কমিউনিটি পোস্ট সম্পর্কে জানা

YouTube Community Posts

কমিউনিটি পোস্টের অ্যাক্সেস থাকা ক্রিয়েটর দর্শকদের সাথে রিচ মিডিয়ার মাধ্যমে ইন্টার‌্যাক্ট করতে পারেন। কমিউনিটি পোস্টের মধ্যে পোল, ক্যুইজ GIF, টেক্সট, ছবি ও ভিডিও থাকতে পারে। আপনি ভিডিও আপলোড ছাড়াও কমিউনিটি পোস্টের মাধ্যমে দর্শকদের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলি 'কমিউনিটি' ট্যাবে দেখানো হয় এবং 'হোম' বা 'সাবস্ক্রিপশন' ফিডেও দেখানো হতে পারে।

আমি কি 'কমিউনিটি' ট্যাবে অ্যাক্সেস পাওয়ার উপযুক্ত?

'কমিউনিটি' ট্যাব উপলভ্য হওয়ার জন্য, আপনার চ্যানেলে উন্নত ফিচার অ্যাক্সেস করার সুবিধা চালু থাকতে হবে। অ্যাক্সেস পেতে তিনটি বিকল্পের মধ্যে থেকে বেছে নিতে পারেন: চ্যানেল ইতিহাস, ভিডিও যাচাইকরণ বা কোনও সঠিক আইডি। এখানে আরও জানুন। উন্নত ফিচার অ্যাক্সেসের সুবিধা চালু করার পর 'কমিউনিটি' ট্যাব উপলভ্য হতে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

আপনার চ্যানেলের ভূমিকার উপর নির্ভর করে কমিউনিটি পোস্টের অ্যাক্সেস পরিবর্তিত হতে পারে। চ্যানেলের অনুমতির ব্যাপারে আরও জানুন।

আপনার চ্যানেলের দর্শক যদি "বাচ্চাদের জন্য তৈরি" হিসেবে সেট করা থাকে, তাহলে আপনার কমিউনিটি ট্যাব শুধুমাত্র আপনিই দেখতে পাবেন, দর্শকরা নয়। এছাড়া, আপনি নতুন পোস্ট তৈরি করতে পারবেন না, তবে আগের সব পোস্ট দেখতে পারবেন। দর্শক সেট করার ব্যাপারে আরও জানুন

মনে রাখবেন: YouTube-এ তত্বাবধানে থাকা অভিজ্ঞতার ক্ষেত্রে এই ফিচারের সুবিধা পাওয়া যাবে না। এখানে আরও জানুন।

আমি কোথায় আমার কমিউনিটি পোস্ট খুঁজে পাব?

আপনার চ্যানেলের 'কমিউনিটি' ট্যাবে এবং YouTube Studio-র কন্টেন্ট বিভাগের অধীনে আপনি সব কমিউনিটি পোস্ট দেখতে পাবেন। YouTube Studio-তে আপনার পোস্ট দেখতে:

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন।
  3. এরপর পোস্ট ট্যাবে ক্লিক করুন।

আপনি পরে প্রকাশ করার জন্য কমিউনিটি পোস্ট শিডিউল করে রাখলে তা YouTube Studio ও কমিউনিটি ট্যাবের "শিডিউল করা" বিভাগে দেখা যাবে। এছাড়াও, আপনি 'কমিউনিটি' ট্যাবের "আর্কাইভ করা" বিভাগে গিয়ে মেয়াদ শেষ হয়ে যাওয়া পোস্ট দেখতে পারবেন। এই বিভাগ শুধু আপনিই দেখতে পাবেন।

মনে রাখবেন: YouTube-এ সেইসব কমিউনিটি পোস্ট দেখানোর অনুমতি দেওয়া হয় না, যেগুলি আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করে। আপনার পোস্ট আমাদের নীতি লঙ্ঘন করছে বলে দেখা গেলে এটি সরিয়ে দেওয়া হতে পারে ও আপনার চ্যানেলে একটি স্ট্রাইক প্রয়োগ করা হতে পারে।

আমি পোস্ট করলে কি দর্শকদের জানানো হয়?

দর্শকরা যেসব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সেগুলি থেকে বিজ্ঞপ্তি পাওয়ার বিকল্প বেছে নিয়ে থাকলে, মাঝে মধ্যে কমিউনিটি পোস্ট বিজ্ঞপ্তি পাবেন।

দর্শকরা পোস্টের বিজ্ঞপ্তি পেতে না চাইলে, 'বেল' সেটিংস থেকে "কোনওটি নয়" বিকল্প বেছে নিতে হবে।

আমরা কখনও কখনও এমন দর্শকদের আপনার পোস্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠাতে পারি যারা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার নয় কিন্তু প্রায়ই আপনার চ্যানেলের ভিডিও দেখে থাকে। দর্শকদের বিজ্ঞপ্তি পাঠানোর সেটিংস সম্পর্কে আরও জানুন।

আমার কমিউনিটি পোস্টে মন্তব্য লেখার বিকল্পটা কেন বন্ধ আছে?

এইসব নির্দেশ অনুসরণ করে এটি নিশ্চিত করুন যাতে আপনার চ্যানেলের ডিফল্ট কমেন্ট সেটিংস "কমেন্ট বন্ধ করুন" মোডে সেট করা না থাকে। তাছাড়া, আপনার কম্পিউটারে, YouTube Studio-তে কোনও ব্যক্তিগত পোস্টের জন্য কমেন্ট চালু করতে পারবেন।

নাবালকদের সুরক্ষা প্রদান করা বা অন্যান্য নিরাপত্তামূলক বিষয় সম্পর্কিত কারণে YouTube-এ কমেন্ট করার সুবিধা বন্ধ করা হতে পারে। কমেন্টের সুবিধা কেন বন্ধ রাখা হয়েছে সেই সম্পর্কে আরও জানুন

যেসব কমিউনিটি পোস্টে ভিডিও শেয়ার করা হয় সেগুলির জন্য ভিডিওর কমেন্ট সংক্রান্ত সেটিংস দেখা যায়। আপনি পোস্টে কোনও ভিডিও শেয়ার করলে এবং সেটির মন্তব্য বন্ধ করা থাকলে, পোস্টের মন্তব্যও বন্ধ করা থাকবে। এই কারণে, কোনও ভিডিওর জন্য মন্তব্য করার বিকল্প বন্ধ থাকতে পারে:

ভিডিওর মালিক হিসেবে আপনি নিজেই সেটি শেয়ার করলে, YouTube Studio থেকে নির্দিষ্ট ভিডিওর উপর কমেন্ট করার বিকল্প চালু বা বন্ধ করতে পারবেন। আপনার কমেন্ট সংক্রান্ত সেটিংস কীভাবে বেছে নেবেন সেটি জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6702447455928160055
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false