দর্শকদের সাথে কানেক্ট এবং ইন্টার্যাক্ট করার জন্য আপনি পোল, ক্যুইজ, GIF, টেক্সট, ছবি এবং ভিডিওর মাধ্যমে পোস্ট তৈরি করতে পারেন। দর্শকরা আপনার চ্যানেল পৃষ্ঠার কমিউনিটি ট্যাবে পোস্ট খুঁজে পাবেন। এছাড়াও, তারা নিজের হোমপেজ বা সাবস্ক্রিপশন ফিডে পোস্ট দেখতে পাবেন এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকলে, আপনি পোস্ট করলে তারা বিজ্ঞপ্তি পেতে পারেন।
অন্যান্য ক্রিয়েটরের পোস্টের সাথে এনগেজ হলে তা আপনার দর্শকদের YouTube জুড়ে সেই পোস্টগুলি দেখার সুযোগ বাড়িয়ে দিতে পারে।
পোস্ট উপলভ্য হবে না যদি:
- আপনি তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট ব্যবহার করেন।
- আপনার চ্যানেল "বাচ্চাদের জন্য তৈরি করা" হিসেবে সেট করা থাকে।
আপনার চ্যানেলের দর্শক যদি "বাচ্চাদের জন্য তৈরি করা" হিসেবে সেট করা থাকে, তাহলে আপনার কমিউনিটি ট্যাব শুধুমাত্র আপনিই দেখতে পাবেন, দর্শকরা নয়। এছাড়াও, আপনি নতুন পোস্ট তৈরি করতে পারবেন না, তবে আগের সব পোস্ট দেখতে পারবেন।
আপনার পোস্ট দেখুন
আপনার চ্যানেলের 'কমিউনিটি' ট্যাবে এবং YouTube Studio-র কন্টেন্ট বিভাগ থেকে আপনি নিজের পোস্ট দেখতে পাবেন। YouTube Studio-তে আপনার পোস্ট দেখতে:
- YouTube Studio-তে সাইন-ইন করুন।
- বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন।
- এরপর পোস্ট ট্যাবে ক্লিক করুন।
আপনি পরে প্রকাশ করার জন্য পোস্ট শিডিউল করে রাখলে তা YouTube Studio এবং কমিউনিটি ট্যাবের "শিডিউল করা" বিভাগে দেখা যাবে। এছাড়াও, আপনি 'কমিউনিটি' ট্যাবের "আর্কাইভ করা" বিভাগে গিয়ে মেয়াদ শেষ হয়ে যাওয়া পোস্ট দেখতে পারবেন। এই বিভাগ শুধু আপনিই দেখতে পাবেন।
পোস্টের কমেন্ট সেটিংস অ্যাডজাস্ট করা
আপনার পোস্টে কমেন্ট বন্ধ থাকলে, নিশ্চিত করুন যে আপনার চ্যানেলের ডিফল্ট কমেন্ট সেটিংস "কমেন্ট বন্ধ করুন" হিসেবে সেট করা নেই। আপনি কম্পিউটার থেকে YouTube Studio-তে স্বতন্ত্র পোস্টের জন্য কমেন্ট চালু করতে পারবেন।
নাবালকদের সুরক্ষা প্রদান করা বা অন্যান্য নিরাপত্তামূলক বিষয় সম্পর্কিত কারণে YouTube-এ কমেন্ট করার সুবিধা বন্ধ করা হতে পারে। কমেন্টের সুবিধা কেন বন্ধ রাখা হয়েছে সেই সম্পর্কে আরও জানুন।
যেসব পোস্টে ভিডিও শেয়ার করা হয় সেগুলির জন্য ভিডিওর কমেন্ট সংক্রান্ত সেটিংস দেখা যায়। আপনি পোস্টে কোনও ভিডিও শেয়ার করলে এবং সেটির কমেন্ট বন্ধ করা থাকলে, পোস্টের কমেন্টও বন্ধ করা থাকবে। এই কারণে, কোনও ভিডিওর জন্য মন্তব্য করার বিকল্প বন্ধ থাকতে পারে:
- ভিডিওর মালিক "মন্তব্য বন্ধ করুন" সেটিং বেছে নিয়েছেন।
- নাবালকদের সুরক্ষিত রাখার মতো কোনও কারণে YouTube কিছু ভিডিওতে কমেন্ট করার সুবিধা বন্ধ করে দিতে পারে।
- কোনও চ্যানেল বা ভিডিওর দর্শক "বাচ্চাদের জন্য তৈরি করা" হিসেবে সেট করা আছে।
- আপনি বা আপনার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সীমাবদ্ধ মোড চালু করেছেন।
- অটোমেটিক জেনারেট হওয়া আর্ট ট্র্যাকে কমেন্ট করার বিকল্প বন্ধ থাকে।
ভিডিওর মালিক হিসেবে আপনি নিজেই সেটি শেয়ার করলে, YouTube Studio থেকে নির্দিষ্ট ভিডিওর উপর কমেন্ট করার বিকল্প চালু বা বন্ধ করতে পারবেন। আপনার কমেন্ট সংক্রান্ত সেটিংস কীভাবে বেছে নেবেন তা জানুন।