আপনার Google Account-এর থার্ড-পার্টি কানেকশন সংক্রান্ত সমস্যার সমাধান করা

আপনি 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করে কোনও থার্ড-পার্টি অ্যাপ এবং পরিষেবাতে সাইন-ইন করার সময় বা আপনি থার্ড-পার্টি অ্যাপ এবং পরিষেবাকে আপনার কিছু ডেটাতে অ্যাক্সেস দেওয়ার সময় কোনও সমস্যা হলে, এই নির্দেশিকা আপনাকে সমস্যার সমাধান করতে সাহায্য করবে। Google ছাড়া অন্য কোনও কোম্পানি বা ডেভেলপার হল থার্ড-পার্টি।

Google-এর মাধ্যমে সাইন-ইন করুন এবং কীভাবে থার্ড-পার্টি অ্যাপের সাথে আপনার Google অ্যাকাউন্টের কিছু ডেটার অ্যাক্সেস শেয়ার করবেন সেই সম্পর্কে আরও জানুন।

অ্যাকাউন্ট লগ-ইন সংক্রান্ত সমস্যার সমাধান করুন

গুরুত্বপূর্ণ:

  • 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করতে হলে বা আপনার কিছু ডেটার অ্যাক্সেস শেয়ার করতে হলে, আপনাকে নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে হবে
  • আপনি Google-এর মাধ্যমে সাইন-ইন করলে বা আপনার কিছু ডেটার অ্যাক্সেস শেয়ার করলে, আপনার Google অ্যাকাউন্ট এবং থার্ড-পার্টি অ্যাকাউন্ট স্বতন্ত্র থাকে।

আপনার থার্ড-পার্টি কানেকশন সংক্রান্ত কোনও সমস্যা থাকলে, সমস্যাটি Google অ্যাকাউন্ট না থার্ড-পার্টি অ্যাকাউন্টের কারণে হচ্ছে তা দেখুন।

আপনার Google অ্যাকাউন্ট বা থার্ড-পার্টি অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ করা হয়েছে

আপনি 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার সময় বা আপনার কিছু ডেটার অ্যাক্সেস শেয়ার করলে, আপনার অ্যাকাউন্ট 'বন্ধ বা সাসপেন্ড করা হয়েছে' বলে মেসেজ পেতে পারেন। আপনার Google অ্যাকাউন্ট বন্ধ করা আছে কিনা তা দেখে নিতে হবে। যদি এটি না করা থাকে, তাহলে হয়তো থার্ড-পার্টি নিজেদের সাইটে আপনার অ্য়াকাউন্ট বন্ধ করে দিয়েছে।

  • আপনার Google অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে কিনা তা দেখতে:
    • আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করার চেষ্টা করুন। আপনার Google অ্যাকাউন্ট বন্ধ করা থাকলে, আপনি সাইন-ইন করার সময়, "অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে" বলে একটি মেসেজ পাবেন।
    • বিভিন্ন Google পরিষেবাতে আপনি লগ-ইন করতে পারছেন কিনা চেক করে দেখুন। যেমন, আপনি যদি নিজের Google অ্যাকাউন্টের Gmail-এ লগ-ইন করতে পারেন, তাহলে আপনার Google অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি।
    • আপনি Google অ্যাকাউন্টে অন্য ইমেল আইডি সেভ করে রাখলে, সেই ইমেলে 'আপনার Google অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে' বলে কোনও মেসেজ পাঠানো হয়েছে কিনা দেখুন।
  • আপনার Google অ্যাকাউন্ট যদি বন্ধ করা থাকে:
  • থার্ড-পার্টি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিলে: সহায়তা পেতে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন
আপনার Google অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে
  • আপনার 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন ডেটাও' মুছে দেওয়া হয়, এতে আপনার থার্ড-পার্টি সাইটের সাইন-ইন ক্রেডেনশিয়াল অন্তর্ভুক্ত। এর অর্থ, আপনি মুছে দেওয়া অ্যাকাউন্টের মাধ্যমে সাইন-ইন করার জন্য আর 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' বোতাম ব্যবহার করতে পারবেন না।
  • আপনার Google অ্যাকাউন্ট মুছে দেওয়া হলেও, আপনার আলাদা থার্ড-পার্টি অ্যাকাউন্ট অন্য উপায়ে অ্যাক্সেস করতে পারবেন। ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপ বা পরিষেবাতে সাইন-ইন করার চেষ্টা করুন, বা সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন। আপনি থার্ড-পার্টি সাইটেও নতুন ক্রেডেনশিয়াল তৈরি করতে পারবেন।
  • আপনি যদি আপনার Google অ্যাকাউন্ট মুছে দেন, তাহলে আপনি সমস্ত সংশ্লিষ্ট থার্ড-পার্টি কানেকশন মুছে ফেলবেন। থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবা তার সাথে আপনার পূর্বে শেয়ার করা তথ্য রাখতে পারে। থার্ড-পার্টি অ্যাপের কাছে ইতিমধ্যেই যে ডেটা রয়েছে তা মুছে ফেলার জন্য আপনাকে বলতে হতে পারে।
আপনার থার্ড-পার্টি অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে
  • আপনি থার্ড-পার্টি অ্যাকাউন্ট মুছে দিলে, আপনার Google অ্যাকাউন্ট প্রভাবিত হয় না কারণ থার্ড-পার্টি অ্যাকাউন্ট এবং Google অ্যাকাউন্ট একে অপরের থেকে স্বতন্ত্র।
  • থার্ড-পার্টির তরফ থেকে Google-এ কোনও বিজ্ঞপ্তি পাঠানো হয় না, আপনি 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করে সেই অ্যাকাউন্ট তৈরি করে থাকলেও Google-কে জানানো হয় না। তবুও আপনার Google অ্যাকাউন্টে আপনার অ্যাপ বা পরিষেবা আপনার অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে সংক্রান্ত মেসেজ দেখতে পেতে পারেন।
  • থার্ড-পার্টি কীভাবে আপনার ডেটা ম্যানেজ করে তা বুঝতে, তাদের পরিষেবার শর্তাবলী পর্যালোচনা করুন। কিছু থার্ড-পার্টি শুধু আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। অন্যান্যরা তাদের পরিষেবা থেকে আপনার ডেটা মুছে দেয়।
    • আপনার ডেটা মুছে দেওয়া হলে, আপনাকে অ্যাপ বা পরিষেবাতে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি তবুও এই কাজটি করার জন্য 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করতে পারেন, তবে আপনাকে হয়তো অন্য Google অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।
  • থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবার সাথে আপনার ডেটা শেয়ার করা বন্ধ করতে, সেগুলিকে আপনার ম্যানেজমেন্ট পেজ থেকে সরিয়ে দিন। এর ফলে আপনার সেইসব থার্ড-পার্টিকে দেওয়া যেকোনও অ্যাক্সেস তুলে নেওয়া হয়।
বর্তমান একটি থার্ড-পার্টি অ্যাকাউন্টের ক্ষেত্রে, 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করতে পারছেন না

আপনার আগে থেকেই অ্যাপ বা পরিষেবাতে কোনও অ্যাকাউন্ট থাকলে এবং 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ব্যবহার করার চেষ্টা করলে, আপনি একটি সমস্যা সংক্রান্ত মেসেজ পেতে পারেন।

থার্ড-পার্টি পরিষেবাগুলি বিভিন্ন উপায়ে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ব্যবহার করে। কিছু কিছু পরিষেবাতে একই অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের সাইন-ইন করার পদ্ধতি কাজ করে না। আপনার এই সমস্যা হলে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন

এরর কোড বুঝুন এবং সমস্যার সমাধান করুন

আপনি নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করেও, 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করতে না পারলে অথবা থার্ড-পার্টিকে আপনার অ্যাকাউন্ট ডেটার অ্যাক্সেস দিতে না পারলে, আপনাকে একটি এরর কোড বা সমস্যা সংক্রান্ত মেসেজ পাঠানো হতে পারে।

কিছু সমস্যার কারণে সমস্যা সংক্রান্ত মেসেজ পাঠানো হয়, যেগুলি হয়তো Google-এর নিয়ন্ত্রণরে বাইরে । যেমন, আপনি যে অ্যাপ বা পরিষেবা ব্যবহার করতে চান সেটি এমন অসুরক্ষিত উপায়ে সেট-আপ করা থাকতে পারে, যেটি ব্যবহার করার অনুমতি Google দেয় না। এরর কোড থেকে বুঝতে পারবেন আপনি কেন সাইন-ইন করতে পারছেন না বা আপনার ডেটার অ্যাক্সেস দিতে পারছেন না, এর ফলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন বা সমাধানের জন্য় সরাসরি ডেভেলপারদের সাথে যোগাযোগ করতে পারবেন

400 access_ not _configured

আপনি যদি “400 access_not_configured” এমন কোনও সমস্যার মেসেজ পান, এর অর্থ Workspace for Education অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা অ্যাপটি সঠিকভাবে কনফিগার করা হয় নি।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

আপনি যদি এই অ্যাপটি ব্যবহার করতে চান তাহলে Workspace-এর অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন এবং অ্যাপটির অ্যাক্সেস কনফিগার করতে বলুন।

400 admin_policy_enforced

আপনি যদি “400 admin_policy_enforced” এমন কোনও সমস্যার মেসেজ পান, এর অর্থ আপনার অ্যাকাউন্টের অ্যাডমিনিস্ট্রেটর 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার অনুমতি আপনাকে দেয়নি বা আপনার সংস্থার নির্দিষ্ট কিছু ডেটা অ্যাপটির সাথে শেয়ার করার অনুমতি আপনার নেই। আপনি অফিসের বা অন্য সংস্থার অ্য়াকাউন্ট ব্যবহার করলে এই সমস্যার মেসেজ পেতে পারেন। কখনও কখনও শুধু নির্দিষ্ট কিছু অ্যাপ ব্লক করা হয়।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

আপনি যদি মনে করেন যে অ্য়াপটিতে আপনার অ্যাক্সেস থাকা উচিত, তাহলে আপনার সংস্থার Google Workspace অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন।

400 invalid_request

আপনি যদি “400 invalid_request” বা "অ্যাক্সেস ব্লক করা হয়েছে, অর্থাৎ অ্যাপ থেকে ভুল অনুরোধ পাঠানো হয়েছে," এমন কোনও সমস্যার মেসেজ পান, এর অর্থ অ্যাপটি Google-এর অনুমোদিত নয় এমন যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করছে।

Google ব্যবহারকারীদের জন্য কিছু সুরক্ষিত পদ্ধতির ব্যবস্থা করেছে যাতে তারা নিরাপদে সাইন-ইন করতে পারে, এছাড়া থার্ড-পার্টি অ্যাপ ও পরিষেবার সাথে আপনার Google অ্যাকাউন্টের ডেটা শেয়ার করতে পারে। আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সাহায্য করতে, অ্যাকাউন্টের নিরাপত্তা বিপন্ন করতে পারে এমন অ্যাপকে Google ব্লক করে।

পরামর্শ: কীভাবে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার আপনার ডেটা সুরক্ষিতভাবে শেয়ার করে তা জানুন

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

শুধু থার্ড-পার্টি ডেভেলপারই এই সমস্যার সমাধান করতে পারবেন। এই সমস্যা সম্পর্কে অভিযোগ জানাতে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন

400 invalid_scope

আপনি যদি “400 invalid_scope” এমন কোনও সমস্যার মেসেজ পান, এর অর্থ অ্যাপটি এমন অনুমতি চাইছে যা আমরা শনাক্ত করতে পারছি না বা অ্যাপটির কাছে অনুরোধ করার অনুমতি নেই।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

শুধু থার্ড-পার্টি ডেভেলপারই অ্যাপে এই সমস্যার সমাধান করতে পারবেন। এই সমস্যা সম্পর্কে অভিযোগ জানাতে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন

400 invalid_user

যে ব্যবহারকারীর অ্যাকাউন্টটি ব্যবহার করা হচ্ছে সেটি অ্যাক্টিভ নেই।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

অন্য একটি বৈধ ও অ্যাক্টিভ Google অ্যাকাউন্ট ব্যবহার করুন।

400 origin_mismatch বা 400 redirect_uri_mismatch

আপনি যদি “400 origin_mismatch” বা “400 redirect_uri_mismatch,” এমন কোনও সমস্যার মেসেজ পান, এর অর্থ হতে পারে:

  • এই অ্য়াপ বা পরিষেবার ডেভেলপার সঠিকভাবে তাদের অ্য়াপ সেট-আপ করেননি
  • অ্যাপটি এমন উপায়ে আপনার ডেটা অ্যাক্সেস করার চেষ্টা করেছে, যার ফলে আমাদের নীতি লঙ্ঘন করা হয়েছে

আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সাহায্য করার জন্য, কোনও থার্ড-পার্টি ডেভেলপার 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার আগেই, তাদের অ্যাপ আমাদের কাছে রেজিস্টার করতে হবে। এছাড়া, তাদের আমাদের নিরাপত্তা স্ট্য়ান্ডার্ড এবং নীতি মেনে চলতে হবে। কোনও অ্য়াপ আমাদের এইসব নীতি মেনে না চললে, অ্য়াপ ডেভেলপার এই সমস্যার সমাধান না করলে, আমরা এই অ্য়াপকে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ব্যবহার করার অনুমতি দেবো না।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

শুধু থার্ড-পার্টি ডেভেলপারই এই সমস্যার সমাধান করতে পারবেন। এই সমস্যা সম্পর্কে অভিযোগ জানাতে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন

400 policy_enforced

আপনি যদি “400 policy_enforced” এমন কোনও সমস্যার মেসেজ পান, এর অর্থ আপনার Google অ্যাকাউন্ট উন্নত সুরক্ষা প্রোগ্রাম-এর সাথে যুক্ত হতে পারে। আপনার অ্য়াকাউন্ট সুরক্ষিত করার জন্য, এই নিরাপত্তা ফিচার বেশিরভাগ থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবাকে আপনার Google অ্যাকাউন্ট ডেটা অ্যাক্সেস করতে দেয় না।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

এই সমস্যার সমাধান করতে, আপনাকে উন্নত সুরক্ষা প্রোগ্রাম থেকে বেরিয়ে আসতে হবে। এর অর্থ, আপনি প্রোগ্রামের নিরাপত্তা সংক্রান্ত সুবিধাগুলি অ্যাক্সেস করতে পারবেন না।

401 errors invalid_client, deleted_client, disabled_client

“401” কোড দিয়ে শুরু সমস্যার মেসেজ পাওয়ার অর্থ, সাধারণত, ডেভেলপার তাদের অ্যাপটি সঠিকভাবে Google-এ রেজিস্টার করেননি।

আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সাহায্য করার জন্য, কোনও থার্ড-পার্টি ডেভেলপার 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার অথবা আপনার কিছু ডেটা অ্যাক্সেসের অনুরোধ করার আগেই Google তাদেরকে অ্যাপ রেজিস্টার করতে বলবে। ডেভেলপার Google-এ রেজিস্টার না করা পর্যন্ত, আমরা আপনার তথ্য শেয়ার করি না।

আপনাকে পাঠানো কিছু সমস্যা সংক্রান্ত মেসেজ, এইগুলি থাকতে পারে:

  • 401 invalid_client: হয়তো রেজিস্ট্রেশনের সময় দেওয়া তথ্য এবং অ্যাপের তথ্য মিলছে না বা ডেভেলপার Google-কে সব প্রয়োজনীয় তথ্য প্রদান করেননি।
  • 401 deleted_client: Google-এ অ্যাপ বা পরিষেবা আর রেজিস্টার করা নেই।
  • 401 disabled_client: অ্যাপটি ব্লক করা হয়েছে।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

শুধু থার্ড-পার্টি ডেভেলপারই এই সমস্যার সমাধান করতে পারবেন। এই সমস্যা সম্পর্কে অভিযোগ জানাতে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন

403 access_denied

আপনি যদি “403 access_denied” এমন কোনও সমস্য়ার মেসেজ পান, এর অর্থ আপনার কাছে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার অনুমতি নেই অথবা অ্যাপটির সাথে কিছু অ্যাকাউন্ট ডেটা শেয়ার করার অনুমতি নেই। এটি কয়েকটি কারণে হতে পারে:

  • অ্যাপটি টেস্ট মোডে আছে এবং ডেভেলপার আপনাকে টেস্ট ইউজার হিসেবে যোগ করেননি।
  • আপনি যে ধরনের Google অ্যাকাউন্টে সাইন-ইন করে আছেন, সেটি থেকে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করা যাবে না অথবা আপনার কিছু অ্যাকাউন্ট ডেটা শেয়ার করা যাবে না।
    • যেমন, অভিভাবক বা পিতা ও মাতার অনুমতি ছাড়া, বাচ্চার অ্যাকাউন্ট দিয়ে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করা যাবে না।
    • আপনার সংস্থার অ্যাডমিনিস্ট্রেটর, আপনাকে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার অনুমতি নাও দিতে পারেন অথবা নির্দিষ্ট কিছু অ্যাপের সাথে কিছু অ্যাকাউন্ট ডেটা শেয়ার করতে নাও দিতে পারেন।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

  • অ্যাপে সাইন-ইন করার জন্য অন্য ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করুন।
403 disallowed_useragent

আপনি যদি “403 disallowed_useragent,” এমন কোনও সমস্যার মেসেজ পান, এর অর্থ অ্যাপটি এম্বেড করা ওয়েবভিউ ব্যবহার করে। কোনও অ্যাপে ওয়েব কন্টেন্ট দেখানোর জন্য, কিছু ডেভেলপার ওয়েবভিউ ব্যবহার করে। এম্বেড করা ওয়েবভিউ থার্ড-পার্টিকে অ্যাক্সেস দিতে পারে, এর ফলে আপনার অ্যাকাউন্টের সুরক্ষা দুর্বল হয়ে পড়ে, এছাড়া আপনার এবং Google-এর মধ্যে কমিউনিউকেশন মোডকে পরিবর্তন করে।

আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে, সেপ্টেম্বর ৩০, ২০২১-এর আপডেট অনুসারে, Google আর এম্বেড করা ওয়েবভিউ ব্যবহার করার অনুমতি দেয় না।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

শুধু থার্ড-পার্টি ডেভেলপারই অ্যাপে এই সমস্যার সমাধান করতে পারবেন। এই সমস্যা সম্পর্কে অভিযোগ জানাতে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন

অ্যাপের কোনও ওয়েবসাইট থাকলে, আপনি নিজের ব্রাউজার থেকে সাইন-ইন করার চেষ্টা করতে পারেন।

403 invalid_account

আপনি যদি “403 invalid_account” এমন কোনও সমস্য়ার মেসেজ পান, এর অর্থ আপনার Google অ্যাকাউন্ট বন্ধ করা আছে।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

আপনার Google অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে কিনা দেখুন

আপনার অ্যাকাউন্ট বন্ধ করা থাকলে, কীভাবে আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন তা জানুন

403 org_internal

আপনি যদি “403 org_internal” এমন কোনও সমস্যা সংক্রান্ত মেসেজ পান, এর অর্থ, নির্দিষ্ট কোনও কোম্পানি বা সংস্থার সদস্যরাই শুধু এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। যেমন, কোন সংস্থা শুধু @example.com দিয়ে শেষ হওয়া ইমেল আইডি দিয়ে অ্যাপ বা পরিষেবা ব্যবহার করার অনুমতি দিতে পারে।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

আপনি সংস্থার মেম্বার হলে, আপনার মেম্বার অ্যাকাউন্টে সুইচ করুন।

403 rate_limit_exceeded

আপনি যদি “403 rate_limit_exceeded” এমন কোনও সমস্যার মেসেজ পান, এর অর্থ এই অ্যাপ বর্তমানে সাইন-ইন করার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। কোনও অ্যাপ কত তাড়াতাড়ি নতুন ব্যবহারকারী পেতে পারে Google তা সীমাবদ্ধ করে।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

আপনি পরে আবার সাইন-ইন করার চেষ্টা করতে পারেন অথবা অ্যাপে কতবার সাইন-ইন করা যাবে তার সীমা বাড়াতে ডেভেলপারকে অনুরোধ করতে পারেন।

403 restricted_client

আপনি যদি “403 restricted_client” এমন কোনও সমস্যার মেসেজ পান, এর অর্থ থার্ড-পার্টি অ্যাপটি সঠিকভাবে সেট-আপ করা নেই। আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সাহায্য করতে, Google থার্ড-পার্টি ডেভেলপারদের নির্দিষ্ট কিছু সুরক্ষা সংক্রান্ত নিয়ম মেনে চলতে বলে।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

শুধু থার্ড-পার্টি ডেভেলপারই এই সমস্যার সমাধান করতে পারবেন। এই সমস্যা সম্পর্কে অভিযোগ জানাতে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন

500 internal_failure

আমরা এই অনুরোধ প্রসেস করার সময় সমস্যা হয়েছে।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

পরে আবার চেষ্টা করুন।

থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবার অন্যান্য সমস্যাগুলি সমাধান করুন

কখনো কখনো আপনি Google-এর সাহায্যে থার্ড-পার্টি সাইটে সাইন-ইন করতে পারবেন, তবুও আপনি অ্য়াপ বা পরিষেবা ব্যবহার করতে পারবেন না। কোনও থার্ড-পার্টির অফার করা পরিষেবার সুবিধাগুলি Google প্রদান করে না, তাই যেসব কারণে এটি ঘটে, সেগুলি Google-এর নিয়ন্ত্রণে নেই। আমরা শুধু অ্য়াপ বা সাইটকে আপনাকে শনাক্ত করতে সাহায্য করি।

কোনও অ্য়াপ বা পরিষেবার সাথে সম্পর্কিত সমস্যার কিছু উদাহরণ হল:

  • আপনি কোনও থার্ড-পার্টি পরিষেবা থেকে কোনও সিনেমা কিনেছেন, কিন্তু এটি দেখতে পারছেন না।
  • আপনি থার্ড-পার্টি সাইট থেকে কিছু কিনতে পারছেন না।
  • আপনার Google Calendar-এর ডেটা কোনও ক্যালেন্ডার অ্যাপের সাথে শেয়ার করেছেন কিন্তু আপনার ইভেন্ট অ্যাপে দেখানো হচ্ছে না।
  • আপনি Google Photos থেকে ফটো এডিট অ্যাপে কোনও ফটো শেয়ার করেছেন কিন্তু ফটো লোড হচ্ছে না।

আপনার এই ধরনের সমস্যা থাকলে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন

কোনও থার্ড-পার্টি অ্যাপ ডেভেলপারের সাথে যোগাযোগ করুন

কোনও থার্ড-পার্টি ডেভেলপারের যোগাযোগের তথ্য খুঁজতে:

  1. অ্যাপ বা পরিষেবাতে যান।
  2. আপনার কিছু Google ডেটা শেয়ার করতে, Google-এর মাধ্যমে সাইন-ইন করুন বিকল্পে অথবা কল টু অ্যাকশন বোতামে ক্লিক করুন।
    • 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' স্ক্রিনে যেতে, আপনাকে অ্য়াপ বা পরিষেবা থেকে সাইন-আউট করতে হতে পারে।

ডেভেলপারের ইমেল আইডি পেতে, পরবর্তী স্ক্রিনের একদম উপরে, অ্যাপ বা ওয়েবসাইটের নাম বেছে নিন। কিছু কিছু ক্ষেত্রে, ডেভেলপারের ইমেল আইডি উপলভ্য নাও হতে পারে।

Screenshot of developer email

হ্যাক হওয়া অথবা পাসওয়ার্ড চুরি যাওয়া অ্যাকাউন্ট সুরক্ষিত করুন

  • আপনি যদি মনে করেন, কেউ আপনার Google অ্যাকাউন্ট হ্যাক করেছে: তাহলে পাসওয়ার্ড চুরি হয়ে যাওয়া Google অ্যাকাউন্ট সুরক্ষিত করতে, ধাপগুলি অনুসরণ করুন।
    • আপনার Google অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে, কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে কোনও থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবাতে সাইন-ইন করতে পারেন। আপনার অ্য়াকাউন্টের নিরাপত্তা আরও শক্তিশালী করতে, ২-ধাপে যাচাইকরণ চালু করুন
    • Google ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা ব্যবহার করে আপনার লিঙ্ক করা অ্যাকাউন্টগুলি সুরক্ষিত রাখতে সাহায্য করে। এই প্রোগ্রাম সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করে এবং আপনার Google অ্যাকাউন্টের সাথে যুক্ত মানানসই থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবাতে নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠায়।
  • আপনি যদি মনে করেন, কেউ আপনার থার্ড-পার্টি অ্যাকাউন্ট হ্যাক করেছে সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন

সম্পর্কিত রিসোর্স

true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11151888235855984090
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false