলোড করা     Chrome mobile checkmark icon
ভিডিও পৃষ্ঠায় বা পোস্টে, ক্লিক করা যায় এমন লিঙ্ক যোগ করা যেটিতে ক্লিক করলে আপনার চ্যানেলের বিবরণ খুলবে     Chrome mobile checkmark icon
চ্যাপ্টার যোগ করা     Chrome mobile checkmark icon
আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত চ্যানেল যোগ করা   Chrome mobile checkmark icon Chrome mobile checkmark icon
অটোমেটিক ডাবিং ফিচার ব্যবহার করা      Chrome mobile checkmark icon
মনে রাখবেন: YouTube ক্রিয়েটর হিসেবে আপনাকে সবসময় YouTube-এর কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে। আমাদের নীতি লঙ্ঘন করলে, আপনাকে স্ট্রাইক করা হতে পারে অথবা ফিচারে আপনার অ্যাক্সেস সীমিত করা হতে পারে।

দৈনিক সীমা

প্রতিদিন নির্দিষ্ট কিছু ফিচার আপনি কতবার ব্যবহার করতে পারবেন তার একটি সীমা নির্ধারণ করা আছে। উপরের টেবিলে কোনগুলি আছে তা আপনি দেখতে পারবেন—এগুলি "সীমিত দৈনিক সীমা" অথবা "উচ্চ দৈনিক সীমা” হিসেবে লেবেল করা আছে।

আপনি সীমায় পৌঁছালে:

  • ইন্টারমিডিয়েট অ্যাক্সেস: এমন উন্নত অ্যাক্সেসে আপগ্রেড করার জন্য হয়ত আপনার পরিচয় যাচাই করাতে পারবেন, যেটির সীমা সাধারণত বেশি হয়।
  • আপনার কাছে আগে থেকেই উন্নত ফিচারের অ্যাক্সেস থাকলে: সেই ফিচার আবার ব্যবহার করার আগে আপনাকে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

কোন কোন ফিচার আপনি অ্যাক্সেস করতে পারছেন তা দেখা

নিচের নির্দেশাবলী অনুসরণ করে আপনি এখন কোন কোন ফিচার অ্যাক্সেস করতে পারেন তা দেখতে পাবেন।

  1. কম্পিউটার থেকে, YouTube Studio অ্যাপে সাইন-ইন করুন।
  2. সেটিংস বিকল্পে ক্লিক করুন।
  3. চ্যানেল বিকল্পে ক্লিক করুন।
  4. ফিচার উপযুক্ততাবিকল্পে ক্লিক করুন।

আপনার যেসব ফিচারে অ্যাক্সেস আছে সেগুলির পাশে “চালু করা আছে” লেবেলটি দেখতে পাবেন। মনে রাখবেন, ফিচারের উপযুক্ততা ট্যাব থেকে YouTube-এ সব ফিচার ম্যানেজ করা হয় না এবং কিছু ফিচারের ক্ষেত্রে উপযুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত আলাদা হতে পারে। অন্যান্য ফিচার সম্পর্কে আরও জানতে, স্ট্যাটাস ও ফিচার পৃষ্ঠা দেখুন।

ইন্টারমিডিয়েট ও উন্নত ফিচার ব্যবহার করার জন্য পরিচয় যাচাই করা

YouTube কমিউনিটিকে সবার জন্য সুরক্ষিত রাখতে, ইন্টারমিডিয়েট ও উন্নত ফিচারে অ্যাক্সেস পাওয়ার জন্য যাচাইকরণের ধাপ সম্পূর্ণ করতে হয়। মনে রাখবেন যে আইডি ও ভিডিওর মাধ্যমে যাচাইকরণের সুবিধা সব ক্রিয়েটরের জন্য উপলভ্য নেই।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
15952546604015936107
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false
false
false