'দ্রুত সেটিংসে' অ্যাক্সেসিবিলিটি পরিষেবা খুঁজে পাওয়া

স্ক্রিনের উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করে নিজের পছন্দের অ্যাক্সেসিবিলিটি পরিষেবা খুঁজে পেতে পরিষেবাগুলি 'দ্রুত সেটিংসে' যোগ করুন।

আপনি এইসব যোগ করতে পারবেন:

'দ্রুত সেটিংস' মেনু খুলুন

  1. আপনার প্রথম কয়েকটি সেটিংস খুঁজে পেতে, স্ক্রিনের সবচেয়ে উপর থেকে নিচের দিকে সোয়াইপ করুন।
  2. সব 'দ্রুত সেটিংস' মেনু খুঁজে পেতে, আবার নিচের দিকে সোয়াইপ করুন।

সেটিংস চালু বা বন্ধ করুন

  • সেটিং চালু বা বন্ধ করতে, এতে ট্যাপ করুন। স্ক্রিনের উজ্জ্বলতা কম করার সেটিংস বন্ধ করা আছে।
  • সেটিংয়ের জন্য আরও বিকল্প পেতে, এটি টাচ করে ধরে রাখুন।

সেটিং যোগ করুন, মুছে দিন বা সরান

  1. স্ক্রিনের একদম উপর থেকে নিচের দিকে দু'বার সোয়াইপ করুন।
  2. স্ক্রিনের সবচেয়ে নিচে বাঁদিকে এডিট করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. সেটিং স্পর্শ করে ধরে রাখুন।
  4. যেখানে সেটিং প্লেস করতে চান সেখানে টেনে এনে রাখুন।
    • "টাইল যোগ করতে, ধরে থেকে টেনে আনুন" বিকল্পে গিয়ে উপরে টেনে নিয়ে গিয়ে সেটিংটি যোগ করুন।
    • কোনও সেটিং সরাতে, "সরানোর জন্য এখানে টেনে আনুন" বিকল্প পর্যন্ত টেনে এনে রাখুন।
পরামর্শ: কিছু অ্যাপ আপনার 'দ্রুত সেটিংস' মেনুতে নিজেদের আইকনকে টাইল হিসেবে যোগ করার কথা জিজ্ঞাসা করতে পারে। আপনি যেকোনও সময়ে এগুলি সরাতে অথবা আবার যোগ করতে পারবেন।
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13830884862133907938
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
717068
false
false