YouTube-এ Shopping ব্যবহার শুরু করা

YouTube Shopping-এর সাহায্যে উপযুক্ত ক্রিয়েটররা উপার্জন করার পাশাপাশি তাদের স্টোরের প্রোডাক্ট বা অন্যান্য ব্র্যান্ড YouTube জুড়ে সহজে প্রচার করতে পারেন। YouTube Shopping ব্যবহার করে আপনি এইসব কাজ করতে পারবেন:

  • আপনার কন্টেন্টে নিজের প্রোডাক্ট ফিচার করতে, YouTube-এর সাথে স্টোর কানেক্ট করা।
  • কন্টেন্টে অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ট্যাগ করা।
  • ট্যাগ করা প্রোডাক্টের পারফর্ম্যান্স দেখার জন্য YouTube Analytics-এ আপনার Shopping অ্যানালিটিক্স চেক করে দেখা

YouTube Shopping ফিচারের মধ্যে এগুলি পড়ে:

  • আপনার চ্যানেলের স্টোর
  • বিবরণ ও প্রোডাক্ট শেল্ফে দেখানো কানেক্ট করা স্টোরের প্রোডাক্ট 
  • আপনার ভিডিও, Shorts এবং লাইভ স্ট্রিমে ট্যাগ করা প্রোডাক্ট

নিজের প্রোডাক্টের প্রচার করা

YouTube-এ মার্চেন্ডাইজের মতো নিজের প্রোডাক্টের প্রচার করতে, আপনি এইসব কাজ করতে পারেন:

  1. যোগ্যতার মাপকাঠি পূরণ করতে হবে
  2. YouTube-এর সাথে নিজের স্টোর কানেক্ট করা
  3. আপনার কন্টেন্টে ফিচার করতে, স্টোরে থাকা প্রোডাক্ট ট্যাগ করা

YouTube Shopping: আপনার স্টোর থেকে প্রোডাক্ট ট্যাগ ও বিক্রি করুন

এই জায়গার দর্শকরা YouTube-এর নিম্নলিখিত সারফেসে আপনার প্রোডাক্ট ব্রাউজ করতে ও কিনতে পারবেন:

  • চ্যানেলের স্টোর থেকে
  • ভিডিওর বিবরণে উল্লেখ করা প্রোডাক্ট থেকে
  • কন্টেন্টের নিচে দেখানো প্রোডাক্ট শেল্ফ থেকে
  • কন্টেন্টের মধ্যে দেখানো 'শপিং করুন' বোতামে প্রেস করে 

মনে রাখবেন: Google Merchant Center-এ বিক্রির জন্য নির্ধারিত দেশে যে স্টোর সেট করা আছে তার ভিত্তিতে আমরা প্রোডাক্ট সংক্রান্ত সম্পূর্ণ তথ্য দর্শকদের দেখাই। নির্দিষ্ট দেশে ভিডিওটির সাথে "শিপিং এরিয়া লিমিটেড" ডিসক্লেমার দিয়ে রাখার অর্থ হল, Google Merchant Center-এ মার্চেন্ট এই দেশকে টার্গেট করেনি। আরও জানতে রিটেলার অথবা অনলাইন স্টোরের অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবেন। স্থানীয় মার্কেটে শিপিংয়ের দায়িত্ব শুধুমাত্র প্ল্যাটফর্ম ও রিটেলারদের উপরেই বর্তায়। স্থানীয় শিপিং সংক্রান্ত সহায়তার বিষয়ে আপ-টু-ডেট তথ্যের জন্য প্ল্যাটফর্ম অথবা রিটেলারের ওয়েবসাইট দেখতে পারেন। এছাড়া, প্রোডাক্ট বিক্রির দেশের তালিকা মার্চেন্টরা কীভাবে এডিট করতে পারবেন, সেই সম্পর্কে আরও জানুন

নিজের প্রোডাক্ট প্রচার করতে চ্যানেলকে যে সমস্ত বিষয়ে উপযুক্ত হতে হবে

YouTube জুড়ে নিজের প্রোডাক্টের প্রচার করার জন্য আপনার চ্যানেলকে এইসব ন্যূনতম প্রয়োজনীয়তা পূরণ করতে হবে:

আপনি যে যোগ্যতার মাপকাঠি পূরণ করেছেন, তা নিশ্চিত করার পরে চ্যানেলে Shopping ফিচার চালু করার জন্য স্টোর কানেক্ট করতে পারেন। YPP বা সাবস্ক্রাইবার থ্রেশহোল্ড পূরণ না করলে, চ্যানেলের দর্শক সংখ্যা বাড়াতে এইসব রিসোর্স পর্যালোচনা করতে পারেন।

অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট প্রচার করা

YouTube Shopping-এ আপনার প্রোডাক্ট ট্যাগ ও বিক্রি করুন! 🛍️

আপনি নিজের কন্টেন্টে অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট ট্যাগ করতে ও সেগুলির প্রচার করতে পারেন। নিজের কন্টেন্টে অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ট্যাগ করতে, আপনাকে অবশ্যই:

  1. যোগ্যতার মাপকাঠি পূরণ করতে হবে।
  2. ট্যাগিং সংক্রান্ত গাইডলাইন মেনে চলতে হবে।
  3. কন্টেন্টে প্রোডাক্ট ট্যাগ করতে হবে

অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্টের প্রচার করতে কোনও চ্যানেলকে যেসব বিষয়ে উপযুক্ত হতে হবে

নিজের কন্টেন্টে অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্টের প্রচার করার জন্য আপনার চ্যানেলকে এইসব ন্যূনতম প্রয়োজনীয়তা পূরণ করতে হবে:

  • আপনাকে YouTube পার্টনার প্রোগ্রামে অংশ নিতে হবে
  • আপনার চ্যানেলটিকে দক্ষিণ কোরিয়া অথবা মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক হতে হবে।
  • আপনার চ্যানেলে ১০,০০০ জনের বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে।
  • আপনার চ্যানেল কোনও 'মিউজিক চ্যানেল' বা অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল হলে অথবা মিউজিক পার্টনারদের সাথে যুক্ত থাকলে চলবে না। মিউজিক পার্টনারের মধ্যে মিউজিক লেবেল, ডিস্ট্রিবিউটর, প্রকাশক অথবা VEVO অন্তর্ভুক্ত থাকতে পারে।
আপনার চ্যানেলের দর্শক সেটিং বাচ্চাদের জন্য তৈরি হিসেবে সেট করা এবং চ্যানেলের বেশ কিছু ভিডিওর দর্শক সেটিং 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে সেট করা থাকলে চলবে না।

শপিং পারফর্ম্যান্স ও মোট উপার্জন

আপনার কানেক্ট করা স্টোরের প্রোডাক্ট

YouTube Studio-এর 'শপিং' বিভাগে অথবা YouTube Analytics-এর বিস্তারিত রিপোর্টে আপনার ট্যাগ করা প্রোডাক্টের হাই-লেভেল পারফর্ম্যান্স দেখতে পাবেন। মোট উপার্জনের বিস্তারিত এবং আপ-টু-ডেট তথ্য পেতে, মার্চেন্ডাইজ প্ল্যাটফর্ম অথবা রিটেলারের ওয়েবসাইটে যান। মনে রাখবেন যে মার্চেন্ডাইজ ও প্রোডাক্ট বিক্রির ফলে আপনার যা উপার্জন হবে তা মার্চেন্ডাইজ রিটেলার বা প্ল্যাটফর্মের মাধ্যমে পেমেন্ট করা হবে। এই ব্যাপারে YouTube ও AdSense-এর কোনও ভূমিকা নেই।

অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট

আপনার ট্যাগ করা প্রোডাক্টে দর্শকদের এনগেজমেন্ট পরিমাপ করতে এবং আপনার ট্রাফিকের কত শতাংশ প্রোডাক্ট পৃষ্ঠা থেকে আসে, তা জানতে YouTube Analytics-এর বিস্তারিত রিপোর্ট ব্যবহার করতে পারেন।

নীতি

আপনার কানেক্ট করা স্টোরের প্রোডাক্ট

আপনার অফিসিয়াল মার্চেন্ডাইজ রিটেলার বা প্ল্যাটফর্ম (Google নয়) এগুলি সহ মার্চেন্ডাইজ বিক্রি সংক্রান্ত সব দায়িত্ব পূরণ করে:

  • মার্চেন্ডাইজিং
  • গুদামে রাখা
  • অর্ডার পূরণ করা
  • রিফান্ড
  • কাস্টমার সার্ভিস
  • ইনভেনটরি ম্যানেজমেন্ট
  • ক্রিয়েটর বা শিল্পীকে পেমেন্ট

রিটেলার বা প্ল্যাটফর্ম ও Google-এর মধ্যে ডেটা শেয়ার করা

প্রোডাক্টের উন্নতি এবং প্রাসঙ্গিক অ্যানালিটিক্স দেখানোর জন্য মার্চেন্ডাইজ বিক্রি ও ভিজিট সম্পর্কিত ডেটা রিটেলার ও Google-এর মধ্যে শেয়ার করা হবে। যেমন, YouTube Studio-তে আপনার মোট মার্চেন্ডাইজ বিক্রি সংক্রান্ত ডেটা রিটেলারের কাছ থেকে নিয়ে শেয়ার করা হতে পারে। এছাড়া, নতুন ফিচার ব্যবহারের ফলে আপনার চ্যানেলের বিক্রি বাড়ে কিনা সেটি পর্যালোচনা করার জন্য আমরা এই ডেটা ব্যবহার করতে পারি। YouTube Shopping ফিচারের মাধ্যমে যে ট্রাফিক আসছে সেই বিষয়ে ডেটা অ্যানালিটিক্সের জন্য রিটেলারের সাথে শেয়ার করা হয়।

আপনার Shopping ডেটা রিটেলার কীভাবে ম্যানেজ করবে, তা তাদের গোপনীয়তা নীতি সহ নিয়ম ও শর্তাবলী দ্বারা পরিচালিত হবে। Google সেই Shopping ডেটা নিজস্ব গোপনীয়তা নীতি অনুযায়ী ম্যানেজ ও ব্যবহার করবে। এই নীতিগুলি ভালভাবে পড়তে ও বুঝে নিতে ভুলবেন না।

অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট

আপনি অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট ফিচার করলে, রিটেলার ওয়েবসাইটে করা ট্রানজ্যাকশন ও অ্যাক্টিভিটি রিটেলারের গোপনীয়তা নীতি সহ তাদের নিয়ম ও শর্তাবলী দ্বারা পরিচালিত হয়। চূড়ান্ত দাম, প্রযোজ্য ফি ও ট্যাক্স রিটেলারের তরফে নির্ধারণ করা হবে। রিটেলার আপনার অর্ডারের সমস্ত খুঁটিনাটি বিষয় ম্যানেজ করবে, যার মধ্যে এগুলি রয়েছে:

  • অর্ডার পূরণ করা
  • শিপিং
  • পেমেন্ট
  • সহায়তা (এর মধ্যে প্রোডাক্ট ফেরত এবং রিফান্ড অন্তর্ভুক্ত)

ফেরত দেওয়া ও রিফান্ড করা সহ অর্ডার সম্পর্কে কোনও সমস্যা বা প্রশ্ন থাকলে, দর্শকরা রিটেলারের সাথে যোগাযোগ করতে পারেন।

চ্যানেলের এক্সক্লুসিভ প্রোডাক্ট তালিকা

উপযুক্ত মার্চেন্টরা তাদের Google Merchant Center অ্যাকাউন্টের মধ্যে থেকে বা Cafe24 প্ল্যাটফর্মের মধ্যে নির্ধারিত প্রবাহে নির্দিষ্ট YouTube চ্যানেলের সাথে এক্সক্লুসিভ প্রোডাক্ট তালিকা শেয়ার করতে পারেন। কোনও নির্দিষ্ট প্রোডাক্ট তালিকার জন্য কোন চ্যানেলের হ্যান্ডেল এক্সক্লুসিভ হবে তা মার্চেন্টরা তাদের তালিকা ফিডের অংশ হিসেবে নির্দেশ করে এটি করতে পারেন। এই ফিচারটি ব্যবহার করে, মার্চেন্টরা কনফার্ম করেন যে সেইসব প্রোডাক্ট বা প্রোডাক্টের প্রচার একটি নির্দিষ্ট YouTube চ্যানেলের জন্য এক্সক্লুসিভ এবং অন্যান্য বিক্রয় চ্যানেলে বা YouTube ক্রিয়েটরের জন্য উপলভ্য নয়। তালিকা লাইভ থাকাকালীন সেই চ্যানেলের জন্য এইসব তালিকা এক্সক্লুসিভ হিসেবে চিহ্নিত করা হয় এবং যদি সেগুলি ছাড় দেওয়া হয় এবং/অথবা সেগুলির সময়-সীমিত হয়, তাহলে দর্শকদের কাছে তা হাইলাইট করা হয়। এক্সক্লুসিভ তালিকায় মার্চেন্টের গোপনীয়তা নীতি সহ তাদের নিয়ম ও শর্তাবলী প্রযোজ্য হয়। চুড়ান্ত দাম এবং কেনাকাটার শর্ত স্থির করার দায়িত্ব মার্চেন্টের।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10662900813928155177
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false