YouTube-এর কমিউনিটি নির্দেশিকা

YouTube ব্যবহার করার সময় আপনি সারা বিশ্বের মানুষের সাথে যুক্ত হতে পারবেন। নিচে উল্লেখ করা নির্দেশিকা YouTube-কে সকলের কাছে আনন্দদায়ক ও উপভোগ্য করে রাখতে সাহায্য করে।

কোনও কন্টেন্ট এইসব নির্দেশিকা লঙ্ঘন করেছে বলে আপনার মনে হলে সেটির ব্যাপারে অভিযোগ জানান

আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করতে পারে এমন কন্টেন্টও কিছু ক্ষেত্রে YouTube-এ থাকতে পারে যদি তা শিক্ষামূলক, তথ্যচিত্র (ডকুমেন্টরি) সম্পর্কিত, বিজ্ঞানভিত্তিক ও শৈল্পিক (EDSA) প্রসঙ্গের কন্টেন্ট হয়। এইসব ক্ষেত্রে, কন্টেন্ট EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য করা হয়।

উদাহরণস্বরূপ, আমাদের প্ল্যাটফর্মে তালিকাভুক্ত না থাকা ও ব্যক্তিগত কন্টেন্ট, কমেন্ট, লিঙ্ক, কমিউনিটি পোস্ট ও থাম্বনেল সহ সব ধরনের কন্টেন্টের ক্ষেত্রে এইসব নীতি প্রযোজ্য হয়। এই তালিকাটি সম্পূর্ণ নয়।

সাধারণ জ্ঞান ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা: YouTube কমিউনিটি নির্দেশিকা

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

স্প্যাম ও প্রতারণামূলক কাজকর্ম

ভরসাই YouTube কমিউনিটির সম্বল। অন্য ব্যবহারকারীদের সাথে স্ক্যাম বা প্রতারণা করা বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা কন্টেন্ট YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না।

সংবেদনশীল কন্টেন্ট 

আমরা দর্শক, ক্রিয়েটর এবং বিশেষ করে বাচ্চাদের সুরক্ষিত রাখার চেষ্টা করি। যৌনতা ও নগ্নতা এবং নিজেকে শারীরিক কষ্ট দেওয়া দেখানো হয় এমন কন্টেন্ট থেকে বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য আমরা নিয়ম তৈরি করেছি। YouTube-এ কী ধরনের কন্টেন্ট দেখানো যায় এবং আপনি যদি এমন কোনও কন্টেন্ট দেখেন যা এইসব নীতি অনুসরণ করে না, তাহলে কী করা উচিত সেই সম্বন্ধে জানুন।

হিংসাত্মক বা বিপজ্জনক কার্যকলাপ দেখানো হয়েছে এমন কন্টেন্ট

ঘৃণাত্মক বক্তব্য, আক্রমণাত্মক আচরণ, গ্রাফিক হিংস্রতা, ক্ষতিকর আক্রমণ এবং যে কন্টেন্ট ক্ষতিকর বা বিপজ্জনক আচরণ প্রচার করে, তা YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না।

নিয়ন্ত্রিত প্রোডাক্ট

নির্দিষ্ট কিছু প্রোডাক্ট YouTube-এ বিক্রি করা যাবে না। কোনটি দেখানোর অনুমতি আছে আর কোনটির নেই তা দেখুন।

ভুল তথ্য

গুরুতর ক্ষতি হওয়ার ব্যাপক ঝুঁকি থাকা কয়েক ধরনের বিভ্রান্তিমূলক বা প্রতারণামূলক কন্টেন্ট YouTube-এ অনুমোদিত নয়। এর মধ্যে ক্ষতিকারক প্রতিকার বা চিকিৎসা পদ্ধতি, প্রযুক্তিগতভাবে কারচুপি করা কয়েক ধরনের কন্টেন্ট বা বিভিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিঘ্ন সৃষ্টিকারী কন্টেন্ট প্রচার করার মতো নির্দিষ্ট কয়েক ধরনের ভুল তথ্য অন্তর্ভুক্ত আছে। এর কারণে বাস্তবিক ক্ষতি হতে পারে।

 

শিক্ষামূলক, তথ্যচিত্র (ডকুমেন্টারি), বিজ্ঞানভিত্তিক ও শৈল্পিক (EDSA) কন্টেন্ট

আমাদের কমিউনিটি নির্দেশিকার লক্ষ্য হল YouTube-কে একটি নিরাপদ কমিউনিটি হিসেবে গড়ে তোলা। আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করতে পারে এমন কন্টেন্টও কিছু ক্ষেত্রে YouTube-এ থাকতে পারে যদি তা শিক্ষামূলক, তথ্যচিত্র (ডকুমেন্টরি) সম্পর্কিত, বিজ্ঞানভিত্তিক ও শৈল্পিক (EDSA) প্রসঙ্গের কন্টেন্ট হয়। এইসব ক্ষেত্রে, কন্টেন্ট EDSA ব্যতিক্রম হিসেবে গণ্য করা হয়। 

YouTube নীতি ও নির্দেশিকা সম্পর্কে ক্রিয়েটরদের পরামর্শ পান।

এই নিয়মগুলি উপেক্ষা করবেন না। YouTube প্ল্যাটফর্মে এবং/অথবা প্ল্যাটফর্মের বাইরে কোনও YouTube ক্রিয়েটরের আচরণ আমাদের ব্যবহারকারী, কমিউনিটি, কর্মী বা ইকোসিস্টেমের ক্ষতি করলে, আমরা ফ্যাক্টরের সংখ্যার ভিত্তিতে ব্যবস্থা নিতে পারি, যার মধ্যে এগুলি অন্তর্ভুক্ত হলেও সীমিত নয়, তাদের আচরণের ক্ষতিকর প্রভাব এবং ক্ষতিকর আচরণের প্যাটার্ন আছে কিনা। এর ফলে আমরা ক্রিয়েটরদের সুবিধা সাসপেন্ড করা থেকে শুরু করে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া পর্যন্ত বিভিন্ন ধাপ গ্রহণ করতে পারি।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2721313469496236965
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false