বেআইনি বা নিয়ন্ত্রিত প্রোডাক্ট বা পরিষেবা সংক্রান্ত নীতি


 
আমাদের দর্শক, পার্টনার ও ক্রিয়েটরের সুরক্ষার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই অভিনব ও প্রাণবন্ত কমিউনিটিকে রক্ষা করার জন্য আপনাদের প্রত্যেকের সাহায্য আমাদের প্রয়োজন। আমাদের কমিউনিটি নির্দেশিকা এবং YouTube-এ লোকজনকে সুরক্ষিত রাখার ব্যাপারে সকলেরই যে দায়িত্ব আছে সেই বিষয়ে এই নির্দেশিকার ভূমিকা যাতে আপনি বোঝেন সেটি খুব গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে নিম্নলিখিত নীতি ভালভাবে পড়ুন। আমাদের সব নির্দেশিকা নিয়ে তৈরি তালিকা দেখতে এই পৃষ্ঠাতে যান।

YouTube-এ নির্দিষ্ট নিয়ন্ত্রিত প্রোডাক্ট ও পরিষেবা বিক্রি করার জন্য তৈরি কন্টেন্ট দেখানোর অনুমতি দেওয়া হয় না।

এই নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্ট খুঁজে পেলে, সেটি সম্পর্কে অভিযোগ করুন। কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করছে বলে দেখতে পেলে, কীভাবে অভিযোগ করবেন সেটি এখান থেকে জানতে পারবেন। আপনি একাধিক ভিডিও বা মন্তব্য সম্পর্কে অভিযোগ করতে চাইলে, চ্যানেল সম্পর্কে অভিযোগ করতে পারেন।

এছাড়াও আপনি অতিরিক্ত রিসোর্স দেখতে পারেন।

এই নীতি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ

আপনি কন্টেন্ট পোস্ট করলে

নিম্নলিখিত যেকোনও নিয়ন্ত্রিত প্রোডাক্ট ও পরিষেবা সরাসরি বিক্রি, লিঙ্ক বা অ্যাক্সেস করার উদ্দেশ্য নিয়ে YouTube-এ কন্টেন্ট পোস্ট করবেন না। এই আইটেমগুলি বিক্রি করা বা লিঙ্ক, ইমেল, ফোন নম্বর পোস্ট করে অথবা অন্য কোনও উপায়ে সরাসরি একজন বিক্রেতার সাথে যোগাযোগ করার মাধ্যমে এই পরিষেবাগুলি ব্যবহার করার কোনও উপায়ে অনুমতি দেওয়া হয় না।

  • অ্যালকোহল
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, চুরি হয়ে যাওয়া ক্রেডিট কার্ড অথবা অন্যান্য আর্থিক তথ্য
  • জাল ডকুমেন্ট বা মুদ্রা
  • নিয়ন্ত্রিত মাদকদ্রব্য এবং অন্যান্য মাদকদ্রব্য
  • বিস্ফোরক
  • শরীরের অঙ্গ
  • বিপন্ন প্রজাতি বা বিপন্ন প্রজাতির প্রাণীর শরীরের অঙ্গ
  • আগ্নেয়াস্ত্র এবং নির্দিষ্ট আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম
  • ই-সিগারেট সহ নিকোটিন
  • Google বা YouTube এখনও পর্যালোচনা করেনি এমন অনলাইন জুয়া খেলার সাইট
  • প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় এমন ওষুধ
  • যৌন বা এসকর্ট সংক্রান্ত পরিষেবা
  • লাইসেন্স-বিহীন স্বাস্থ্য পরিষেবা
  • মানুষ পাচার

মনে রাখবেন: হার্ড ড্রাগ কেনা যেতে পারে বা প্রেসক্রিপশন ছাড়া ওষুধপত্র কেনা যেতে পারে এমন কোনও জায়গার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনি কোনও লিঙ্ক অথবা ফোন নম্বর, ইমেল বা অন্যান্য কোনও তথ্য দিলে আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হতে পারে। নিচে দেওয়া উদাহরণগুলি দেখুন। 

এছাড়াও, নিম্নলিখিত কন্টেন্ট YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না:

  • হার্ড ড্রাগ ব্যবহার অথবা তৈরি করা: শিক্ষামূলক নয় এমন প্রসঙ্গে হার্ড বা সফ্ট ড্রাগ বিক্রি করা বা বিক্রির সুযোগ করে দেওয়া, প্রেসক্রিপশন ছাড়া নিয়ন্ত্রিত ওষুধ বিক্রির সুযোগ করে দেওয়া অথবা স্টেরয়েড ব্যবহারের পদ্ধতি দেখানো। 
  • প্রতারণা শেখানো: শিক্ষাক্ষেত্রে প্রতারণার পদ্ধতি শেখায় এমন কন্টেন্ট।

এই নীতি ভিডিও, ভিডিওর বিবরণ, মন্তব্য, লাইভ স্ট্রিম সহ যেকোনও YouTube প্রোডাক্ট অথবা ফিচারের ক্ষেত্রে প্রযোজ্য। মনে রাখবেন, এই তালিকা সম্পূর্ণ নয়। মনে রাখবেন, এই নীতি আপনার কন্টেন্টে থাকা এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রেও প্রযোজ্য। এতে ক্লিক করা যাবে এমন URL অন্তর্ভুক্ত থাকতে পারে, যেখানে মৌখিকভাবে ব্যবহারকারীদের ভিডিওতে অন্য সাইট এমনকি অন্য ফর্মের দিকে নির্দেশ করা হয়েছে। 

উদাহরণ

এখানে এমন কিছু কন্টেন্টের উদাহরণ দেওয়া হল যা YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না।

মনে রাখবেন, এই ধরনের আরও অনেক কিছু এই তালিকায় উল্লেখ করা নেই। 

  • অনুমোদিত নয় এমন কোনও অনলাইন জুয়া বা স্পোর্টস বেটিং সাইটের সাথে লিঙ্ক করা।
  • নকল পাসপোর্ট বিক্রি করা বা জাল অফিসিয়াল ডকুমেন্ট তৈরি করা সংক্রান্ত নির্দেশাবলী প্রদান করা।
  • এসকর্ট, পতিতাবৃত্তি বা কামোত্তেজক ম্যাসাজ পরিষেবার বিজ্ঞাপন দেওয়া।
  • ডার্ক ওয়েবে কীভাবে ড্রাগ কিনতে হয় তা নির্দেশ করে এমন কন্টেন্ট।
  • একজন ব্যবহারকারীর এমন কোনও সফ্টওয়্যারের মাধ্যমে কেনাকাটা করার ভিডিও যা জাল ক্রেডিট কার্ড নম্বর তৈরি করে।
  • প্রেসক্রিপশনের প্রয়োজন নেই এমন অনলাইন ফার্মেসির লিঙ্ক যোগ করা।
  • ড্রাগ, নিকোটিন বা নিয়ন্ত্রিত ওষুধ রয়েছে এমন কোনও প্রোডাক্টের প্রচারকারী কন্টেন্ট।
  • হার্ড ড্রাগের ব্যবহার দেখানো: শিক্ষামূলক নয় এমন কন্টেন্টে হেরোইনের মতো ড্রাগ শিরায় ইঞ্জেক্ট করা বা আঠার নির্যাস মুখ দিয়ে গ্রহণ করা/শোঁকা অথবা ট্যাবলেট ও অ্যাসিড গ্রহণ করা দেখানো।
  • হার্ড ড্রাগ তৈরি করা: শিক্ষামূলক নয় এমন কন্টেন্টে হার্ড ড্রাগ তৈরির পদ্ধতি ব্যাখ্যা করা।
  • অপ্রাপ্তবয়স্কদের মদ্যপান বা ড্রাগ সেবন: অপ্রাপ্তবয়স্করা মদ্যপান, ভেপোরাইজার, ই-সিগারেট, তামাক বা গাঁজা ব্যবহার করছে অথবা আতসবাজির অপব্যবহার করছে এমন কন্টেন্ট দেখানো।
  • স্টেরয়েড ব্যবহার: শিক্ষামূলক নয় এমন কন্টেন্টে পেশী-বর্ধনের মতো লঘু ও বিনোদনমূলক কারণে স্টেরয়েডের ব্যবহার দেখানো।
  • সফ্ট ড্রাগ বিক্রি করা: এমন কোনও সাইটের লিঙ্ক দেওয়া যাতে গাঁজা বা সালভিয়া বিক্রির প্রসঙ্গ রয়েছে।
  • হার্ড ড্রাগ বিক্রি করা: বিক্রি করার উদ্দেশ্যে হার্ড ড্রাগ দেখানো। হার্ড ড্রাগের কিছু ধরনের মধ্যে এইসব অন্তর্ভুক্ত (মনে রাখবেন, এমন কিছু ড্রাগ থাকতে পারে যা এই তালিকায় অন্তর্ভুক্ত নেই এবং এইসব উপাদানের নাম আলাদা হতে পারে):
    • অ্যাম্ফিটামাইন
    • কোকেন
    • ডেক্সট্রোমেথরফান (DXM)
    • ফ্লুনিট্রাজেপাম
    • ফেন্টানাইল
    • GHB
    • হেরোইন
    • কেটামাইন
    • K2
    • LSD
    • MDMA/এক্সট্যাসি
    • মেসকালাইন
    • মেথামফেটামিন
    • আইসোটোনিটাজিন (ISO)
    • আফিম
    • PCP
    • সাইলোসাইবিন এবং সাইলোসাইব (ম্যাজিক মাশরুম)

মনে রাখবেন: হার্ড ড্রাগ কেনা যেতে পারে বা প্রেসক্রিপশন ছাড়া ওষুধপত্র কেনা যেতে পারে এমন কোনও জায়গার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনি কোনও লিঙ্ক অথবা ফোন নম্বর, ইমেল বা অন্যান্য কোনও তথ্য দিলে আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হতে পারে।

মনে রাখবেন, এখানে মাত্র কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। কোনও কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করতে পারে বলে আপনার মনে হলে সেটি পোস্ট করবেন না।

বয়স সংক্রান্ত বিধিনিষেধযুক্ত কন্টেন্ট

কিছু ক্ষেত্রে কন্টেন্ট আমাদের নীতি লঙ্ঘন না করলেও সেটি ১৮ বছরের কম বয়সের দর্শকদের দেখার পক্ষে উপযুক্ত নাও হতে পারে। 

বয়স সংক্রান্ত বিধিনিষেধযুক্ত কন্টেন্টের উদাহরণ

  • ক্যানাবিস ডিসপেনসারির প্রচার করে এমন কন্টেন্ট।
  • নিকোটিন ই-লিকুইড ব্র্যান্ডের রিভিউ করে এমন কন্টেন্ট।

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে কী হবে

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে, সেটি সরিয়ে দেওয়া হবে এবং আপনাকে ইমেল করে জানানো হবে। আপনার পোস্ট করা লিঙ্ক নিরাপদ কিনা তা যাচাই করতে না পারলে আমরা সেটি সরিয়ে দিতে পারি। মনে রাখবেন, ভিডিওতে বা ভিডিওর মেটাডেটায় কোনও নীতি লঙ্ঘনকারী URL পোস্ট করলেও ভিডিওটি সরিয়ে দেওয়া হতে পারে।

প্রথমবার কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, চ্যানেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে আপনাকে শুধু সতর্ক করা হতে পারে। আপনি একটি নীতি সংক্রান্ত ট্রেনিং নিয়ে এই সতর্কতার মেয়াদ ৯০ দিনে শেষ করার সুযোগ পাবেন। তবে, ওই ৯০ দিন সময়সীমার মধ্যেই আবার একই নীতি লঙ্ঘন করলে, এই সতর্কতার মেয়াদ শেষ হবে না এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। ট্রেনিং শেষ করার পরে আপনি যদি অন্য কোনও নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে আবার সতর্ক করা হবে।

আপনি ৯০ দিনের মধ্যে ৩টি স্ট্রাইক পেলে, আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। স্ট্রাইক কীভাবে ও কেন প্রয়োগ করা হয়, সেই সম্পর্কে আরও জানুন

কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী বারবার লঙ্ঘনের কারণে আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। একবার গুরুতর কোনও অপব্যবহার করলে অথবা চ্যানেলটি নীতি লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি করা হলে, আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। যারা বার বার নীতি লঙ্ঘন করেন তাদের আমরা ভবিষ্যতে নীতি সংক্রান্ত ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি। চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সম্পর্কে আরও জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10995295883410368081
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false