ক্ষতিকর বা বিপজ্জনক কন্টেন্ট সংক্রান্ত নীতি

১৮ মার্চ, ২০২৪ তারিখ থেকে শুরু করে, ক্ষতিকারক এবং বিপজ্জনক কন্টেন্ট সংক্রান্ত আমাদের নীতি আপডেট করা হবে। এই আপডেটে, দর্শক ডিসক্লেমার ও নির্দেশিকা আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে। এটি করা হয়েছিল যাতে কোনও কন্টেন্ট থেকে সম্ভাব্য ক্ষতির ঝুঁকি আরও ভালোভাবে মূল্যায়ন করা যায়।
গুরুতর শারীরিক ক্ষতি বা মৃত্যুর কারণ হতে পারে এমন বিপজ্জনক বা বেআইনি কাজকর্মে উৎসাহ দেওয়ার জন্য তৈরি কন্টেন্ট YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না।
 
এই নীতি লঙ্ঘন করছে এমন কোনও কন্টেন্ট খুঁজে পেলে, এটির ব্যাপারে অভিযোগ জানান। 

 

এই নিবন্ধের নির্দিষ্ট কোনও বিভাগে সরাসরি যান:

গুরুত্বপূর্ণ: ভিডিও, ভিডিওর বিবরণ, মন্তব্য, লাইভ স্ট্রিম সহ যেকোনও YouTube প্রোডাক্ট অথবা ফিচারের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য। এছাড়াও, আপনার কন্টেন্টের এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য। ক্লিক করা যায় এমন URL, ভিডিওতে মৌখিকভাবে দর্শকদের অন্যান্য সাইটে যাওয়ার নির্দেশ ইত্যাদি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে।

ক্ষতিকর বা বিপজ্জনক কন্টেন্ট সংক্রান্ত নীতি

এই নীতি আপনার কন্টেন্টের উপর কী প্রভাব ফেলে

মনে রাখবেন: নিম্নলিখিত তালিকা সম্পূর্ণ নয়। আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করতে পারে বলে মনে হলে সেটি পোস্ট করবেন না।
এই কন্টেন্ট YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না:

ক্ষতিকারক বা বিপজ্জনক কার্যকলাপ, চ্যালেঞ্জ বা প্র্যাঙ্ক

  • অত্যন্ত বিপজ্জনক চ্যালেঞ্জ: গুরুতর শারীরিক ক্ষতির সম্ভাবনা আছে এমন চ্যালেঞ্জ।
  • বিপজ্জনক বা ভয় দেখানোর জন্য প্র্যাঙ্ক: যাকে হয়রান করা হচ্ছে তিনি গুরুতর শারীরিক ক্ষতি হবে বলে ভয় পান বা অপ্রাপ্তবয়স্কদের প্রচন্ড মানসিক উৎপীড়নের কারণ হয় এমন প্র্যাঙ্ক।
  • ক্ষতিকারক বা বিপজ্জনক কার্যকলাপ: প্রাপ্তবয়স্কদের এমন কার্যকলাপ যার ফলে গুরুতর ক্ষতি বা মৃত্যুর অবশ্যম্ভাবী ঝুঁকি তৈরি হয়।
  • বিপজ্জনক কার্যকলাপে অংশগ্রহণ করছে এমন নাবালক: নাবালকদের মানসিক ও শারীরিক ক্ষতি করতে পারে এমন কন্টেন্ট। আরও তথ্যের জন্য আমাদের বাচ্চাদের নিরাপত্তা সংক্রান্ত নীতি দেখুন।

অস্ত্র সম্পর্কে কন্টেন্ট

  • হত্যা বা জখম করার ব্যাপারে নির্দেশ: দর্শকরা কীভাবে কাউকে হত্যা বা গুরুতর জখম করতে পারেন সেই বিষয়ে নির্দেশ দেওয়া বা দেখানো হয় এমন কন্টেন্ট।
  • বিস্ফোরক: কাউকে হত্যা বা গুরুতর জখম করার উদ্দেশ্য নিয়ে বিস্ফোরক পদার্থ বা ডিভাইস তৈরির নির্দেশ দেওয়া।
  • আগ্নেয়াস্ত্র: আরও তথ্যের জন্য আমাদের আগ্নেয়াস্ত্র সংক্রান্ত নীতি দেখুন।

ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত কন্টেন্ট

  • চুরি করতে শেখানো: প্রোডাক্ট চুরি বা কিছু ফ্রিতে পাওয়ার স্পষ্ট উদ্দেশ্য নিয়ে নির্দেশ সহ ভিডিও পোস্ট করা।
  • হ্যাকিং: কম্পিউটার বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কীভাবে ক্রেডেনশিয়াল চুরি, ব্যক্তিগত ডেটার ক্ষতি বা অন্য কারও গুরুতর ক্ষতি করা যায় সেটি দেখানো।
  • ডিজিটাল কন্টেন্ট বা পরিষেবার জন্য পেমেন্ট এড়িয়ে যাওয়া: সাধারণত পেমেন্ট করতে হয় এমন কন্টেন্ট, সফ্টওয়্যার বা পরিষেবাতে কীভাবে অননুমোদিত অ্যাক্সেস পাওয়া যায় সেটি দর্শকদের দেখানো।
  • ফিশিং: দর্শকদের প্রতারণা করে তাদের থেকে সর্বজনীন নয় এমন ব্যক্তিগতভাবে শনাক্তকরণযোগ্য তথ্য পাওয়ার চেষ্টা করে বা কীভাবে পেতে হয় তা শেখায় এমন কন্টেন্ট।
    • ক্রিপ্টোফিশিং: ফিশিংয়ের পরিকল্পনা নিয়ে ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত ওয়ালেটের বিবরণ চাওয়া।

বেআইনি বা নিয়ন্ত্রিত প্রোডাক্ট বা পরিষেবা

ক্ষতিকারক বা বিপজ্জনক কন্টেন্টের উদাহরণ

YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না এমন কিছু ক্ষতিকারক বা বিপজ্জনক কন্টেন্টের উদাহরণ এখানে দেওয়া হল। 

মনে রাখবেন: নিম্নলিখিত তালিকা সম্পূর্ণ নয়।

অত্যন্ত বিপজ্জনক চ্যালেঞ্জ

  • শ্বাসরোধ: শ্বাস নিতে বাধা দেয় বা শ্বাসরোধ হতে পারে এমন যেকোনও কার্যকলাপ। এখানে কিছু উদাহরণ দেওয়া হল:
    • শ্বাসরোধ করা, ডুবিয়ে দেওয়া বা গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়ার খেলা
    • খাদ্যদ্রব্য নয় এমন পদার্থ খাওয়া
  • অস্ত্রের অপব্যবহার: উপযুক্ত সতর্কতা অবলম্বন না করে বা শারীরিক ক্ষতি হতে পারে এমন কোনও পদ্ধতিতে বন্দুক বা ছুরির মতো অস্ত্রের ব্যবহার। "No Lackin'" চ্যালেঞ্জ এর মধ্যে পড়ে।
  • ক্ষতিকারক দ্রব্য খাওয়া: খাদ্যদ্রব্য নয় এমন জিনিস বা রাসায়নিক পদার্থ খাওয়া বা শরীরে প্রবেশ করানো, যার ফলে বিষক্রিয়া বা অসুস্থতা হতে পারে। সাবান খাওয়ার চ্যালেঞ্জ এর মধ্যে পড়ে।
  • পুড়ে যাওয়া, ঠান্ডায় জমে যাওয়া বা তড়িতাহত হওয়া: গুরুতর পুড়ে যাওয়া, ঠান্ডায় জমে যাওয়া, ফ্রস্টবাইট বা তড়িতাহত হওয়ার বিশেষ সম্ভাবনা আছে এমন কার্যকলাপ। এর মধ্যে আগুন ও গরম জল সংক্রান্ত চ্যালেঞ্জ পড়ে।
  • অঙ্গচ্ছেদ ও ভোঁতা জিনিসের আঘাতজনিত যন্ত্রণা: এই ধরনের কার্যকলাপ:
    • নিজের অঙ্গচ্ছেদ করা
    • স্বাভাবিক স্বাস্থ্য রক্ষার উপায় না মেনে চলা
    • পড়ে যাওয়া, শূলে চড়ানো, ধাক্কা লাগা, ভোঁতা জিনিসের আঘাতজনিত যন্ত্রণা বা পেষণ করা

মনে রাখবেন: কন্টেন্ট শিক্ষামূলক ভিডিও বা তথ্যচিত্রের অংশ হিসেবে দেখানো হলে আমরা সেটির উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করতে পারি।

বিপজ্জনক বা ভয় দেখানো প্র্যাঙ্ক

  • ইচ্ছাকৃতভাবে শারীরিক আঘাত দেওয়া: সন্দেহ করছেন না এমন কোনও ব্যক্তির শারীরিক ক্ষতি করা। এখানে কিছু উদাহরণ দেওয়া হল:
    • ঘুষি মারা
    • খাদ্য বা পানীয়তে ল্যাক্সেটিভ যোগ করা
    • তড়িতাহত করার প্র্যাঙ্ক
  • অবিলম্বে বিপদ হতে পারে বলে কাউকে ভয় পাইয়ে দেওয়া: আসলে কোনও শারীরিক ক্ষতি না হলেও ছলনার মাধ্যমে কারও মনে প্রকৃত বিপদের আশঙ্কা জাগিয়ে তোলা। এখানে কিছু উদাহরণ দেওয়া হল:
    • অস্ত্র দেখিয়ে শাসানো
    • বোমা বিস্ফোরণের ভয় দেখানো
    • জরুরি পরিষেবা বা ৯১১ নম্বরে ভুয়ো কল করা
    • বাড়িতে অনধিকার প্রবেশ বা ডাকাতির নকল করা
    • নকল অপহরণ
  • নাবালক বা মানসিকভাবে দুর্বল ব্যক্তিদের প্রতি মানসিক নির্যাতন: কোনও বাচ্চা বা মানসিকভাবে দুর্বল ব্যক্তির সাথে করা এমন প্র্যাঙ্ক যা মানসিক নির্যাতন, শারীরিক সুরক্ষা সংক্রান্ত হুমকির জন্য তৈরি হওয়া ভয়ের কারণ হয়। এখানে কিছু উদাহরণ দেওয়া হল:
    • জাল মৃত্যু বা আত্মহত্যা
    • ভুয়ো হিংস্রতা
    • অভিভাবক বা বাচ্চার দেখাশোনা করেন এমন ব্যক্তি একজন বাচ্চাকে ফেলে চলে যাবেন এমন ভান করা
    • অভিভাবক বা বাচ্চার দেখাশোনা করেন এমন ব্যক্তি একজন বাচ্চার সাথে মৌখিকভাবে দুর্ব্যবহার বা তাকে অপমান করছেন এমন কন্টেন্ট দেখানো

মনে রাখবেন: প্রাপ্তবয়স্কদের নিয়ে প্র্যাঙ্ক কন্টেন্ট যা আমাদের নীতি লঙ্ঘন করে না তার উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

ক্ষতিকারক বা বিপজ্জনক কাজ

  • গুরুতর ক্ষতি বা মৃত্যুর ঝুঁকি নেওয়া: এমন আচরণ যা দেখায় যে প্রাপ্তবয়স্করা গুরুতর শারীরিক ক্ষতি বা মৃত্যুর ঝুঁকি নিচ্ছেন, বিশেষ করে যদি সেই বিপজ্জনক কার্যকলাপ দেখা কোনও ব্যক্তি সেটি অনুকরণ করতে পারেন অথবা কন্টেন্ট বিপজ্জনক কার্যকলাপের প্রশংসা করে বা তাতে উৎসাহ দেয়। বিপজ্জনক কার্যকলাপের মধ্যে অন্তর্ভুক্ত হল তবে এর মধ্যেই সীমিত নয়, উপরে উল্লেখ করা অত্যন্ত বিপজ্জনক চ্যালেঞ্জ বিভাগের আওতায় তালিকাভুক্ত যেকোনও কার্যকলাপ, যেমন শ্বাসরোধ বা তড়িতাহত হওয়ার ঝুঁকি নেওয়ার মতো কার্যকলাপ।
    • এছাড়াও, যেসব কন্টেন্ট নাবালকদের বিপজ্জনক কার্যকলাপ করতে দেখায় আমরা সেগুলি দেখানোর অনুমতি দিই না। এর মধ্যে অন্তর্ভুক্ত হল নাবালকদের এগুলি করতে দেখানো:
      • মদ্যপান
      • ভেপোরাইজার, ই-সিগারেট, তামাক বা মারিজুয়ানা ব্যবহার করা
      • আতশবাজির অপব্যবহার
      • তত্ত্বাবধান ছাড়াই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা
  • অত্যন্ত বিপজ্জনকভাবে গাড়ি চালানো: ড্রাইভার বা অন্যান্য ব্যক্তির গুরুতর আহত হওয়া বা মৃত্যুর আসন্ন ঝুঁকি আছে এমনভাবে গাড়ি চালানো। এখানে কিছু উদাহরণ দেওয়া হল:
    • মোবাইল ফোনে তোলা ফুটেজে একজন মোটরসাইকেল আরোহী তীব্র গতিতে সামনে থেকে আসা গাড়ির ভিড়ের মধ্যে দিয়ে এঁকেবেঁকে যাচ্ছেন বলে দেখানো হয়। ভয়েসওভারে বলা হয় "এটি সত্যিই অসাধারণ ছিল!"
    • হেঁটে যাওয়ার জন্য নির্দিষ্ট পথে প্রচন্ড বেগে গাড়ি চালানো।

ক্ষতি করতে শেখানো

  • বোমা তৈরি করা: অন্য কাউকে হত্যা করা বা আঘাত দেওয়ার জন্য দর্শকদের বোমা তৈরি করা শেখানো। এখানে কিছু উদাহরণ দেওয়া হল:
    • পাইপ বোমা
    • প্যাকেজ বোমা
    • এক্সপ্লোসিভ ভেস্ট
    • মোলোটভ ককটেল
  • বাচ্চাদের নিয়ে হিংস্রতা: বাচ্চাদের মধ্যে বাস্তব লড়াই বা হিংস্র কার্যকলাপ। আরও তথ্যের জন্য আমাদের বাচ্চাদের নিরাপত্তা সংক্রান্ত নীতি দেখুন।

মনে রাখবেন: কন্টেন্ট শিক্ষামূলক ভিডিও বা তথ্যচিত্রের অংশ হিসেবে দেখানো হলে আমরা সেটির উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করতে পারি।

বয়স সংক্রান্ত বিধিনিষেধ যুক্ত কন্টেন্ট

মনে রাখবেন: নিম্নলিখিত তালিকা সম্পূর্ণ নয়।
কিছু ক্ষেত্রে কন্টেন্ট আমাদের নীতি লঙ্ঘন না করলেও সেটি ১৮ বছরের কম বয়সের দর্শকদের দেখার পক্ষে উপযুক্ত নাও হতে পারে।
বিপজ্জনক কার্যকলাপ দেখানো কোনও কন্টেন্ট যদি নিম্নিলিখিত শর্তগুলির মধ্যে একটি বা একাধিক শর্ত পূরণ করে তাহলে কন্টেন্টটি সরিয়ে দেওয়ার পরিবর্তে আমরা সেটির উপর বিধিনিষেধ আরোপ করতে পারি:
  • শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক, বা শৈল্পিক প্রসঙ্গ আছে, যেমন কার্যকলাপের ঝুঁকি সম্পর্কে তথ্য প্রদান করা। যেমন, এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে এমন প্রসঙ্গ যা সেইসব আঘাতের ধরন ব্যাখ্যা করে যেগুলি বিপজ্জনক কার্যকলাপ করার কারণে ঘটতে পারে অথবা বিপজ্জনক কার্যকলাপের কারণে নিজের আঘাত পাওয়ার ঘটনা বর্ণনা করে। সেটি নিরাপদে করা এবং আঘাত পাওয়া এড়ানোর জন্য কী ধরনের সতর্কতা অবলম্বন করা বা প্রশিক্ষণ প্রয়োজন তা ব্যাখ্যা করে এমন কন্টেন্ট এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। "এটি বাড়িতে করার চেষ্টা করবেন না" লিখলে তা ব্যতিক্রম হিসেবে গণ্য করা নাও হতে পারে।
  • দেখানো কার্যকলাপে গুরুতর আঘাতের ঝুঁকি নেই।
  • কন্টেন্টটি দেখানো কার্যকলাপের প্রচার করে না। প্রচারের মধ্যে অন্তর্ভুক্ত হল সেই কার্যকলাপের জন্য যেকোনও ধরনের উৎসাহ প্রদান বা প্রশংসা করার মতো কাজ অথবা সেটি কীভাবে সম্পূর্ণ করতে হবে সেই সংক্রান্ত নির্দেশাবলী প্রদান করা।

বয়স সংক্রান্ত বিধিনিষেধযুক্ত কন্টেন্ট এবং বয়স সংক্রান্ত বিধিনিষেধযুক্ত ভিডিও কীভাবে দেখতে হয় সেগুলি সম্পর্কে জানুন।

বয়স সংক্রান্ত বিধিনিষেধযুক্ত কন্টেন্টের উদাহরণ

  • প্রাপ্তবয়স্কদের নিয়ে তৈরি প্র্যাঙ্ক কন্টেন্টে অতিরিক্ত নকল রক্ত বা সাংঘাতিক ভুয়ো আঘাত দেখানো।
  • লোকজন বিপজ্জনক চ্যালেঞ্জে যুক্ত আছেন এমন ফুটেজ দেখানো, তার সাথে সাথে কতজন ব্যক্তি চ্যালেঞ্জের কারণে গুরুতরভাবে আহত হয়েছেন সেই সংখ্যার বিবরণ সহ ধারভাষ্য দেওয়া।
  • প্রাপ্তবয়স্কদের নিয়ে তৈরি কন্টেন্ট যেখানে তারা আতশবাজি অপব্যবহার করছেন।
  • এমন কন্টেন্ট যেটি দেখায় যে অংশগ্রহণ করতে ইচ্ছুক এমন ব্যক্তি বা নিজেদের উপর প্রাপ্তবয়স্করা টেজার (বৈদ্যুতিন ডার্ট নিক্ষেপ করে এমন বন্দুক) ব্যবহার করছেন।
  • এমন কন্টেন্ট যেটি দেখায় যে কোনও প্রাপ্তবয়স্ক পারকোর খেলোয়াড় অত্যন্ত বিপজ্জনক অপেশাদার স্টান্ট ভিডিওতে প্রতিক্রিয়া দিচ্ছেন এবং ক্ষতির ঝুঁকি সম্পর্কে কমেন্ট করছেন।

শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক বা শৈল্পিক কন্টেন্ট

এই নীতি লঙ্ঘন করতে পারে এমন কন্টেন্টও কিছু ক্ষেত্রে YouTube-এ থাকতে পারে যদি তা শিক্ষামূলক, তথ্যচিত্র সম্পর্কিত, বৈজ্ঞানিক ও শৈল্পিক (EDSA) প্রসঙ্গের কন্টেন্ট হয়। YouTube কীভাবে EDSA কন্টেন্টের মূল্যায়ন করে সেই বিষয়ে আরও জানুন

মনে রাখবেন: কিছু ক্ষেত্রে EDSA কন্টেন্টের উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হতে পারে। EDSA প্রসঙ্গ যোগ করা থাকলেও কিছু কন্টেন্ট YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না, যেমন যেসব কন্টেন্ট প্রেসক্রিপশন ছাড়া ড্রাগ ও নিয়ন্ত্রিত ওষুধ বিক্রি করে

EDSA কন্টেন্টের উদাহরণ

  • শ্বাসরোধ করার খেলা নিয়ে তৈরি তথ্যচিত্র উপযুক্ত হিসেবে বিবেচিত হতে পারে, কিন্তু সেই ভিডিও থেকে প্রসঙ্গ বহির্ভূত ক্লিপ পোস্ট করার অনুমতি দেওয়া হবে না।
  • স্টান্ট দেখান এমন পেশাদার ব্যক্তি ভিডিওতে বিপজ্জনক মোটরসাইকেল জাম্প সম্পূর্ণ করেন এবং প্রস্তুতির জন্য আগে থেকে কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তা দর্শকদের দেখান, যেমন সেই জায়গায় জরুরি মেডিকেল পরিষেবা প্রদান করেন এমন লোকজনের উপস্থিতি এবং সুরক্ষামূলক সরঞ্জামের ব্যবহার।
  • তথ্যচিত্রে নির্দিষ্ট গোষ্ঠীতে ড্রাগ ব্যবহারের ফলাফল সম্পর্কে দেখানো হয়, যেখানে ড্রাগ সেবন দেখানো হলেও দর্শকদের সেই ব্যাপারে অনুৎসাহী করা হয় এবং কীভাবে তা কিনতে বা বিক্রি করতে হয় সেই বিষয়ে কোনও তথ্য প্রদান করা হয় না।
  • ভিডিওতে দর্শকদের নিরাপদে গাড়ি চালানোর পদ্ধতি বা গাড়ির নিরাপত্তা ফিচার সম্পর্কে শেখানোর জন্য নিয়ন্ত্রিত পরিবেশে বিপজ্জনক গাড়ি চালানো বা গাড়ির দুর্ঘটনা দেখানো।

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে কী হবে

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে, সেটি সরিয়ে দেওয়া হবে এবং আপনাকে ইমেল করে জানানো হবে। আপনার পোস্ট করা লিঙ্ক নিরাপদ কিনা তা যাচাই করতে না পারলে আমরা সেটি সরিয়ে দিতে পারি। মনে রাখবেন, ভিডিওতে বা ভিডিওর মেটাডেটায় কোনও নীতি লঙ্ঘনকারী URL পোস্ট করলেও ভিডিওটি সরিয়ে দেওয়া হতে পারে।

প্রথমবার কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, চ্যানেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে আপনাকে শুধু সতর্ক করা হতে পারে। আপনি একটি নীতি সংক্রান্ত ট্রেনিং নিয়ে এই সতর্কতার মেয়াদ ৯০ দিনে শেষ করার সুযোগ পাবেন। তবে, ওই ৯০ দিন সময়সীমার মধ্যেই আবার একই নীতি লঙ্ঘন করলে, এই সতর্কতার মেয়াদ শেষ হবে না এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। ট্রেনিং শেষ করার পরে আপনি যদি অন্য কোনও নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে আবার সতর্ক করা হবে।

আপনি ৯০ দিনের মধ্যে ৩টি স্ট্রাইক পেলে, আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। স্ট্রাইক কীভাবে ও কেন প্রয়োগ করা হয়, সেই সম্পর্কে আরও জানুন

কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী বারবার লঙ্ঘনের কারণে আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। একবার গুরুতর কোনও অপব্যবহার করলে অথবা চ্যানেলটি নীতি লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি করা হলে, আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। যারা বার বার নীতি লঙ্ঘন করেন তাদের আমরা ভবিষ্যতে নীতি সংক্রান্ত ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি। চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সম্পর্কে আরও জানুন

বাকি কমিউনিটি নির্দেশিকা ভালোভাবে পড়ুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3495573618654465298
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false