YouTube কমার্স প্রোডাক্ট মনিটাইজেশন নীতি

নতুন YPP ক্রিয়েটরদের জন্য কমার্স প্রোডাক্ট মডিউল (CPM) দিয়ে কমার্স প্রোডাক্ট অ্যাডেন্ডাম (CPA) প্রতিস্থাপন করা হচ্ছে। যেসব YPP ক্রিয়েটর CPA-তে সই করেছেন তাদের নতুন CPM-এ সই করতে হবে না।

ফ্যান ফান্ডিং ফিচার আনলক করতে চান এমন মনিটাইজিং ক্রিয়েটরদের জন্য কমার্স প্রোডাক্ট মডিউল (CPM) উপলভ্য। দর্শকদের সাথে যোগাযোগ স্থাপন করা এবং কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে ফ্যান ফান্ডিং থেকে আপনি অতিরিক্ত উপার্জন করতে পারেন। Super Thanks-এর মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে অনুরাগীদের থেকে সাহায্য পাওয়া অথবা শুধু মেম্বারদের জন্য কন্টেন্ট দেখতে বিশ্বস্ত অনুরাগীদের চ্যানেল মেম্বারশিপ কেনা যাই হোক না কেন।

ফ্যান ফান্ডিংয়ে এই মনিটাইজেশন ফিচার পাওয়া যায়:

  • চ্যানেল মেম্বারশিপ: শুধু মেম্বারদের জন্য বিশেষ সুবিধা পেতে আপনার মেম্বাররা রেকারিং মাসিক পেমেন্ট করেন।
  • Super Chat ও Super Stickers: আপনার অনুরাগীরা লাইভ চ্যাট স্ট্রিমে তাদের মেসেজ বা অ্যানিমেটেড ছবি হাইলাইট করে দেখানোর জন্য পেমেন্ট করেন।
  • Super Thanks: আপনার অনুরাগীরা Shorts ও বড় দৈর্ঘ্যের ভিডিওর মন্তব্যের বিভাগে মজাদার অ্যানিমেশন এবং তাদের মেসেজ হাইলাইট করে দেখানোর জন্য পেমেন্ট করেন।

YouTube ফ্যান ফান্ডিং ফিচারের ক্ষেত্রে প্রযোজ্য নীতি

আপনি ফ্যান ফান্ডিং ফিচার ব্যবহার করে YouTube-এ চ্যানেল মনিটাইজ করলে, আপনার চ্যানেল (ও MCN)-কে এই ফিচারের (কমার্স প্রোডাক্ট মডিউল বা কমার্স প্রোডাক্ট অ্যাডেন্ডাম) ক্ষেত্রে প্রযোজ্য নীতি এবং YouTube চ্যানেল মনিটাইজেশন নীতি মেনে চলতে হবে। এর মধ্যে এগুলি পড়ে:

এছাড়াও, আপনাকে YouTube-এর পরিষেবার শর্তাবলী অনুযায়ী প্রযোজ্য সব আইন মেনে চলতে হবে। আপনি ফ্যান ফান্ডিং চালু করতে, অফার করতে, টাকা পাঠাতে বা পেতে পারেন কিনা তাতে কিছু পার্থক্য হয় না। ফ্যান ফান্ডিং কোনও ক্রাউডফান্ডিং বা অনুদানের টুল নয়। এই পদ্ধতিতে আপনি যা উপার্জন করেন তা আপনার ও আপনার অ্যাক্টিভিটির ক্ষেত্রে প্রযোজ্য আইনের উপর নির্ভর করে ভিন্নভাবে বিবেচনা করা হতে পারে।

বন্ধ করে দেওয়া

ফ্যান ফান্ডিং প্রোডাক্টে অ্যাক্সেস বন্ধ হয়ে গেলে এবং সেই সম্পর্কিত নির্দিষ্ট কমার্স কন্টেন্ট আপনি সরাতে চাইলে, আপনাকে সেটি সরিয়ে দিতে হবে। বন্ধ হয়ে যাওয়ার পরে কোনও কমার্স কন্টেন্ট সরানো বা সেটিতে সীমাবদ্ধ অ্যাক্সেস দেওয়ার ব্যাপারে YouTube দায়বদ্ধ থাকে না।

ইনসেনটিভ

আমরা মাঝে মধ্যে ইনসেনটিভ প্রোগ্রাম অফার করতে পারি। আরও তথ্যের জন্য পরে দেখুন।

ফ্যান ফান্ডিং ফিচারের জন্য ন্যূনতম প্রয়োজনীয়তা

প্রতিটি ফ্যান ফান্ডিং ফিচারের জন্য নির্দিষ্ট প্রয়োজনীয়তা থাকলেও, যোগ্য হিসেবে বিবেচিত হতে আপনাকে এই ন্যূনতম প্রয়োজনীয়তা পূরণ করতে হবে:

ফ্যান ফান্ডিং ফিচার চালু করুন

ফ্যান ফান্ডিং ফিচার চালু করতে আপনাকে এগুলি করতেই হবে:

  1. YouTube পার্টনার প্রোগ্রাম-এ আবেদন করতে এবং সেটিতে অংশগ্রহণের অনুমতি পেতে হবে।
  2. আপনি (ও আপনার MCN) আমাদের শর্তাবলী ও নীতিতে (প্রাসঙ্গিক কমার্স প্রোডাক্ট মডিউল অথবা আগে উপলভ্য কমার্স প্রোডাক্ট অ্যাডেন্ডাম সহ) সম্মতি জানিয়েছেন এবং সেগুলি মেনে চলছেন।
  3. প্রতিটি ফ্যান ফান্ডিং ফিচারের জন্য আপনি প্রয়োজনীয়তা পূরণ করেন কিনা তা জানতে প্রতিটির যোগ্যতার মাপকাঠি ভালো করে পড়ে দেখুন:
    1. চ্যানেল মেম্বারশিপ-এর জন্য যোগ্যতার মাপকাঠি
    2. Super Chat ও Super Stickers-এর জন্য যোগ্যতার মাপকাঠি
    3. Super Thanks-এর জন্য যোগ্যতার মাপকাঠি
  4. YouTube Studio বা YouTube Studio মোবাইল অ্যাপ থেকে প্রতিটি ফ্যান ফান্ডিং ফিচার চালু করুন।

চ্যানেল মেম্বারশিপ

চ্যানেল মেম্বারশিপের মাধ্যমে দর্শকরা মাসিক পেমেন্ট করে আপনার চ্যানেলে যোগ দিতে এবং ব্যাজ, ইমোজি ও অন্যান্য জিনিসের মতো শুধু মেম্বারদের জন্য উপলভ্য বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। কীভাবে চ্যানেল মেম্বারশিপ চালুম্যানেজ করতে হয় তা জানুন।

Super Chat ও Super Sticker

Super Chat ও Super Stickers হল লাইভ স্ট্রিম এবং প্রিমিয়ার চলাকালীন ক্রিয়েটরদের সাথে অনুরাগীদের যোগসূত্র স্থাপন করার উপায়। অনুরাগীরা লাইভ চ্যাটে তাদের মেসেজ হাইলাইট করতে Super Chats কিনতে পারেন বা লাইভ চ্যাটে দেখা যায় এমন একটি অ্যানিমেটেড ছবি পেতে Super Stickers কিনতে পারেন। কীভাবে Super Chat ও Super Stickers চালু করতেম্যানেজ করতে হয় তা জানুন।

Super Thanks

Super Thanks ফিচারের সাহায্যে ক্রিয়েটররা তাদের ভিডিওর জন্য অতিরিক্ত কৃতজ্ঞতা প্রকাশ করতে চান এমন দর্শকদের থেকে উপার্জন করতে পারেন। অনুরাগীরা একবার ব্যবহার করা যায় এমন অ্যানিমেশন কিনতে পারেন। এটি তাদের ভিডিওর মন্তব্য বিভাগে নির্দিষ্ট, রঙিন ও কাস্টমাইজ করা যায় এমন মন্তব্য করার সুযোগ দেয়। কীভাবে Super Thanks চালু ও ম্যানেজ করতে হয় তা জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
338887205514739274
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false