বর্তমানে ইউক্রেনে যুদ্ধ চলার কারণে, রাশিয়াতে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য আমরা Google ও YouTube-এ বিজ্ঞাপন পরিবেশন সাময়িক কালের জন্য বন্ধ রাখব। আরও জানুন।
আপনি যদি YouTube থেকে উপার্জন করেন, তাহলে অর্থ উপার্জন করতে এবং পেমেন্ট পেতে অনুমোদিত AdSense for YouTube অ্যাকাউন্ট লিঙ্ক করুন।
AdSense for YouTube অ্যাকাউন্ট তৈরি ও লিঙ্ক করুন
আপনার চ্যানেলে লিঙ্ক করা AdSense for YouTube অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে YouTube-এ পেমেন্ট করা হয়। মনে রাখবেন, আপনি আগে থেকেই YouTube পার্টনার প্রোগ্রামে যোগ দিয়ে থাকলে, প্রয়োজনে লিঙ্ক করা AdSense for YouTube অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবেন। এছাড়াও, একই AdSense for YouTube অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক YouTube চ্যানেল মনিটাইজ করা যাবে।
YouTube ক্রিয়েটরের জন্য AdSense
আপনি একটি নতুন AdSense for YouTube অ্যাকাউন্ট তৈরি করতে এবং সেটি নিজের চ্যানেলের সাথে লিঙ্ক করতে পারবেন:
- YouTube Studio-তে সাইন-ইন করুন।
- বাঁদিকের মেনু থেকে উপার্জন করুন ট্যাব বেছে নিন।
- YouTube-এর জন্য AdSense-এ সাইন-আপ করুন কার্ডের শুরু করুন বিকল্পে ক্লিক করুন।
- আপনার YouTube অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখতে বলা হলে সেটি লিখুন এবং প্রয়োজনে আবার যাচাই করুন।
- আপনি YouTube-এর জন্য AdSense-এর ক্ষেত্রে যে Google অ্যাকাউন্ট ব্যবহার করতে চান সেটি বেছে নিন।
- মনে রাখবেন: আপনি আগে থেকেই YouTube-এর বাইরে অন্য কিছুর জন্য AdSense ব্যবহার করলে, যে Google অ্যাকাউন্ট দিয়ে সেই AdSense অ্যাকাউন্ট অ্যাক্সেস করেন সেটিতে সাইন-ইন করুন।
- আপনি এখন YouTube-এর জন্য AdSense-এ আছেন। এখানে থাকাকালীন, পৃষ্ঠার উপরের দিকে সঠিক ইমেল আইডি দেখানো হচ্ছে কিনা তা দেখুন। সেটি ভুল থাকলে, একটি অ্যাকাউন্ট থেকে আরেকটিতে পাল্টাতে অন্য অ্যাকাউন্ট ব্যবহার করুন বিকল্পে ক্লিক করুন।
- আপনার অ্যাকাউন্ট সেট-আপ করা চালিয়ে যান। আপনার যোগাযোগের তথ্য প্রদান করুন এবং AdSense for YouTube অ্যাকাউন্টের আবেদন জমা দিন।
উপরে উল্লিখিত ধাপগুলি অনুসরণ করার পরে আপনাকে YouTube Studio-তে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে AdSense for YouTube অ্যাকাউন্টের আবেদন জমা দেওয়া হয়েছে কনফার্ম করে একটি মেসেজ দেখানো হবে। অ্যাকাউন্ট অনুমোদন করা হলে, আমরা আপনাকে ইমেলের মাধ্যমে জানাব। এটি করতে কয়েক দিন সময় লাগতে পারে। অনুমোদন করা হলে, আপনি YouTube Studio-র মধ্যে থাকা AdSense for YouTube-এ সাইন-আপ করুন কার্ডে এই মর্মে কনফার্মেশন দেখতে পাবেন যে আপনার AdSense for YouTube অ্যাকাউন্ট অনুমোদন করা হয়েছে এবং সেটি এখন অ্যাক্টিভ আছে।
আমার কোনও AdSense বা AdSense for YouTube অ্যাকাউন্ট আছে কিনা জানি না
- আপনার YouTube অ্যাকাউন্টে সাইন-ইন করে https://studio.youtube.com/channel/UC/monetization লিঙ্কে যান
- "AdSense for YouTube-এ সাইন-আপ করুন" কার্ডের শুরু করুন বিকল্পে ক্লিক করুন।
- আপনাকে YouTube অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখে আবার যাচাইকরণ করতে হবে। আপনার YouTube অ্যাকাউন্ট কীভাবে আবার যাচাই করবেন তা জানুন।
- YouTube-এর জন্য AdSense-এ সাইন-ইন করার জন্য আপনি যে Google অ্যাকাউন্ট ব্যবহার করতে চান সেটি বেছে নিন। আগে থেকেই আপনার AdSense বা AdSense for YouTube অ্যাকাউন্ট থাকলে, আগে থেকে থাকা অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য আপনি যে Google অ্যাকাউন্ট ব্যবহার করেন সেটি দিয়ে আপনাকে সাইন-ইন করতে হবে। আপনি YouTube-এ সাইন-ইন করতে যে সাইন-ইন ক্রেডেনশিয়াল ব্যবহার করেন এই অ্যাকাউন্টের ক্রেডেনশিয়াল তার থেকে আলাদা হতে পারে।
- আপনাকে YouTube-এর জন্য AdSense-এ সাইন-আপ করার পৃষ্ঠায় রিডাইরেক্ট করা হবে। পৃষ্ঠার একদম উপরের দিকে সঠিক ইমেল দেখানো হচ্ছে কিনা দেখুন। সেটি ভুল হলে, অ্যাকাউন্ট পরিবর্তন করতে "অন্য অ্যাকাউন্ট ব্যবহার করুন" বিকল্পে ক্লিক করুন।
- যুক্ত করার জন্য সম্মতি জানান বিকল্পে ক্লিক করুন।
- আপনাকে YouTube Studio-এর মধ্যে থাকা 'উপার্জন করুন' পৃষ্ঠায় রিডাইরেক্ট করা হবে।
- আপনার AdSense for YouTube অ্যাকাউন্ট কানেক্ট করা হয়ে গেলে, "AdSense for YouTube অ্যাকাউন্ট-এ সাইন-আপ করুন" কার্ডে এই ধাপটি সবুজ রঙের "হয়ে গেছে" চিহ্ন দিয়ে দেখানো হবে।
কন্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্ট ব্যবহার করে YouTube-এর জন্য AdSense অ্যাকাউন্ট সেট-আপ করা
- আপনার কন্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
- সেটিংসে যান।
- 'এক নজরে' বিভাগে আপনি YouTube-এর জন্য AdSense দেখতে পাবেন (সেটি দেখতে আপনাকে হয়ত স্ক্রল করতে হবে)।
- এডিট করুন বিকল্পে ক্লিক করুন।
- AdSense for YouTube-এ চালিয়ে যান বিকল্পে ক্লিক করুন।
- আপনাকে YouTube অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখে আবার যাচাইকরণ করতে হবে। আপনার YouTube অ্যাকাউন্ট কীভাবে আবার যাচাই করবেন তা জানুন।
- YouTube-এর জন্য AdSense-এ সাইন-ইন করার জন্য আপনি যে Google অ্যাকাউন্ট ব্যবহার করতে চান সেটি বেছে নিন। আগে থেকেই আপনার AdSense বা AdSense for YouTube অ্যাকাউন্ট থাকলে, আপনার আগে থেকে থাকা অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য যে Google অ্যাকাউন্ট ব্যবহার করেন সেটি দিয়ে আপনাকে সাইন-ইন করতে হবে।
- আপনার AdSense for YouTube অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখতে বলা হলে, সেটি লিখুন। আপনি YouTube-এ সাইন-ইন করতে যে সাইন-ইন ক্রেডেনশিয়াল ব্যবহার করেন এই তথ্য তার থেকে আলাদা হতে পারে।
- আপনি যে YouTube চ্যানেল AdSense for YouTube অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করছেন সেটি কনফার্ম করুন এবং চ্যানেলের প্রাথমিক ভাষা বেছে নিন। YouTube-এর জন্য AdSense-এর সাথে লিঙ্ক করার জন্য আপনি একটি YouTube চ্যানেল বেছে নিলেও, আপনার কন্টেন্ট ম্যানেজারের সাথে লিঙ্ক করা সব চ্যানেলে YouTube বিজ্ঞাপন দেখাবে।
- যুক্ত করার জন্য সম্মতি জানান বিকল্পে ক্লিক করুন এবং আপনার বিলিং সংক্রান্ত তথ্য যোগ করতে বলা হলে তা করুন।
সাধারণ সমস্যা
আপনার চ্যানেলের সাথে AdSense for YouTube অ্যাকাউন্ট লিঙ্ক করার সময় যেসব সাধারণ সমস্যা দেখা যায় সেগুলি সমাধান করার জন্য নিম্নলিখিত তথ্য ব্যবহার করুন।
আমি একটি নতুন AdSense for YouTube অ্যাকাউন্ট তৈরি করেছি, কিন্তু আমার আগে থেকে একটি AdSense for YouTube অ্যাকাউন্ট থাকার কারণে এই অ্যাকাউন্টটি অনুমোদন করা হয়নি
AdSense-এর নিয়ম ও শর্তাবলীঅথবা YouTube-এর জন্য AdSense-এর নিয়ম ও শর্তাবলীর মধ্যে যেটি প্রযোজ্য সেটি অনুসারে, আপনি একই প্রাপকের নামে শুধুমাত্র একটি AdSense বা YouTube-এর জন্য AdSense অ্যাকাউন্ট রাখতে পারবেন। আপনার কাছে ডুপ্লিকেট অ্যাকাউন্ট থাকলে, নতুন তৈরি করা AdSense for YouTube অ্যাকাউন্টটির অনুমোদন বাতিল করে দেওয়া হবে।
নিজের ইমেল ইনবক্সে, "আপনার আগে থেকেই AdSense বা AdSense for YouTube অ্যাকাউন্ট আছে" বিষয় সম্বলিত ইমেল খুঁজে দেখুন। সেই মেসেজে আপনার আগে থেকে থাকা AdSense বা AdSense for YouTube অ্যাকাউন্টের তথ্য দেওয়া থাকবে। এই তথ্য ব্যবহার করে আপনি দুটি উপায়ে সমস্যার সমাধান করতে পারবেন:
আগে থেকেই (পুরনো) যে অ্যাকাউন্ট আছে সেটি ব্যবহার করা
- YouTube Studio-তে সাইন-ইন করে অ্যাসোসিয়েশন পরিবর্তন করুন বিকল্পে ক্লিক করুন।
- অ্যাকাউন্ট বেছে নেওয়ার মেনুর মধ্যে থেকে, সেই Google অ্যাকাউন্ট বেছে নিন যেটি আপনার আগে থেকে থাকা (পুরনো) AdSense বা AdSense for YouTube অ্যাকাউন্ট ব্যবহার করে।
- যুক্ত করার জন্য সম্মতি জানান বিকল্পে ক্লিক করুন।
আপনাকে YouTube Studio-তে রিডাইরেক্ট করা হবে। এখানে আপনার চ্যানেলের সাথে লিঙ্ক করা অ্যাকাউন্ট দেখতে পাবেন।
আপনার তৈরি করা নতুন অ্যাকাউন্ট ব্যবহার করা
প্রথমে আপনাকে আগে থেকেই (পুরনো) যে অ্যাকাউন্ট আছে সেটি বন্ধ করতে হবে
- আগে থেকে থাকা AdSense বা AdSense for YouTube অ্যাকাউন্টের মধ্যে যেটি প্রযোজ্য হবে সেটিতে সাইন-ইন করুন।
- অ্যাকাউন্ট বন্ধ করতে হলে, এখানে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন।
বন্ধ করা হলে, আপনার পুরনো অ্যাকাউন্ট বন্ধ হয়েছে কিনা তা কনফার্ম করতে, নতুন AdSense for YouTube অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
ঠিকানা (পিন) যাচাইকরণ সংক্রান্ত সমস্যা
চ্যানেল মনিটাইজেশন বজায় রাখতে এবং পেমেন্ট পেতে AdSense for YouTube অ্যাকাউন্টে ঠিকানা যাচাই (পিন) সম্পূর্ণ করতে হবে।
আপনি চ্যানেলের সাথে নতুন AdSense for YouTube অ্যাকাউন্ট লিঙ্ক করার পরে ব্যালেন্স $১০ হয়ে গেলেই ডাকযোগে আপনার আসল ঠিকানায় একটি পিন যাচাইকরণ কার্ড পাঠানো হবে। এই পিন যাচাইকরণের কার্ডে আপনার জন্য একটি পিন কোড দেওয়া হবে যা আপনার ঠিকানা যাচাই করার জন্য আপনার অ্যাকাউন্টে লিখতে হবে।
আপনি যদি আগে থাকা AdSense বা AdSense for YouTube অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে থাকেন, তাহলে ডাকযোগে পিন যাচাইকরণ কার্ড পাওয়ার জন্য আপনাকে কমপক্ষে ৩ সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। ৩ সপ্তাহ পরেও পিন না পেলে, আপনি পুরনো কার্ডের পরিবর্তে নতুন পিন যাচাইকরণ কার্ড পাঠানোর অনুরোধ করতে পারেন।
AdSense for YouTube অ্যাকাউন্টে আপনি যে ঠিকানা লিখেছেন সেটি আপনার স্থানীয় পোস্ট অফিসে নথিবদ্ধ ঠিকানার সাথে মিলছে কিনা ভালো করে দেখে নিন। সঠিক ঠিকানা দেওয়া থাকলে স্থানীয় পোস্ট অফিস আপনার চিঠি সহজে পৌঁছে দিতে করতে পারবে। সেগুলি আলাদা হলে, আপনার অ্যাকাউন্টে পেমেন্ট পাঠানোর ঠিকানা পরিবর্তন করতে হবে, যাতে সেগুলি এক হয়।
ঠিকানা যাচাইকরণ (পিন) সংক্রান্ত কোনও সাহায্যের প্রয়োজন হলে, এইসব রিসোর্স দেখুন:
আমি নিজের ঠিকানা যাচাই না করিয়ে নিলে কী হবে?
৪ মাসের মধ্যে ঠিকানা যাচাই না করিয়ে নিলে, আপনার চ্যানেলের জন্য মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হবে। এর মধ্যে বিভিন্ন ফিচারে অ্যাক্সেস বন্ধ হয়ে যাওয়াও পড়ে, যেমন:
- চ্যানেল মেম্বারশিপ
- Super Chat এবং আরও অনেক কিছু
আপনি ঠিকানা যাচাই করিয়ে নেওয়ার পরে মনিটাইজেশন আবার চালু করা হবে।
অন্যান্য সমস্যা
YouTube Studio-তে "ওহো, কিছু সমস্যা হয়েছে" মেসেজ দেখানো হচ্ছে
YouTube Studio-র অপরিচিত ইমেল আইডি ব্যবহার করে পরিবর্তন করার চেষ্টা করা হলে এই ধরনের মেসেজ দেখানো হয়। এইসব সমস্যার সমাধান করতে এগুলি করুন:
- AdSense for YouTube অ্যাকাউন্ট লিঙ্ক করার সময়, YouTube Studio আপনাকে পরিচয় যাচাই করতে বলবে। YouTube-এ সাইন-ইন করার জন্য যে ইমেল আইডি ব্যবহার করেন সেটি দিয়েই যাচাই করে নিতে ভুলবেন না।
- AdSense for YouTube ব্যবহার করা চালিয়ে যেতে আপনাকে একটি Google অ্যাকাউন্ট বেছে নিতে বলা হবে। এক্ষেত্রে, সাইন-ইন করার জন্য আপনি YouTube Studio-তে যে ইমেল আইডি ব্যবহার করেন সেটির পরিবর্তে অন্য ইমেল আইডি বেছে নিতে পারেন।
- আপনার চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা হলে যে ইমেল আইডি ব্যবহার করে আসলে চ্যানেলটি তৈরি করা হয়েছিল সেটি দিয়ে সাইন-ইন করতে হবে। সেই ইমেল আইডি ব্যবহার করে সাইন-ইন করতে না পারলে, অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ধাপগুলি সম্পূর্ণ করার জন্য পরামর্শ অনুসরণ করে আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনুন।
সাইন-আপ করার জন্য YouTube-এর জন্য AdSense আমাকে ওয়েবসাইট URL উল্লেখ করতে বলছে
YouTube চ্যানেলে নতুন AdSense for YouTube অ্যাকাউন্ট লিঙ্ক করার সময়, এই উদ্দেশ্যে google.com/adsense বা adsense.com-এ গিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন না। এটি করলে, আপনার অ্যাকাউন্ট অনুমোদন করা হবে না এবং চ্যানেলের জন্য মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হবে। পরিবর্তে, সরাসরি YouTube Studio-র মধ্যে থেকে AdSense for YouTube অ্যাকাউন্ট তৈরি করুন।
অন্যান্য সমস্যা
এই পৃষ্ঠায় উল্লেখ করা সমস্যা ছাড়াও আপনি অন্যান্য টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হলে, এগুলি করে দেখুন:
- সব ব্রাউজার ট্যাব বন্ধ করুন।
- আপনার ব্রাউজারের ক্যাশে ও কুকি মুছুন।
- ব্যক্তিগত বা ছদ্মবেশী উইন্ডো (যাতে অন্য কোনও Google অ্যাকাউন্ট সাইন-ইন করে না থাকে) ব্যবহার করুন।