YouTube Kids সম্পর্কে অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

YouTube Kids অ্যাপ শিশু সহ পরিবারের সকলের পক্ষে আনন্দদায়ক ও উপযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছে। YouTube Kids অ্যাপে বাচ্চাদের জন্য জনপ্রিয় ভিডিও ও বিভিন্ন ধরনের নতুন কন্টেন্ট এমনভাবে পরিবেশন করা হয় যাতে যেকোনও বয়সের বাচ্চা সেগুলি সহজে ব্যবহার করতে পারে। 

YouTube-এ কোন ধরনের কন্টেন্ট আপনার পরিবারের জন্য উপযুক্ত হবে, তা বেছে নিতে পারবেন। YouTube-এ ম্যানেজ করা অভিজ্ঞতা সম্পর্কে আরও জানুন।

আপনার সন্তান অ্যাপটি ব্যবহার করতে শুরু করার আগে কিছু বিষয় আপনার ভালভাবে বুঝে নেওয়া প্রয়োজন:

YouTube Kids প্রোফাইল

YouTube Kids-এ অভিভাবক সাইন-ইন করে তার পরিবারের প্রত্যেক বাচ্চার জন্য আলাদা প্রোফাইল তৈরি করতে পারেন। যাতে প্রত্যেক বাচ্চা YouTube Kids অ্যাপ থেকে সবচেয়ে বেশি সুবিধা পায়, সেই জন্য প্রতিটি প্রোফাইলের আলাদা দেখার অভিরুচি ও সাজেশন আছে।

প্রোফাইল এমন ডিভাইসে উপলভ্য আছে যেখানে:

  • অভিভাবক সাইন-ইন করে আছেন এবং
  • YouTube Kids অ্যাপ ইনস্টল করা আছে।

আপনি সর্বাধিক আটটি প্রোফাইল যোগ করতে পারেন। কীভাবে প্রোফাইল তৈরি করতে হয় তা জানুন।

মনে রাখবেন: সাইন-ইন না করেও আপনি YouTube Kids ব্যবহার করতে পারেন।
YouTube Kids-এ উপলভ্য ভিডিও কীভাবে বেছে নেওয়া হয়?

একটি বিকল্প হল আপনার সন্তানকে YouTube Kids-এ সব ভিডিও দেখতে দেওয়া। অভিভাবকরা ৩টি বয়স-ভিত্তিক কন্টেন্ট সেটিংসের মধ্যে থেকে বেছে নিতে পারেন: 

  • প্রি-স্কুল (৪ বছর বা তার চেয়ে কম)
  • ছোট বাচ্চা (৫ থেকে ৮ বছর)
  • বড় বাচ্চা (৯ থেকে ১২ বছর)

আমাদের অটোমেটেড সিস্টেম YouTube-এ ভিডিওর বৃহত্তর জগৎ থেকে কন্টেন্ট বেছে নেয়। আমরা ছোট বাচ্চাদের পক্ষে অনুপযুক্ত কন্টেন্ট বাদ দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি। কিন্তু সব কন্টেন্ট ম্যানুয়ালি পর্যালোচনা করা সম্ভব নয় এবং কোনও অটোমেটেড সিস্টেমই এক্ষেত্রে নিখুঁত নয়। অনুপযুক্ত কোনও কন্টেন্ট দেখতে পেলে, সেটি ব্লক করতে বা দ্রুত পর্যালোচনার জন্য সেটির বিরুদ্ধে অভিযোগ করতে পারেন।

আরেকটি বিকল্প হল আপনার সন্তানের জন্য কন্টেন্ট বেছে নেওয়া (নিজেই কন্টেন্ট অনুমোদন করুন)। এই বিকল্প বেছে নিলে আপনার সন্তান ভিডিও সার্চ করতে পারবে না। এই বিকল্প কীভাবে প্রয়োগ করবেন সে ব্যাপারে আরও তথ্যের জন্য, YouTube Kids নির্দেশিকা থেকে অভিভাবকীয় নিয়ন্ত্রণ ও সেটিংস অংশটি পড়ুন।

আপনার সন্তানের জন্য যে বিকল্প সেরা বলে মনে হচ্ছে, সেটি বেছে নিন। আপনি যেকোনও সময় এই সেটিংসে পরিবর্তন করতে পারবেন। আপনার সন্তানের অভিজ্ঞতাকে আরও নিয়ন্ত্রণ করার জন্য আমরা আরও নানারকম টুল ও সেটিংস প্রদান করি। নিচে সেগুলির বর্ণনা দেওয়া হল। অভিভাবকীয় নিয়ন্ত্রণ ও সেটিংস সম্পর্কে আরও জানুন।
 

YouTube Kids-এ বাচ্চারা কীভাবে ভিডিও খুঁজে পায়?

YouTube Kids-এ বিভিন্নভাবে ভিডিও খুঁজে পাওয়া যেতে পারে:

সার্চ করে

Search বিকল্প চালু করে, আপনি YouTube Kids-এ আপনার সন্তানকে অসংখ্য ভিডিও খোঁজা ও দেখার অনুমতি দেন। প্রাসঙ্গিক ও যথাযথ ফলাফল দেখানোর জন্য বিশেষভাবে তৈরি একটি অ্যালগরিদমের মাধ্যমে এই ভিডিওগুলি বেছে নেওয়া হয়।
তবে Search-এ খুঁজে পাওয়া ভিডিওর ক্ষেত্রে হিউম্যান রিভিউ কাজ করবে না। YouTube-এ আসা কন্টেন্টের স্কেল, গভীরতা ও মাত্রা অনেক বেশি। তাই এই ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করলেও, আপনার বাচ্চা এমন কোনও কন্টেন্ট খুঁজে পেতে পারে যেগুলি আপনি হয়ত তাকে দেখতে দিতে চান না।
আপনার সন্তানকে সীমিত সংখ্যক কন্টেন্টে অ্যাক্সেস দিতে চাইলে, আপনি অভিভাবকীয় সেটিংস থেকে Search বিকল্প বন্ধ করে দিতে পারেন। 'সার্চ করো' বিকল্প বন্ধ করে দিলে, আপনার সন্তান শুধু YouTube Kids টিমের যাচাই করা কিছু চ্যানেল অ্যাক্সেস করতে পারবে। এটি মাথায় রাখবেন যে অ্যাপে Search বিকল্পের স্ট্যাটাস যাই হোক না কেন, আপনার সন্তান এমন কিছু কন্টেন্ট খুঁজে পেতেই পারে, যেগুলি আপনি তাকে হয়ত দেখতে দিতে চান না।
মনে রাখবেন: আপনি Search বিকল্প বন্ধ করে দিলে, অ্যাপ থেকে আপনার বাচ্চার দেখারSearch ইতিহাস ছাড়াও সাজেস্ট করা এবং আবার দেখুন ভিডিওগুলিও মুছে যাবে।
Search বিকল্প বন্ধ করার সুবিধা ছাড়াও, সন্তানের জন্য সঠিক অভিজ্ঞতা বেছে নেওয়ার কাজে আপনাকে সাহায্য করতে YouTube Kids অতিরিক্ত অভিভাবকীয় নিয়ন্ত্রণ প্রদান করে। অভিভাবকীয় নিয়ন্ত্রণ ও সেটিংস সম্পর্কে আরও জানুন।

হোম স্ক্রিনে ভিডিও

হোম স্ক্রিনে ভিডিওগুলি বিভিন্ন বিভাগে ভাগ করা থাকে, যেমন "শো", "মিউজিক" ইত্যাদি। সময়ান্তরে, YouTube Kids সাময়িকভাবে কোনও বিভাগ দেখাতে পারে, যেমন বই পড়ার মাস উদযাপন করতে "পড়া" বিভাগ। অ্যাপটি বিশেষ ট্রেনিং দেওয়া অ্যালগরিদম ব্যবহার করে এবং হিউম্যান রিভিউয়ের পরে এইসব ভিডিও বেছে নেয়। আপনার বাচ্চার দেখা ও সার্চ করা ভিডিওর উপর ভিত্তি করে এই ভিডিওগুলি র‌্যাঙ্ক করা হতে পারে। এই ভিডিওগুলি হল YouTube Kids-এ অসংখ্য ভিডিওর একটি সাবসেট মাত্র।
আপনি "শুধুমাত্র অনুমোদিত কন্টেন্ট" বিকল্প বেছে নিলে, আপনার বাচ্চার হোম স্ক্রিনে একটিমাত্র বিভাগ দেখা যাবে। এই বিভাগটির নাম “তোমার জন্য অনুমোদিত", যার মধ্যে আপনার বাছাই করা কন্টেন্টই শুধু থাকবে।

সাজেস্ট করা ভিডিও

আমাদের অ্যালগরিদম সাজেস্ট করা ভিডিও বেছে নেয় এবং এগুলির ক্ষেত্রে সবসময় হিউম্যান রিভিউ করা হয় না। Search বিকল্প চালু বা বন্ধ যাই থাকুক না কেন, YouTube Kids-এ একাধিক ভিডিও দেখার পরে হোম স্ক্রিনে অতিরিক্ত বিভাগ হিসেবে সাজেস্ট করা ভিডিও দেখানো হয়। আপনার সন্তানের ভিডিও সার্চ করা বা হোম স্ক্রিন থেকে কিছু ভিডিও দেখার পরেও, হোম স্ক্রিনের চারটি বিভাগের মধ্যে এবং সাজেশন হিসেবে তাকে সাজেস্ট করা ভিডিও দেখানো হতে পারে। অ্যাপে কী সার্চ করা হয়েছে বা কোন ভিডিওগুলি দেখা হয়েছে সেটির উপর নির্ভর করে YouTube Kids-এ উপলভ্য সব ভিডিওর মধ্যে থেকে সাজেস্ট করা ভিডিও দেখানো হয়।
অভিভাবকীয় সেটিংস থেকে অ্যাপের ইতিহাস মুছে দিয়ে আপনি সাজেস্ট করা ভিডিও রিসেট করতে পারেন। মনে রাখবেন, 'সার্চ করো' বিকল্প বন্ধ করে দিলে অ্যাপ থেকে আপনার বাচ্চার সার্চ ও দেখার ইতিহাস ছাড়াও সাজেস্ট করা ভিডিওগুলি মুছে যাবে।
ভিডিও দেখার ইতিহাস পজ করার বিকল্প চালু করা হলে, সাজেস্ট করাভিডিওর সাজেশন দিতে, আপনার বাচ্চা নতুন কোন কোন ভিডিও দেখেছে এবং সার্চ করার সময় কী কী সার্চের শব্দ লিখেছে তা অ্যাপ আর ব্যবহার করবে না। অভিভাবকীয় সেটিংস থেকে আপনি ভিডিও দেখার ইতিহাস পজ করার বিকল্প চালু বা বন্ধ করতে পারেন।
যাতে আপনার প্রত্যেক সন্তান বিশেষত তারই জন্য সাজেস্ট করা ভিডিও দেখতে পায়, তাই আপনি প্রত্যেকের জন্য আলাদা প্রোফাইল তৈরি করতে পারেন।
আপনি সন্তানের প্রোফাইলের জন্য 'শুধু অনুমোদিত কন্টেন্ট' সেটিং বেছে নিয়ে থাকলে, আপনার অনুমোদিত কন্টেন্টের মধ্যে থেকে সাজেস্ট করা ভিডিও দেখানো হয়। সাজেস্ট করা ভিডিও সম্পর্কে আরও জানুন।

আবার দেখুন

আবার দেখুন আপনার সন্তান অ্যাপে যে ভিডিওগুলি আগে দেখেছে সেগুলির মধ্যে থেকে ভিডিও বেছে নিতে দেয়।
অভিভাবকীয় সেটিংস থেকে অ্যাপের ইতিহাস মুছে দিয়ে আপনি আবার দেখুন ভিডিও রিসেট করতে পারেন। মনে রাখবেন, 'সার্চ করো' বিকল্প বন্ধ করে দিলে অ্যাপ থেকে আপনার বাচ্চার সার্চ ও দেখার ইতিহাস ছাড়াও, এটি আবার দেখো ভিডিওগুলিও মুছে যাবে।
ভিডিও দেখার ইতিহাস পজ করার বিকল্প চালু করা থাকলে, এটি আবার দেখো ভিডিওর জন্য সাজেশন দিতে, আপনার বাচ্চা নতুন কোন কোন ভিডিও দেখছে এবং সার্চ করার সময় কী কী সার্চের শব্দ লিখেছে তা অ্যাপ আর ব্যবহার করবে না। অভিভাবকীয় সেটিংস থেকে আপনি ভিডিও দেখার ইতিহাস পজ করার বিকল্প চালু বা বন্ধ করতে পারেন।
যাতে আপনার প্রত্যেক সন্তান বিশেষত তারই জন্য সাজেস্ট করা ভিডিও দেখতে পায়, তাই আপনি প্রত্যেকের জন্য আলাদা প্রোফাইল তৈরি করতে পারেন।

YouTube Kids-এ কী কী অভিভাবকীয় নিয়ন্ত্রণ উপলভ্য আছে?

আপনার বাচ্চার জন্য YouTube Kids-এর অভিজ্ঞতাকে পছন্দমতো সাজিয়ে নিতে আমরা বেশ কয়েকটি ফিচার যোগ করেছি। যেমন, বাচ্চার অ্যাপের ব্যবহার সীমিত করার জন্য আপনি একটি টাইমার সেট করতে পারেন। অন্যান্য নিয়ন্ত্রণগুলির মধ্যে পড়ে:

অভিভাবকীয় নিয়ন্ত্রণ ও সেটিংস সম্পর্কে আরও জানুন।

YouTube Kids-এ কোন ধরনের বিজ্ঞাপন বা প্রচার দেখানো হয়?

অ্যাপটি যাতে আমরা ফ্রিতে ব্যবহার করতে দিতে পারি, সেই জন্য আমরা কিছু পেড বিজ্ঞাপন ("পেড বিজ্ঞাপন") দেখাতে দিই। অ্যাপে কোনও ভিডিও দেখার সময় আপনার বাচ্চা কোনও পেড বিজ্ঞাপন দেখতে পেতে পারে, যা "বিজ্ঞাপন" বলে চিহ্নিত করা থাকে এবং সেটি চালানোর আগে একটি বিজ্ঞাপনের ইন্ট্রো দেওয়া হবে। এই পেড বিজ্ঞাপনগুলিকে আমাদের বিজ্ঞাপন নীতি মেনে চলতে হয়, যেমন খাদ্য ও পানীয়ের মতো নির্দিষ্ট কিছু বিভাগের বিজ্ঞাপন এখানে দেখানো যায় না। YouTube Kids-এ বিজ্ঞাপন ও আমাদের বিজ্ঞাপন নীতি সম্পর্কে আরও জানুন।

ব্যবহারকারীদের আপলোড করা ভিডিও পেড বিজ্ঞাপন নয়, তাই সেগুলি বিজ্ঞাপন হিসেবে চিহ্নিত থাকে না এবং সেগুলির উপর বিজ্ঞাপন নীতি প্রয়োগ করার প্রশ্ন ওঠে না। যেসব কোম্পানি অ্যাপে বিজ্ঞাপন কিনেছে তাদের সম্পর্কে বা তাদের থেকে পাওয়া কন্টেন্টও এর মধ্যে পড়ে। যেমন, ট্রেন সম্পর্কে সার্চ করলে এই বিষয়ে কার্টুন, গান বা কোনও ব্যবহারকারী বা টয় ট্রেন কোম্পানির আপলোড করা আসল ট্রেনের ভিডিও। এগুলি YouTube Kids বিজ্ঞাপন প্রোগ্রামের অংশ নয়, তাই এগুলিকে পেড বিজ্ঞাপন হিসেবে বিবেচনা করা হয় না। একইভাবে চকলেট সার্চ করলে সার্চ ফলাফলে চকলেট-আইসক্রিম তৈরি করা প্রসঙ্গে ব্যবহারকারীর আপলোড করা ভিডিও দেখানো হতে পারে, যদিও চকলেট প্রস্তুতকারকদের পেড বিজ্ঞাপন দেখানোর অনুমতি দেওয়া হয় না। YouTube Kids-এ ভিডিও সম্পর্কে আরও জানুন।

আপনি সন্তানের সাথে পেড বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে চাইলে, YouTube Premium -এর সাথে YouTube Kids অ্যাপ ব্যবহার করে দেখুন। আরও জানুন

YouTube Kids থেকে ডেটা সংগ্রহ করা ও ব্যক্তিগত তথ্যের ব্যবহার

আমাদের ডেটা ব্যবহার ও ম্যানেজ করার ব্যাপারে সম্পূর্ণ তথ্য পেতে, আপনি YouTube Kids-এর গোপনীয়তা বিজ্ঞপ্তি দেখতে পারেন। আপনি এই বিজ্ঞপ্তিটি kids.youtube.com/t/privacynotice লিঙ্কে অথবা 'গোপনীয়তা' বিভাগের অধীনে অ্যাপের 'সেটিংস' বিকল্পে পেতে পারেন।
অ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার জন্য আমরা আগে থেকেই সাবধানতা অবলম্বন করি। বাচ্চা অ্যাপটি ব্যবহার করতে শুরু করার আগে অভিভাবক বা আইনি অভিভাবকের এই বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। YouTube Kids ব্যবহার করবে যে বাচ্চা আপনি তার অভিভাবক বা আইনি অভিভাবক না হলে অথবা আপনি অভিভাবক বা আইনি অভিভাবক হওয়া সত্ত্বেও আমাদের গোপনীয়তা অনুশীলনের সাথে সম্মত না হলে, বাচ্চাকে অ্যাপটি ব্যবহার করতে দেবেন না।
অ্যাপটি Google LLC, ঠিকানা: 1600 Amphitheatre Pkwy, Mountain View, CA 94043, United States এর মাধ্যমে পরিচালিত।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14955616809090441775
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false