YouTube-এ কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইকের বিষয়ে প্রাথমিক তথ্য

এই নিবন্ধ কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক সম্পর্কিত। কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক থেকে আলাদা এমন কপিরাইট স্ট্রাইক সম্পর্কিত তথ্য দেখতে, আমাদের কপিরাইট স্ট্রাইকের বিষয়ে প্রাথমিক তথ্য দেখুন।

YouTube-এ কীভাবে আচরণ করতে হয় তার বিস্তারিত নিয়ম ও নীতিকেই কমিউনিটি নির্দেশিকা বলা হয়। আমাদের প্ল্যাটফর্মে তালিকাভুক্ত না থাকা ও ব্যক্তিগত কন্টেন্ট, কমেন্ট, লিঙ্ক, কমিউনিটি পোস্ট ও থাম্বনেল সহ সব ধরনের কন্টেন্টের ক্ষেত্রে এইসব নীতি প্রযোজ্য হয়। এই তালিকাটি সম্পূর্ণ নয়। আপনার কন্টেন্ট কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, চ্যানেলে একটি স্ট্রাইক আরোপ করা হবে। 

মনে রাখবেন: কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করা ছাড়া অন্যান্য কারণেও আমরা কন্টেন্ট সরিয়ে দিতে পারি। যেমন, ফার্স্ট-পার্টির পক্ষ থেকে করা গোপনীয়তা সংক্রান্ত অভিযোগ বা আদালতের আদেশ। এইসব ঘটনার ক্ষেত্রে, আপনার চ্যানেল কোনও স্ট্রাইক পাবে না।

সাধারণ জ্ঞান ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা: YouTube কমিউনিটি নির্দেশিকা

আপনি কপিরাইট স্ট্রাইক পেলে কী হবে

আপনি স্ট্রাইক পেলে, ইমেলের মাধ্যমে তা জানানো হয়। এছাড়াও, মোবাইল ও কম্পিউটার বিজ্ঞপ্তির মাধ্যমে এবং চ্যানেল সেটিংস থেকে আপনি বিজ্ঞপ্তি পাওয়ার বিকল্প বেছে নিতে পারবেন। এছাড়াও, আমরা এই সব বিষয়ে আপনাকে জানাব:

  • কোন কন্টেন্ট সরিয়ে দেওয়া হয়েছে
  • এটি কোন ধরনের নীতি লঙ্ঘন করেছে (যেমন, হয়রানি বা হিংস্রতা)
  • এর কারণে আপনার চ্যানেল কীভাবে প্রভাবিত হবে
  • আপনি এর পরে কী করতে পারবেন

আপনার কন্টেন্ট আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, আপনার চ্যানেল যেভাবে প্রভাবিত হবে:

সতর্কতা

আমরা বুঝি যে ভুল সকলেরই হয় এবং আপনি আমাদের নীতি লঙ্ঘন করতে চাননি — এই কারণে প্রথমবার লঙ্ঘনের ক্ষেত্রে সাধারণত সতর্ক করা হয়। এই সতর্কতার মেয়াদ যাতে ৯০ দিনেই শেষ হয়ে যায়, তার জন্য আপনি একটি নীতি সংক্রান্ত ট্রেনিং নিতে পারেন। তবে, আপনার কন্টেন্ট যদি ওই ৯০ দিন সময়সীমার মধ্যেই আবার একই নীতি লঙ্ঘন করে, তাহলে এই সতর্কতার মেয়াদ শেষ হবে না এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে।

কখনও কখনও একবার গুরুতর অপব্যবহারের ক্ষেত্রে সতর্কতা ছাড়াই চ্যানেল বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনও ভুল করেছি বলে মনে হলে, সতর্কতার বিরুদ্ধে আবেদন জানাতে পারবেন।

নীতি সংক্রান্ত ঐচ্ছিক ট্রেনিং

আপনার লঙ্ঘন করা নির্দিষ্ট কয়েকটি কমিউনিটি নির্দেশিকা নীতির উপর ভিত্তি করে সংক্ষিপ্ত, প্রোডাক্ট-মধ্যস্থ শিক্ষামূলক অভিজ্ঞতাই নীতি সংক্রান্ত ট্রেনিংয়ে দেওয়া থাকে। 

আপনি কোনও কমিউনিটি নির্দেশিকা সতর্কতা পেলে, আপনার Studio অ্যাকাউন্টের যেখানে সাধারণত নীতি লঙ্ঘন চেক করেন সেখান থেকেই নীতি সংক্রান্ত ট্রেনিং অ্যাক্সেস করতে পারবেন। এর মধ্যে Studio ড্যাশবোর্ড এবং 'কন্টেন্ট' ট্যাব রয়েছে। এছাড়া, ইমেল ও ব্যানার বিজ্ঞপ্তিতেও এই ট্রেনিংয়ের লিঙ্ক দেখতে পাবেন। মনে রাখবেন: প্রতিটি কমিউনিটি নির্দেশিকা সতর্কতার জন্য নীতি সংক্রান্ত ট্রেনিং প্রয়োজন হয় না। 

আপনি নীতি সংক্রান্ত ঐচ্ছিক ট্রেনিং সম্পূর্ণ করলে, আপনার সতর্কতার মেয়াদ ৯০ দিন পরে শেষ হয়ে যাবে। তবে ট্রেনিং শেষ করার পরে আপনি যদি অন্য কোনও নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে আবার সতর্ক করা হবে।

আমাদের নীতি বারবার লঙ্ঘন করলে– অথবা একবারই যদি গুরুতরভাবে অপব্যবহার করা হয়– সেক্ষেত্রেও আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। যারা বার বার নীতি লঙ্ঘন করেন তাদের আমরা ভবিষ্যতে ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি।

প্রথম স্ট্রাইক

আপনার কন্টেন্ট দ্বিতীয়বার আমাদের নীতি মেনে চলেনি বলে আমরা দেখতে পেলে, আপনি স্ট্রাইক পাবেন।

এই স্ট্রাইক পাওয়ার অর্থ হল আপনি ১ সপ্তাহের জন্য এই কাজগুলি করতে পারবেন না:

  • ভিডিও আপলোড বা লাইভ স্ট্রিম করা
  • শিডিউল অনুযায়ী কোনও লাইভ স্ট্রিম শুরু করা
  • কোনও ভিডিও সর্বজনীন হিসেবে সেট করার জন্য শিডিউল করা
  • প্রিমিয়ার তৈরি করা
  • আসন্ন কোনও প্রিমিয়ার বা লাইভ স্ট্রিমের জন্য ট্রেলার যোগ করা
  • কাস্টম থাম্বনেল বা কমিউনিটি পোস্ট তৈরি করা
  • প্লেলিস্ট তৈরি ও এডিট করা বা এতে সহযোগী যোগ করা
  • দেখার পৃষ্ঠা থেকে “সেভ করুন” বোতাম ব্যবহার করে প্লেলিস্ট যোগ করা বা তা সরিয়ে দেওয়া

পেনাল্টি সংক্রান্ত সময়সীমা প্রযোজ্য থাকা অবস্থায়, আপনার শিডিউল করা সর্বজনীন কন্টেন্ট “ব্যক্তিগত” হিসেবে সেট করা হবে। চ্যানেল ফ্রিজ করে রাখার মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে আবার তা শিডিউল করতে হবে।

মনে রাখবেন: স্বীকৃতি জানানোর দিন থেকেই পেনাল্টি শুরু হয়।

সম্পূর্ণ সুবিধা ১ সপ্তাহ পরে অটোমেটিক রিস্টোর করা হয়, তবে ৯০ দিন ধরে আপনার চ্যানেলে স্ট্রাইক থাকবে।

স্ট্রাইকের ফলে উন্নত ফিচারে অ্যাক্সেস হারাতেও পারেন। কীভাবে অ্যাক্সেস ফিরে পাবেন সেই সম্পর্কে আরও জানুন

দ্বিতীয় স্ট্রাইক

প্রথম স্ট্রাইক পাওয়ার ৯০ দিনের মধ্যে দ্বিতীয় স্ট্রাইক পেলে, আপনি ২ সপ্তাহের জন্য কন্টেন্ট পোস্ট করতে পারবেন না। আর কোনও সমস্যা না থাকলে, ২ সপ্তাহ পরে সম্পূর্ণ সুবিধা অটোমেটিক রিস্টোর করা হবে। প্রতিটি স্ট্রাইকের মেয়াদ তা পাওয়ার ৯০ দিনের আগে শেষ হবে না।

তৃতীয় স্ট্রাইক

দ্বিতীয় স্ট্রাইকের ৯০ দিনের সময়সীমা চলাকালীন তৃতীয় স্ট্রাইক হলে, আপনার চ্যানেল স্থায়ীভাবে YouTube থেকে সরিয়ে দেওয়া হবে। প্রতিটি স্ট্রাইকের মেয়াদ তা পাওয়ার ৯০ দিনের আগে শেষ হবে না।

মনে রাখবেন: আপনার কন্টেন্ট মুছে দিলেও স্ট্রাইক সরে যাবে না। এছাড়াও, আমরা মুছে দেওয়া কন্টেন্টের উপরে কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক দিতে পারি। আমরা কখন মুছে ফেলা কন্টেন্ট রেখে দিই সেই সম্পর্কে আপনি আমাদের গোপনীয়তা নীতি থেকে আরও জানতে পারবেন।

আপনার অফিসিয়াল আর্টিস্ট চ্যানেলে কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক প্রয়োগ করা হলে এটি সাসপেন্ড হয়ে যাবে এবং একটি সাধারণ চ্যানেলে পরিবর্তিত হবে। আরও জানুন

স্ট্রাইক পেলে আপনাকে কী কী করতে হবে

আপনি যাতে YouTube ব্যবহার করা চালিয়ে যেতে পারেন সেই জন্য আমরা আপনাকে সাহায্য করতে চাই, তাই এইসব কাজ করতে ভুলবেন না:

  1. আপনার কন্টেন্ট আমাদের নীতি মেনে চলছে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হতে আমাদের কমিউনিটি নির্দেশিকা সম্পর্কে আরও জানুন।
  2. আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়ার ক্ষেত্রে আমরা কোনও ভুল করেছি বলে মনে হলে, আমাদের তা জানান। এখান থেকে আপনি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

এছাড়াও, YouTube, নিজস্ব বিবেচনার ভিত্তিতে, ক্রিয়েটরের কন্টেন্ট তৈরি করার উপর নিষেধাজ্ঞা আরোপ করার অধিকার রাখে। আপনার চ্যানেল বন্ধ করা বা যেকোনও YouTube ফিচার ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

এমন হলে, এইসব বিধিনিষেধ এড়িয়ে যাওয়ার জন্য আপনি অন্য কোনও চ্যানেল ব্যবহার, তৈরি বা অধিগ্রহণও করতে পারবেন না। আপনার YouTube চ্যানেলের উপর যতদিন বিধিনিষেধ অ্যাক্টিভ থাকে, ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা প্রযুক্ত হয়। এই বিধিনিষেধের লঙ্ঘনকে আমাদের পরিষেবার শর্তাবলী অনুযায়ী প্রতারণা হিসেবে বিবেচনা করা হয় এবং এর ফলস্বরূপ, বর্তমানে রয়েছে আপনার এমন সব YouTube চ্যানেল, আপনার তৈরি করা যেকোনও নতুন চ্যানেল এবং যেসব চ্যানেলে আপনাকে বারবার বা বড় করে দেখানো হয়, সেইসব চ্যানেল বন্ধ করে দেওয়া হতে পারে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14890817993807050631
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false