YouTube-এ চ্যানেল মেম্বারশিপ ব্যবহার শুরু করা

YouTube-এ বাচ্চাদের কন্টেন্টের ডেটা আমরা যেভাবে সংগ্রহ ও ব্যবহার করি, সেই প্রক্রিয়ায় আমরা কিছু পরিবর্তন করছি। ফলে এই নিবন্ধের কয়েকটি নির্দেশাবলী পরিবর্তন করা হতে পারে। আরও জানুন

চ্যানেল মেম্বারশিপের মাধ্যমে দর্শকরা মাসিক পেমেন্টের বিনিময়ে আপনার চ্যানেলে যোগ দিতে পারেন এবং ব্যাজ, ইমোজি ইত্যাদির মতো শুধু মেম্বারদের জন্য উপলভ্য বিশেষ উপহারে অ্যাক্সেস পান।

আপনার চ্যানেলে মেম্বারশিপ অফার করা শুরু করতে:

  1. চ্যানেল মেম্বারশিপের জন্য যোগ্যতার প্রয়োজনীয়তা, লোকেশনে উপলভ্যতা এবং নীতি ও নির্দেশিকা ভালোভাবে পড়ে দেখুন।
  2. আপনার চ্যানেল বা নেটওয়ার্কের জন্য মেম্বারশিপ চালু করুন
  3. আপনার চ্যানেল মেম্বারশিপের জন্য বিশেষ উপহার ও লেভেল তৈরি করুন

চ্যানেল মেম্বারশিপ

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

 

উপলভ্যতা ও যোগ্যতা

যোগ্যতা

চ্যানেল মেম্বারশিপের জন্য উপযুক্ত হওয়ার জন্য, দেখে নিন আপনি ফ্যান ফান্ডিং ফিচারের জন্য ন্যূনতম প্রয়োজনীয়তা পূরণ করছেন কিনা। তারপর নিশ্চিত করুন যে মেম্বারশিপের জন্য নিচে উল্লেখ করা সব মাপকাঠি পূরণ করছেন:

  • যে লোকেশনে এই সুবিধা ব্যবহার করা যায় সেখানে আপনাকে বসবাস করতে হবে।
  • আপনার চ্যানেলটি বাচ্চাদের জন্য তৈরি হিসেবে সেট করা থাকলে এবং চ্যানেলে উল্লেখযোগ্য সংখ্যায় 'বাচ্চাদের জন্য তৈরি' ভিডিও থাকলে চলবে না।
  • আপনার চ্যানেলে অনেক অনুপযুক্ত ভিডিও থাকলে চলবে না।
  • আপনি (ও আপনার MCN) আমাদের শর্তাবলী ও নীতিতে (প্রাসঙ্গিক কমার্স প্রোডাক্ট মডিউল সহ) সম্মতি জানিয়েছেন এবং সেগুলি মেনে চলছেন।
    • মনে রাখবেন: কিছু মিউজিক চ্যানেল মেম্বারশিপের জন্য উপযুক্ত নাও হতে পারে। যেমন, এখন SRAV চুক্তির আওতাধীন মিউজিক চ্যানেল উপযুক্ত নয়।
উপলভ্যতা

চ্যানেল মেম্বারশিপ নিম্নলিখিত লোকেশনে উপযুক্ত ক্রিয়েটরদের জন্য উপলভ্য:

  • আলজিরিয়া
  • আমেরিকান সামোয়া
  • আর্জেন্টিনা
  • আরুবা
  • অস্ট্রেলিয়া
  • অস্ট্রিয়া
  • বাহরিন
  • বেলারুশ
  • বেলজিয়াম
  • বারমুডা
  • বলিভিয়া
  • বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা
  • ব্রাজিল
  • বুলগেরিয়া
  • কানাডা
  • কেম্যান দ্বীপপুঞ্জ
  • চিলি
  • কলম্বিয়া
  • কোস্টা রিকা
  • ক্রোয়েশিয়া
  • সাইপ্রাস
  • চেক প্রজাতন্ত্র
  • ডেনমার্ক
  • ডোমিনিকান রিপাবলিক
  • ইকুয়েডর
  • মিশর
  • এল সালভাদোর
  • এস্তোনিয়া
  • ফিনল্যান্ড
  • ফ্রান্স
  • ফ্রেঞ্চ গায়ানা
  • ফ্রেঞ্চ পলিনেশিয়া
  • জার্মানি
  • গ্রিস
  • গুয়াদলুপ
  • গুয়াম
  • গুয়াতেমালা
  • হন্ডুরাস
  • হংকং
  • হাঙ্গেরি
  • আইসল্যান্ড
  • ভারত
  • ইন্দোনেশিয়া
  • আয়ারল্যান্ড
  • ইজরায়েল
  • ইতালি
  • জাপান
  • জর্ডন
  • কেনিয়া
  • কুয়েত
  • লাটভিয়া
  • লেবানন
  • লিশটেনস্টাইন
  • লিথুয়ানিয়া
  • লুক্সেমবুর্গ
  • মালয়েশিয়া
  • মাল্টা
  • মেক্সিকো
  • মরক্কো
  • নেদারল্যান্ডস
  • নিউজিল্যান্ড
  • নিকারাগুয়া
  • নাইজেরিয়া
  • উত্তর ম্যাসিডোনিয়া
  • উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ
  • নরওয়ে
  • ওমান
  • পানামা
  • পাপুয়া নিউগিনি
  • প্যারাগুয়ে
  • পেরু
  • ফিলিপিন্স
  • পোল্যান্ড
  • পর্তুগাল
  • পুয়ের্তো রিকো
  • কাতার
  • রোমানিয়া
  • সৌদি আরব
  • সেনেগাল
  • সার্বিয়া
  • সিঙ্গাপুর
  • স্লোভাকিয়া
  • স্লোভেনিয়া
  • দক্ষিণ আফ্রিকা
  • দক্ষিণ কোরিয়া
  • স্পেন
  • সুইডেন
  • সুইজারল্যান্ড
  • তাইওয়ান
  • থাইল্যান্ড
  • তুরস্ক
  • তুর্ক ও কাইকোস দ্বীপপুঞ্জ
  • মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ
  • উগান্ডা
  • ইউক্রেন
  • সংযুক্ত আরব আমিরশাহি
  • যুক্তরাজ্য
  • মার্কিন যুক্তরাষ্ট্র
  • উরুগুয়ে
  • ভিয়েতনাম

চ্যানেল মেম্বারশিপের জন্য নীতি ও নির্দেশিকা

ক্রিয়েটর ও MCN-এর জন্য চ্যানেল মেম্বারশিপ নীতি
চ্যানেল মেম্বারশিপ হল একটি ফ্যান ফান্ডিং ফিচার। তাই, অংশগ্রহণকারী ক্রিয়েটরদের (ও তাদের MCN-কে) YouTube ফ্যান ফান্ডিং ফিচারের ক্ষেত্রে প্রযোজ্য সব নীতি মেনে চলতে হবে।
চ্যানেল মেম্বারশিপের জন্য আপনার চ্যানেলকে কন্টেন্ট ও বিশেষ উপহার সংক্রান্ত নির্দেশিকা মেনে চলতে হবে। মেম্বারশিপ উইন্ডোতে উল্লিখিত অথবা অন্য পদ্ধতিতে উপলভ্য এবং আপনার মেম্বারশিপ প্রোগ্রামে অন্তর্ভুক্ত সব বিশেষ উপহারকে এই নীতি মেনে চলতে হবে। এই নীতি আমরা মাঝে মধ্যে আপডেট করতে পারি।
চ্যানেল মেম্বারশিপের জন্য কন্টেন্ট ও বিশেষ উপহার সংক্রান্ত নির্দেশিকা

চ্যানেল মেম্বারশিপের জন্য আপনার অফার করা সব বিশেষ উপহারকে — ব্যাজ, ইমোজি, ভিডিও, লাইভ চ্যাট ও অন্যান্য কন্টেন্ট সহ — মেম্বারশিপ নীতি ও নির্দেশিকা মেনে চলতে হবে।

আপনি মেম্বারদের উপযুক্ত সম্মান দেওয়ার জন্য কিছু বিশেষ উপহার অফার করতে পারেন। কিন্তু আমাদের নীতি ও শর্তাবলী অনুযায়ী শুধু মেম্বারদের জন্য নিম্নলিখিত বিশেষ উপহার প্রদান করার অনুমতি দেওয়া হয় না:

  • YouTube-এ উপলভ্য কন্টেন্ট (মিউজিক সহ) ডাউনলোড করা
  • মুখোমুখি ব্যক্তিগত মিটিং
  • এক বা একাধিক মেম্বারকে (সবাইকে নয়) নিম্নলিখিত পদ্ধতি সহ অন্যান্য র‍্যান্ডম পদ্ধতিতে বেছে নিয়ে কিছু দেওয়া:
    • প্রতিযোগিতা
    • লটারি
    • সুইপস্টেক
  • বাচ্চাদের উদ্দেশ্যে, টার্গেট করে তাদের জন্য প্রচার করা অথবা তাদের কাছে আকর্ষণীয় বা তাদের পক্ষে অনুপযুক্ত হতে পারে এমন বিশেষ উপহার
  • যাতে বাচ্চারা উৎসাহিত হয়ে অভিভাবকদের আপনার চ্যানেল মেম্বারশিপ কিনতে বলে এমন বিশেষ উপহার 

চ্যানেল মেম্বারশিপ বাতিল করা, বন্ধ করা ও সেটির জন্য রিফান্ড পাওয়া

কোনও মেম্বার রিফান্ডের জন্য অনুরোধ করলে, সেই দাবি সঠিক কিনা তা YouTube নিজস্ব বিবেচনার ভিত্তিতে যাচাই করবে। মেম্বারদের রিফান্ড দেওয়ার সময় তাকে পেমেন্ট দেওয়ার জন্য আপনার ভাগ AdSense for YouTube অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। পেড চ্যানেল মেম্বারশিপের জন্য YouTube-এর রিফান্ড সংক্রান্ত নীতি সম্পর্কে জানুন।
নিম্নলিখিত কোনও কারণে চ্যানেল মেম্বারশিপ বন্ধ হয়ে গেলে, পেড মেম্বারশিপ চালু আছে এমন সব মেম্বারদের শেষ পেমেন্ট রিফান্ড করা হবে:
  • চ্যানেল মেম্বারশিপ বন্ধ করে দিলে
  • YouTube পার্টনার প্রোগ্রাম থেকে সরিয়ে দেওয়া হলে
  • অপব্যবহার বা জালিয়াতি করা হলে
  • নীতি বা শর্তাবলী লঙ্ঘন করা হলে

মনে রাখবেন: উপার্জনে চ্যানেলের ভাগ থেকে রিফান্ড করা টাকা কেটে নেওয়া হয়।

পজ করা মোড আপনার চ্যানেলের উপর কী প্রভাব ফেলে

আপনি এগুলি করলে চ্যানেল মেম্বারশিপ "পজ করা মোড"-এ চলে যাবে:

আপনার চ্যানেল পজ করা মোডে থাকলে কী হবে

আপনার চ্যানেল পজ করা মোডে থাকলে:

  • ব্যাজ, ইমোজি ও শুধু মেম্বারদের জন্য কমিউনিটি পোস্টের মতো আপনার চ্যানেলে উপলভ্য বিশেষ উপহার মেম্বাররা আর অ্যাক্সেস করতে পারবেন না।
  • আপনার মেম্বারদের মাসিক পেমেন্ট পজ করা থাকবে। 
  • আপনার চ্যানেলে "যোগ দিন" বোতাম আর দেখানো হবে না।

চ্যানেল পজ করা মোডে আছে বলে মেম্বারশিপ বাতিল না হলেও, মেম্বাররা যেকোনও সময় তাদের মেম্বারশিপ বাতিল করে দিতে পারেন।

পজ করা মোড থেকে কীভাবে বেরোবেন

পজ করা মোড থেকে বেরোতে যে কারণে আপনি এই মোডে প্রবেশ করেছিলেন সেই সমস্যার সমাধান করতে হবে। সমাধান হয়ে গেলে, আপনি অথবা আপনার নতুন MCN পজ করা মোড থেকে বেরোতে ও চ্যানেল মেম্বারশিপ আবার চালু করতে পারবেন:

  1. কম্পিউটার থেকে studio.youtube.com/channel/UC/monetization/memberships লিঙ্কে যান
  2. চ্যানেল মেম্বারশিপ বক্সে চালু করুন বিকল্পে ক্লিক করুন। 
    1. মনে রাখবেন: আপনি বা প্রযোজ্য হলে আপনার নতুন MCN আমাদের নিয়ম ও শর্তাবলীতে (কমার্স প্রোডাক্ট মডিউল সহ) সম্মতি জানালে ও মেনে চললে শুধু তবেই মেম্বারশিপ চালু করতে পারবেন।

আপনি মেম্বারশিপ আবার চালু করলে, আপনার মেম্বাররা চ্যানেলের অফার করা বিশেষ উপহার পুনরায় অ্যাক্সেস করতে পারবেন। বিলিংয়ের পরবর্তী মেয়াদ শুরু হওয়ার আগে তারা বাতিল করে না দিলে, সেই সময় তাদের আবার চার্জ করা হবে।

আপনার চ্যানেল পজ করা মোডে থাকলে চ্যানেলের মেম্বারদের কী হবে

চ্যানেল পজ করা মোডে থাকাকালীন মেম্বারশিপ বাতিল না হয়ে গেলেও, মেম্বাররা যেকোনও সময় তাদের মেম্বারশিপ বাতিল করে দিতে পারেন। তবে, নির্দিষ্ট কিছু সময় কেটে যাওয়ার পরে আমরা অটোমেটিক মেম্বারশিপ বাতিল করে দিই। কত সময় পরে মেম্বারশিপ বাতিল হবে সেটি কোনও মেম্বার আপনার চ্যানেলে কীভাবে যোগ দিয়েছেন তার উপর নির্ভর করে:

  • YouTube.com থেকে যোগ দিয়েছেন এমন মেম্বার: ১২০ দিন কেটে যাওয়ার পরেও আপনার চ্যানেল পজ করা মোডে থাকলে, তার মেম্বারশিপ অটোমেটিক বাতিল করে দেওয়া হয়।
  • YouTube Android বা iOS অ্যাপের মাধ্যমে সাইন-আপ করেছেন এমন মেম্বার: আপনার চ্যানেল পজ করা মোডে থাকাকালীন তার বিলিংয়ের মেয়াদ শেষ হলে, মেম্বারশিপ অটোমেটিক বাতিল করে দেওয়া হয়।

আপনার চ্যানেল পজ করা মোডে থাকাকালীন কোনও মেম্বার স্বেচ্ছায় তার মেম্বারশিপ বাতিল করে দিতে পারেন। মেম্বারশিপ প্রোগ্রাম আবার শুরু হওয়ার পরে পুরনো কোনও মেম্বার আপনার চ্যানেলে পুনরায় যোগ দিতে পারেন।

আপনার চ্যানেল ১২০ দিনের বেশি সময় ধরে পজ করা মোডে থাকলে কী হবে

১২০ দিন কেটে যাওয়ার পরেও আপনার চ্যানেল পজ করা মোডে থাকলে, চ্যানেল মেম্বারশিপ প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হবে এবং আপনি সব মেম্বারদের হারাবেন। আপনার চ্যানেলের মেম্বারদের শেষ মাসের পেমেন্ট অটোমেটিক রিফান্ড করে দেওয়া হয়। মেম্বারদের রিফান্ড দেওয়ার সময় আপনার AdSense for YouTube অ্যাকাউন্টে মেম্বারশিপ থেকে উপার্জনের যে ভাগ জমা হয় তা থেকে টাকা কেটে নেওয়া হবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

true
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6071337895349679463
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false