কপিরাইট কী?

অনেক দেশে কোনও ব্যক্তির আসল কাজ যদি স্থায়ীভাবে বাস্তব মিডিয়ামে ধরে রাখার মতো হয়, তাহলে তিনি অটোমেটিক সেটির কপিরাইটের মালিক হন। কপিরাইটের মালিক হিসেবে সেই কাজ ব্যবহার করার এক্সক্লুসিভ অধিকার তার আছে। অধিকাংশ ক্ষেত্রে, অন্য কেউ কাজটি ব্যবহার করার জন্য অনুমোদিত কিনা তা একমাত্র কপিরাইটের মালিকই ঠিক করতে পারেন। 

কোন ধরনের কাজ কপিরাইটের অধীনে পড়ে?
  • অডিওভিজ্যুয়াল কাজ, যেমন টিভি শো, সিনেমা ও অনলাইন ভিডিও
  • সাউন্ড রেকর্ডিং ও মিউজিক কম্পোজিশন
  • লিখিত কাজ, যেমন ভাষণ, নিবন্ধ, বই ও মিউজিক কম্পোজিশন
  • ভিজ্যুয়াল কাজ, যেমন আঁকা ছবি, পোস্টার ও বিজ্ঞাপন
  • ভিডিও গেম ও কম্পিউটার সফ্টওয়্যার
  • নাটক ও অনুরূপ অন্যান্য উপস্থাপনা, যেমন নাটক ও গীতিনাট্য

আইডিয়া, বাস্তবিক তথ্য ও কোনও প্রক্রিয়া কপিরাইটের অধীনে পড়ে না। কপিরাইট আইন অনুযায়ী কোনও কাজ কপিরাইট সুরক্ষার জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হতে, সেটি সৃজনশীল হতে হবে এবং বাস্তব মিডিয়ামে ধরা থাকতে হবে। শুধু নাম ও শীর্ষক কপিরাইট-সুরক্ষিত হতে পারে না।

আমি কি কপিরাইট লঙ্ঘন না করে কপিরাইট-সুরক্ষিত কাজ ব্যবহার করতে পারি?

নীতি লঙ্ঘন না করে কপিরাইট-সুরক্ষিত কন্টেন্ট ব্যবহার করা সম্ভব। এর উদাহরণ হল, কপিরাইট সংক্রান্ত ব্যতিক্রম, যেমন, ন্যায্য ব্যবহার, ন্যায্যভাবে ম্যানেজ করা , অথবা অনুমতি নিয়ে অন্য কারও কন্টেন্ট ব্যবহার করা

আপনার ভিডিওতে অন্য কারও মিউজিক ব্যবহার করার কথা ভাবলে, সেই সংক্রান্ত বিভিন্ন বিকল্প সম্পর্কে আরও জানুন:

Options for using music in your videos

 

এছাড়াও, নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করলে কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাজ আবার ব্যবহার করার অনুমতি দেন, এটিকে Creative Commons লাইসেন্স বলা হয়।

YouTube কি কপিরাইটের মালিকানা নির্ধারণ করতে পারে?

না। মালিকানা নিয়ে কোনও বিবাদ হলে YouTube সেটির মধ্যস্থতা করতে পারে না। কপিরাইট লঙ্ঘনের কারণে কন্টেন্ট সরিয়ে দেওয়ার সম্পূর্ণ ও সঠিক অনুরোধ পেলে আমরা আইন অনুযায়ী সেই কন্টেন্ট সরিয়ে দিই। সঠিক জবাবি বিজ্ঞপ্তি পেলে যে ব্যক্তি সরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন তাকে সেটি পাঠিয়ে দেওয়া হয়। তারপরে, এই সমস্যায় জড়িত দুটি পক্ষকেই আদালতে গিয়ে সেটির সমাধান করতে হয়।

কপিরাইট ও ট্রেডমার্ক কি এক?

না। কপিরাইট এক ধরনের মেধা সম্পত্তি। এটি ট্রেডমার্কের থেকে আলাদা। ট্রেডমার্কের মাধ্যমে অন্য কোনও ব্যক্তি বা সংস্থা বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য যাতে ব্র্যান্ডের নাম, মূলমন্ত্র, লোগো বা সোর্স শনাক্তকারী ব্যবহার করতে না পারে সেটি নিশ্চিত করা হয়। পেটেন্ট আইন যা কোনও আবিষ্কারকে সুরক্ষিত রাখে, সেটির থেকেও কপিরাইট আলাদা।

ট্রেডমার্ক বা অন্য আইন লঙ্ঘন করে এমন কোনও ভিডিও YouTube থেকে অন্য পদ্ধতিতে সরিয়ে দেওয়া হয়

কপিরাইট এবং গোপনীয়তার মধ্যে পার্থক্য কী?

আপনি ভিডিও, অডিও রেকর্ডিং বা ছবিতে উপস্থিত আছেন মানেই সেটির কপিরাইটও আপনার মালিকানাধীন তা নয়। যেমন আপনার একজন বন্ধু আপনার সাথে তার কথোপকথনের ভিডিও রেকর্ড করলে, তিনি সেটির কপিরাইটের মালিক হবেন। আপনারা দুজনে যা বলাবলি করছেন সেটি আগে থেকেই ঠিক করা না থাকলে, সেই শব্দগুলি ভিডিওর কপিরাইট থেকে আলাদা কোনও কপিরাইটের অধীনে পড়বে না।

আপনার বন্ধু বা অন্য কেউ অনুমতি না নিয়ে আপনার ছবি, ভিডিও বা রেকর্ডিং আপলোড করলে এবং সেটি আপনার গোপনীয়তা বা নিরাপত্তা লঙ্ঘন করছে বলে মনে হলে, আপনি গোপনীয়তা সংক্রান্ত অভিযোগ জমা দিতে পারেন।

কপিরাইট সম্পর্কে সাধারণ ভুল ধারণা

কপিরাইট সম্পর্কে কিছু সাধারণ ভুল ধারণা এবং YouTube-এ সেগুলি কীভাবে কাজ করে তা নিচে উল্লেখ করা হল। মনে রাখবেন, এইসব কাজের মধ্যে থেকে কোনও একটি করলেও, তা কপিরাইট লঙ্ঘনের কারণে কন্টেন্ট সরিয়ে দেওয়ার অনুরোধ বা Content ID সংক্রান্ত দাবি থেকে আপনার কন্টেন্টকে সুরক্ষিত রাখতে পারবে না:

ভুল ধারণা ১: কপিরাইটের মালিককে স্বীকৃতি দিলেই আপনি তার কন্টেন্ট ব্যবহার করতে পারবেন

কপিরাইটের মালিককে স্বীকৃতি দিলেও, আপনি তার কপিরাইটযুক্ত কাজ ব্যবহার করার অধিকার অটোমেটিক পাবেন না। YouTube-এ আপলোড করার আগে আপনার ভিডিওর কপিরাইট-সুরক্ষিত সব এলিমেন্টের জন্য প্রয়োজনীয় সব অধিকার আপনি যে সুরক্ষিত করেছেন তা নিশ্চিত করতে হবে।

আপনি যদি বিশ্বাস করেন যে আপনার কপিরাইট-সুরক্ষিত কন্টেন্টের ব্যবহার কপিরাইট ব্যতিক্রম (যেমন ন্যায্য ব্যবহার বা ন্যায্যভাবে ম্যানেজ করা) হিসেবে গ্রাহ্য হওয়ার উপযুক্ত, তাহলে মনে রাখবেন, এমনকি আপনি কারও কপিরাইটযুক্ত কাজে আসল কন্টেন্ট যোগ করলেও আপনার ভিডিও কপিরাইট ব্যতিক্রম হিসেবে গ্রাহ্য হওয়ার উপযুক্ত নাও হতে পারে। আপলোড করার আগে আপনার কন্টেন্ট যত্নসহকারে মূল্যায়ন করতে ভুলবেন না এবং প্রয়োজনে আইনি পরামর্শ নিন।

ভুল ধারণা ২: "অলাভজনক" হিসেবে দাবি করলে আপনি যেকোনও কন্টেন্ট ব্যবহার করতে পারেন

কপিরাইট-সুরক্ষিত কাজ থেকে অর্থ উপার্জন করা না হলেও কপিরাইট দাবি এড়িয়ে যাওয়া যায় না। যেমন, আপনি যে ভিডিও আপলোড করেছেন সেটিকে "শুধু বিনোদনের জন্য" বা "অলাভজনক" হিসেবে চিহ্নিত করাটাই যথেষ্ট নয়।

ন্যায্য ব্যবহার বা ন্যায্যভাবে ম্যানেজ করার মতো কপিরাইট ব্যতিক্রমের ক্ষেত্রে, কপিরাইট ব্যতিক্রম হিসেবে গ্রাহ্য হওয়ার উপযুক্ত কিনা তা মূল্যায়ন করার জন্য আপনার ব্যবহারের উদ্দেশ্যটি আদালত যত্ন সহকারে দেখবে। যেমন, "অলাভজনক" উদ্দেশ্যে কন্টেন্ট ব্যবহার করলে তা ন্যায্য ব্যবহার সম্পর্কিত বিশ্লেষণে বিশেষ সুবিধা পায়। তবে, এটি নিজে কোনও অটোমেটিক সুরক্ষা কবচ নয়।

ভুল ধারণা ৩: অন্যান্য ক্রিয়েটররা সেটি করে থাকেন, তাই আপনিও তা করতে পারেন

সাইটে যদি আপনার আপলোড করা ভিডিওর মতো অন্যান্য ভিডিও থাকে, তার মানে এই নয় যে আপনারও সেই কন্টেন্ট পোস্ট করার অধিকার আছে।

কখনও কখনও কপিরাইটের মালিক আমাদের সাইটে দেখানোর জন্য কিছু কন্টেন্ট (সব নয়) ব্যবহার করার অনুমতি দিয়ে থাকেন। অন্য সময়, প্রায় একইরকম ভিডিওর কপিরাইট আলাদা আলদা মালিকের অধীনে থাকতে পারে এবং কেউ ব্যবহার করার অনুমতি দিলেও আরেকজন নাও দিতে পারেন।

ভুল ধারণা ৪: আপনি iTunes-এ কেনা কন্টেন্ট, সিডি বা ডিভিডি ব্যবহার করতে পারেন

আপনি কোনও কন্টেন্ট কিনেছেন মানেই সেটি YouTube-এ আপলোড করার আপনার অধিকার আছে তা নয়। আপনি কপিরাইটের মালিককে স্বীকৃতি দিলেও, আপনার কেনা কন্টেন্ট সহ ভিডিও পোস্ট করার ফলে কপিরাইট সংক্রান্ত আইন লঙ্ঘন হতে পারে।

ভুল ধারণা ৫: টিভি, সিনেমা হল বা রেডিও থেকে আপনার নিজের রেকর্ড করা কন্টেন্ট নিয়ে কোনও অসুবিধা নেই

আপনি নিজে কিছু রেকর্ড করেছেন মানেই সেটি YouTube-এ আপলোড করার সব অধিকার আপনার আছে তা নয়। আপনি যা রেকর্ড করেছেন সেটিতে ব্যাকগ্রাউন্ডে চলছে এমন কপিরাইটযুক্ত মিউজিকের মতো অন্য কারও কপিরাইট-সুরক্ষিত কন্টেন্ট থাকলে, আপনাকে কপিরাইট মালিকের থেকে সেই কন্টেন্ট ব্যবহার করার অনুমতি নিতে হবে।

ভুল ধারণা ৬: এটি উল্লেখ করা যে "ইচ্ছাকৃতভাবে কপিরাইট লঙ্ঘন করা হয়নি"

"সব অধিকার লেখকের কাছে আছে", "ইচ্ছাকৃতভাবে কপিরাইট লঙ্ঘন করা হয়নি" অথবা "আমি এটির মালিক নই" এমন কোনও উক্তি বা ডিসক্লেমার দিলেই যে কপিরাইট মালিকের থেকে কন্টেন্ট ব্যবহার করার জন্য প্রয়োজনীয় অনুমতি আপনি পেয়ে যাবেন বা আপনি ন্যায্য ব্যবহার বা ন্যায্যভাবে ম্যানেজ করার মতো কপিরাইট ব্যাতিক্রমের জন্য অটোমেটিক উপযুক্ত হয়ে যাবেন তা নয়।

ভুল ধারণা ৭: কয়েক সেকেন্ডের কপিরাইটযুক্ত কন্টেন্ট থাকলে কোনও অসুবিধা নেই

কপিরাইট-সুরক্ষিত কন্টেন্ট যেকোনও পরিমাণে কপিরাইট মালিক বা মালিকদের থেকে অনুমতি ছাড়াই ব্যবহার করা হলে, এমনকি তা যদি মাত্র কয়েক সেকেন্ডেরও হয়, তাহলে আপনার ভিডিও কপিরাইট দাবি পেতে পারে। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার কপিরাইট-সুরক্ষিত কন্টেন্টের ব্যবহার কপিরাইট ব্যতিক্রম (যেমন ন্যায্য ব্যবহার বা ন্যায্যভাবে ম্যানেজ করা) হিসেবে গ্রাহ্য হওয়ার উপযুক্ত, তাহলে মনে রাখবেন যে শুধুমাত্র আদালতই এই সিদ্ধান্ত নিতে পারে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12977319021342267358
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false