YouTube Giving ফান্ডরেইজার সেট আপ করা

ক্রিয়েটররা যেসব দাতব্য সংক্রান্ত অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে চান সেই বিষয়ে YouTube Giving সাহায্য করে। উপযুক্ত চ্যানেলগুলি তাদের ভিডিও এবং লাইভ স্ট্রিমে 'অনুদান' বোতাম যোগ করে বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের জন্য ফান্ডরেইজ করতে পারে। দর্শকরা সরাসরি ভিডিও দেখার পৃষ্ঠায় বা লাইভ চ্যাটে অনুদান দিতে পারবেন।

বাচ্চাদের জন্য তৈরি হিসেবে সেট করা ভিডিওতে YouTube Giving উপলভ্য নেই। আপনার ফান্ডরেইজারে ভিডিও যোগ করার সময় 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে সেট করা ভিডিওগুলি দেখতে পাবেন না। উপযুক্ততা এবং উপলভ্যতা সম্পর্কিত আরও বিবরণের জন্য, YouTube Giving সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত দেখুন।

লাইভ চ্যাটে ফান্ডরেইজ করার উপায় হিসেবে 'লাইভ চ্যাট অনুদান' এখন Super Chat for Good-এর জায়গা নিয়েছে। লাইভ চ্যাট সহ শিডিউল করা লাইভ স্ট্রিমে আপনার ফান্ডরেইজার যোগ করতে নিচে দেওয়া নির্দেশাবলী দেখুন।

উপযুক্ত হওয়ার জন্য যা প্রয়োজন

'YouTube অনুদানের' মাধ্যমে ফান্ডরেইজ করার উপযুক্ত হওয়ার জন্য, আপনার চ্যানেল যাতে এইসব প্রয়োজনীয়তা পূরণ করে তা ভাল করে দেখে নিন:
  • চ্যানেলটি উপলভ্য লোকেশনগুলির মধ্যে একটিতে অবস্থিত
  • চ্যানেলে কমপক্ষে ১০ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে
  • চ্যানেলটি YouTube পার্টনার প্রোগ্রাম-এর অংশ হতে হবে
  • চ্যানেলটি 'বাচ্চাদের জন্য তৈরি' বলে চিহ্নিত করা থাকলে চলবে না
মনে রাখবেন: আপনি উপরে উল্লেখ করা উপযুক্ততা মাপকাঠির বাইরেও কয়েকটি চ্যানেলে ফান্ডরেইজ করা দেখতে পেতে পারেন। আমরা ভবিষ্যতে 'YouTube অনুদান' আরও বিস্তৃতভাবে উপলভ্য করার পরিকল্পনা করছি।

উপলভ্য লোকেশন

আপনি যদি এইসব দেশ/অঞ্চলের কোনও একটিতে বসবাস করেন, তাহলে 'YouTube অনুদান ফান্ডরেইজার' সেট-আপ করতে পারবেন।

  • আর্জেন্টিনা
  • অস্ট্রিয়া
  • বেলজিয়াম
  • বলিভিয়া
  • কানাডা
  • কলম্বিয়া
  • ক্রোয়েশিয়া
  • এস্তোনিয়া
  • ফ্রান্স
  • জার্মানি
  • ঘানা
  • হংকং
  • আইসল্যান্ড
  • ইন্দোনেশিয়া
  • আয়ারল্যান্ড
  • ইজরায়েল
  • ইতালি
  • কুয়েত
  • লাটভিয়া
  • লিথুয়ানিয়া
  • লুক্সেমবুর্গ
  • মালয়েশিয়া
  • মেক্সিকো
  • মন্টেনেগ্রো
  • নেদারল্যান্ডস
  • নিউজিল্যান্ড
  • নরওয়ে
  • পেরু
  • ফিলিপিন্স
  • পোল্যান্ড
  • পুয়ের্তো রিকো
  • রোমানিয়া
  • স্লোভাকিয়া
  • স্পেন
  • সুইডেন
  • সুইজারল্যান্ড
  • থাইল্যান্ড
  • টার্কি
  • যুক্তরাজ্য
  • মার্কিন যুক্তরাষ্ট্র

'YouTube অনুদান ফান্ডরেইজার' তৈরি করুন

আপনি YouTube Giving ফান্ডরেইজার তৈরি করে, ভিডিও বা লাইভ স্ট্রিমে যোগ করতে পারবেন। যোগ করা ভিডিও বা লাইভ চ্যাটের 'অনুদান' বোতামে ক্লিক করে অনুরাগীরা অনুদান দিতে পারবেন।

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, উপার্জন করুন এবং তারপর অনুদান বিকল্পটি বেছে নিন।
  3. শুরু করুন এবং তারপর ফান্ডরেইজার তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
  4. ৫০১(c)(৩) ধারার আওতায় উপলভ্য মার্কিন যুক্তরাষ্টের এমন অলাভজনক প্রতিষ্ঠান বেছে নিন, যেটিকে আপনি অনুদান দিতে চান। ৫০১(c)(৩) ধারা অনুযায়ী অলাভজনক প্রতিষ্ঠান, যেটিকে আপনি অনুদান দিতে চান, সেটি তালিকাভুক্ত না থাকলে, অলাভজনক প্রতিষ্ঠানের জন্য অনুরোধ করুন বিকল্প বেছে নিন। উপলভ্য অলাভজনক প্রতিষ্ঠান সম্পর্কে আরও জানুন।
  5. শীর্ষক, বিবরণ এবং সহযোগীর মতো ফান্ডরেইজারের বিবরণ যোগ করতে নির্দেশাবলী অনুসরণ করুন। আমরা ফান্ডরেইজারের লক্ষ্য এবং সময়কাল সেট করতে সাজেস্ট করি। আপনি যেকোনও সময় এটি পরিবর্তন করতে পারবেন।
  6. এমন ভিডিও বা শিডিউল করা লাইভ স্ট্রিম যোগ করুন, যেটিতে 'অনুদান' বোতামটি দেখা যাবে।
  7. প্রকাশ করুন বিকল্প বেছে নিন।

এছাড়াও, উন্নত সেটিংসের লাইভ কন্ট্রোল রুমে লাইভ স্ট্রিম সেট আপ করার সময় আপনি ফান্ডরেইজার সেট আপ করতে পারবেন। এখান থেকে আরও জানুন।

মনে রাখবেন: ফান্ডরেইজার শুরু হওয়ার তারিখের পরে, আপনার দেখার পৃষ্ঠায় বা লাইভ চ্যাটে 'অনুদান' বোতামটি দেখা যাবে। আপনি ফান্ডরেইজার তৈরি করলে এবং আপনার ভিডিওর দর্শক 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে সেট করা থাকলে, ভিডিও বা লাইভ চ্যাটে 'অনুদান' বোতামটি দেখা যাবে না।

আপনি নিজের প্রভাব বাড়াতে চাইলে, কমিউনিটি ফান্ডরেইজার তৈরি করুন। “সহযোগী” বিভাগটি আপডেট করলে, তা 'YouTube অনুদানে' অ্যাক্সেস আছে এমন যেকোনও চ্যানেলকে আপনার ফান্ডরেইজারে যোগ দেওয়ার অনুমতি দেবে।

আপনার ফান্ডরেইজার শুরু হওয়ার পরে, দেখার পৃষ্ঠা বা লাইভ চ্যাটে 'অনুদান' বোতামটি দেখা যাবে।

আগে থেকে থাকা ফান্ডরেইজারে যোগ দিন

এছাড়াও, আপনি অন্য কোনও ক্রিয়েটরের কমিউনিটি ফান্ডরেইজারে যোগ দিতে পারবেন।

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, উপার্জন করুন এবং তারপর অনুদান বিকল্পটি বেছে নিন।
  3. শুরু করুন এবং তারপর ফান্ডরেইজারে যোগ দিন বিকল্পে ক্লিক করুন।
  4. উপলভ্য কমিউনিটি ফান্ডরেইজারের তালিকা থেকে বেছে নিন।
  5. এমন ভিডিও বা শিডিউল করা লাইভ স্ট্রিম যোগ করুন, যেটিতে 'অনুদান' বোতামটি দেখা যাবে।
  6. প্রকাশ করুন বিকল্প বেছে নিন।
মনে রাখবেন: ফান্ডরেইজার শুরু হওয়ার তারিখের পর থেকে, আপনি দেখার পৃষ্ঠা বা লাইভ চ্যাটে 'অনুদান' বোতামটি দেখতে পাবেন।

আপনার YouTube Giving ফান্ডরেইজার ম্যানেজ করুন

ফান্ডরেইজার কত টাকা জোগাড় করেছে, তা আপনি Giving ট্যাব থেকে দেখতে পারবেন। এছাড়াও, আপনি যেকোনও সময় ক্যাম্পেন এডিট করতে, লক্ষ্যের পরিমাণ পরিবর্তন করতে এবং ফান্ডরেইজার সরিয়ে দিতে পারবেন।

আপনার ফান্ডরেইজারের বিবরণ পরিবর্তন করতে:

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, উপার্জন করুন এবং তারপর অনুদান বিকল্পটি বেছে নিন।
  3. আপনি যে ফান্ডরেইজারটি পরিবর্তন করতে চান তার পাশে, 'আরও '' এবং তারপর এডিট করুন' বিকল্প বেছে নিন।

ফান্ডরেইজার মুছে ফেলতে এবং আপনার ভিডিও থেকে 'অনুদান' বোতামটি সরিয়ে ফেলতে, উপরে উল্লিখিত ধাপগুলি অনুসরণ করুন এবং মুছুন বিকল্প বেছে নিন।

কীভাবে YouTube Giving ফান্ডরেইজার সেট আপ করবেন তা দেখুন

How to Set Up a Fundraiser | YouTube Giving

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11362009387994910443
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false