YouTube পার্টনার প্রোগ্রাম থেকে হওয়া উপার্জন সংক্রান্ত ওভারভিউ

বর্তমানে ইউক্রেনে যুদ্ধ চলার কারণে, রাশিয়াতে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য আমরা Google ও YouTube-এ বিজ্ঞাপন পরিবেশন সাময়িক কালের জন্য বন্ধ রাখব। আরও জানুন

YouTube-এ যেসকল ক্রিয়েটররা তাদের ভিডিও মনিটাইজ করেছেন, যেমন ধরুন, যারা YouTube পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত, এই পৃষ্ঠায় তাদের জন্য তথ্য দেওয়া হয়েছে।

YouTube পার্টনার প্রোগ্রাম ক্রিয়েটরদের YouTube-এ কন্টেন্ট মনিটাইজ করতে দেয়। ক্রিয়েটররা তাদের ভিডিওর বিজ্ঞাপন থেকে অথবা বিভিন্ন ধরনের অন্য মনিটাইজেশন ফিচার ব্যবহারের কারণে হওয়া উপার্জন শেয়ার করতে পারবেন। কীভাবে আপনার আয় উপার্জনে পরিবর্তিত হয়, আপনি কীভাবে পেমেন্ট পান এবং আপনাকে কখন পেমেন্ট করা হয় সেই ব্যাপারে জানতে এই পৃষ্ঠাটি ব্যবহার করুন।

আমি কীভাবে উপার্জন করতে পারি?

বিজ্ঞাপন থেকে হওয়া উপার্জন

চ্যানেলে মনিটাইজেশন চালু করলে, আপনার ভিডিওর জন্য আপনি Google এবং এর পার্টনারের থেকে বিজ্ঞাপন চালু করতে পারবেন এবং সেখান থেকে আসা উপার্জন শেয়ার করতে পারবেন।
 
আপনাকে কত পেমেন্ট করা হবে বা পেমেন্ট করা হবে কিনা সেই ব্যাপারে YouTube পার্টনার চুক্তিতে কোনও গ্যারেন্টি দেওয়া হয় না। দর্শকরা আপনার ভিডিও দেখার জন্য বিজ্ঞাপন থেকে যে উপার্জন হয় তার নির্দিষ্ট শেয়ারের ভিত্তিতে আপনি উপার্জন করবেন। আপনার মনিটাইজ করা ভিডিওতে কীভাবে বিজ্ঞাপন দেখানো হয় সেই সম্পর্কে আরও জানুন।

অন্যান্য মনিটাইজেশন ফিচার

এছাড়াও আপনি চ্যানেল মেম্বারশিপ, Shopping, Super Chat ও Super Stickers, Super Thanks এবং YouTube Premium সাবস্ক্রিপশনের মতো অন্যান্য মনিটাইজেশন ফিচার থেকে উপার্জন করতে পারবেন। YouTube-এ উপার্জন করার সব রকমের পদ্ধতি সম্পর্কে আরও জানুন।
আমার উপার্জনের শেয়ার কত হবে?

উপার্জন শেয়ার করে নেওয়া বলতে আপনার মোট উপার্জনের শতকরা হারকে বোঝায় যা YouTube-এর সাথে আপনার নির্দিষ্ট পার্টনার চুক্তিতে বর্ণনা করা আছে। আপনার উপার্জনের শেয়ার সম্পর্কিত নির্দিষ্ট তথ্য়ের জন্য আপনি নিজের চুক্তি পর্যালোচনা করতে পারবেন:

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন
  2. বাঁদিকের মেনু থেকে, সেটিংস বিকল্পটি বেছে নিন
  3. চুক্তি বিকল্পটি বেছে নিন
  4. আপনার উপার্জনের শেয়ার সম্পর্কিত তথ্য খুঁজতে প্রতিটি চুক্তির পাশে চুক্তি দেখুন বিকল্পে ক্লিক করুন

আপনার চুক্তি কোথায় খুঁজে পাবেন সেই সম্পর্কে আরও জানুন।

মনে রাখবেন: বিভিন্ন ট্রানজ্যাকশন ট্যাক্স যেমন, সেলস ট্যাক্স, ভ্যাট, জিএসটি ইত্যাদি থেকে Google কোনও উপার্জন করে না এবং পার্টনারের সাথে উপার্জনের শেয়ার গণনার ক্ষেত্রেও অন্তর্ভুক্ত নয়।

উপার্জনের শেয়ার সংক্রান্ত রেট

YouTube Studio-তে পার্টনারদের জন্য নির্দিষ্ট মডিউল উপলভ্য, যেখান থেকে তারা ইচ্ছেমতো কোনও বিকল্প বেছে নিতে পারবেন। প্রতিটি মডিউলের শর্তাবলী পর্যালোচনা করার সময়, পার্টনাররা উপার্জনের শেয়ার সংক্রান্ত রেটের বিষয়ে আরও জানতে পারবেন।

কমার্স প্রোডাক্ট মডিউল

কোনও পার্টনার কমার্স প্রোডাক্ট মডিউল পর্যালোচনা করে স্বীকার করার পর ফ্যান ফান্ডিং ফিচার চালু করলে, YouTube তাদের চ্যানেল মেম্বারশিপ, Super Chat, Super Stickers, এবং Super Thanks থেকে হওয়া মোট উপার্জনের ৭০% পেমেন্ট করবে।

ভিডিও পৃষ্ঠা মনিটাইজেশন মডিউল

ভিডিও পৃষ্ঠা মনিটাইজেশন মডিউল পর্যালোচনা করে এবং তাতে সম্মতি দিয়ে, পার্টনার ভিডিও পৃষ্ঠা বিজ্ঞাপন চালু করলে, তাদের কন্টেন্ট দেখার পৃষ্ঠায় সর্বজনীন ভিডিওতে দেখানো বা স্ট্রিম করা বিজ্ঞাপন থেকে হওয়া মোট উপার্জনের ৫৫% YouTube তাদের পেমেন্ট করবে। এছাড়া, অন্য ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে YouTube ভিডিও প্লেয়ারে সর্বজনীন ভিডিও স্ট্রিম করা হলে, উপার্জনের শেয়ার সংক্রান্ত রেটও প্রযোজ্য হবে। 

Shorts মনিটাইজেশন মডিউল

Shorts মনিটাইজেশন মডিউল পর্যালোচনা করে এবং তাতে সম্মতি দিয়ে, পার্টনার Shorts ফিড বিজ্ঞাপন চালু করলে, ক্রিয়েটর পুলে তাদের জন্য বরাদ্দ ভিউয়ের শেয়ারের ভিত্তিতে, YouTube তাদেরকে মোট বরাদ্দ উপার্জনের ৪৫% পেমেন্ট করবে। 

আমার উপার্জন কোথায় দেখতে পাব?

YouTube Analytics

YouTube Analytics ব্যবহার করে আপনি YouTube থেকে হওয়া আপনার নিজের আনুমানিক উপার্জন চেক করতে পারবেন।

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে Analytics বিকল্প বেছে নিন।
  3. উপরের মেনু থেকে উপার্জন বিকল্প বেছে নিন।

এই ভিউতে আপনি নিজের উপার্জন সম্পর্কিত বিভিন্ন ধরনের উপার্জন রিপোর্ট দেখতে পাবেন। YouTube Analytics ব্যবহার করে আপনার উপার্জন চেক করা সম্পর্কে আরও জানুন।

আনুমানিক মাসিক উপার্জন

মনে রাখবেন যে YouTube Analytics-এ দেখানো আনুমানিক মাসিক আয় ওঠানামা করতে পারে:

ভুল ট্রাফিক, Content ID সংক্রান্ত দাবিবিরোধ অথবা কিছু বিজ্ঞাপন ক্যাম্পেনের ধরনের (যেমন, কস্ট-পার-ডে ক্যাম্পেন) উপর নির্ভর করে আনুমানিক মাসিক উপার্জনের রিপোর্ট অ্যাডজাস্ট করা হতে পারে। আপনার আনুমানিক মাসিক উপার্জন ওঠানামা করছে বলে মনে হলে সেটি এই অ্যাডজাস্টমেন্টগুলির জন্য হয়ে থাকতে পারে। উপার্জন হওয়ার পরে এটি দু'বার করা হয়: ১ সপ্তাহ পরে (আরও সঠিক আনুমানিক উপার্জন দেখানো হয়) এবং পরের মাসের মাঝে চূড়ান্ত উপার্জন দেখানো হয়।

AdSense for YouTube

আপনার চূড়ান্ত উপার্জন শুধুমাত্র AdSense for YouTube অ্যাকাউন্টে দেখা যাবে। আগের মাসে হওয়া চূড়ান্ত উপার্জন প্রত্যেক মাসের ৭ থেকে ১২ তারিখের মধ্যে আপনার AdSense for YouTube অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ করা হবে।

আপনার AdSense for YouTube অ্যাকাউন্ট থেকে চূড়ান্ত উপার্জন দেখতে পাবেন।

  1. আপনার AdSense for YouTube অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে সেটিংস এবং তারপর পেমেন্ট বিকল্প বেছে নিন। আপনি বেছে নেওয়া সময়সীমার মধ্যে আপনার মোট উপার্জন এবং আপনার শেষবার করা ট্রানজ্যাকশন দেখতে পাবেন।

আপনার চূড়ান্ত উপার্জনে ট্যাক্স উইথহোল্ডিং (যদি কোনও কিছু প্রয়োগ করা হয়ে থাকে) প্রভাব ফেলতে পারে এবং উইথহোল্ডে থাকা অর্থের পরিমাণ শুধুমাত্র আপনার AdSense for YouTube অ্যাকাউন্ট থেকে দেখা যাবে।

আমার উপার্জনে কি ট্যাক্স প্রযোজ্য হবে?
মনে রাখবেন: ট্যাক্স সংক্রান্ত সমস্যার ব্যাপারে YouTube ও Google কোনও উপদেশ দিতে পারবে না। আপনার ট্যাক্স সংক্রান্ত পরিস্থিতি ভালভাবে বুঝতে কোনও পেশাদার ট্যাক্স উপদেষ্টার পরামর্শ নিন।

মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যাক্স সংক্রান্ত নানান প্রয়োজনীয়তা 

মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শকদের থেকে আপনি যে উপার্জন করেন তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রযোজ্য ট্যাক্স Google উইথহোল্ড করে। এখনও জমা দিয়ে না থাকলে, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্স সংক্রান্ত তথ্য AdSense for YouTube অ্যাকাউন্টে জমা দিন যাতে Google আপনার এখনকার উইথহোল্ডিং রেট নির্ধারণ করতে পারে। ট্যাক্স সংক্রান্ত তথ্য জমা না দিলে, Google সর্বোচ্চ রেটে উইথহোল্ড করতে পারে।
 
সারা পৃথিবী জুড়ে লোকেশন নির্বিশেষে সকল মনিটাইজিং ক্রিয়েটরদের মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্স সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। নতুন AdSense for YouTube অ্যাকাউন্ট ব্যবহার করা শুরু করেছেন এমন নতুন পার্টনারদের প্রথম পেমেন্ট পাওয়ার আগে এটি করতে হবে। YouTube থেকে হওয়া উপার্জনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্স সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রযোজ্য আপনার ট্যাক্স সংক্রান্ত তথ্য Google-এর কাছে জমা দেওয়া সম্পর্কে আরও জানুন।

ট্যাক্স সংক্রান্ত অন্যান্য বাধ্যবাধকতা

মনে রাখবেন যে YouTube-এ আপনার মনিটাইজ করা ভিডিও থেকে উপার্জিত যেকোনও আয়ের উপর আপনার বসবাসকারী দেশ বা অঞ্চলে ট্য়াক্স দিতে হতে পারে। বিস্তারিত বিবরণের জন্য আপনার স্থানীয় ট্যাক্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।

আমি কীভাবে পেমেন্ট পাব?
YouTube থেকে পেমেন্ট পেতে হলে আপনাকে YouTube পার্টনার প্রোগ্রামের একজন মেম্বার হতে হবে। আপনি যদি এই কাজ প্রথমবার করেন, তাহলে আপনাকে একটি নতুন AdSense for YouTube অ্যাকাউন্ট তৈরি করার জন্য গাইড করা হবে।

AdSense for YouTube

YouTube থেকে প্রাথমিক উপার্জনের পেমেন্ট AdSense for YouTube-এর মাধ্যমেই হয়ে থাকে। AdSense for YouTube হল Google-এর একটি প্রোগ্রাম, এটির মাধ্যমে মনিটাইজ করার উপযুক্ত YouTube ক্রিয়েটররা অর্থ উপার্জন করতে ও পেমেন্ট পেতে পারেন। 

উপযোগী রিসোর্স

একাধিক চ্যানেল নেটওয়ার্ক (MCN)

YouTube মাল্টি-চ্যানেল নেটওয়ার্কের (MCN) সাথে পার্টনারশিপে থাকা অ্যাফিলিয়েট চ্যানেল-কে পেমেন্ট করে না, বরং এক্ষেত্রে MCN তার অ্যাফিলিয়েট সংস্থাগুলিকে সরাসরি পেমেন্ট করে। YouTube MCN-তে পেমেন্ট ইস্যু করে এবং এরা তাদের অ্যাফিলিয়েটের জন্য পেমেন্ট ইস্যু করে। মনিটাইজ করা সব চ্যানেলের মতো এর জন্যও পেমেন্টের সময়সীমা একই (পেমেন্টের সময়সীমা দেখুন)। অ্যাফিলিয়েটের জন্য পেমেন্ট নির্ধারণ করার সময়, যদি আদৌ কোনও উইথহোল্ডিং ট্যাক্স প্রযোজ্য হয়, তাহলে তা গণনা করতে প্রতিটি MCN-এর কাছে একটি রিপোর্টের অ্যাক্সেস থাকে।

Shopping পেমেন্ট

আপনার চ্যানেলের স্টোরে বিক্রি করার পরে পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে, আপনার অফিসিয়াল মার্চেন্ডাইজ রিটেলার বা প্ল্যাটফর্ম সরাসরি আপনাকে পেমেন্ট করবে। আপনি YouTube-এ কেনাকাটা সম্পর্কে আরও জানুন। YouTube Shopping অ্যাফিলিয়েট প্রোগ্রাম থাকলে, উপযুক্ত ক্রিয়েটররা কমিশনও পেতে পারেন, দর্শকরা ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে তাদের কন্টেন্টে ফিচার করা থার্ড-পার্টি প্রোডাক্ট কিনলে তবেই এই কমিশন পাওয়া যাবে। 
আমাকে কখন পেমেন্ট করা হবে?

পেমেন্ট টাইমলাইন

আগের মাসে YouTube থেকে হওয়া চূড়ান্ত উপার্জন, এই মাসের ৭ থেকে ১২ তারিখের মধ্যে AdSense for YouTube-এ আপনার YouTube পেমেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ করা হবে। যেমন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলে এবং জুন মাসে $১০০ উপার্জন করলে, জুলাই মাসের ৭-১২ তারিখের মধ্যে আপনি এই ব্যালেন্স দেখতে পাবেন।
আপনার মোট ব্যালেন্স পেমেন্ট থ্রেশহোল্ডে পৌঁছালে এবং আপনার কোনও পেমেন্ট হোল্ড করা না হলে, সেই চলতি মাসে ২১-২৬ তারিখের মধ্যে আপনার উপার্জন পেমেন্ট করে দেওয়া হয়। এইবার আপনি হয়ত কোনও প্রযোজ্য ট্যাক্সের জন্য টাকা কেটে নেওয়া লক্ষ্য করবেন। 
এক কথায় বোঝাতে গেলে, নিচে উল্লেখ করা প্রয়োজনীয়তা পূরণ করলে তবেই আপনাকে পেমেন্ট করা হবে:

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11879692449550632075
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false