YouTube Giving সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

ক্রিয়েটররা যেসব দাতব্য সংক্রান্ত অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে চান সেই বিষয়ে YouTube Giving সাহায্য করে। উপযুক্ত চ্যানেলগুলি তাদের ভিডিও এবং লাইভ স্ট্রিমে 'অনুদান' বোতাম যোগ করে বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের জন্য ফান্ড সংগ্রহ করতে পারে। দর্শকরা সরাসরি ভিডিও দেখার পৃষ্ঠায় বা লাইভ চ্যাটে অনুদান দিতে পারবেন।

ক্রিয়েটর ও ফান্ডরেইজার সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

YouTube Giving-এর জন্য ফান্ড সংগ্রহ করতে কারা উপযুক্ত?

অনুদান ফান্ডরেইজার সেট আপ করতে, আপনার চ্যানেলটিকে এইসব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে:

  • চ্যানেলটি উপলভ্য লোকেশনগুলির মধ্যে একটিতে অবস্থিত
  • চ্যানেলে কমপক্ষে ১০ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে
  • চ্যানেলটি YouTube পার্টনার প্রোগ্রাম-এর অংশ হতে হবে
  • চ্যানেলটি 'বাচ্চাদের জন্য তৈরি' বলে চিহ্নিত করা থাকলে চলবে না
মনে রাখবেন: আপনি উপরে উল্লেখ করা উপযুক্ততা মাপকাঠির বাইরেও কয়েকটি চ্যানেলে ফান্ডরেইজ করা দেখতে পেতে পারেন। আমরা ভবিষ্যতে 'YouTube অনুদান' আরও বিস্তৃতভাবে উপলভ্য করার পরিকল্পনা করছি।

কোন কোন দেশ/অঞ্চল 'YouTube অনুদান ফান্ডরেইজার' সেট-আপ করতে পারে?

আপনি যদি এইসব দেশ/অঞ্চলের কোনও একটিতে বসবাস করেন, তাহলে 'YouTube অনুদান ফান্ডরেইজার' সেট-আপ করতে পারবেন।

  • আর্জেন্টিনা
  • অস্ট্রিয়া
  • বেলজিয়াম
  • বলিভিয়া
  • কানাডা
  • কলম্বিয়া
  • ক্রোয়েশিয়া
  • এস্তোনিয়া
  • ফ্রান্স
  • জার্মানি
  • ঘানা
  • হংকং
  • আইসল্যান্ড
  • ইন্দোনেশিয়া
  • আয়ারল্যান্ড
  • ইজরায়েল
  • ইতালি
  • কুয়েত
  • লাটভিয়া
  • লিথুয়ানিয়া
  • লুক্সেমবুর্গ
  • মালয়েশিয়া
  • মেক্সিকো
  • মন্টেনেগ্রো
  • নেদারল্যান্ডস
  • নিউজিল্যান্ড
  • নরওয়ে
  • পেরু
  • ফিলিপিন্স
  • পোল্যান্ড
  • পুয়ের্তো রিকো
  • রোমানিয়া
  • স্লোভাকিয়া
  • স্পেন
  • সুইডেন
  • সুইজারল্যান্ড
  • থাইল্যান্ড
  • টার্কি
  • যুক্তরাজ্য
  • মার্কিন যুক্তরাষ্ট্র

আমি দেখতে পাচ্ছি যে 'YouTube অনুদানে' আমার অ্যাক্সেস রয়েছে। আমি এটি কীভাবে সেট আপ করব?

আমি যদি ফান্ডরেইজার তৈরি করার পরে 'অনুদান' বোতামটি না দেখতে পাই, তাহলে কী করব?

নিচে দেওয়া কয়েকটি কারণে 'অনুদান' বোতামটি আপনার ফান্ডরেইজারে দেখা নাও যেতে পারে:
  • আপনি YouTube অনুদান ফান্ডরেইজার সেট-আপ করেছেন কিনা তা ভাল করে দেখে নিন।
  • ফান্ডরেইজারে শুরু হওয়ার তারিখ উল্লেখ করা থাকলে, 'অনুদান' বোতামটি আপনার দেখার পৃষ্ঠায় বা লাইভ চ্যাটে ফান্ডরেইজার শুরু হওয়ার তারিখের পরে দেখা যাবে।
  • আপনি লাইভ স্ট্রিমে ফান্ড সংগ্রহ করলে এবং লাইভ চ্যাট চালু করে থাকলে, মোবাইলে চ্যাটে অনুদান দেওয়ার বোতামটি দেখতে পাবেন। লাইভ চ্যাট দেখার জন্য মোবাইল ডিভাইস অবশ্যই পোর্ট্রেট মোডে রাখতে হবে। লাইভ চ্যাট অনুদান সম্পর্কে আরও জানুন।
  • আপনার ভিডিও বা চ্যানেল "বাচ্চাদের জন্য তৈরি" হিসেবে সেট করা হলে, 'অনুদান' বোতাম সরিয়ে দেওয়া হবে। 

কমিউনিটি ফান্ডরেইজার কী?

কমিউনিটি ফান্ডরেইজার আপনাকে একই দাতব্য সংক্রান্ত অ্যাক্টিভিটির জন্য ফান্ড সংগ্রহ করার উদ্দেশ্যে অন্যান্য ক্রিয়েটরদের সঙ্গে একসাথে কাজ করার সুবিধা প্রদান করে। কীভাবে কমিউনিটি ফান্ডরেইজার তৈরি করবেন বা এতে যোগ দেবেন তা জানুন।

Super Chat for Good-এর কী হল?

Live Chat Donations এখন Super Chat for Good-এর জায়গা নিয়েছে। ক্রিয়েটর এখনও লাইভ স্ট্রিমে ফান্ডরেইজার হোস্ট করতে এবং দর্শকরা সরাসরি চ্যাট উইন্ডো থেকে অনুদান দিতে পারবেন। বিভ্রান্তি এড়াতে, অনুদান করার সুবিধা আছে এমন লাইভ স্ট্রিমের ক্ষেত্রে Super Chat ও Super Stickers বিকল্প বন্ধ করে দেওয়া হবে। লাইভ কন্ট্রোল রুমে দর্শকদের অ্যাক্টিভিটি উইজেট-এর মাধ্যমে দর্শকের দেওয়া অনুদান মনিটর করতে পারবেন।
Live Chat Donations বিকল্প চালু করতে, ফান্ডরেইজারে আপনার শিডিউল করা লাইভ স্ট্রিম যোগ করুন। কীভাবে 'YouTube অনুদান ফান্ডরেইজার' সেট-আপ করবেন তা জানুন। লাইভ চ্যাটের সুবিধা আছে এমন লাইভ স্ট্রিমে 'অনুদান' আইকন থাকবে। লাইভ চ্যাটের সুবিধা নেই এমন লাইভ স্ট্রিমের পাশে বা নিচে একটি 'অনুদান' বোতাম থাকবে।
যেসব ভিডিওতে অনুদান দেওয়ার সুবিধা আছে সেগুলিতে Super Thanks উপলভ্য নেই।

আমি কি এখনও ফান্ডরেইজার থাকা ভিডিও বা লাইভ স্ট্রিম মনিটাইজ করতে পারি?

আপনার ভিডিও ও লাইভ স্ট্রিমে ফান্ডরেইজার যোগ করলে, বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে এর কোনও প্রভাব পড়বে না। বিভ্রান্তি এড়াতে, 'লাইভ চ্যাট অনুদান' বিকল্পের সুবিধা আছে এমন লাইভ স্ট্রিমে Super Chat ও Super Stickers-এর সুবিধা সরিয়ে দেওয়া হয়েছে। ক্রিয়েটর, 'অনুদান' বোতাম সহ শুধুমাত্র মেম্বারদের জন্য কোনও লাইভ চ্যাট হোস্ট করতে পারবেন না। যেসব ভিডিওতে অনুদান দেওয়ার সুবিধা আছে সেগুলিতে Super Thanks উপলভ্য নেই।

অলাভজনক প্রতিষ্ঠানগুলি কীভাবে অনুদান পায়?

Google-এর অনুরোধে অনুদান সংগ্রহ ও বিতরণ করার জন্য, Network for Good-এর সাথে Google পার্টনারশিপে আবদ্ধ হয়েছে। আপনার কন্ট্রিবিউশনের ১০০% অলাভজনক প্রতিষ্ঠানে যাবে এবং ট্রানজ্যাকশন ফি YouTube প্রদান করবে। মার্কিন IRS-এর নিয়মাবলী মেনে চলতে, অনুদান গ্রহণ করার পরে, তার উপর Network for Good-এর এক্সক্লুসিভ আইনি নিয়ন্ত্রণ থাকে। Network for Good, YouTube ক্রিয়েটরের অলাভজনক প্রতিষ্ঠানে ফান্ড প্রদান করতে না পারলে, Network for Good সেই ফান্ড অন্য একটি উপযুক্ত মার্কিন অলাভজনক প্রতিষ্ঠানকে ডিস্ট্রিবিউট করবে। কীভাবে Network for Good ফান্ড প্রদান করে তা জানুন।

আমার অনুদান গ্রহণের জন্য বেছে নেওয়া অলাভজনক প্রতিষ্ঠানটি অনুপযুক্ত বিবেচিত হলে কী করব?

Google-এর দাতার নির্দিষ্ট করা ফান্ডের পার্টনার, Network for Good কোনও নির্দিষ্ট অলাভজনক প্রতিষ্ঠানকে তাদের প্রোজেক্টের জন্য যেকোনও কারণে (অলাভজনক প্রতিষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০১(সি)(৩)-এর ধারা অনুযায়ী একটি বৈধ প্রতিষ্ঠান না হওয়া সহ) ফান্ড প্রদান করতে না পারলে, Google অন্য একটি বিকল্প উপযুক্ত অলাভজনক প্রতিষ্ঠান বেছে নেওয়ার জন্য Network for Good-এর সাথে কাজ করবে।
আমার লাইভ চ্যাটে কীভাবে অনুদান দেখতে পাব?
কে অনুদান দিলেন তা আপনি চ্যাট উইন্ডোতে দেখতে পাবেন। দর্শকের অ্যাক্টিভিটি উইজেট ব্যবহার করে লাইভ কন্ট্রোল রুমে আপনি রিয়েল টাইমে লাইভ চ্যাটে পাওয়া অনুদান মনিটর করতে পারবেন।

মোট অর্থের পরিমাণ ও প্রগ্রেস বার থেকে কী বোঝা যায়?

ফান্ডরেইজারে অংশ নেওয়া সব চ্যানেল ও ভিডিও থেকে, সেই ফান্ডরেইজারের জন্য কত ফান্ড সংগ্রহ হয়েছে তা মোট অর্থের পরিমাণ থেকে বোঝা যায়। আপনি 'অনুদান' বোতামের নিচে মোট অর্থের পরিমাণ বা প্রগ্রেস বার দেখতে পাবেন।

আমার ফান্ডরেইজার সম্পর্কিত অ্যানালিটিক্স কোথায় দেখতে পাব?

আপনার ফান্ডরেইজারের অ্যানালিটিক্স খুঁজতে:

  1. কম্পিউটার থেকে YouTube-এ সাইন-ইন করুন।
  2. YouTube Studio খুলুন।
  3. উপার্জন করুন বিকল্প খুলুন।
  4. অনুদান বিকল্প বেছে নিন।
  5. "মোট ফান্ড সংগ্রহ করা হয়েছে" বিকল্পের মধ্যে, আপনি যোগ দিয়েছেন বা তৈরি করেছেন এমন ক্যাম্পেনের পাশে ফান্ডরেইজার সংক্রান্ত বেসিক ডেটা দেখতে পাবেন।
  6. আপনার ফান্ডরেইজার সম্পর্কিত আরও তথ্যের জন্য সংগৃহীত অর্থের পরিমাণের উপরে মাউস নিয়ে যান।

অলাভজনক প্রতিষ্ঠান সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

কোন কোন অলাভজনক প্রতিষ্ঠান YouTube অনুদানের সাহায্যে ফান্ডরেইজ করার সুবিধা পাবে?
YouTube Giving ফান্ডরেইজার থেকে অর্থ পাওয়ার উপযুক্ত হতে গেলে, কোনও অলাভজনক প্রতিষ্ঠানকে অবশ্যই:
  • ক্রিয়েটরের কাছ থেকে অনুরোধ পেতে হবে।
  • ৫০১(c)(৩) ধারা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে রেজিস্টার করা সর্বজনীন দাতব্য প্রতিষ্ঠান হতে হবে।
    • মনে রাখবেন: এই মুহূর্তে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠানগুলি উপযুক্ত, যদিও বহু অলাভজনক প্রতিষ্ঠানেরই মার্কিন যুক্তরাষ্ট্রে শাখা বা সহযোগী সংস্থা আছে। আপনি YouTube অনুদান সেট-আপ টুলে উপলভ্য অলাভজনক প্রতিষ্ঠানের সম্পূর্ণ তালিকা দেখতে পাবেন।
  • GuideStar-এর মাধ্যমে অনলাইন ফান্ডরেইজিংয়ে যোগ দিতে হবে।
  • YouTube-এ এবং এর বাইরে YouTube-এর মনিটাইজেশন সংক্রান্ত নীতি মেনে চলতে হবে। এই শর্তের মধ্যে YouTube-এর নিম্নলিখিত কমিউনিটি নির্দেশিকাও পড়ে।
মনে রাখবেন: বেসরকারি প্রতিষ্ঠান এখনও অনুমোদিত নয়। 

অনুরোধ করার টুলে আমি অনুরোধ করতে চাই এমন অলাভজনক প্রতিষ্ঠান দেখতে না পেলে কী করব?

নিম্নলিখিত কয়েকটি কারণে আপনি যে অলাভজনক প্রতিষ্ঠানটি খুঁজছেন সেটি অনুরোধ করার টুলে দেখতে নাও পেতে পারেন:
  • অলাভজনক প্রতিষ্ঠানটি Google for Nonprofits-এর অংশ নয়। অলাভজনক প্রতিষ্ঠানটি Google for Nonprofits অ্যাকাউন্ট-এর জন্য অনুরোধ জানাতে পারে।
  • অলাভজনক প্রতিষ্ঠানটি Guidestar-এ রেজিস্টার করা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও ৫০১(c)(৩) অলাভজনক প্রতিষ্ঠান নয়। অলাভজনক প্রতিষ্ঠানটি guidestar.org-এ তালিকাভুক্ত আছে কিনা তা কনফার্ম করুন।
  • অলাভজনক প্রতিষ্ঠানটি অনলাইন ফান্ডরেইজ করার সুবিধা নেওয়া বন্ধ করেছে। অলাভজনক প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই অনলাইন ফান্ডরেইজিংয়ের জন্য দাতাদের অনুমতি দিতে হবে। YouTube-এ কোনও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ফান্ড সংগ্রহ করা সম্পর্কে আরও জানুন।

আমি সাহায্য করতে চাই এমন অলাভজনক প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়েছি। এটি যোগ করতে কত সময় লাগবে?

আপনার পছন্দের উপযুক্ত অলাভজনক প্রতিষ্ঠান জমা দেওয়ার পরে, আপনার অনুরোধের স্ট্যাটাস জানিয়ে আমরা আপনাকে ইমেল পাঠাব। কিছু কিছু অনুরোধ অনুমোদনের ক্ষেত্রে ৫ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে। প্রসেসের গতি আরও বাড়াতে, আপনার অনুরোধ করা অলাভজনক প্রতিষ্ঠানটি যোগ্যতার মাপকাঠি পূরণ করছে কিনা তা দেখে নিন।

অলাভজনক প্রতিষ্ঠানকে কীভাবে ফান্ড ডিস্ট্রিবিউট করা হয়?

আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০১(সি)(৩) এবং দাতার নির্দিষ্ট করা ফান্ড, Network for Good-এর সাথে পার্টনারশিপ করেছি, যাতে ফান্ড সংগ্রহ করে অলাভজনক প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা যায়। সাধারণত, Network for Good প্রতি মাসে ফান্ড বিতরণ করে। $১০-এরও কম সংগ্রহ হলে, বছরে একবার ফান্ড বিতরণ করা হবে। ফান্ড বিতরণ ও Network for Good সম্পর্কে আরও জানুন।

Google for Nonprofits সম্পর্কে আমি কীভাবে আরও জানতে পারব?

Google for Nonprofits এবং প্রোগ্রামের উপযুক্ততা সংক্রান্ত নির্দেশিকা সম্পর্কে আরও জানুন। 

YouTube-এ কোনও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ফান্ড সংগ্রহ করা সম্পর্কে কীভাবে আরও জানতে পারব? 

দাতা সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

ভিডিও দেখার পৃষ্ঠাতে আমি একটি 'অনুদান' বোতাম দেখতে পাচ্ছি। এটি কীভাবে কাজ করে?

Live Chat Donations কী?

ক্রিয়েটর, লাইভ স্ট্রিম বা লাইভ চ্যাট চালু করা প্রিমিয়ারে ফান্ডরেইজার যোগ করলে, দর্শক চ্যাটে 'অনুদান' বোতাম দেখতে পাবেন। 'লাইভ চ্যাট অনুদানের' মাধ্যমে কোনও দর্শক অনুদান দিলে, তিনি লাইভ চ্যাটে দেওয়া অনুদানে তার নাম যোগ করতে পারবেন। লাইভ চ্যাট অনুদান সম্পর্কে আরও জানুন।
কোন দেশ/অঞ্চল থেকে 'YouTube অনুদান ফান্ডরেইজারে' অনুদান দেওয়া যাবে?

আপনি নিম্নলিখিত দেশ/অঞ্চলে থাকলে, অনুদান দিতে পারবেন।

  • আর্জেন্টিনা
  • অস্ট্রিয়া
  • বেলজিয়াম
  • বলিভিয়া
  • কানাডা
  • কলম্বিয়া
  • ক্রোয়েশিয়া
  • এস্তোনিয়া
  • ফ্রান্স
  • জার্মানি
  • ঘানা
  • হংকং
  • আইসল্যান্ড
  • ইন্দোনেশিয়া
  • আয়ারল্যান্ড
  • ইজরায়েল
  • ইতালি
  • কোরিয়া
  • কুয়েত
  • লাটভিয়া
  • লিথুয়ানিয়া
  • লুক্সেমবুর্গ
  • মালয়েশিয়া
  • মেক্সিকো
  • মন্টেনেগ্রো
  • নেদারল্যান্ডস
  • নিউজিল্যান্ড
  • নরওয়ে
  • পেরু
  • ফিলিপিন্স
  • পোল্যান্ড
  • পুয়ের্তো রিকো
  • রোমানিয়া
  • স্লোভাকিয়া
  • দক্ষিণ কোরিয়া
  • স্পেন
  • সুইডেন
  • সুইজারল্যান্ড
  • তাইওয়ান
  • থাইল্যান্ড
  • টার্কি
  • যুক্তরাজ্য
  • মার্কিন যুক্তরাষ্ট্র

আমার অনুদানের জন্য কি ট্যাক্সে ছাড় পাওয়া যাবে?

লোকেশনের উপর ভিত্তি করে দাতার ট্যাক্সের তথ্য এখানে দেখুন।

আমার অনুদানের কতটা অলাভজনক প্রতিষ্ঠানে যাবে?

আপনার অনুদানের ১০০% অর্থই অলাভজনক প্রতিষ্ঠানে পাঠানো হবে। এছাড়াও, YouTube ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন ফিয়ের খরচ বহন করে।

আমার অনুদানের কি রিফান্ড পেতে পারি?

অলাভজনক প্রতিষ্ঠানে করা ঐচ্ছিক অনুদানের জন্য কোনও রিফান্ড পাওয়া যায় না। পেমেন্ট করতে কোনও সমস্যা হলে, আমাদের সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে পারেন।

অনুদান দেওয়ার সময় অলাভজনক প্রতিষ্ঠানের সাথে আমাকে কোন কোন তথ্য শেয়ার করতে হবে?

আপনি কোনও অনুদান দিলে, আপনার যোগাযোগের তথ্য অলাভজনক প্রতিষ্ঠান বা ক্রিয়েটরের সাথে শেয়ার করা হয় না। লাইভ চ্যাটে অনুদান দেওয়ার সময় আপনি “সর্বজনীন” বিকল্প বেছে নিলে, লাইভ স্ট্রিম হোস্ট করা ক্রিয়েটর, আপনার অ্যাকাউন্টের নাম ও কত অনুদান দিয়েছেন তা দেখতে পাবেন। কীভাবে আপনার তথ্য ব্যবহার করা হয় সেই ব্যাপারে আরও জানুন।
ব্যবহারকারী, কোম্পানি এবং YouTube-এর বাইরের অনুদান বলতে কী বোঝায়?
  • ব্যবহারকারীর অনুদান: YouTube ব্যবহারকারীদের অনুদান দেওয়া ফান্ড।
  • কোম্পানির অনুদান: YouTube বা অন্য কোনও কোম্পানির অনুদান দেওয়া ফান্ড, যা অলাভজনক প্রতিষ্ঠান যাচাই করে।
  • YouTube-এর বাইরের অনুদান: এই ক্যাম্পেনের অংশ হিসেবে YouTube ছাড়া অন্য কোনও সাইটে আয়োজকের সংগ্রহ করা এবং অলাভজনক প্রতিষ্ঠানের যাচাই করা ফান্ড।
কোম্পানি ম্যাচিং কীভাবে কাজ করে?
কোনও কোম্পানি অনুদান পাওয়া অর্থের সাথে মিলিয়ে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিলে, YouTube-এ 'অনুদান' বোতামের মাধ্যমে ফান্ডরেইজারে প্রদত্ত প্রত্যেক $১ অনুদানের জন্য তারা $১ করে অনুদান দেবে। অনুদানের লক্ষ্যমাত্রা পূরণ বা ক্যাম্পেন শেষ হওয়া, এদের মধ্যে যেটি আগে হবে, ততদিন পর্যন্ত এই ম্যাচিং চলতে থাকবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
61479658413304253
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false