বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

সাইন-আপ এবং সক্রিয় করা

আপনার AdSense অ্যাকাউন্ট চালু করুন

আপনার AdSense অ্যাকাউন্ট তৈরি করার পর সাইটে বিজ্ঞাপন দেখাতে ও উপার্জন করতে অ্যাকাউন্ট চালু করতে হবে।

How to activate your AdSense account?

অ্যাকাউন্ট চালু করার প্রক্রিয়া

আপনার অ্যাকাউন্ট চালু করার আগে AdSense হোমপেজে যে তালিকাবদ্ধ কাজগুলি দেখানো হয় তা সম্পূর্ণ করতে হবে। আপনি এগুলি যেকোনও ক্রমে সম্পূর্ণ করতে পারেন।

সম্পূর্ণ হয়ে গেলে, আমরা আপনার পেমেন্টের তথ্য ঠিক আছে কিনা এবং আপনার সাইট AdSense-এর প্রোগ্রাম নীতি মেনে তৈরি করা হয়েছে তা পর্যালোচনা করে দেখি। আপনার অ্যাকাউন্ট পুরোপুরি চালু হওয়ার পরে আমরা আপনাকে ইমেল পাঠাব। এটি করতে সাধারণত কয়েকদিন সময় লাগে, কিন্তু কিছু ক্ষেত্রে এর জন্য ২ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে। তারপরে, আপনি সাইটে বিজ্ঞাপন সেট আপ করে উপার্জন করা শুরু করতে পারবেন। আপনি আগেই অটোমেটিক বিজ্ঞাপন চালু করে থাকলে, আপনার সাইটে বিজ্ঞাপন দেখানো শুরু হয়ে যাবে।

পরামর্শ: AdSense আপনার অ্যাকাউন্ট চালু করতে যে সময় নিচ্ছে, সেই সময়ে সাইট যাতে গোপনীয়তার নীতি মেনে চলে তার ব্যবস্থা করতে পারেন। আপনার সাইটে ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানোর আগে সেটি ক্যালিফোর্নিয়া প্রাইভেসি রাইটস অ্যাক্ট (CPRA) এবং জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (GDPR) আইনের মতো গোপনীয়তা সংক্রান্ত নীতিগুলি মেনে চলছে কিনা তা দেখা প্রয়োজন।

অ্যাকাউন্ট চালু করার বিষয়ে পরামর্শ

পেমেন্ট

  • আপনার ব্যাঙ্কের তথ্যে যেভাবে লেখা আছে, ঠিক সেভাবে নিজের পুরো নাম লিখুন।
  • জিপ কোড সহ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ পোস্টাল ঠিকানা লিখুন, যাতে আপনি পেমেন্ট পান।
  • একটি সঠিক ফোন নম্বর লিখুন।

বিজ্ঞাপন

  • অ্যাকাউন্ট চালু হওয়ার সাথে সাথেই সাইটে বিজ্ঞাপন দেখানো শুরু করতে অটোমেটিক বিজ্ঞাপন চালু করুন।

সাইট

  • আপনার সাইট লাইভ থাকতে হবে এবং বিশেষজ্ঞদের পরীক্ষা করার জন্য সেটিতে যথেষ্ট কন্টেন্ট থাকতে হবে। আপনার সাইট যদি তৈরি করা হচ্ছে এমন অবস্থায় থাকে, লোড হতে সমস্যা অথবা নেভিগেট করতে অসুবিধা হয়, তাহলে আপনার অ্যাকাউন্ট চালু করা যাবে না।
  • আপনার AdSense অ্যাকাউন্ট তৈরি করার সময় সঠিক ইউআরএল দিয়েছেন কিনা তা ভাল করে দেখে নিন।
  • আপনার সাইট আমাদের প্রোগ্রাম নীতি মেনে চলছে কিনা তা পর্যালোচনা করে দেখুন।
  • আপনার AdSense হোমপেজে কোডটি যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে কপি করুন।
  • আপনার সাইটে যে পৃষ্ঠায় কন্টেন্ট আছে ও যেটি নিয়মিত ট্রাফিক পায় সেটির <head></head> ট্যাগের মধ্যে কোডটি পেস্ট করুন।
মনে রাখবেন: আপনার অ্যাকাউন্ট চালু করার ধাপগুলি সম্পূর্ণ করতে আপনি ৬ মাস সময় পাবেন। আপনি ৬ মাসের মধ্যে নিজের অ্যাকাউন্ট চালু না করলে, আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে

আমরা আপনার অ্যাকাউন্ট চালু করতে না পারলে

আমরা আপনার অ্যাকাউন্ট চালু করতে না পারলে, সেটির কারণ ও সমস্যা সমাধানের জন্য আপনাকে কী করতে হবে তা জানিয়ে একটি ইমেল পাঠাব। AdSense আপনার অ্যাকাউন্ট চালু করতে না পারলে কী করতে হবে সেই বিষয়ে আরও জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9465179094860877069
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false