অন্যান্য আইনি সমস্যা

আইনি অভিযোগ ও আদালতের আদেশ

সাইটে থাকা নির্দিষ্ট কোনও কন্টেন্ট আপনার অধিকার বা প্রযোজ্য আইন লঙ্ঘন করেছে বলে মনে হলে, আমাদের ট্রেডমার্ক, মানহানি, নকল প্রোডাক্ট সংক্রান্ত অভিযোগ বা অন্যান্য আইনি অভিযোগ জানানোর প্রসেস অনুসরণ করে আইনি অভিযোগ জমা দিতে পারবেন। আপনার কাছে কোনও আপলোডারের বিরুদ্ধে আদালতের আদেশ থাকলে, আপনি উপযুক্ত আইনি অভিযোগ জানানোর পরে পাওয়া অটোমেটিক ইমেলের উত্তর হিসেবে আদালতের আদেশের একটি কপি অ্যাটাচ করে দিতে পারেন। প্রতিটি আদালতের আদেশ আঞ্চলিক এবং বিশ্বব্যাপী বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে পরীক্ষা ও মূল্যায়ন করা হয়।

মনে রাখবেন, কোনও কন্টেন্ট আমাদের নজরে আনার জন্য আপনার কাছে অন্যান্য রিসোর্সও আছে। যেমন, কোনও কন্টেন্ট আমাদের কমিউনিটি নির্দেশিকা মেনে চলেনি বলে আপনার মনে হলে, এটি ফ্ল্যাগ করুন। এছাড়াও, আইনি অভিযোগ জানানোর আগে ভিডিওটি আমাদের গোপনীয়তা বা হয়রানি সংক্রান্ত নীতির অধীনে কন্টেন্ট সরানোর মাপকাঠির মধ্যে পড়ে কিনা তা বিবেচনা করুন।

সারকামভেনশন অফ টেকনোলজিকাল মেজার্স

আমরা যখন প্রযুক্তিগত ব্যবস্থা এড়িয়ে যাওয়ার কথা বলি, তখন আমরা সেইসব টুলের উল্লেখ করি যা ব্যবহারকারীদের কোনও সফ্টওয়্যারের লাইসেন্সিং প্রোটোকল এড়িয়ে যেতে সাহায্য করে। এর অর্থ সিরিয়াল নম্বর, কীজেন, পাসওয়ার্ড ও সফ্টওয়্যার বা গেম হ্যাক করার অন্যান্য পদ্ধতিও হতে পারে।

CTM ও কপিরাইটের মধ্যে কী পার্থক্য আছে?

CTM হল একটি টুল যেটি ব্যবহারকারীদের কোনও সফ্টওয়্যার অ্যাক্সেস করার বিভিন্ন উপায় প্রদান করে। কপিরাইট সংক্রান্ত নীতি সফ্টওয়্যারের গঠন বা এটি অ্যাক্সেস করার বিভিন্ন উপায় প্রদানের ক্ষেত্রেও প্রযোজ্য। ভিডিওতে সফ্টওয়্যারের ইন্টারফেস দেখানো হলে বা ভিডিওতে বা ভিডিওর বিবরণে সফ্টওয়্যার ডাউনলোড করার কোনও লিঙ্ক দেওয়া থাকলে, আপনি কপিরাইট থাকা ভিডিও সরিয়ে দেওয়ার নোটিশ পাঠাতে পারেন।

ভিডিওতে কপিরাইট লঙ্ঘন করা কন্টেন্ট দেখানো (বা সরাসরি লিঙ্ক করা) না হলেও এতে ব্যবহারকারীদের জন্য এটি অননুমোদিত উপায়ে অ্যাক্সেস করার কোনও পদ্ধতি দেওয়া থাকলে, CTM সংক্রান্ত দাবি উপযুক্ত হবে।

আপনার CTM সংক্রান্ত দাবি অনুমোদিত বলে মনে হলে, আমাদের ওয়েবফর্ম পূরণ করুন।

প্রযুক্তিগত ব্যবস্থা এড়িয়ে যাওয়া সংক্রান্ত অভিযোগ জমা দিন

ক্যাপশনিং

আপনার ভিডিও কমিউনিকেশন অ্যান্ড ভিডিও অ্যাক্সেসিবিলিটি অ্যাক্ট (CVAA) লঙ্ঘন করছে জানিয়ে যদি কোনও নোটিস পেয়ে থাকেন,  তাহলে আপনি হয়ত ক্যাপশন সহ টিভিতে দেখানো আসল কন্টেন্ট আপলোড করেছেন। কমিউনিকেশন অ্যান্ড ভিডিও অ্যাক্সেসিবিলিটি অ্যাক্ট (CVAA) অনুযায়ী টিভিতে আগে রেকর্ড করা যেসব ভিডিও প্রোগ্রামে ক্যাপশন ব্যবহার করা হয়েছে ইন্টারনেটেও সেগুলিতে ক্যাপশন ব্যবহার করতে হবে। CVAA সংক্রান্ত প্রয়োজনীয়তার ক্ষেত্রে আপনি ছাড় পাবেন বলে মনে হলে, আপনার কন্টেন্টের জন্য একটি  সার্টিফিকেশন বেছে নিতে পারেন।

আপনি যদি মনে করেন যে CVAA অনুযায়ী কোনও ভিডিওতে ক্যাপশন থাকা আবশ্যক কিন্তু আপলোডার ক্যাপশন উপলভ্য করেননি, তাহলে  ওয়েবফর্মের মাধ্যমে একটি অনুরোধ জমা দিন।

সন্ত্রাসবাদ সম্পর্কিত কন্টেন্টের ক্ষেত্রে অনলাইন রেগুলেশন (“TCO”)

আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করে এমন কন্টেন্ট আপনি খুঁজে পেলে এবং সেটি পর্যালোচনার জন্য জমা করতে চাইলে, কন্টেন্টটি সম্পর্কে অভিযোগ করুন। YouTube-এর নীতি সম্পর্কে আরও জানতে, আপনি আমাদের কমিউনিটি নির্দেশিকা পড়ে দেখতে পারেন। এছাড়াও, আইনগত কারণে এটি সরিয়ে দেওয়া উচিত বলে মনে করলে, আপনি কন্টেন্টটি সম্পর্কে অভিযোগ জানাতে পারেন।

আপনি যদি সরকারি যোগ্য কর্তৃপক্ষ হ'ন এবং মনোনীত করা হয়, তাহলে TCO-এর ধারা ৩ অনুযায়ী সরিয়ে দেওয়ার আদেশের জন্য যোগাযোগের পয়েন্টের সাথে কীভাবে কানেক্ট করবেন তা জানতে YouTube-এর সাথে যোগাযোগ করুন। এই ব্যাপারে Google-এর সাথে যোগাযোগ করতে হলে, ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসবাদ সম্পর্কিত কন্টেন্টের ক্ষেত্রে অনলাইন রেগুলেশনের (EU 2021/784) ব্যাপারে আরও জানতে, ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল রেগুলেশন টেক্সট পড়ুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12783634339816593231
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false