'অবদান রাখুন' ট্যাব ব্যবহার করুন

কোনও জায়গা যোগ করতে, রিভিউ লিখতে, ফটো আপলোড করতে বা কোনও এডিট সাজেস্ট করতে, একদম নিচে, 'কন্ট্রিবিউট করুন'Contribute বিকল্পে ট্যাপ করুন।

আপনি এটিও করতে পারেন:

  • রাস্তা এবং জায়গা সম্পর্কিত সংশোধন জমা দিন।
  • আপনার Maps প্রোফাইল ম্যানেজ করুন।
  • আপনার কন্ট্রিবিউশন ভিউ ও তার প্রভাব বিষয়ক তথ্য দেখুন।

Google Maps-এ কীভাবে অবদান রাখতে হয় সেই সম্পর্কে আরও জানুন

'অবদান রাখুন' ট্যাবে কন্টেন্ট খুঁজে পাওয়ার জন্য সাইন-ইন করুন। আপনি আগে কখনও Google Maps-এ অবদান না রাখলে, স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।

অবদান রাখার বিভিন্ন উপায়

ম্যাপ এডিট করুন

জায়গা, ঠিকানা বা রাস্তার নাম যোগ করুন বা তাতে এডিট সাজেস্ট করুন। আপনি নিজের লোকেশনও এডিট করতে পারেন এবং Maps-এ আপনার মতামত পাঠাতে পারেন।

  1. স্ক্রিনের নিচের দিকে, অবদান Contribute এবং তারপর ম্যাপ এডিট করুন Edit বিকল্পে ট্যাপ করুন।
    • একটি বিকল্প বেছে নিন।
  2. অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।

কীভাবে এডিট সাজেস্ট করবেন তা জানুন অথবা কোনও জায়গা সরিয়ে দেওয়ার জন্য ফ্ল্যাগ করুন

উল্লেখ করা নেই এমন জায়গা যোগ করুন

  1. স্ক্রিনের নিচে অবদান Contribute এবং তারপর জায়গা যোগ করুন Add place বিকল্পে ট্যাপ করুন।
  2. ম্যাপে উল্লেখ করা নেই এমন জায়গা যোগ করতে সব প্রাসঙ্গিক ফিল্ড পূরণ করুন।

ম্যাপে উল্লেখ করা হয়নি এমন জায়গা কীভাবে যোগ করবেন তা জানুন।

রিভিউ লিখুন

  1. স্ক্রিনের নিচে অবদান Contribute এবং তারপর রিভিউ লিখুন Write review বিকল্পে ট্যাপ করুন।
  2. ম্যাপে কোনও জায়গা বেছে নিন।
  3. তারা চিহ্নে ট্যাপ করে জায়গাটির রেটিং দিন।
    • ঐচ্ছিক: আপনি রিভিউ লিখতে পারেন।

কীভাবে রিভিউ লিখবেন ও কোনও জায়গার রেটিং দেবেন তা জানুন

Google Maps-এ ফটো বা ভিডিও যোগ করুন

  1. স্ক্রিনের নিচে অবদান Contribute এবং তারপর ফটো যোগ করুন Add 360 photosবিকল্পে ট্যাপ করুন।
  2. আপনি যে ফটো পোস্ট করতে চান সেটিতে ট্যাপ করুন। ফটো শেয়ার আগে Google Maps-কে সেটি অ্যাক্সেস করার অনুমতি দিতে হবে।
  3. কোনও জায়গা বেছে নিন বিকল্পে ট্যাপ করুন।
    • সাজেস্ট করা লোকেশন ভুল হলে, অন্য কোনও জায়গা? বিকল্পে ট্যাপ করুন।
  4. পোস্ট করুন বিকল্পে ট্যাপ করুন।

আপনার ফটোর লোকেশনের তথ্য অনুযায়ী লোকেশন সাজেস্ট করা হয়। আরও জানতে, কীভাবে ফটো ও ভিডিও যোগ বা শেয়ার করতে অথবা মুছে দিতে হয় তা দেখুন। 

আরও অবদান রাখুন

ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের খাবার, জায়গার ফটো, রেটিং এবং রিভিউ যোগ করতে ও তালিকা প্রকাশ করতে পারবেন।
  1. স্ক্রিনের নিচে অবদান Contribute এবং তারপর আরও অবদান রাখুন বিকল্পে ট্যাপ করুন।
  2. আপনি যেসব জায়গায় ঘুরেছেন বা যেগুলির সাথে ইন্টার‌্যাক্ট করেছেন সেগুলির ব্যাপারে অভিজ্ঞতা জানানোর জন্য আপনাকে প্রম্পট করা হবে।

আপনার Maps প্রোফাইল অ্যাক্সেস করুন

কীভাবে আপনার Maps প্রোফাইল এডিট করতে হয় তা জানুন

সাজেস্ট করা রিভিউ

আপনি আগে 'লোকেশন ইতিহাস' চালু করে থাকলে, রিভিউ করার জন্য সাজেস্ট করা জায়গাগুলি 'অবদান রাখুন' ট্যাবে পাবেন।

আপনার পুরনো অবদানগুলি খুঁজে দেখুন

Google Maps-এ আপনি যে অবদান রেখেছেন সেটি 'অবদান রাখুন' ট্যাবে খুঁজে দেখুন। নিজের অবদান ছাড়াও মোট কতজন আপনার রিভিউ এবং পোস্টের ফটো দেখেছেন তা জানতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

true
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2342223577480828859
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false