YouTube Shopping অ্যাফিলিয়েট প্রোগ্রামের ওভারভিউ এবং যোগ্যতা

YouTube Shopping অ্যাফিলিয়েট প্রোগ্রাম 🛍️

পছন্দের প্রোডাক্ট দর্শকদের খুঁজে পেতে সাহায্য করার সাথে সাথে YouTube Shopping অ্যাফিলিয়েট প্রোগ্রাম আপনাকে YouTube-এ অর্থ উপার্জন করার সুযোগ দেয়। এই প্রোগ্রামের মাধ্যমে, আপনি যা করতে পারেন:

  • কেনাকাটার ব্যাপারে আপনার অনুরাগীদের সাহায্য করতে: আপনার কন্টেন্টে প্রোডাক্ট ট্যাগ করলে, অনুরাগীরা দামের মতো দরকারি তথ্য চটপট স্ক্যান করতে পারবেন এবং রিটেলারের সাইটে চেক-আউট করার সময়েও আপনার ভিডিও দেখা চালিয়ে যেতে পারবেন।
  • আপনার YouTube ব্যবসা থেকে আরও উপার্জন পেতে: YouTube-এর সাহায্যে আপনার সামগ্রিক উপার্জনের সম্ভাবনা বাড়িয়ে -- YouTube জুড়ে আরও ব্র্যান্ড ও দর্শকের সামনে আপনার দুর্দান্ত শপিং কন্টেন্ট নিয়ে আসার ব্যাপারে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আপনাকে সাহায্য করে। আপনার অনুরাগীরা কিছু কিনলে আপনিও প্রতিযোগিতামূলক কমিশন উপার্জন করবেন।
  • আরও বেশি সময় ধরে তৈরি করুন: YouTube Studio-তে আপনি প্রোডাক্ট ট্যাগ করতে, ইনসাইট পেতে ও রিভিউ বাবদ উপার্জন করতে পারেন বলে, লোকজন ভালবাসেন এমন কন্টেন্ট তৈরি করতে আরও বেশি সময় এবং লিঙ্ক ম্যানেজ করার জন্য কম সময় ব্যয় করতে পারবেন।
মনে রাখবেন: এই প্রোগ্রামটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের উপযুক্ত ক্রিয়েটরদের জন্য উপলভ্য। আপনি আগেভাগে যোগদান করতে চাইলে অথবা নির্দিষ্ট ব্র্যান্ড সাজেস্ট করতে চাইলে, এই ফর্ম পূরণ করুন। এই ফর্মটি পূরণ করলেই যে আপনি আমন্ত্রণ পাবেন তার কোনও গ্যারান্টি দেওয়া হয় না।

YouTube Shopping অ্যাফিলিয়েট প্রোগ্রাম

যোগ্যতার জন্য যা প্রয়োজন

প্রোগ্রামে আমন্ত্রিত হওয়ার জন্য, আপনাকে অবশ্যই যোগ্যতার এই ন্যূনতম প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে:

  • আপনার চ্যানেল YouTube পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত হতে হবে
  • আপনার চ্যানেলে ১৫,০০০ -এর বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে
  • আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী হতে হবে
  • আপনার চ্যানেল কোনও 'মিউজিক চ্যানেল' বা অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল হলে অথবা মিউজিক পার্টনারদের সাথে যুক্ত থাকলে চলবে না। মিউজিক পার্টনারের মধ্যে মিউজিক লেবেল, ডিস্ট্রিবিউটর, প্রকাশক অথবা VEVO অন্তর্ভুক্ত থাকতে পারে।
  • আপনার চ্যানেলের দর্শক বাচ্চাদের জন্য তৈরি হিসেবে সেট করা নেই এবং চ্যানেলে 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে সেট করা ভিডিওর সংখ্যাও অনেক কম
  • আপনার চ্যানেলে কোনও অ্যাক্টিভ কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক নেই

কীভাবে যোগ দিতে হয়

এই প্রোগ্রামে যোগ দেওয়ার মাপকাঠি পূরণ করলে, আপনি YouTube Studio-তে সাইন-আপ করতে পারবেন।

  1. YouTube Studioতে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, উপার্জন করুন বিকল্প বেছে নিন।
  3. প্রোগ্রাম বিকল্পের নিচে, এখনই যোগ দিন বিকল্পে ক্লিক করুন।
  4. YouTube Shopping অ্যাফিলিয়েট প্রোগ্রামের পরিষেবার শর্তাবলী পর্যালোচনা করুন ও তাতে সম্মতি দিন।
  5. আপনি যোগ দিয়েছেন! আপনার কন্টেন্টে থাকা প্রোডাক্ট ট্যাগ করা শুরু করতে পারবেন। ট্যাগিং সংক্রান্ত নির্দেশিকা মেনে চলছেন কিনা, তা ভালোভাবে দেখে নিন।

অ্যাফিলিয়েট বিক্রেতা ও অফার

আপনি প্রোগ্রামে অংশগ্রহণ করার পরে, অংশগ্রহণকারী বিক্রেতাদের ক্রমবর্ধমান তালিকা থেকে তাদের ট্যাগ করতে পারবেন এবং শতাংশের হিসেবে তাদের কমিশন দেখতে পারবেন। আপনি প্রোডাক্টের ফ্রি স্যাম্পেলের অনুরোধ জানিয়ে, বিক্রির জন্য রয়েছে এমন প্রোডাক্ট দেখার মাধ্যমে এই প্রোগ্রামে যোগ দিতে এবং বিক্রেতাদের থেকে বেশি কমিশনও পেতে পারবেন। আপনার কন্টেন্টে কীভাবে প্রোডাক্ট ট্যাগ করবেন তা জানুন। 

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন। 
  2. বাঁদিকের মেনু থেকে, উপার্জন করুনএবং তারপর শপিং এবং তারপর অ্যাফিলিয়েট অফার ঘুরে দেখুন বিকল্পে ক্লিক করুন। 

  3. “চালু থাকা প্রোগ্রামে যোগ দিন” বিকল্পে গিয়ে আপনি কমিশন, প্রোমোশন, বা Samples বিকল্পে ক্লিক করে চেক করতে পারেন। 

  • মনে রাখবেন: আপনি বিক্রেতার নামের উপরে ক্লিক করে আরও তথ্য জানতে পারবেন। এছাড়াও, আপনি বিক্রেতাদের বর্ণানুক্রমিকভাবে বা সর্বোচ্চ কমিশন রেট অনুসারে সাজাতে পারবেন।

অ্যাফিলিয়েট বিক্রেতাদের তালিকা

আপনি এই প্রোগ্রামের অংশ হয়ে গেলে, আমাদের বেড়ে চলা বিক্রেতাদের তালিকা থেকে প্রোডাক্ট ট্যাগ করা শুরু করতে পারবেন:

অ্যাফিলিয়েট বিক্রেতাদের তালিকা

মনে রাখবেন:
  • এটিই যে বিক্রেতাদের সম্পূর্ণ তালিকা, তা কিন্তু নয়। YouTube Studio-তে আপনি অ্যাফিলিয়েট বিক্রেতাদের সম্পূর্ণ তালিকা খুঁজে পাবেন।
  • আপনি এই প্রোগ্রামে যোগ দিতে ইচ্ছুক কোনও ব্র্যান্ড বা রিটেলার হলে, এই ব্র্যান্ড/রিটেলার আগ্রহসূচক ফর্ম ভর্তি করুন। এই ফর্মটি পূরণ করলেই যে আপনি আমন্ত্রণ পাবেন, তার কোনও গ্যারান্টি দেওয়া হয় না।

আপনার উপার্জন সম্পর্কে বুঝে নিন

প্রত্যেক অংশগ্রহণকারী ব্র্যান্ড এবং রিটেলার, প্রতিটি প্রোডাক্টের জন্য তার কমিশনের হার ও অ্যাট্রিবিউশন উইন্ডো সেট করবে। প্রতিটি প্রোডাক্টের অফার অনুযায়ী কমিশনের শতকরা হার দেখানো হবে। শতাংশের যে হার দেখানো হচ্ছে তা দেওয়া হবে। কোনও দর্শক আপনার ট্যাগ করা প্রোডাক্টে ক্লিক করলে এবং কেনাকাটা করলে, আপনি কমিশন উপার্জন করবেন। YouTube থেকে হওয়া উপার্জন চেক করতে, YouTube Analytics ব্যবহার করতে পারেন।

মনে রাখবেন: গ্রাহকের তরফ থেকে প্রোডাক্ট ফেরত দেওয়ার বিষয়টি থাকার কারণে, প্রোডাক্ট কেনার পর ৬০ থেকে ১২০ দিনের মধ্যে অর্জিত কমিশন AdSense for YouTube -এর মাধ্যমে অ্যাকাউন্টে প্রদান করা হবে। গ্রাহক কোনও প্রোডাক্ট ফেরত দিলে সেটির কমিশন ফিরিয়ে নেওয়া হবে।

পেড প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পনসরশিপ ও এন্ডোর্সমেন্ট

দর্শককে দেখানো প্রয়োজন এমন পেড প্রোডাক্ট প্লেসমেন্ট, এন্ডোর্সমেন্ট, স্পনসরশিপ বা অন্যান্য কন্টেন্ট আপনার ভিডিওতে যোগ করলে, আপনাকে YouTube-এর পেড প্রোডাক্ট প্লেসমেন্ট সংক্রান্ত নীতি অনুসরণ করতে হবে। আরও তথ্য পেতে, এই নিবন্ধ পড়ে দেখুন।

সাইন-আপ সংক্রান্ত সমস্যার সমাধানকরণ

সাইন-আপ করার সময় আপনি যেসব সমস্যার সম্মুখীন হতে পারেন তা সমাধান করার কয়েকটি সাধারণ উপায়:

  • আপনার চ্যানেল উপযুক্ত নাও হতে পারে। আপনার চ্যানেল প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারছে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হতে, উপরে উপযুক্ততার মাপকাঠি পর্যালোচনা করুন।
  • কন্টেন্টের মালিক আপনার চ্যানেল ম্যানেজ করলে, কন্টেন্টের মালিককে আপনার হয়ে চুক্তিতে সম্মতি দিতেই হবে।
  • আপনি হয়ত ভুল YouTube চ্যানেলে সাইন-ইন করেছেন। যে চ্যানেলটি উপযুক্ত বলে আপনি মনে করেন তাতে পাল্টে নিন এবং আবার চেষ্টা করুন।

মনে রাখবেন: আপনার সমস্যা উপরে উল্লিখিত পরিস্থিতিগুলির মধ্যে কোনওটিই না হলে, আরও সহায়তার জন্য ক্রিয়েটর সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।

পেশাদার পদ্ধতি ও রিসোর্স

অ্যাফিলিয়েট প্রোগ্রামে প্রথম দিন থেকে সবচেয়ে বেশি উপার্জন করার জন্য, আমরা সাজেস্ট করি:

  • জনপ্রিয় ব্র্যান্ডের সেলস ও প্রোমো ফিচার করুন: আপনি যে প্রোডাক্টটি ফিচার করতে চান সেটিতে কমিশন উপলভ্য কি না তা চেক করুন এবং আপনার জন্য সবচেয়ে প্রাসঙ্গিক সেলস ও প্রোমো অনুসারে কন্টেন্টের পরিকল্পনা করুন। 
  • সংশ্লিষ্ট প্রোডাক্ট ট্যাগ করুন এবং CTA ব্যবহার করে বিক্রি বাড়ান: আপনার ভিডিও বা Short-এ দেখানো প্রোডাক্টে কন্টেন্ট ট্যাগ করুন এবং একটি কল টু অ্যাকশন ব্যবহার করে দর্শকদের জানান যে তারা সেটি কেনাকাটা করতে পারবেন।
    • একাধিক ভিডিও জুড়ে প্রোডাক্ট ট্যাগ করতে 'বাল্ক ট্যাগিং' ফিচার ব্যবহার করুন: YouTube Studio-এর 'উপার্জন' বিভাগের কেনাকাটা ট্যাব and then প্রোডাক্ট ট্যাগ করুন  and then বিকল্পে যান ও ভিডিওর বিবরণে ট্যাগের জন্য সাজেস্ট করা প্রোডাক্ট দেখানো ভিডিওগুলি পর্যালোচনা করুন।
      • নির্দিষ্ট প্রোডাক্ট ট্যাগ করতে, প্রোডাক্টের ছবিতে ক্লিক করুন and then প্রাসঙ্গিক প্রোডাক্টের পাশে ট্যাগ করুন বিকল্পে অথবা সমস্ত প্রোডাক্ট ট্যাগ করতে সবকটি ট্যাগ করুন বিকল্পে ক্লিক করুন।
      • এক বা একাধিক ভিডিওতে প্রোডাক্ট ট্যাগ করতে, প্রাসঙ্গিক ভিডিও বা সব ভিডিও and then ট্যাগ করুন বিকল্প বেছে নিন।
  • ব্র্যান্ড ও ক্রিয়েটরদের থেকে অনুপ্রেরণা পান: কন্টেন্ট বিষয়ক অনুপ্রেরণা পেতে YouTube ক্রিয়েটরদের অ্যাফিলিয়েট কন্টেন্ট দেখুন।

ক্রিয়েটর স্টার্টার প্যাক

সেট-আপ করার পরামর্শ, পেশাদার পদ্ধতি ও আপনার কন্টেন্টে যোগ করার মজাদার স্টিকারের মতো রিসোর্স দিয়ে স্টার্টার প্যাক ভর্তি করা থাকে।

ক্রিয়েটরের প্লেলিস্ট অ্যাফিলিয়েট করা

এখানে গিয়ে YouTube-এ অন্যান্য ক্রিয়েটরদের অ্যাফিলিয়েট কন্টেন্ট দেখুন এবং অনুপ্রেরণা পান!

YouTube Shopping অ্যাফিলিয়েট পারফর্ম্যান্স বোনাস

মনে রাখবেন: YouTube Shopping অ্যাফিলিয়েট পারফর্ম্যান্স বোনাস ২০২৩-এ শেষ হয়ে গিয়েছে।

YouTube Shopping অ্যাফিলিয়েট পারফর্ম্যান্স বোনাস উপযুক্ত ক্রিয়েটরদের তাদের কন্টেন্টে প্রোডাক্ট ট্যাগ করার মাধ্যমে উপার্জন বৃদ্ধি করার বিশেষ সুযোগ দেয়। ২৭ অক্টোবর–৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর–৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে আপনার ট্যাগ করা প্রোডাক্টের মোট বিক্রির উপর আপনি বোনাস পাবেন। এই বোনাসটি অন্যান্য অ্যাক্টিভ ব্র্যান্ড এবং রিটেল ইনসেনটিভের পরিবর্তে দেওয়া হবে না, বরং বিক্রি থেকে প্রাপ্ত কমিশনের সঙ্গে আলাদাভাবে দেওয়া হবে।

প্রতি মাসে একবার বোনাস পেতে হলে উপযুক্ত ক্রিয়েটরদের নিম্নলিখিত বিক্রির লেভেলে থাকতে হবে (মার্কিন ডলারে পরিমাণ):

  • $৩০০ মূল্যের মোট প্রোডাক্ট বিক্রির জন্য $৩০ বোনাস
  • $১,০০০ মূল্যের মোট প্রোডাক্ট বিক্রির জন্য $১২০ বোনাস
  • $৫,০০০ মূল্যের মোট প্রোডাক্ট বিক্রির জন্য $৭৫০ বোনাস
  • $১৫,০০০-এর বেশি মূল্যের মোট প্রোডাক্ট বিক্রির জন্য $৩,০০০ বোনাস

আপনার মোট বিক্রি থেকে, বোনাস পিরিয়ড শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে ফেরত দেওয়া আইটেমের মূল্য বাদ দেওয়ার পরে যে অর্থমূল্য থাকবে, তার ভিত্তিতে উপার্জিত বোনাস পেমেন্ট গণনা করা হবে। আপনি কত বোনাস পেমেন্ট পেয়েছেন তা প্রতি মাসে প্রোগ্রাম শেষ হওয়ার ১২০ দিনের মধ্যে নিজের AdSense for YouTube অ্যাকাউন্টে দেখতে পাবেন।

মনে রাখবেন: YouTube অ্যাফিলিয়েট প্রোগ্রামের পরিষেবার শর্তাবলী দ্বারা YouTube Shopping অ্যাফিলিয়েট পারফর্ম্যান্স বোনাস পরিচালিত হয়। Google যেকোনও সময় বিজ্ঞপ্তি দিয়ে, YouTube Shopping অ্যাফিলিয়েট পারফর্ম্যান্স বোনাস বন্ধ করে দিতে পারে। Google বেশ কিছু কারণে পেমেন্ট না দেওয়ার অধিকার সংরক্ষণ করে, যার মধ্যে রয়েছে প্রতারণামূলক, অপব্যবহারমূলক, জালিয়াতি বা Google-এর দ্বারা নির্ধারিত অন্যান্য অবৈধ উপায়ে করা ট্রানজ্যাকশন। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
18307550373391099180
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false