হিংসাত্মক চরমপন্থী বা অপরাধমূলক সংস্থা সংক্রান্ত নীতি


আমাদের দর্শক, পার্টনার ও ক্রিয়েটরের সুরক্ষার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই অভিনব ও প্রাণবন্ত কমিউনিটিকে রক্ষা করার জন্য আপনাদের প্রত্যেকের সাহায্য আমাদের প্রয়োজন। আমাদের কমিউনিটি নির্দেশিকা এবং YouTube-এ লোকজনকে সুরক্ষিত রাখার ব্যাপারে সকলেরই যে দায়িত্ব আছে সেই বিষয়ে এই নির্দেশিকার ভূমিকা যাতে আপনি বোঝেন সেটি খুব গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে নিম্নলিখিত নীতি ভালভাবে পড়ুন। আমাদের সব নির্দেশিকা নিয়ে তৈরি তালিকা দেখতে এই পৃষ্ঠাতে যান।

হিংসাত্মক চরমপন্থী অথবা অপরাধমূলক সংগঠনের প্রশংসা বা প্রচার করা অথবা তাদের কাজে সাহায্য করার উদ্দেশ্যে তৈরি কন্টেন্ট YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না। এই ধরনের সংগঠনকে কোনও উদ্দেশ্যেই YouTube ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না, এমনকি কর্মচারী নিয়োগ করার জন্যও নয়।

এই নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্ট খুঁজে পেলে, সেটি সম্পর্কে অভিযোগ করুন। কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করছে বলে দেখতে পেলে, কীভাবে অভিযোগ করবেন সেটি এখান থেকে জানতে পারবেন। আপনি একাধিক ভিডিও বা মন্তব্য সম্পর্কে অভিযোগ করতে চাইলে, চ্যানেল সম্পর্কে অভিযোগ করতে পারেন।

আপনি যদি মনে করেন যে, কোনও ব্যক্তি শীঘ্রই বিপদের সম্মুখীন হতে চলেছেন, তাহলে সেই পরিস্থিতির বিষয়ে অভিযোগ করার জন্য স্থানীয় আইন প্রয়োগকারী এজেন্সির সাথে আপনার অবিলম্বে যোগাযোগ করা উচিত।

আপনার কাছে এর মানে কী

আপনি যদি কন্টেন্ট পোস্ট করেন

নিম্নলিখিত বিবরণের সাথে মিলে যাওয়া কন্টেন্ট YouTube-এ পোস্ট করবেন না।

  • হিংসাত্মক চরমপন্থী, অপরাধমূলক বা সন্ত্রাসবাদী সংগঠনের তৈরি করা কন্টেন্ট
  • অন্যদের হিংস্র কার্যকলাপ করতে উৎসাহিত করার জন্য কুখ্যাত সন্ত্রাসবাদী, চরমপন্থী বা অপরাধ জগতের কুখ্যাত ব্যক্তিদের প্রশংসা বা স্মৃতিচারণ করা কন্টেন্ট
  • হিংসাত্মক চরমপন্থী, অপরাধমূলক বা সন্ত্রাসবাদী সংগঠনের দ্বারা পরিচালিত হিংসাত্মক কাজের প্রশংসা করা বা তা ন্যায্য বলে দাবি করা কন্টেন্ট
  • হিংসাত্মক চরমপন্থী, অপরাধমূলক বা সন্ত্রাসবাদী সংগঠনে নতুন সদস্য নিয়োগের উদ্দেশ্যে তৈরি কন্টেন্ট
  • হিংসাত্মক চরমপন্থী, অপরাধমূলক বা সন্ত্রাসবাদী সংগঠনের হয়ে পণবন্দীদের দেখানো বা অনুরোধ করা, হুমকি দেওয়া বা ভয় দেখানোর উদ্দেশ্যে পোস্ট করা কন্টেন্ট
  • যে কন্টেন্টে হিংসাত্মক চরমপন্থী, অপরাধমূলক বা সন্ত্রাসবাদী সংগঠনের প্রশংসা বা প্রচার করার জন্য তাদের চিহ্ন, লোগো বা সংকেত দেখানো হয়
  • স্কুলে গুলি চালানোর মতো অত্যন্ত হিংস্র শোকাবহ ঘটনাকে গৌরবান্বিত বা তার প্রচার করা কন্টেন্ট

অপরাধী বা সন্ত্রাসবাদী সংগঠনগুলি কী দিয়ে শনাক্ত করা যায় তা নির্ধারণ করতে, YouTube সরকার এবং আন্তর্জাতিক সংস্থার দেওয়া স্ট্যাটাস সহ অনেকগুলি ফ্যাক্টরের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, আমরা এমন যেকোনও চ্যানেল বন্ধ করে দিই যেখানে আমরা যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করি যে যার অ্যাকাউন্ট সেই ব্যক্তি কোনও ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য, যেমন কোনও বিদেশী সন্ত্রাসবাদী সংগঠন (মার্কিন যুক্তরাষ্ট্র) বা জাতিসংঘ দ্বারা চিহ্নিত সংস্থা।

শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক বা শৈল্পিক উদ্দেশ্যে যদি সন্ত্রাসবাদ বা অপরাধ সম্পর্কিত কন্টেন্ট পোস্ট করার প্রয়োজন হয়, তাহলে সেখানে কী দেখানো হয়েছে দর্শকদের তা বুঝতে সাহায্য করার জন্য ভিডিও বা অডিওতে যথেষ্ট তথ্য প্রদান করার বিষয়ে সচেতন থাকতে হবে। পর্যাপ্ত প্রাসঙ্গিক তথ্য থাকা গ্রাফিক বা বিতর্কিত ফুটেজে, বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা বা সতর্কতামূলক স্ক্রিন দেখানো হতে পারে।

এই নীতি ভিডিও, ভিডিওর বিবরণ, মন্তব্য, লাইভ স্ট্রিম সহ যেকোনও YouTube প্রোডাক্ট অথবা ফিচারের ক্ষেত্রে প্রযোজ্য। মনে রাখবেন, এই তালিকা সম্পূর্ণ নয়। মনে রাখবেন, এইসব নীতি আপনার কন্টেন্টের এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রেও প্রযোজ্য। এর মধ্যে ক্লিক করা যাবে এমন URL অন্তর্ভুক্ত থাকতে পারে, যেগুলি ব্যবহারকারীকে ভিডিওর অন্য সাইটের সাথে সাথে অন্য ফর্মের দিকেও নির্দেশ করে।

উদাহরণ

এমন কিছু কন্টেন্টের উদাহরণ দেওয়া হল যা YouTube-এ অনুমোদন করা হয় না।

  • সন্ত্রাসবাদী, অপরাধমূলক বা চরমপন্থী সংগঠনের তৈরি কন্টেন্ট এডিট না করে বা অপরিবর্তিত রেখে আবার আপলোড করা
  • গান বা স্মৃতিচারণের মাধ্যমে সন্ত্রাসবাদী নেতা বা তার অপরাধমূলক কার্যকলাপ উদযাপন করা
  • গান বা স্মৃতিচারণে সন্ত্রাসবাদী বা অপরাধমূলক সংগঠনের কার্যকলাপ নিয়ে আনন্দ করা
  • এমন কন্টেন্ট যা ব্যবহারকারীদের সন্ত্রাসবাদী মতাদর্শ সমর্থন করা সাইটে পাঠায়, যেটি নিষিদ্ধ কন্টেন্ট প্রচার বা সদস্য নিয়োগ করতে ব্যবহার করা হয়
  • কোনও প্রাণঘাতী বা বড় ধরনের হিংসাত্মক ঘটনার সময় হামলাকারীর তোলা যেসব ভিডিও ফুটেজে অস্ত্রের ব্যবহার, হিংসাত্মক কার্যকলাপ বা জখম ব্যক্তিদের দেখা যায় বা শোনা যায়
  • হিংসাত্মক আক্রমণকারীদের সম্পর্কে তথ্য রয়েছে এমন এক্সটার্নাল সাইটের লিঙ্ক
  • কোনও হিংসাত্মক ঘটনা, এর সাথে যুক্ত ষড়যন্ত্রকারীদের মহিমান্বিত করতে অথবা হিংসাত্মক উগ্রপন্থী, অপরাধী অথবা সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন করে যে ভিডিও গেমের কন্টেন্ট ডেভেলপ বা পরিবর্তন (“মডিফিকেশন”) করা হয়েছে
  • নাগরিকদের বিরুদ্ধে হিংসাকে গৌরবান্বিত করা
  • হিংসাত্মক অপরাধমূলক, চরমপন্থী বা সন্ত্রাসবাদী সংগঠনের জন্য ফান্ড সংগ্রহ করা

মনে রাখবেন যে এগুলি শুধু উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করতে পারে বলে মনে হলে তা পোস্ট করবেন না।

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে কী হবে

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে, সেটি সরিয়ে দেওয়া হবে এবং আপনাকে ইমেল করে জানানো হবে।

আপনি এই প্রথম আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, আপনাকে সতর্ক করা হতে পারে। তা না হলে, আপনার চ্যানেলের উপর স্ট্রাইক করা হতে পারে। আপনি ৯০ দিনের মধ্যে ৩টি স্ট্রাইক পেলে, আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। আমাদের স্ট্রাইক সিস্টেম সম্পর্কে আপনি এখান থেকে আরও জানতে পারবেন।

নির্দেশিকা লঙ্ঘন করলে আমাদের YouTube চ্যানেল মনিটাইজেশন সংক্রান্ত নীতি অনুযায়ী আপনার যেকোনও অ্যাকাউন্টে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। সতর্কও করে দেওয়া হতে পারে। এটি ভুল করে হয়েছে বলে মনে করলে, আবেদন করতে পারবেন। লঙ্ঘনের অভিযোগ প্রত্যাহার করা হলে, YouTube Studio-তে উপযুক্ত হওয়ার পর আপনি মনিটাইজেশনের জন্য আবেদন জানাতে পারবেন।

কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী বারবার লঙ্ঘনের কারণে আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। একবার গুরুতর কোনও অপব্যবহার করলে অথবা চ্যানেলটি নীতি লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি করা হলে, আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। যারা বার বার নীতি লঙ্ঘন করেন তাদের আমরা ভবিষ্যতে নীতি সংক্রান্ত ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি। চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সম্পর্কে আরও জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13900846083822267763
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false