YouTube থেকে কীভাবে অর্থ উপার্জন করা যায়

'ফ্যান ফান্ডিং' এবং 'Shopping' ফিচারে আরও আগাম অ্যাক্সেস দেওয়ার মাধ্যমে আমরা আরও বেশি ক্রিয়েটরদের YouTube পার্টনার প্রোগ্রামের (YPP) আওতায় নিয়ে আসছি। সম্প্রসারিত YouTube পার্টনার প্রোগ্রামে এই সমস্ত দেশ/অঞ্চলের উপযুক্ত ক্রিয়েটররা যোগ দিতে পারবেন। সম্প্রসারিত প্রোগ্রামটি সামনের মাসে নিম্নলিখিত দেশগুলিতে লঞ্চ করা হচ্ছে: AE, AU, BR, EG, ID, KE, KY, LT, LU, LV, MK, MP, MT, MY, NG, NL, NO, NZ, PF, PG, PH, PT, QA, RO, RS, SE, SG, SI, SK, SN, TC, TH, TR, UG, VI, VN এবং ZA. YPP-তে হওয়া পরিবর্তনের বিষয়ে আরও জানতে এই নিবন্ধটি পড়ুন। 

আপনি উল্লিখিত দেশ/অঞ্চলের ক্রিয়েটর না হলে, আপনার ক্ষেত্রে YouTube পার্টনার প্রোগ্রামে কোনও পরিবর্তন হবে না। আপনার জন্য প্রাসঙ্গিক YPP ওভারভিউ, যোগ্যতার মাপকাঠি এবং আবেদনের নির্দেশাবলীর জন্য, এই নিবন্ধটি পড়ে দেখুন।

সম্প্রসারিত YouTube পার্টনার প্রোগ্রামের জন্য আপনি উপযুক্ত কিনা, তা জেনে নিন। এখনও উপযুক্ত না হলে, YouTube Studio-এর উপার্জন করুন বিভাগে বিজ্ঞপ্তি পান বিকল্পটি বেছে নিন। সম্প্রসারিত YPP প্রোগ্রামে আপনাকে অন্তর্ভুক্ত করা হলে এবং আপনি উপযুক্ততার থ্রেশহোল্ড পূরণ করলে, আমরা আপনাকে ইমেল পাঠাব। 

বর্তমানে ইউক্রেনে যুদ্ধ চলার কারণে, রাশিয়াতে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য আমরা Google ও YouTube-এ বিজ্ঞাপন পরিবেশন সাময়িক কালের জন্য বন্ধ রাখব। আরও জানুন

YouTube পার্টনার প্রোগ্রামে আবেদন করে এবং আপনি প্রোগ্রামের জন্য অনুমোদিত হলে YouTube থেকে অর্থ উপার্জন করতে পারবেন। যেসব চ্যানেল YouTube চ্যানেল মনিটাইজেশন নীতি মেনে চলে শুধু সেগুলিই মনিটাইজেশনের জন্য উপযুক্ত বলে গণ্য হবে।

YouTube-এ অর্থ উপার্জনের বিষয়ে প্রাথমিক কিছু কথা

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

কয়েকটি বিষয় মনে রাখতে হবে

  • YouTube-এ দেখানোর জন্য আপনি কী কী তৈরি করবেন তা হয়ত আপনাকে বলব না, কিন্তু দর্শক, ক্রিয়েটর ও বিজ্ঞাপনদাতার জন্য কোনটি সঠিক তা দেখা আমাদের দায়িত্ব। YouTube পার্টনার প্রোগ্রামের অংশ হলে আপনি YouTube-এর মাধ্যমে উপার্জন করতে পারবেন। YouTube পার্টনার প্রোগ্রামের অংশ হলে, আপনার কন্টেন্টকে আরও উঁচু পর্যায়ে তুলে ধরা হবে।
  • ভাল ক্রিয়েটরদের পুরস্কৃত করা নিশ্চিত করতে, YouTube পার্টনার প্রোগ্রামে আপনাকে অংশগ্রহণ করার অনুমতি দেওয়ার আগেই আপনার চ্যানেল আমরা পর্যালোচনা করি। আমাদের সব নীতি ও নির্দেশিকা আপনার চ্যানেল মেনে চলছে কিনা তা দেখার জন্যও আমরা আপনার বিভিন্ন চ্যানেল ক্রমাগত পর্যালোচনা করতে থাকি।
  • আপনাকে হয়ত YouTube থেকে করা উপার্জনের উপর ট্যাক্স দিতে হতে পারে, এ ব্যাপারে আরও জানতে নিচে দেখুন।

YouTube পার্টনার প্রোগ্রাম থেকে অর্থ উপার্জনের বিভিন্ন উপায়

আপনি নিম্নলিখিত ফিচারের মাধ্যমে YouTube থেকে অর্থ উপার্জন করতে পারেন:

  • চ্যানেল মেম্বারশিপ: শুধু মেম্বারদের জন্য উপলভ্য বিশেষ সুবিধা পেতে আপনার মেম্বাররা রেকারিং মাসিক পেমেন্ট করেন।
  • Super Chat ও Super Stickers: আপনার অনুরাগীরা লাইভ চ্যাট স্ট্রিমে তাদের মেসেজ বা অ্যানিমেটেড ছবি হাইলাইট করে দেখানোর জন্য পেমেন্ট করেন।
  • Super Thanks: আপনার ভিডিও বা Short ভিডিওর কমেন্ট বিভাগে মজাদার অ্যানিমেশন এবং তাদের মেসেজ হাইলাইট করে দেখানোর জন্য আপনার অনুরাগীরা পেমেন্ট করেন।

সাবস্ক্রাইবার ও ভিউয়ের সংখ্যার শর্ত ছাড়াও প্রতিটি ফিচারের জন্য আলাদা আলাদা উপযুক্ততার শর্ত সেট করা আছে। পর্যালোচক আপনার চ্যানেল বা ভিডিও উপযুক্ত নয় বলে মনে করলে, নির্দিষ্ট কিছু ফিচার উপলভ্য নাও হতে পারে। এই অতিরিক্ত থ্রেশহোল্ড দুটি কারণে রাখা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল যে ফিচার উপলভ্য থাকা প্রতিটি অঞ্চলে আমাদের সংশ্লিষ্ট আইনি শর্ত পূরণ করে চলতে হয়। এছাড়াও আমরা ভাল ক্রিয়েটরদের পুরস্কৃত করতে চাই, তাই আপনার চ্যানেলের ব্যাপারে যথেষ্ট প্রাসঙ্গিক তথ্য আমাদের কাছে আছে কিনা সেটি নিশ্চিত করা প্রয়োজন। সাধারণত, প্রাসঙ্গিক তথ্যের জন্য আমাদের আরও কন্টেন্ট পর্যালোচনা করতে হয়।

মনে রাখবেন যে কন্টেন্ট আমাদের নীতি মেনে চলছে কিনা তা ভাল করে দেখে নিতে আমরা অবিরাম চ্যানেল পর্যালোচনা করা চালিয়ে যাই।

মনিটাইজেশন ফিচার চালু করার জন্য যে উপযুক্ততার যে ন্যূনতম শর্ত পূরণ করতে হবে

মনে রাখবেন যে প্রতিটি ফিচারের আলাদা আলাদা শর্ত আছে। স্থানীয় স্তরে আইনি শর্তের কারণে কিছু ফিচার উপলভ্য নাও হতে পারে।

YouTube পার্টনার প্রোগ্রামে আপনার অংশগ্রহণকে অনুমোদন দেওয়ার পরেই আপনি এইসব মনিটাইজেশন ফিচার অ্যাক্সেস পেতে পারবেন:

 

  চ্যানেল থ্রেশহোল্ড ন্যূনতম প্রয়োজনীয়তা

 

 

 

চ্যানেল মেম্বারশিপ

 

 

 

 

 

 

 

 

 

  • ​​​​​​৫০০ সাবস্ক্রাইবার
  • বিগত ৯০ দিনে ৩টি সর্বজনীন আপলোড
  • দু'টির মধ্যে কোনও একটি:
    • বিগত ৩৬৫ দিনে বড় দৈর্ঘ্যের ভিডিওতে ৩,০০০ ঘণ্টার সর্বজনীন ওয়াচ টাইম
    • বিগত ৯০ দিনে Shorts-এ ৩ মিলিয়ন সর্বজনীন ভিউ
  • আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে
  • এমন দেশে থাকতে হবে যেখানে চ্যানেল মেম্বারশিপ উপলভ্য আছে
  • আপনাকে কমার্স প্রোডাক্ট মডিউল অথবা পুরনো কমার্স প্রোডাক্ট অ্যাডেন্ডামে সম্মতি দিয়ে থাকতে হবে
  • চ্যানেল বাচ্চাদের জন্য তৈরি হিসেবে সেট করা থাকলে চলবে না এবং চ্যানেলে উল্লেখযোগ্য সংখ্যায় 'বাচ্চাদের জন্য তৈরি' ভিডিও থাকা চলবে না
  • চ্যানেলটি SRAV-এর আওতাধীন মিউজিক চ্যানেল হলে চলবে না
  • কী কী প্রয়োজন, তার সম্পূর্ণ তালিকা এখানে পাওয়া যাবে

 

 

 

শপিং (নিজের প্রোডাক্ট)

 

 

Super Chat ও Super Stickers

  • আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে
  • আপনাকে এমন দেশ/অঞ্চলে থাকতে হবে যেখানে Super Chat এবং Super Stickers ফিচার উপলভ্য আছে
  • আপনাকে কমার্স প্রোডাক্ট মডিউল অথবা পুরনো কমার্স প্রোডাক্ট অ্যাডেন্ডামে সম্মতি দিয়ে থাকতে হবে
  • কী কী প্রয়োজন, তার সম্পূর্ণ তালিকা এখানে দেখতে পাবেন

 

 

Super Thanks

  • আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে
  • আপনাকে এমন দেশ/অঞ্চলে থাকতে হবে যেখানে Super Thanks ফিচার উপলভ্য আছে
  • আপনাকে কমার্স প্রোডাক্ট মডিউল অথবা পুরনো কমার্স প্রোডাক্ট অ্যাডেন্ডামে সম্মতি দিয়ে থাকতে হবে
  • চ্যানেলটি SRAV-এর আওতাধীন মিউজিক চ্যানেল হলে চলবে না
  • কী কী প্রয়োজন, তার সম্পূর্ণ তালিকা এখানে দেখতে পাবেন

 

 

বিজ্ঞাপন থেকে উপার্জন

  • ১,০০০ সাবস্ক্রাইবার
  • দু'টির মধ্যে কোনও একটি:
    • বিগত ৩৬৫ দিনে বড় দৈর্ঘ্যের ভিডিওতে ৪,০০০ ঘণ্টার সর্বজনীন ওয়াচ টাইম
    • গত ৯০ দিনে Shorts-এ ১০ মিলিয়ন সর্বজনীন ভিউ
  • আপনার বয়স অন্তত ১৮ বছর হতে হবে অথবা ১৮ বছরের চেয়ে বেশি বয়সের কোনও আইনি অভিভাবক থাকতে হবে যিনি আপনার হয়ে AdSense for YouTube-এর মাধ্যমে আপনার পেমেন্ট ম্যানেজ করবেন
  • এমন দেশ/অঞ্চলে থাকতে হবে যেখানে YPP পরিষেবা উপলভ্য আছে
  • প্রাসঙ্গিক কন্ট্র্যাক্ট মডিউলে সম্মতি দিতে হবে
  • আমাদের বিজ্ঞাপনদাতার-অনুকূল কন্টেন্টের নির্দেশিকা অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে
YouTube Premium থেকে মোট উপার্জন
  • প্রাসঙ্গিক কন্ট্র্যাক্ট মডিউলে সম্মতি দিতে হবে
  • YouTube Premium-এর সাবস্ক্রিপশন নেওয়া দর্শকের পছন্দ হবে এমন কন্টেন্ট তৈরি করুন

 

 

শপিং (অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট)

  • ২০,০০০ সাবস্ক্রাইবার
  • দু'টির মধ্যে কোনও একটি:
    • বিগত ৩৬৫ দিনে বড় দৈর্ঘ্যের ভিডিওতে ৪,০০০ ঘণ্টার সর্বজনীন ওয়াচ টাইম
    • গত ৯০ দিনে Shorts-এ ১০ মিলিয়ন সর্বজনীন ভিউ
  • সাবস্ক্রাইবার সংখ্যা সংক্রান্ত থ্রেশহোল্ডে পৌঁছতে হবে
  • আপনাকে দক্ষিণ কোরিয়া অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে
  • আপনার চ্যানেল কোনও 'মিউজিক চ্যানেল', অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল হওয়া অথবা মিউজিক পার্টনারদের সাথে যুক্ত থাকা চলবে না। মিউজিক পার্টনারের মধ্যে মিউজিক লেবেল, ডিস্ট্রিবিউটর প্রকাশক অথবা VEVO অন্তর্ভুক্ত থাকতে পারে।
  • চ্যানেলটি বাচ্চাদের জন্য তৈরি হিসেবে সেট করা থাকলে এবং চ্যানেলে উল্লেখযোগ্য সংখ্যায় 'বাচ্চাদের জন্য তৈরি' ভিডিও থাকলে চলবে না
  • কী কী প্রয়োজন, তার সম্পূর্ণ তালিকা এখানে দেখতে পাবেন
YouTube থেকে কীভাবে অর্থ উপার্জন করা যায় তার ব্যাপারে ক্রিয়েটরের থেকে পরামর্শ পান।

YouTube থেকে হওয়া আপনার উপার্জন ও ট্যাক্স সম্পর্কিত বাধ্যবাধকতা

YouTube থেকে অর্থ উপার্জন করা বা Shorts বোনাস পাওয়ার অর্থই হল প্ল্যাটফর্মে ভাল, আকর্ষক কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে পুরস্কৃত করা হয়েছে। মনে রাখবেন যে YouTube-এ মনিটাইজ করা ভিডিও থেকে উপার্জিত যেকোনও আয়ের উপর যে দেশে আপনি বাস করেন, সেখানে কর দিতে হতে পারে। বিস্তারিত বিবরণের জন্য স্থানীয় ট্যাক্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13485757828322256042
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false