আপনি উল্লিখিত দেশ/অঞ্চলের ক্রিয়েটর না হলে, আপনার ক্ষেত্রে YouTube পার্টনার প্রোগ্রামে কোনও পরিবর্তন হবে না। আপনার জন্য প্রাসঙ্গিক YPP ওভারভিউ, যোগ্যতার মাপকাঠি এবং আবেদনের নির্দেশাবলীর জন্য, এই নিবন্ধটি পড়ে দেখুন।
সম্প্রসারিত YouTube পার্টনার প্রোগ্রামের জন্য আপনি উপযুক্ত কিনা, তা জেনে নিন। এখনও উপযুক্ত না হলে, YouTube Studio-এর উপার্জন করুন বিভাগে বিজ্ঞপ্তি পান বিকল্পটি বেছে নিন। সম্প্রসারিত YPP প্রোগ্রামে আপনাকে অন্তর্ভুক্ত করা হলে এবং আপনি উপযুক্ততার থ্রেশহোল্ড পূরণ করলে, আমরা আপনাকে ইমেল পাঠাব।
বর্তমানে ইউক্রেনে যুদ্ধ চলার কারণে, রাশিয়াতে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য আমরা Google ও YouTube-এ বিজ্ঞাপন পরিবেশন সাময়িক কালের জন্য বন্ধ রাখব। আরও জানুন।
YouTube পার্টনার প্রোগ্রামে আবেদন করে এবং আপনি প্রোগ্রামের জন্য অনুমোদিত হলে YouTube থেকে অর্থ উপার্জন করতে পারবেন। যেসব চ্যানেল YouTube চ্যানেল মনিটাইজেশন নীতি মেনে চলে শুধু সেগুলিই মনিটাইজেশনের জন্য উপযুক্ত বলে গণ্য হবে।
YouTube-এ অর্থ উপার্জনের বিষয়ে প্রাথমিক কিছু কথা
কয়েকটি বিষয় মনে রাখতে হবে
- YouTube-এ দেখানোর জন্য আপনি কী কী তৈরি করবেন তা হয়ত আপনাকে বলব না, কিন্তু দর্শক, ক্রিয়েটর ও বিজ্ঞাপনদাতার জন্য কোনটি সঠিক তা দেখা আমাদের দায়িত্ব। YouTube পার্টনার প্রোগ্রামের অংশ হলে আপনি YouTube-এর মাধ্যমে উপার্জন করতে পারবেন। YouTube পার্টনার প্রোগ্রামের অংশ হলে, আপনার কন্টেন্টকে আরও উঁচু পর্যায়ে তুলে ধরা হবে।
- ভাল ক্রিয়েটরদের পুরস্কৃত করা নিশ্চিত করতে, YouTube পার্টনার প্রোগ্রামে আপনাকে অংশগ্রহণ করার অনুমতি দেওয়ার আগেই আপনার চ্যানেল আমরা পর্যালোচনা করি। আমাদের সব নীতি ও নির্দেশিকা আপনার চ্যানেল মেনে চলছে কিনা তা দেখার জন্যও আমরা আপনার বিভিন্ন চ্যানেল ক্রমাগত পর্যালোচনা করতে থাকি।
- আপনাকে হয়ত YouTube থেকে করা উপার্জনের উপর ট্যাক্স দিতে হতে পারে, এ ব্যাপারে আরও জানতে নিচে দেখুন।
YouTube পার্টনার প্রোগ্রাম থেকে অর্থ উপার্জনের বিভিন্ন উপায়
আপনি নিম্নলিখিত ফিচারের মাধ্যমে YouTube থেকে অর্থ উপার্জন করতে পারেন:
|
|
সাবস্ক্রাইবার ও ভিউয়ের সংখ্যার শর্ত ছাড়াও প্রতিটি ফিচারের জন্য আলাদা আলাদা উপযুক্ততার শর্ত সেট করা আছে। পর্যালোচক আপনার চ্যানেল বা ভিডিও উপযুক্ত নয় বলে মনে করলে, নির্দিষ্ট কিছু ফিচার উপলভ্য নাও হতে পারে। এই অতিরিক্ত থ্রেশহোল্ড দুটি কারণে রাখা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল যে ফিচার উপলভ্য থাকা প্রতিটি অঞ্চলে আমাদের সংশ্লিষ্ট আইনি শর্ত পূরণ করে চলতে হয়। এছাড়াও আমরা ভাল ক্রিয়েটরদের পুরস্কৃত করতে চাই, তাই আপনার চ্যানেলের ব্যাপারে যথেষ্ট প্রাসঙ্গিক তথ্য আমাদের কাছে আছে কিনা সেটি নিশ্চিত করা প্রয়োজন। সাধারণত, প্রাসঙ্গিক তথ্যের জন্য আমাদের আরও কন্টেন্ট পর্যালোচনা করতে হয়।
মনে রাখবেন যে কন্টেন্ট আমাদের নীতি মেনে চলছে কিনা তা ভাল করে দেখে নিতে আমরা অবিরাম চ্যানেল পর্যালোচনা করা চালিয়ে যাই।
মনিটাইজেশন ফিচার চালু করার জন্য যে উপযুক্ততার যে ন্যূনতম শর্ত পূরণ করতে হবে
YouTube পার্টনার প্রোগ্রামে আপনার অংশগ্রহণকে অনুমোদন দেওয়ার পরেই আপনি এইসব মনিটাইজেশন ফিচার অ্যাক্সেস পেতে পারবেন:
চ্যানেল থ্রেশহোল্ড | ন্যূনতম প্রয়োজনীয়তা | |
চ্যানেল মেম্বারশিপ |
|
|
শপিং (নিজের প্রোডাক্ট) |
|
|
Super Chat ও Super Stickers |
||
Super Thanks |
|
|
বিজ্ঞাপন থেকে উপার্জন |
|
|
YouTube Premium থেকে মোট উপার্জন |
|
|
শপিং (অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট) |
|
|
YouTube থেকে হওয়া আপনার উপার্জন ও ট্যাক্স সম্পর্কিত বাধ্যবাধকতা
YouTube থেকে অর্থ উপার্জন করা বা Shorts বোনাস পাওয়ার অর্থই হল প্ল্যাটফর্মে ভাল, আকর্ষক কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে পুরস্কৃত করা হয়েছে। মনে রাখবেন যে YouTube-এ মনিটাইজ করা ভিডিও থেকে উপার্জিত যেকোনও আয়ের উপর যে দেশে আপনি বাস করেন, সেখানে কর দিতে হতে পারে। বিস্তারিত বিবরণের জন্য স্থানীয় ট্যাক্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।