Google প্রকাশকের জন্য স্ট্যান্ডার্ড পরিবর্তনের লগ

Google এই পরিবর্তনের লগে AdSense, AdMob ও Ad Manager সম্পর্কিত আমাদের নীতি ও বিধিনিষেধের আপডেটগুলি ঘোষণা করে। প্রকাশকদের সবসময় এই নীতি পরিবর্তনের ব্যাপারে আপ-টু-ডেট থাকতে হবে এবং এগুলি মেনে চলতে হবে।

অনুপযুক্ত যৌনতাপূর্ণ কন্টেন্ট এবং স্প্যাম নীতি (মে ২০২৪) সংক্রান্ত Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতিতে নতুন আপডেট

অনুপযুক্ত যৌনতাপূর্ণ সিন্থেটিক কন্টেন্ট সংক্রান্ত সমস্যার মোকাবিলা করতে, Google, ২০২৪ সালের মে মাসে, অনুপযুক্ত যৌনতাপূর্ণ কন্টেন্ট সংক্রান্ত নীতি আপডেট করবে।

এই নীতি আপডেট করে নির্দিষ্ট করে জানানো হবে যে আমরা এমন কন্টেন্ট তৈরি বা বিতরণে উৎসাহ দিই না যা অনুপযুক্ত যৌনতাপূর্ণ বা নগ্নতার দৃশ্য দেখানোর জন্য সিন্থেটিক পদ্ধতিতে পরিবর্তন বা তৈরি করা হয়েছে।

উপরে উল্লিখিত আপডেটের পাশাপাশি, আমরা একটি এডিটোরিয়াল আপডেটের মাধ্যমে স্পষ্টভাবে জানাব যে Google-এর মাধ্যমে পরিবেশিত বিজ্ঞাপন এমন কোনও স্ক্রিনে কোনও অবস্থাতেই প্লেস করা যাবে না যা Google Web Search-এর স্প্যাম নীতি লঙ্ঘন করে। এই এডিটোরিয়াল আপডেটের কারণে নীতি প্রয়োগের ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না।

(২০২৪ সালের মে মাসে পোস্ট করা হয়েছে)

ভিডিও প্রকাশকের নীতি আপডেট করে Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি (এপ্রিল, ২০২৪) করা হচ্ছে

১ এপ্রিল, ২০২৪ তারিখে Google বর্তমানে AdSenseAd Manager-এর ক্ষেত্রে প্রযোজ্য ভিডিও প্রকাশকের নীতি আপডেট করবে, যাতে Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি অনুযায়ী AdMob সহ সব ভিডিও ইনভেনটরির ক্ষেত্রে প্রয়োগ করা যায়। Google-এর বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য নীতিগুলিকে স্ট্রিমলাইন করা ও বর্তমান ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের (যেমন, IAB OpenRTB) সাথে তাল মিলিয়ে চলার জন্য কভারেজে এই প্রসারণ করা হয়েছে।

নতুন ভিডিও প্রকাশক সংক্রান্ত নীতি নিয়ে আসার পেছনের কারণ সম্পর্কে আরও তথ্য এবং মূল পরিবর্তনের সংক্ষিপ্তসার পেতে, ২০২৪-এ ভিডিও প্রকাশক সংক্রান্ত নীতির আপডেট দেখুন।

আপডেট করা নীতি Google বিজ্ঞাপন কোডের মাধ্যমে মনিটাইজ করা AdSense, Ad Manager ও AdMob ভিডিও ইনভেনটরির ("ভিডিও ইনভেনটরি") ক্ষেত্রে প্রয়োগ করা হবে। এর বিবরণ নিচে দেওয়া হল:

সঠিকভাবে ইনভেনটরির বর্ণনা দেওয়া

  1. ভিডিও ইনভেনটরিকে সঠিক সিগন্যাল (Ad Manager-এর জন্য VAST বিজ্ঞাপন ট্যাগ URL প্যারামিটার দেখুন) সহ বিবৃতি দিতে হবে, এর মধ্যে এগুলি থাকতে হবে:
    • বিজ্ঞাপনের প্লেসমেন্টের অডিবিলিটি: ডিফল্ট হিসেবে অডিবল বা মিউট করা (Ad Manager-এর জন্য vpmute প্যারামিটার দেখুন)।
    • বিজ্ঞাপনের প্লেসমেন্টের ধরন: ভিডিও প্লেয়ারে ভিডিও কন্টেন্টে পরিবেশিত ভিডিও বিজ্ঞাপন হয় "ইন-স্ট্রিম" অথবা "আনুষঙ্গিক কন্টেন্ট" প্লেসমেন্ট হিসেবে সঠিকভাবে উল্লেখ করতে হবে (Ad Manager-এর জন্য plcmt প্যারামিটার) দেখুন)। নন-ভিডিও প্লেয়ার প্লেসমেন্টে পরিবেশিত ভিডিও বিজ্ঞাপনের জন্য কিছু উল্লেখ করার প্রয়োজন নেই এবং ইনভেনটরি ফর্ম্যাটের উপর নির্ভর করে Google সেটি অটোমেটিক "ইন্টারস্টিশিয়াল" বা "স্ট্যান্ডঅ্যালোন" প্লেসমেন্ট হিসেবে নির্ধারণ করবে।
      • "ইন-স্ট্রিম" কথাটির অর্থ ভিডিও বা অডিও বিজ্ঞাপন ভিডিও বা অডিও কন্টেন্টের স্ট্রিমে চলবে, এক্ষেত্রে ব্যবহারকারী ভিডিও বা অডিও কন্টেন্টই উপভোগ করতে এসেছেন বা সেটির জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

        যেমন: ব্যবহারকারীর অনুরোধ করা ভিডিও কন্টেন্ট স্ট্রিমের শুরুতে, মাঝে বা শেষ হয়ে যাওয়ার পরে দেখানো ভিডিও বিজ্ঞাপন।

      • "আনুষঙ্গিক কন্টেন্ট" কথাটির অর্থ ব্যবহারকারী দেখতে এসেছেন এমন মূল কন্টেন্টের সাথে থাকা ভিডিও কন্টেন্টের স্ট্রিমে দেখানো ভিডিও বিজ্ঞাপন, এক্ষেত্রে ব্যবহারকারী ভিডিও কন্টেন্ট উপভোগ করতে আসেননি বা সেটির জন্য বিশেষভাবে অনুরোধও করেননি। আনুষঙ্গিক কন্টেন্ট প্লেসমেন্ট পৃষ্ঠার বডিতে লোড হতে হবে এবং ডিফল্ট হিসেবে মিউট করা থাকতে হবে।

        যেমন: প্রধানত সম্পাদকীয় পৃষ্ঠার একটি ছোট অংশে থাকা মিউট করা ভিডিও কন্টেন্ট স্ট্রিমের শুরুতে, মাঝে বা শেষ হয়ে যাওয়ার পরে দেখানো ভিডিও বিজ্ঞাপন।

      • "ইন্টারস্টিশিয়াল" কথাটির অর্থ কন্টেন্ট ট্রানজিশনের মধ্যে কোনও স্ট্রিমিং ভিডিও কন্টেন্ট ছাড়াই দেখানো ভিডিও বিজ্ঞাপন, এক্ষেত্রে ভিডিও বিজ্ঞাপনটিই পৃষ্ঠার মূল আকর্ষণ ও ভিউপোর্টের অধিকাংশ জায়গা জুড়ে থাকে।

        যেমন: কোনও স্ট্রিমিং ভিডিও কন্টেন্ট ছাড়াই পরিবেশিত হচ্ছে এমন ভিডিও বিজ্ঞাপন, এটি সাধারণ বিরতি বা কন্টেন্ট ট্রানজিশনের মধ্যে সম্পূর্ণ ভিউতে দেখানো হয়।

      • "স্ট্যান্ডঅ্যালোন" কথাটির অর্থ কোনও স্ট্রিমিং ভিডিও কন্টেন্ট ছাড়াই দেখানো ভিডিও বিজ্ঞাপন, এক্ষেত্রে ভিডিও বিজ্ঞাপন পৃষ্ঠার মূল আকর্ষণ নয়।

        যেমন: কোনও স্ট্রিমিং ভিডিও কন্টেন্ট ছাড়াই পরিবেশিত হচ্ছে এমন ভিডিও বিজ্ঞাপন, এটি নিবন্ধ পৃষ্ঠার ডানদিকের রেলের ব্যানারে দেখানো হয়।

সমর্থিত প্রয়োগগুলি ব্যবহার করা

  1. অফিসিয়াল Google বিটা প্রোগ্রামের মাধ্যমে প্লেসমেন্ট না করা হলে, কাজ করে এমন প্ল্যাটফর্মে ইন-স্ট্রিম বা আনুষঙ্গিক কন্টেন্ট প্লেসমেন্টের জন্য Google Interactive Media Ads SDK বা Google Programmatic Access Library ব্যবহার করতে হবে।
    • পার্টনার ও প্রকাশকরা YouTube কন্টেন্ট মনিটাইজ করার জন্য ইন্টার‍্যাক্টিভ মিডিয়া বিজ্ঞাপন প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন না। YouTube কন্টেন্ট থেকে উপার্জন করার জন্য পার্টনার ও প্রকাশকদের YouTube পার্টনার প্রোগ্রামের মাধ্যমে মনিটাইজ করতে হবে।
  2. ইন্টারস্টিশিয়াল বা স্ট্যান্ডঅ্যালোন প্লেসমেন্টের জন্য Google-এর প্রদান করা সমাধান ব্যবহার করতে হবে: ওয়েবে: Google প্রকাশক ট্যাগ; অ্যাপে: the Google Mobile Ads SDK (Ad Manager-এর জন্য; AdMob-এর জন্য)।
    • গেমে প্লেসমেন্ট বাদ দিয়ে ইন্টারস্টিশিয়াল বা স্ট্যান্ডঅ্যালোন প্লেসমেন্টের জন্য Google Interactive Media Ads SDK ব্যবহার করা যাবে না।

বিজ্ঞাপনদাতার মান রক্ষা করা

  1. যেখানে প্রদান করা হয়েছে সেখানে বিজ্ঞাপনের কন্টেন্ট বা নিয়ন্ত্রণ সহ ভিডিও ইনভেনটরি কন্টেন্ট বা নিয়ন্ত্রণ (যেমন চালানো, পজ, মিউট বা বাতিল করা অথবা এড়িয়ে যাওয়া) ব্যাহত করা বা লুকিয়ে রাখা যাবে না এবং কার্যকর রাখতে হবে।
  2. ইন-স্ট্রিম প্লেসমেন্টের ক্ষেত্রে মিউটেড প্লেসমেন্টে অডিও বিজ্ঞাপনের অনুরোধ বা পরিবেশন করা যাবে না।

ব্যবহারকারীকে সম্মান করা

  1. এই শর্তগুলি পূরণ হলে ভিডিও ইনভেনটরি অটোমেটিক চালানো যেতে পারে:
    • যেকোনও সময় সমস্ত প্লেসমেন্ট মিলিয়ে মাত্র একটি ভিডিও ইনভেনটরি সাউন্ড সহ অটোমেটিক চালানো যাবে।
      • এছাড়াও, ইন-স্ট্রিম বা আনুষঙ্গিক কন্টেন্ট প্লেসমেন্টের জন্য যেকোনও সময় মাত্র একটি ভিডিও প্লেয়ার চোখের সামনে চলতে পারে।
    • বিজ্ঞাপন ইউনিটের কমপক্ষে ৫০% না দেখা গেলে বিজ্ঞাপন অটোমেটিক চালানো যাবে না।
  2. এই শর্তগুলি পূরণ হলে ভিডিও ইনভেনটরি স্টিকি হতে পারে:
    • ভিডিও বা বিজ্ঞাপন কন্টেন্টের পুরো সময় ধরে বাতিল করার বিকল্প দিতে হবে। এই বিকল্প ব্যাহত করা বা লুকিয়ে রাখা যাবে না এবং কার্যকর রাখতে হবে।
    • ইন-স্ট্রিম বা আনুষঙ্গিক কন্টেন্ট প্লেসমেন্টের ক্ষেত্রে ভিডিও প্লেয়ার মূল কন্টেন্ট থেকে শুরু হতে হবে এবং ব্যবহারকারী স্ক্রল করার ফলে ভিডিও প্লেয়ার পৃষ্ঠার বাইরে চলে যাওয়ার সময় কেবলমাত্র স্টিকি প্লেসমেন্টে রূপান্তরিত হতে পারবে।

এছাড়াও Ad Manager-এর ক্ষেত্রে সহায়তা কেন্দ্রের পৃষ্ঠা ও প্রোডাক্টের নিয়ন্ত্রণে "ইনস্ট্রিম" বা "ইন-স্ট্রিম" দুটি শব্দই "ইন-স্ট্রিম" ও "আনুষঙ্গিক কন্টেন্ট" বোঝাতে ব্যবহার করা হয়েছে এবং তা আপডেট করা নীতিতে উল্লেখ করা হয়েছে। আপডেট করা নীতি অনুযায়ী Ad Manager ভিডিও ইনভেনটরি "ইন-স্ট্রিম" বা "আনুষঙ্গিক কন্টেন্ট" হলে সেটিকে নীতিতে উল্লিখিত প্রযোজ্য প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে।

১ এপ্রিল, ২০২৪ থেকে এই আপডেট করা নীতি বলবৎ হবে। আপডেট করা নীতি ভালভাবে পড়ে দেখুন তা আপনার ভিডিও ইনভেনটরির উপর কোনও প্রভাব ফেলছে কিনা। আপনার ভিডিও ইনভেনটরি আগে অনুমোদিত না হলে এবং আপডেট করা নীতি অনুযায়ী সেটির অনুমোদন পাওয়া উচিত বলে আপনার মনে হলে আপনি ১ এপ্রিল, ২০২৪ তারিখে বা তারপরে পর্যালোচনার অনুরোধ বা আপিল করতে পারেন।

পর্যালোচনার অনুরোধ বা আপিল করার ব্যাপারে আরও তথ্য নিচে দেওয়া হল:

(নভেম্বর, ২০২৩-এ পোস্ট করা হয়েছে)

ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে Google-এর প্রচেষ্টার ব্যাপারে করা আপডেট (সেপ্টেম্বর ২০২৩)

ইউরোপীয় ইউনিয়ন-মার্কিন যুক্তরাষ্ট্র ডেটার গোপনীয়তা ফ্রেমওয়ার্ক ("EU-U.S. DPF")-এর শর্তাবলীর অধীনে Google-কে সার্টিফাই করা হয়েছে এবং ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA) থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত ডেটা ট্রান্সফার করার একটি বিকল্প সমাধান হিসেবে, ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে, EU-U.S. DPF ফ্রেমওয়ার্কের ব্যবহার শুরু করা হয়েছে।

(২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এটি পোস্ট করা হয়েছে)

জঘন্য কন্টেন্টের জন্য Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধে আপডেট করা হয়েছে (আগস্ট ২০২৩)

৩০ আগস্ট ২০২৩-এ, গেমপ্লে ছবির জন্য একটি ব্যতিক্রম অন্তর্ভুক্ত করতে প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধে Google জঘন্য কন্টেন্ট সংক্রান্ত নীতি আপডেট করবে। গেমপ্লে ছবির প্রসঙ্গ অনুযায়ী কন্টেন্টে "ভয়াবহ, গ্রাফিক বা ঘৃণ্য অ্যাকাউন্ট বা ছবি আছে" বা সেটি "সহিংস ক্রিয়াকলাপ দেখিয়েছে" বলে তখনই বিবেচনা করা হয় যদি সেটি নির্যাতন, যৌন সহিংসতা, নাবালকদের বিরুদ্ধে সহিংসতা, বাস্তবিক বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সহিংসতা অথবা পদ্ধতিগত বৈষম্য বা প্রান্তিকতার সাথে সম্পর্কিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা দেখায়।

এটি আপনার সাইট বা অ্যাপকে প্রভাবিত করে কিনা তা নির্ধারণ করতে আপডেটটি সম্পর্কে ভাল করে পড়ুন। আপনার সাইট বা অ্যাপে যদি আগে জঘন্য কন্টেন্টের কারণে বিজ্ঞাপন পরিবেশন সীমাবদ্ধ করা হয়ে থাকে কিন্তু আপনি মনে করেন যে আপডেটের পরে বিজ্ঞাপন পরিবেশন আর সীমাবদ্ধ থাকা উচিত নয়, তাহলে আপনি ৩০ আগস্ট ২০২৩-এ বা তার পরে আপনার সাইট বা অ্যাপ পর্যালোচনা করার জন্য অনুরোধ বা আপিল করতে পারেন।

পর্যালোচনা করার অনুরোধ বা আপিল করার বিষয়ে আরও তথ্য নিচে পাওয়া যাবে:

(জুলাই ২০২৩-এ পোস্ট করা হয়েছে)

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি (জানুয়ারি, ২০২৩)

২০২৩ সালের জানুয়ারি মাসে, Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতিতে Google নিম্নলিখিত আপডেট করবে:

  • আমাদের নীতি আরও সহজ ও কার্যকরী করার চলমান প্রচেষ্টার অঙ্গ হিসেবে, Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি: প্রয়োজনীয়তা ও অন্যান্য স্ট্যান্ডার্ডের মধ্যে আমাদের বর্তমান ম্যালওয়্যার ও অযাচিত সফ্টওয়্যার সংক্রান্ত নীতিকে নিয়ে এসেছি।
  • এই বিষয়ে স্পষ্টতা প্রদান করতে Google Ad Manager পার্টনার নির্দেশিকা আপডেট করা হবে যে অভিভাবক বা বাচ্চা (১) ইভেন্ট নিয়ন্ত্রণজনিত পরিবর্তনের মধ্য দিয়ে গেলে অথবা (২) Google Ad Manager-এর জন্য কোনও থার্ড-পার্টিকে কোনও নেটওয়ার্ক, ইনভেন্টরি বা চুক্তি অ্যাসাইন করলে, তার থেকে উদ্ভূত বা সেই সম্পর্কিত কোনও বাধ্যবাধকতা Google-এর উপর বর্তায় না।

তাছাড়া সাম্প্রতিক কিছু মাস জুড়ে, Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতিতেও Google নিম্নলিখিত দু'টি আপডেট করেছে:

(২০২২ সালের ডিসেম্বর মাসে পোস্ট করা হয়েছে)

ইউক্রেনের বিষয়ে আপডেট (মার্চ ২০২২)

ইউক্রেনে যুদ্ধের কারণে, আমরা এমন কন্টেন্টের মনিটাইজেশন বন্ধ রাখব যাতে যুদ্ধের মাধ্যমে কার্যসিদ্ধি করার কথা বলা হয়, যুদ্ধ বিষয়টিকে তুচ্ছ করে দেখা হয় বা অগ্রাহ্য করা হয়। 

(২৩ মার্চ, ২০২২-এ পোস্ট করা হয়েছে)

রাশিয়ান ফেডারেশনের সরকারি ফান্ড পাওয়া মিডিয়া মনিটাইজেশন সংক্রান্ত আপডেট (ফেব্রুয়ারি ২০২২)

ইউক্রেনে বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে, রাশিয়ান ফেডারেশনের সরকারি ফান্ড পাওয়া মিডিয়ার ক্ষেত্রে আমরা Google-এর মনিটাইজেশন প্রসেস পজ করছি। 

আমরা সমগ্র পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রেখে চলব এবং প্রয়োজন মতো অ্যাডজাস্টমেন্ট করা হবে।

এই পরিবর্তন অবিলম্বে কার্যকর হবে। 

(২০২২ সালে ফেব্রুয়ারি মাসে পোস্ট করা হয়েছে)

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশী অ্যাসেট নিয়ন্ত্রণ সংক্রান্ত নিষেধাজ্ঞার তালিকায় আপডেট (ফেব্রুয়ারি ২০২২)

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল (OFAC)-এর নীতি মেনে চলতে 'Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতির' বিধিনিষেধ মেনে চলার তালিকা আপডেট করা হয়েছে, কারণ তথাকথিত ডনেস্ক পিপলস রিপাবলিক (DNR) এবং লুহানস্ক পিপলস রিপাবলিক (LNR) এই তালিকায় যোগ করা হয়েছে। এই নাম যোগ করার সাথে সাথেই দেখা যাবে। 

AdMob, AdSense এবং Ad Manager-এর দেশ অনুযায়ী বিধিনিষেধ পৃষ্ঠা আপডেট করা হয়েছে, যাতে এই পরিবর্তন সবাই দেখতে পান। 

(২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পোস্ট করা হয়েছে)

অনির্ভরযোগ্য এবং ক্ষতিকারক দাবির সাপেক্ষে বিভ্রান্তিমূলক কন্টেন্ট সম্পর্কিত নীতিতে করা আপডেট (অক্টোবর ২০২১)

নভেম্বর ২০২১-এ বিভ্রান্তিমূলক কন্টেন্টের জন্য "Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি": জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিশ্বাসযোগ্য ও বিজ্ঞানসম্মত মতামতের বিরোধিতা করা দাবি সম্বলিত কন্টেন্ট নিষিদ্ধ করার নতুন নীতি যোগ করতে অনির্ভরযোগ্য ও ক্ষতিকারক দাবি সংক্রান্ত নীতিতে আপডেট করা হবে। ৮ নভেম্বর ২০২১-এর পর থেকে আপডেট হওয়া নীতি কার্যকর হবে।

(অক্টোবর ২০২১-এ পোস্ট করা হয়েছে)

আমাদের নীতি আরও সরল ও স্ট্যান্ডার্ড করা (সেপ্টেম্বর ২০২১)

প্রকাশকের জন্য নীতি আরও সরল ও কার্যকরী করার চলমান প্রচেষ্টার অঙ্গ হিসেবে এবং আচার-আচরণ সম্পর্কিত নীতিতে সেপ্টেম্বর ২০২১-এ করা পরিবর্তনের সঙ্গে একযোগে, আমরা একটি নতুন প্রকাশক নীতি সহায়তা কেন্দ্র চালু করছি। এই নতুন সহায়তা কেন্দ্রের মাধ্যমে প্রকাশক আমাদের নীতি আরও সহজে অ্যাক্সেস করতে পারবেন এবং যে প্রোডাক্টই ব্যবহার করুন না কেন, নীতি কীভাবে তাকে প্রভাবিত করছে, তা আরও সহজে বুঝতে পারবেন।

আপনি এখনও Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি এবং Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ AdMob, AdSense এবং Ad Manager সহায়তা কেন্দ্রে দেখতে পারবেন। সময়ের সাথে সাথে, আমরা প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি ও বিধিনিষেধ নতুন প্রকাশকের নীতি সহায়তা কেন্দ্রে স্থানান্তর করে একত্রিত করব।

নীতি ও বিধিনিষেধ ছাড়া, প্রকাশকের নীতি সহায়তা কেন্দ্রে একটি শব্দকোষ আছে যা নীতির ভাষা পরিষ্কার করে বোঝাতে নীতির ভাষায় এবং অতিরিক্ত ব্যাখ্যা প্রদানকারী কন্টেন্ট সহ প্রতিটি নীতি ও বিধিনিষেধের জন্য বিশেষ পৃষ্ঠায় ব্যবহৃত সবচেয়ে প্রচলিত শব্দগুলির অর্থ ব্যাখ্যা করে।

(২০২১ সালের সেপ্টেম্বর মাসে পোস্ট করা হয়েছে)

স্ট্যান্ডার্ড কন্ট্র্যাকচুয়াল ক্লজের (SCC) আপডেট (অক্টোবর ২০২১)

Google ইউরোপীয় কমিশনের আপডেট করা SCC প্রয়োগ করছে বলে ২০২১ সালের অক্টোবর মাসে স্ট্যান্ডার্ড কন্ট্র্যাকচুয়াল ক্লজ (SCC) সম্পর্কিত Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি আপডেট করা হবে।

(২০২১ সালের সেপ্টেম্বর মাসে পোস্ট করা হয়েছে)

আমাদের আচরণ সম্পর্কিত নীতি সরল এবং আরও স্ট্যান্ডার্ড করা (আগস্ট ২০২১)

সেপ্টেম্বর ২০২১-এ, আমাদের প্রকাশকের নীতি আরও সরল ও সুবিধাজনক করার অংশ হিসেবে, 'Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি' এবং 'প্রকাশকদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ' আপডেট করা হবে, যাতে আমাদের আগে থেকে থাকা আচরণ সম্পর্কিত নীতির (অর্থাৎ, বিজ্ঞাপন কীভাবে দেখানো হবে তা নির্দেশ করা নীতি/বিধিনিষেধ) সাথে মিল আছে এমন কয়েকটি ভার্সন এটির সাথে যোগ করা যায়। আচরণ সম্পর্কিত নীতির সাথে মিল থাকা এই ধরনের ভার্সনগুলির মধ্যে সামগ্রিকভাবে AdSense, AdMob এবং Ad Manager-এর নীতির বিভিন্ন ভার্সন একত্রিত করা হয় এবং এর মধ্যে পড়ে: বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে হস্তক্ষেপ করা, ইনভেনটরি ভ্যালু এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড (আগে থেকে থাকা স্ট্যান্ডার্ডের একটি সংগ্রহ যা প্রকাশককে মেনে চলতে হয়)।

সেপ্টেম্বর ২০১৯-এ, আমাদের সব প্রকাশকের প্রোডাক্টের সাথে যুক্ত কন্টেন্ট নীতিতে বিভিন্ন পরিবর্তন চালু করেছি যা 'Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি' ও 'Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ' রূপে আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। এই আপডেটও সেই চলমান প্রচেষ্টারই একটি অঙ্গ।

এই আপডেটের একটি অতিরিক্ত অঙ্গ হিসেবে, আমরা আরও দুটি নতুন নীতি চালু করব: Coalition for Better Ads-এর নীতি Better Ads স্ট্যান্ডার্ড মেনে চলা এবং অসৎ ঘোষণার জন্য একটি নীতি।

আমরা চাই প্রকাশক আমাদের নীতি আরও সহজে অ্যাক্সেস করুন এবং এর ফলে আপনি যে প্রোডাক্টই ব্যবহার করুন না কেন, আমাদের নীতি কীভাবে আপনাকে প্রভাবিত করবে তা বুঝতে আপনার অনেক সুবিধা হবে এবং এই কারণেই আমাদের নীতি সহায়তা কেন্দ্রের একটি নতুন ও উন্নত ভার্সন আমরা চালু করছি।

মনে রাখবেন যে আপনার Google প্রকাশক প্রোডাক্টের ব্যবহার নিয়ন্ত্রণ করা অন্য যেকোনও নীতির সাথে এই নীতি ও বিধিনিষেধ অতিরিক্তভাবে প্রযোজ্য হবে।

(আগস্ট ২০২১-এ পোস্ট করা হয়েছে)

পশুদের প্রতি নিষ্ঠুরতা (আগস্ট ২০২১) প্রতিরোধের বিষয়ে Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতির আপডেট

বিপন্ন অথবা সঙ্কটাপন্ন প্রজাতি সংক্রান্ত Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি আগস্ট ২০২১-এ আপডেট করে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে যে, আমরা সেই সমস্ত কন্টেন্ট অনুমোদন করি না, যা পশুদের প্রতি নিষ্ঠুরতা বা হিংস্রতার প্রচার করে। এই আপডেটের মাধ্যমে, বিপন্ন অথবা সঙ্কটাপন্ন প্রজাতি এবং পশুদের প্রতি নিষ্ঠুরতা সংক্রান্ত নীতি শীর্ষক দুটি বিষয় একটিই প্রসঙ্গের মধ্যে একত্রিত করা হবে, যার শীর্ষক 'পশুদের প্রতি নিষ্ঠুরতা'।

(জুলাই ২০২১-এ পোস্ট করা হয়েছে)

Google Ad Manager সিস্টেমের সর্বাধিক মান ও সীমাতে আপডেট (ফেব্রুয়ারি ২০২০)

মনে রাখবেন: কেবল Ad Manager সংক্রান্ত আপডেট 

ফেব্রুয়ারি ২০২০-তে, নির্দিষ্ট কিছু প্রকারের লাইন আইটেমের ক্ষেত্রে উদ্দিষ্ট ব্যবহার স্পষ্ট করার জন্য Google Ad Manager সিস্টেমের সর্বাধিক মান ও সীমা আপডেট করা হবে: স্পনসরশিপ লাইন আইটেম, স্ট্যান্ডার্ড লাইন আইটেম, দাম অনুযায়ী অগ্রাধিকারের লাইন আইটেম, নেটওয়ার্ক লাইন আইটেম, বাল্ক লাইন আইটেম এবং হাউস লাইন আইটেম। 

Ad Manager চালু হওয়ার পর থেকে, আমাদের সিস্টেম আরও সহজ করার জন্য আমরা ক্রমাগত কাজ করে চলেছি যাতে প্রকাশকরা বিজ্ঞাপন দিয়ে দীর্ঘস্থায়ী ব্যবসা গড়ে তুলতে পারেন। আমরা যদিও প্রতিটি ধরনের লাইন আইটেম কীভাবে ব্যবহার করা উচিত সেই সম্পর্কে বহু বছর ধরে পেশাদার পদ্ধতি শেয়ার করেছি, আমরা এখন প্রতিটি সিস্টেমের সীমা ও সর্বাধিক মান সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় আপডেট করছি যা প্রত্যেক ধরনের লাইন আইটেমের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। একই রকমের সব চাহিদার উৎস যাতে একইভাবে ব্যবহার করা হয় এবং Google যাতে সব প্রকাশকদের সুবিধার্থে বিভিন্ন পরিবর্তন করতে পারে তা এই প্রয়োজনীয় বিষয়গুলি নিশ্চিত করে।

আজকের দিনে, বেশিরভাগ প্রকাশক তাদের উদ্দিষ্ট কাজে বিভিন্ন লাইন আইটেম ব্যবহার করে। এই পরিবর্তনের ফলে শুধুমাত্র খুব অল্প সংখ্যক প্রকাশকই প্রভাবিত হবেন এবং স্পনসরশিপ বা স্ট্যান্ডার্ড লাইন আইটেম হিসেবে বুক করা কোনও প্রাইভেট মার্কেটপ্লেস ডিল প্রভাবিত হবে না। মে ২০২০-এর মধ্যে প্রয়োজনীয় বিষয়গুলি প্রকাশকদের জেনে নিতে হবে এবং প্রভাবিত হওয়া সাবসেটগুলির ক্ষেত্রে নতুন প্রয়োজনীয় বিষয়গুলি মেনে চলতে হবে।

(ফেব্রুয়ারি ২০২০-তে পোস্ট করা হয়েছে)

'বিভ্রান্তিমূলক কন্টেন্ট' নীতির বিষয়ে আপডেট (মে ২০২১)

২০২১-এর মে মাস থেকে, 'বিভ্রান্তিমূলক কন্টেন্ট সম্পর্কে Google প্রকাশকের জন্য প্রযোজ্য নীতি' আপডেট করা হবে যাতে নীতির অন্তর্গত বিষয়গুলি আরও ভালভাবে গুছিয়ে নেওয়া যায়। এছাড়া, 'বিপজ্জনক' বা 'অবমাননাকর' কন্টেন্ট বিভাগের আওতায় আগে থেকে তালিকাভুক্ত দু'টি নীতি 'বিভ্রান্তিমূলক কন্টেন্ট' নীতির আওতায় আনা হবে। এই দু'টি নীতিকে 'বিপজ্জনক' বা 'অবমাননাকর' কন্টেন্ট বিভাগ থেকে সরিয়ে 'বিভ্রান্তিমূলক কন্টেন্ট' নীতির আওতায় (নতুন) 'অনির্ভরযোগ্য দাবি' বিভাগে নিয়ে যাওয়া হবে, যেগুলির মধ্যে (১) এমন কন্টেন্ট দেখানো হয় যা স্বাস্থ্যের ব্যাপারে কোনও ক্ষতিকর দাবি করে এবং (২) এমন কোনও কন্টেন্ট যা সাম্প্রতিক স্বাস্থ্য বিষয়ক কোনও প্রধান সমস্যার সাথে যুক্ত এবং সংশ্লিষ্ট বিজ্ঞানসম্মত মতামত বা বাধ্যতামূলক নির্দেশাবলীর বিরোধিতা করে।

যাতে আমাদের নীতিগুলি পড়ে আরও সহজে বুঝতে পারা যায় তার জন্য এই পরিবর্তন গ্রহণ করা হয়েছে এবং এই পরিবর্তনের ফলে আমাদের নীতি অনুসারে বর্তমানে চিহ্নিত বিধিনিষেধযুক্ত বা নিষিদ্ধ কন্টেন্টের উপরে কোনও প্রভাব পড়বে না।

(এপ্রিল ২০২১-এ পোস্ট করা হয়েছে)

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশী অ্যাসেট নিয়ন্ত্রণ সংক্রান্ত নিষেধাজ্ঞার তালিকায় আপডেট (ফেব্রুয়ারি ২০২১)

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশী অ্যাসেট নিয়ন্ত্রণ সংক্রান্ত নিষেধাজ্ঞার তালিকা থেকে সুদানকে সরিয়ে দেওয়ার বিষয়টি তুলে ধরতে ফেব্রুয়ারি ২০২১-এ AdSense দেশ সংক্রান্ত নিষেধাজ্ঞা বোঝার পৃষ্ঠাটি আপডেট করা হবে। এই আপডেট ২৪ ফেব্রুয়ারি, ২০২১ থেকে কার্যকর হবে।

এই পরিবর্তনের জন্য, সুদানের প্রকাশকদের কাছে Google AdSense উপলভ্য হবে। 

(ফেব্রুয়ারি ২০২১-এ পোস্ট করা হয়েছে)

যৌনতাপূর্ণ অনুপযুক্ত কন্টেন্টের জন্য Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতিতে করা আপডেট (ফেব্রুয়ারি ২০২১)

২০২১-এর ফেব্রুয়ারি মাসে, Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতিতে আপডেট করা হবে। অর্থের বিনিময়ে যৌন কার্যকলাপ প্রচার করছে বলে মনে করা হয় এমন কন্টেন্টকে তখন স্পষ্টভাবে "অর্থের বিনিময়ে যৌন কার্যকলাপ" নামক বিভাগের মধ্যে রাখা হবে। তাছাড়াও, আমরা এই তালিকাতে দেখানো উদাহরণগুলিকে আপডেট করব (যেমন, বেশ্যাবৃত্তি, সঙ্গী বা বন্ধুত্ব খোঁজা ও এসকর্ট পরিষেবা, অন্তরঙ্গ মেসেজ পাঠানোর পরিষেবা, কাডলিং সাইট), যেখানে অর্থের বিনিময়ে ডেটিং বা যৌনতামূলক কার্যকলাপ প্রচার করাকে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়। এই ধরনের কার্যকলাপে ধরে নেওয়া হয় যে একজন অংশগ্রহণকারী অপরজনকে টাকা, উপহার, অর্থনৈতিক সাহায্য, মেন্টরশিপ বা অন্যান্য মূল্যবান সুবিধা দেবে, যাকে এককথায় "সুগার" ডেটিং বলে অভিহিত করা হয়।

(ডিসেম্বর ২০২০-তে পোস্ট করা হয়েছে)

পুরস্কৃত ইনভেন্টরি সংক্রান্ত নীতিতে আপডেট (আগস্ট ২০২০)

মনে রাখবেন: কেবল Ad Manager ও AdMob সংক্রান্ত আপডেট।  

আগস্ট ২০২০-তে, বিজ্ঞাপনের নতুন পুরস্কৃত ইন্টারস্টিশিয়াল ফর্ম্যাটের ক্ষেত্রে Ad Manager এবং AdMob-এর জন্য পুরস্কৃত ইনভেনটরি সংক্রান্ত নীতি আপডেট করা হবে। নতুন ফর্ম্যাট বিজ্ঞাপনের ধরনে বিস্তার ঘটাবে যা বর্তমান পুরস্কৃত বিজ্ঞাপন ফরম্যাটের বাইরেও পুরস্কার প্রদান করবে। এই ফর্ম্যাট চালু করার সাথে, আমরা "পুরস্কৃত ইনভেন্টরি সংক্রান্ত নীতি"-এর নাম পরিবর্তন করে "পুরস্কার প্রদানকারী বিজ্ঞাপন সংক্রান্ত নীতি" করব। নতুন নীতি দুটি ফর্ম্যাটের ক্ষেত্রেই কার্যকর হবে: পুরস্কৃত বিজ্ঞাপন এবং পুরস্কৃত ইন্টারস্টিশিয়াল বিজ্ঞাপন। 

(জুলাই ২০২০-তে পোস্ট করা হয়েছে)
 

Google Ad Manager পার্টনারদের জন্য নির্দেশিকা সংক্রান্ত আপডেট: অবৈধ কার্যকলাপ (সেপ্টেম্বর ২০২০)

মনে রাখবেন: কেবল Ad Manager সংক্রান্ত আপডেট 

সেপ্টেম্বর ২০২০-তে, অ্যাপে "ওপেন বিডিং"-এর মাধ্যমে বিজ্ঞাপনের অনুরোধ এবং ইমপ্রেশন কীভাবে পাস করবে তার সীমাবদ্ধতা অন্তর্ভুক্ত করতে অবৈধ কার্যকলাপের জন্য Ad Manager পার্টনারদের ক্ষেত্রে প্রযোজ্য নির্দেশিকা আপডেট করা হবে। অ্যাপে "ওপেন বিডিং" ব্যবহার করার সময়, অভ্যন্তরীণ সিস্টেম সহ মধ্যস্থতামূলক সমাধানকারীর মাধ্যমে বিজ্ঞাপন দেখানোর অনুরোধ পাঠানোর অনুমতি পার্টনারদের দেওয়া হবে না। এটি প্রকৃত, আনুমানিক বা রিয়েল-টাইম মূল্য সংক্রান্ত অন্যান্য তথ্যের উপর ভিত্তি করে বিজ্ঞাপনের অনুরোধগুলি ডাইনামিক পদ্ধতিতে বা প্রোগ্রাম অনুযায়ী বিতরণ এবং মনিটাইজ করা হবে।

This policy update will be effective from and including October 21, 2020.

(২০২০ সালের সেপ্টেম্বর মাসে পোস্ট করা হয়েছে)

'Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি' আপডেট করুন (সেপ্টেম্বর ২০২০)

যে ভাষাগুলি প্রাথমিকভাবে Google-এ অন্তর্ভুক্ত করা আছে সেগুলির বাইরে অন্য কোনও ভাষায় ওয়েব পৃষ্ঠা, সাইট বা অ্যাপ শনাক্ত করলে বা সেখানে কোনও কন্টেন্ট না থাকলে তার মনিটাইজেশন নিষিদ্ধ করতে সেপ্টেম্বর ২০২০ থেকে 'Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি' আপডেট করা হবে। ১৫ সেপ্টেম্বর ২০২০ থেকে Google-এ অন্তর্ভুক্ত করা নেই এমন ভাষায় তৈরি কোনও সাইটের ক্ষেত্রে অথবা কন্টেন্ট বিহীন সাইটের ক্ষেত্রে AdSense, Ad Manager বা AdMob ব্যবহার করে তা মনিটাইজ করার অনুমতি দেওয়া হবে না।

(আগস্ট ২০২০-এ পোস্ট করা হয়েছে)

স্ট্যান্ডার্ড কন্ট্র্যাকচুয়াল ক্লজের (SCCs) আপডেট (আগস্ট ২০২০)

২০২০ সালের ১২ আগস্ট থেকে Google ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল, যুক্তরাজ্য বা সুইজারল্যান্ডের বাইরে থাকা অনলাইন বিজ্ঞাপন এবং ব্যক্তিগত ডেটা পরিমাপের জন্য ইউরোপীয় কমিশনের স্ট্যান্ডার্ড কন্ট্র্যাকচুয়াল ক্লজ (SCCs) এর উপর নির্ভর করবে। প্রসেসর পরিষেবা-এর জন্য, Google তৃতীয় দেশে প্রতিষ্ঠিত কন্ট্রোলারদের ব্যক্তিগত ডেটা ট্রান্সফার করার জন্য SCCs অন্তর্ভুক্ত করতে Google বিজ্ঞাপন ডেটা প্রসেসিং শর্তাবলী আপডেট করছে। 'কন্ট্রোলার পরিষেবা'-এর জন্য, Google তৃতীয় দেশে প্রতিষ্ঠিত কন্ট্রোলারদের ব্যক্তিগত ডেটা ট্রান্সফার করার জন্য SCCs অন্তর্ভুক্ত করতে Google বিজ্ঞাপন কন্ট্রোলার-কন্ট্রোলার ডেটা সুরক্ষা শর্তাবলী আপডেট করছে। যেখানে ব্যক্তিগত ডেটার প্রাসঙ্গিক ট্রান্সফার রয়েছে সেখানে Google-এর সাথে পার্টনার চুক্তির অন্তর্ভুক্ত SCCs প্রয়োগ হবে।

(আগস্ট ২০২০-এ পোস্ট করা হয়েছে)

পুরস্কৃত ইনভেন্টরি সংক্রান্ত নীতিতে আপডেট (আগস্ট ২০২০)

মনে রাখবেন: কেবল Ad Manager ও AdMob সংক্রান্ত আপডেট।  

আগস্ট ২০২০-তে, বিজ্ঞাপনের নতুন পুরস্কৃত ইন্টারস্টিশিয়াল ফর্ম্যাটের ক্ষেত্রে Ad Manager এবং AdMob-এর জন্য পুরস্কৃত ইনভেনটরি সংক্রান্ত নীতি আপডেট করা হবে। নতুন ফর্ম্যাট বিজ্ঞাপনের ধরনে বিস্তার ঘটাবে যা বর্তমান পুরস্কৃত বিজ্ঞাপন ফরম্যাটের বাইরেও পুরস্কার প্রদান করবে। এই ফর্ম্যাট চালু করার সাথে, আমরা "পুরস্কৃত ইনভেন্টরি সংক্রান্ত নীতি"-এর নাম পরিবর্তন করে "পুরস্কার প্রদানকারী বিজ্ঞাপন সংক্রান্ত নীতি" করব। নতুন নীতি দুটি ফর্ম্যাটের ক্ষেত্রেই কার্যকর হবে: পুরস্কৃত বিজ্ঞাপন এবং পুরস্কৃত ইন্টারস্টিশিয়াল বিজ্ঞাপন। 

(জুলাই ২০২০-তে পোস্ট করা হয়েছে)
 

বিভ্রান্তিকর কন্টেন্ট নিয়ন্ত্রণ করার জন্য Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতির আপডেট (সেপ্টেম্বর ২০২০)

২০২০-এর সেপ্টেম্বর মাসে,  বিভ্রান্তিকর কন্টেন্ট নিয়ন্ত্রণ করার জন্য Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি আপডেট করা হবে যাতে অন্যান্য সাইট বা অ্যাকাউন্টের সাথে আপনার যৌথভাবে কাজ করা এবং তার সাথে আপনার পরিচয় গোপন করা বা মিথ্যা পরিচয় দেওয়া অথবা আপনার নিজের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার মতো বিষয়গুলি প্রতিরোধ করা যায়। এটি তখনই করা হবে যদি আপনি কোনও রাজনৈতিক বিষয়, সামাজিক সমস্যা বা সাধারণ জনগণের কোনও সমস্যাকে নিয়ে কোনও কন্টেন্ট তৈরি করেন। আমরা এই নীতি মার্কিন যুক্তরাষ্ট্রে ১ সেপ্টেম্বর ২০২০ থেকে লাগু করব এবং অন্যান্য দেশে এই নীতি ১ অক্টোবর ২০২০ থেকে লাগু করা হবে। 

অনেক গুরুত্ব সহকারে আমরা এই নীতি পালন করার ক্ষেত্রে হওয়া লঙ্ঘনগুলিকে দেখে থাকি এবং এগুলিকে আমরা 'যথেষ্ট খারাপ' বলেই বিবেচনা করি। আমরা যদি এই নীতি পালন করার ক্ষেত্রে কোনও লঙ্ঘনের ঘটনা খুঁজে পাই, তাহলে, সংশ্লিষ্ট বিষয়টি শনাক্ত করার পরে আপনাকে আগাম না জানিয়েই, আমরা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেব।

(জুলাই ২০২০-তে পোস্ট করা হয়েছে)
 

বিপজ্জনক অথবা ক্ষতিকারক কন্টেন্ট (আগস্ট ২০২০) সম্পর্কিত আপডেট

২০২০ সালের আগস্টে, বিপজ্জনক অথবা ক্ষতিকারক কন্টেন্ট সম্পর্কিত Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি আপডেট করা হবে যা বর্তমানে স্বাস্থ্য সম্পর্কিত কোনও সমস্যা এবং কোনও বিজ্ঞানসম্মত মতামত বা বাধ্যতামূলক নির্দেশাবলীর বিরোধিতা করে এমন কন্টেন্ট নিষিদ্ধ করতে পারবে।

(২০২০ সালের জুলাই মাসে পোস্ট করা হয়েছে)

প্রতারণামূলক আচরণ সংক্রান্ত নীতি চালু করার জন্য (আগস্ট ২০২০) Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি আপডেট করুন

২০২০ সালের আগস্টের, স্পাইওয়্যার এবং নজরদারি প্রযুক্তি প্রচার করে এমন বিজ্ঞাপন বা নগদীকরণ সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলি স্পষ্ট করার জন্য প্রতারণামূলক আচরণে উৎসাহ দেওয়ার জন্য Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি আপডেট করা হবে। আপডেট করা নীতি অনুসারে, সেই সমস্ত কন্টেন্টের প্রচার ও মনিটাইজেশন নিষিদ্ধ করা হবে, যেগুলি অন্য কোনও লোকের বিনা অনুমতিতে তার অ্যাক্টিভিটি ট্র্যাক বা লক্ষ্য করার সুবিধা একজন ব্যবহারকারীকে দেয় অথবা এমন প্রোডাক্ট বা পরিষেবার প্রচার করে যা ব্যবহারকারীকে এমন সুবিধা দেওয়ার জন্য বলে। এই নীতিটি বিশ্বব্যাপী প্রযোজ্য হবে।

নিষিদ্ধ করা হবে এমন প্রোডাক্ট এবং পরিষেবার উদাহরণ (অ-বহনযোগ্য)

স্পাইওয়্যার এবং প্রযুক্তি অন্তর্ভুক্ত অংশীদার নজরদারির জন্য ব্যবহৃত স্পাইওয়্যার / ম্যালওয়্যার সহ যা টেক্সট, ফোন কল বা ব্রাউজিং ইতিহাস পর্যবেক্ষণ করতে ব্যবহার করা যেতে পারে তা সীমাবদ্ধ নয়; জিপিএস ট্র্যাকারগুলি বিশেষত তাদের সম্মতি ছাড়াই কাউকে গুপ্তচর বা ট্র্যাক করার জন্য বিপণন করেছিল; নজরদারি সরঞ্জামের প্রচার (ক্যামেরা, অডিও রেকর্ডার, ড্যাশ ক্যাম, আয়া ক্যাম) গুপ্তচরবৃত্তি প্রকাশের উদ্দেশ্যে প্রকাশিত হয়েছিল।

এর মধ্যে (ক) ব্যক্তিগত তদন্ত পরিষেবা বা (খ) পিতামাতার তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের নিরীক্ষণ বা মনিটরের উদ্দেশ্যে ডিজাইন করা একটি পণ্য বা পরিষেবা অন্তর্ভুক্ত নয়।

(২০২০ সালের জুলাই মাসে পোস্ট করা হয়েছে)

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতিতে আপডেট করুন (আগস্ট ২০২০)

২০২০ সালের এপ্রিলে, শিশু যৌন নির্যাতন এবং শোষণ সম্পর্কিত আমাদের প্রকাশক প্রোডাক্ট জুড়ে আগে থেকে থাকা নীতিকে স্ট্যান্ডার্ড করার জন্য Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি আপডেট করা হবে।

এছাড়াও আমরা আমাদের নীতি ভাষায় কিছু এডিটোরিয়াল পরিবর্তনও করব। "আগ্রহ ভিত্তিক বিজ্ঞাপন"-এর সমস্ত উল্লেখগুলিকে "ব্যবহারকারীর জন্য বেছে নেওয়া বিজ্ঞাপন" দিয়ে পরিবর্তন করা হবে এবং শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন মেনে চলার জন্য আমাদের গোপনীয়তা নীতি আপডেট করা হবে।

(২০২০ সালের জুলাই মাসে পোস্ট করা হয়েছে)

বিভ্রান্তিকর কন্টেন্টের জন্য Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি আপডেট করুন (মার্চ ২০২০)

২০২০ সালের মার্চে, বিভ্রান্তিকর কন্টেন্টের জন্য Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি আপডেট করা হবে। আপডেটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে, প্রদর্শনযোগ্যভাবে মিথ্যা এবং নির্বাচনী বা গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ বা বিশ্বাসকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্থ করতে পারে এমন বিষয়বস্তুগুলিকে আমরা অনুমতি দিই না।

এছাড়াও, রাজনীতি, সামাজিক সমস্যা বা জনসাধারণের উদ্বেগের বিষয়গুলি সম্পর্কিত কারচুপি করা মিডিয়ার মাধ্যমে ব্যবহারকারীদের প্রতারণা করে এমন কন্টেন্টকে আমরা অনুমতি দিই না এই বিষয়টি আপডেটে পরিষ্কারভাবে উল্লেখ আছে।

(২০২০ সালের ফেব্রুয়ারিতে পোস্ট করা হয়েছে)

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতিতে আপডেট করুন (এপ্রিল ২০২০)

২০২০ সালের এপ্রিলে, ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য, ডেটা সংগ্রহ, প্রকাশ এবং ব্যবহারকারীর সম্মতি সম্পর্কিত আমাদের প্রকাশক প্রোডাক্ট জুড়ে আগে থেকে থাকা নীতিকে স্ট্যান্ডার্ড করার জন্য Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি আপডেট করা হবে। এর অংশ হিসেবে, ব্যবহারকারীরা বিজ্ঞাপনের উদ্দেশ্যে ডিভাইসের লোকেশন শেয়ার করার অনুমতি দেওয়ার আগে আমরা নোটিশের আরও সুস্পষ্ট ফর্মগুলির প্রয়োজনীয়তার জন্য আমাদের নীতিটি আপডেট করব।

(২০২০ সালের ফেব্রুয়ারিতে পোস্ট করা হয়েছে)

Google Ad Manager সিস্টেমের সর্বাধিক মান ও সীমাতে আপডেট (ফেব্রুয়ারি ২০২০)

মনে রাখবেন: কেবল Ad Manager সংক্রান্ত আপডেট 

ফেব্রুয়ারি ২০২০-তে, নির্দিষ্ট কিছু প্রকারের লাইন আইটেমের ক্ষেত্রে উদ্দিষ্ট ব্যবহার স্পষ্ট করার জন্য Google Ad Manager সিস্টেমের সর্বাধিক মান ও সীমা আপডেট করা হবে: স্পনসরশিপ লাইন আইটেম, স্ট্যান্ডার্ড লাইন আইটেম, দাম অনুযায়ী অগ্রাধিকারের লাইন আইটেম, নেটওয়ার্ক লাইন আইটেম, বাল্ক লাইন আইটেম এবং হাউস লাইন আইটেম। 

Ad Manager চালু হওয়ার পর থেকে, আমাদের সিস্টেম আরও সহজ করার জন্য আমরা ক্রমাগত কাজ করে চলেছি যাতে প্রকাশকরা বিজ্ঞাপন দিয়ে দীর্ঘস্থায়ী ব্যবসা গড়ে তুলতে পারেন। আমরা যদিও প্রতিটি ধরনের লাইন আইটেম কীভাবে ব্যবহার করা উচিত সেই সম্পর্কে বহু বছর ধরে পেশাদার পদ্ধতি শেয়ার করেছি, আমরা এখন প্রতিটি সিস্টেমের সীমা ও সর্বাধিক মান সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় আপডেট করছি যা প্রত্যেক ধরনের লাইন আইটেমের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। একই রকমের সব চাহিদার উৎস যাতে একইভাবে ব্যবহার করা হয় এবং Google যাতে সব প্রকাশকদের সুবিধার্থে বিভিন্ন পরিবর্তন করতে পারে তা এই প্রয়োজনীয় বিষয়গুলি নিশ্চিত করে।

আজকের দিনে, বেশিরভাগ প্রকাশক তাদের উদ্দিষ্ট কাজে বিভিন্ন লাইন আইটেম ব্যবহার করে। এই পরিবর্তনের ফলে শুধুমাত্র খুব অল্প সংখ্যক প্রকাশকই প্রভাবিত হবেন এবং স্পনসরশিপ বা স্ট্যান্ডার্ড লাইন আইটেম হিসেবে বুক করা কোনও প্রাইভেট মার্কেটপ্লেস ডিল প্রভাবিত হবে না। মে ২০২০-এর মধ্যে প্রয়োজনীয় বিষয়গুলি প্রকাশকদের জেনে নিতে হবে এবং প্রভাবিত হওয়া সাবসেটগুলির ক্ষেত্রে নতুন প্রয়োজনীয় বিষয়গুলি মেনে চলতে হবে।

(ফেব্রুয়ারি ২০২০-তে পোস্ট করা হয়েছে)

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধে আপডেট করুন: অনলাইন জুয়া (জানুয়ারি ২০২০)

"অনলাইন জুয়া" বলে আমরা কী বোঝাচ্ছি সেটি পরিষ্কার করে বলতে জুয়ার জন্য Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ জানুয়ারি, ২০২০-তে আপডেট করা হবে।

(ডিসেম্বর ২০১৯-এ পোস্ট করা হয়েছে)

বিজ্ঞাপনের প্লেসমেন্ট সংক্রান্ত নীতির আপডেট: লগ-ইনের মাধ্যমে সুরক্ষিত পৃষ্ঠাতে বিজ্ঞাপন (নভেম্বর ২০১৯)

২০১৯ সালের ডিসেম্বর মাসে, লগ-ইনের মাধ্যমে সুরক্ষিত পৃষ্ঠাতে বিজ্ঞাপন-এর জন্য Google AdSense-এর প্রোগ্রাম নীতি আপডেট করা হবে যাতে স্পষ্ট করে উল্লেখ করা থাকবে, কন্টেন্ট বিশ্লেষণ করা না গেলে কীভাবে কন্টেন্ট মনিটাইজ করার অনুরোধে কাজ করা হয়ে থাকে।

(Posted November 2019)

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতির আপডেট: বিপজ্জনক বা অবমাননাকর কন্টেন্ট (নভেম্বর ২০১৯)

২০১৯ সালের ডিসেম্বর মাসে, বিপজ্জনক অথবা অবমাননাকর কন্টেন্ট সংক্রান্ত Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতিকে আপডেট করা হবে।

আন্তর্জাতিক ড্রাগ পাচারকারী সংগঠনের তৈরি বা তাদের সমর্থনে তৈরি করা কন্টেন্টও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে।

(নভেম্বর ২০১৯-এ পোস্ট করা হয়েছে)

Simplifying and standardizing our content policies (September 2019)

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে, আমরা আমাদের সমস্ত প্রকাশক প্রোডাক্টের (AdSense, AdMob এবং Ad Manager) কন্টেন্ট নীতিতে কিছু পরিবর্তন করতে চলেছি।

Please note that going forward, Google will be announcing updates to our policies and restrictions for AdSense, AdMob, and Ad Manager on this change log. Publishers are required to keep abreast of changes to policies and be in compliance with them at all times.

আমরা এই পরিবর্তন কেন করছি

প্রকাশকদের সবচেয়ে বেশি চাহিদা এটাই যে তারা চান আমাদের নীতিগুলি যেন সহজ হয় এবং তারা যেন এর থেকে সবরকম সুবিধা নিতে পারেন। আমরা জানি আপনাদের মধ্যে অনেকেই আমাদের বিভিন্ন প্রকাশকের প্রোডাক্ট ব্যবহার করেন এবং যেকোনও প্রোডাক্টই ব্যবহার করে থাকুন না কেন, কেমনভাবে আমাদের নীতিগুলির সাথে আপনি পরিচিত হবেন এবং কীভাবে সেগুলি আপনাকে প্রভাবিত করবে তা আপনাকে পরিষ্কার ও সহজভাবে বোঝাতে চাই।

আপনি যা আশা করতে পারেন, সেগুলি এখানে দেওয়া হল:

  • Google প্রকাশক নীতি সেই সমস্ত কন্টেন্টের একটি সংক্ষিপ্ত সূচী, যেগুলিকে আমরা কোনও প্রকাশক প্রোডাক্টের মাধ্যমে মনিটাইজ করি না। এগুলি হল: বেআইনি কন্টেন্ট, বাচ্চাদের সাথে যৌন উৎপীড়নমূলক ম্যাটেরিয়াল এবং পিডোফিলিয়া, যৌনতা বিষয়ক কন্টেন্ট, ফ্যামিলি কন্টেন্টে প্রাপ্তবয়স্কদের জন্য কোনও থিম রাখা, মেধা সম্পত্তির অপব্যবহার, বিপন্ন বা অস্তিত্ব সংকটে থাকা প্রজাতি, কোনও বিপজ্জনক বা ক্ষতিকর কন্টেন্ট, অসাধু ব্যবহারকে প্রশ্রয় দেওয়া, মিথ্যা অভিসন্ধিমূলক কন্টেন্ট, ক্ষতিকারক বা অবাঞ্ছিত সফ্টওয়্যার এবং বিয়ের নামে অন্য দেশে মেয়ে পাচারের চেষ্টা​।
  • 'Google প্রকাশক বিধিনিষেধ' সেইসব কন্টেন্টের একটি সংক্ষিপ্ত সূচী, যেখানে বিজ্ঞাপনের সীমিত করার বিধিনিষেধ উল্লেখ করা থাকে। সেগুলি হল: যৌনতা বিষয়ক কন্টেন্ট, জঘন্য কন্টেন্ট, বিস্ফোরক, বন্দুক, বন্দুকের যন্ত্রাংশ ও এই ধরণের আরও প্রোডাক্ট, অন্যান্য অস্ত্রশস্ত্র, তামাকজাত দ্রব্য, নেশা উপযোগী ড্রাগ, অ্যালকোহল বিক্রি ও তার অপব্যবহার, অনলাইন জুয়া, প্রেসক্রিপশনে উল্লিখিত ড্রাগ এবং অননুমোদিত ওষুধপত্র এবং অন্যান্য পরিপূরক সামগ্রী। Google বিজ্ঞাপন (আগে যার নাম AdWords ছিল) এইসব বিধিনিষেধযুক্ত কন্টেন্টকে কোনও প্রকার পরিষেবা দেয় না; এখানে কেবলমাত্র অন্যান্য বিজ্ঞাপনদাতার প্রোডাক্ট থেকে আসা অথবা প্রকাশক এবং বিজ্ঞাপনদাতার মধ্যে প্রত্যক্ষ ডিলের মাধ্যমে আসা বিজ্ঞাপন দেখায়।
  • আপনি যে প্রোডাক্টই ব্যবহার করুন না কেন, প্রকাশকের প্রোডাক্টগুলির মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখার মাধ্যমে আমরা সেগুলিকে সহজ, উন্নত ও সাধারণভাবে বুঝতে সাহায্য করে থাকি।

What it means for you as an AdSense, AdMob, or Ad Manager publisher

Google প্রকাশক বিধিনিষেধের অধীনে যেসব মনিটাইজেশন কন্টেন্ট পড়ে, সেগুলির ক্ষেত্রে নীতি লঙ্ঘন হয় না; এর পরিবর্তে আমরা প্রতিটি বিজ্ঞাপনদাতার প্রোডাক্টের পছন্দ এবং/অথবা বিজ্ঞাপনদাতার ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে সেই কন্টেন্টের উপর দেখানো বিজ্ঞাপনকে প্রয়োজনে সীমিত করে থাকি। কিছু ক্ষেত্রে এর অর্থ এমনও হতে পারে যে আপনার ইনভেনটরিতে কোনও বিজ্ঞাপনদাতা বিড করবে না এবং বিধিনিষেধযুক্ত কন্টেন্টে কোনও বিজ্ঞাপন দেখানো যাবে না। তাই Google প্রকাশক বিধিনিষেধের অধীনে থাকা কোনও কন্টেন্টকে মনিটাইজ করার জন্য বেছে নিলে অন্যান্য মনিটাইজ করা কন্টেন্টের থেকে বিধিনিষেধযুক্ত কন্টেন্টে আপনি কম বিজ্ঞাপন দেখানে পারবেন।

Google প্রকাশক নীতির অধীনে যেসব কন্টেন্ট পড়ে, সেগুলিতে মনিটাইজ করার জন্য অনুমোদন দেওয়া হয় না এবং সেখানে কোনও বিজ্ঞাপন দেখাতে পারবেন না। নীতি লঙ্ঘনকারী কন্টেন্টকে মনিটাইজ করার কোনও চেষ্টা করলে আপনার অ্যাকাউন্টকে সাসপেন্ড বা বন্ধ করে দেওয়া হতে পারে।

মনে রাখবেন এই নীতি ও বিধিনিষেধগুলি Google প্রকাশক প্রোডাক্টের ব্যবহারকে নিয়ন্ত্রণ করা অন্যান্য যেকোনও নীতির সাথে আলাদাভাবে প্রযোজ্য হবে।

আপনার কী করা উচিত

এখন কিছুই করার নেই। ২০১৯-এর সেপ্টেম্বর মাসে সহায়তা কেন্দ্র ও নীতি কেন্দ্রের বিষয় আপডেট করা হবে এবং তখন এটি বর্তমানের প্রচলিত নীতি ও বিধিনিষেধকে সম্পূর্ণভাবে বদল করে নতুন নীতি ও বিধিনিষেধকে কার্যকর করবে। সেই সময়ে, নতুন আপডেট করা নীতি ও বিধিনিষেধগুলিকে আপনি পর্যালোচনা করে দেখবেন এবং আপনার কন্টেন্ট সেগুলিকে মেনে চলছে কিনা তা দেখে নেবেন।

(Posted August 2019)

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6312803645041447732
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false