কন্টেন্ট ম্যানেজারের দায়িত্ব ও ফিচারে অ্যাক্সেস

YouTube Studio কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন এমন পার্টনাররাই শুধুমাত্র এই ফিচার ব্যবহার করতে পারবেন।

আপনি YouTube-এর নীতি লঙ্ঘন করলে কী হবে

যেসব কন্টেন্ট ম্যানেজার YouTube-এর নীতি মেনে চলেন না তাদের বিরুদ্ধে অফিসিয়াল সতর্কতা জারি করা হতে পারে, যদি YouTube এটি নির্ধারণ করে যে অসাবধানতাবশত, ইচ্ছাকৃতভাবে বা ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে CMS-এর অপব্যবহার করা হয়েছে। এছাড়াও, YouTube যেকোনও হোস্ট বা ডেলিভার করা কন্টেন্ট সরিয়ে দিতে পারে যা YouTube-এর শর্তাবলী বা নীতি লঙ্ঘন করে। অফিসিয়াল সতর্কতা নির্দিষ্ট YouTube প্রোগ্রাম এবং CMS ফিচারের জন্য আপনার কোম্পানির যোগ্যতাকে প্রভাবিত করতে পারে, তাই আপনার সিস্টেমে অননুমোদিত অ্যাক্সেস রোধ করতে এবং YouTube-এর সমস্ত নীতি, নির্দেশিকা এবং প্রয়োজনীয় বিষয়গুলি মেনে চলার জন্য আপনার কাছে পর্যাপ্ত ইন্টার্নাল কন্ট্রোল থাকা গুরুত্বপূর্ণ।

CMS ফিচারগুলিতে অ্যাক্সেস হারাতে পারেন

অফিসিয়াল সতর্কতা ছাড়াও, যেসব পার্টনার CMS ফিচারের অপপ্রয়োগ বা অপব্যবহার করেন, তারা সেইসব ফিচার বা অন্যান্য সম্পর্কিত ফিচারে অ্যাক্সেস হারাতে পারেন। এটি সাধারণত সাময়িক হয় এবং নির্দিষ্ট সময়কালের মধ্যে সীমাবদ্ধ থাকে। কন্টেন্ট ম্যানেজমেন্ট ইকোসিস্টেমে যাতে কোনও ক্ষতি না হয় সেই জন্য আমরা সাময়িকভাবে CMS ফিচারগুলিতে আপনাকে সীমিত অ্যাক্সেস দিতে পারি। কোনও ফিচারে অ্যাক্সেস ফিরে পেতে পার্টনারকে কত দিন অপেক্ষা করতে হবে তা একাধিক বিষয়ের উপর নির্ভর করে, যেমন লঙ্ঘন কতটা গুরুতর, এটি হওয়ার কারণ, পার্টনারের ব্যবসার উপর প্রভাব এবং তার নীতি লঙ্ঘনের ইতিহাস। কয়েকটি ক্ষেত্রে, আমরা মনে করতে পারি যে নির্দিষ্ট কিছু ফিচারের অ্যাক্সেস স্থায়ীভাবে তুলে নেওয়াই হল উপযুক্ত পদক্ষেপ। নির্দিষ্ট বিবরণ ও পরবর্তী ধাপগুলি সম্পর্কে পার্টনার ম্যানেজারের থেকে জানতে পারবেন। আপনার পার্টনার ম্যানেজার না থাকলে, আরও তথ্যের জন্য আপনি ক্রিয়েটর সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে পারেন

কন্টেন্ট ম্যানেজার হিসেবে আপনার দায়িত্ব

YouTube-এর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) হল একটি শক্তিশালী টুলের স্যুট যা ভুলভাবে ব্যবহার করা হলে YouTube ইকোসিস্টেমের ক্ষতি হতে পারে। হোস্ট ও ডেলিভার করা সব কন্টেন্ট (যেমন চ্যানেল, ভিডিও, আর্ট ট্র্যাক, অ্যাসেট মেটাডেটা, Content ID রেফারেন্স ইত্যাদি) আমাদের পরিষেবার শর্তাবলী, কমিউনিটি নির্দেশিকা, মনিটাইজেশন সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়কন্টেন্ট ম্যানেজার নীতি সহ YouTube-এর সমস্ত নীতি এবং নির্দেশিকা অনুসরণ করে তা নিশ্চিত করার জন্য কন্টেন্ট ম্যানেজার দায়বদ্ধ থাকেন।

বারবার ও গুরুতর লঙ্ঘন

আমরা এই নীতিগুলিকে খুব গুরুত্ব দিই। পার্টনাররা কন্টেন্ট ম্যানেজার নীতি বারবার বা গুরুতর লঙ্ঘন করলে, তাদের উপর কঠোর পেনাল্টি আরোপ করা হতে পারে। পেনাল্টির মধ্যে অতিরিক্ত CMS ফিচারে অ্যাক্সেস হারানো, নির্দিষ্ট ফিচারে দীর্ঘদিন অ্যাক্সেস হারানো বা পুরো CMS-এ অ্যাক্সেস হারানো সহ YouTube-এর সাথে চুক্তি বাতিল করে দেওয়া অন্তর্ভুক্ত থাকতে পারে।

কিছু ক্ষেত্রে, যাতে আমাদের নীতি মেনে চলা হয় সেই জন্য "চূড়ান্ত সতর্কতা" জারি করা হতে পারে। যেসব কন্টেন্ট ম্যানেজারের বিরুদ্ধে চূড়ান্ত অফিসিয়াল সতর্কতা জারি করা হয়েছে তারা আগামী বছরের মধ্যে কোনও এক সময় অপব্যবহার সংক্রান্ত অডিটে পাস না করলে, অধিকাংশ CMS ফিচারে অ্যাক্সেস হারাবেন। আগামী বছরের মধ্যে আবার লঙ্ঘনের ঘটনা ঘটলে এবং অপব্যবহার সংক্রান্ত অডিটের জন্য অনুরোধ ও সেটিতে পাস না করলে, তাদের চুক্তিও বাতিল হয়ে যেতে পারে।

একাধিক কন্টেন্ট মালিকের মালিকানা

মনে রাখবেন যে YouTube-এ আপনি একাধিক কন্টেন্ট ম্যানেজারকে নিয়ন্ত্রণ করলে, একজন যদি কোনও নীতি লঙ্ঘন করেন তাহলে আপনার মালিকানাধীন সব কন্টেন্ট ম্যানেজারের উপর পেনাল্টি আরোপ করা হতে পারে। 

সাধারণ কন্টেন্ট ম্যানেজার নীতি

YouTube CMS-এ অ্যাক্সেস আছে এমন সব পার্টনারের ক্ষেত্রে এই নীতিগুলি প্রযোজ্য

চ্যানেলের দায়বদ্ধতা সংক্রান্ত নীতি

লিঙ্ক করা সব চ্যানেল যাতে YouTube-এর কন্টেন্ট নীতি ও নির্দেশিকা মেনে চলে তা দেখা কন্টেন্ট ম্যানেজারের দায়িত্বের মধ্যে পড়ে। মালিকানাধীন ও পরিচালিত (O&O) এবং অ্যাফিলিয়েট চ্যানেল, দুটি ক্ষেত্রেই আপলোড করা কন্টেন্টের উপর এই নীতি প্রযোজ্য হয়। 

নীতি সংক্রান্ত প্রয়োজনীয়তা

  • ৯০ দিনের মধ্যে কন্টেন্ট ম্যানেজারের ৩০টির কম লঙ্ঘনের (যেমন বন্ধ হয়ে যাওয়া, সাসপেনশন বা ডিমনিটাইজেশন) ঘটনা থাকতে হবে। আপনার অ্যাফিলিয়েট ও নন-অ্যাফিলিয়েট, দু'ধরনের অ্যাকাউন্টের চ্যানেলের জন্যই এই নীতি প্রযোজ্য হয়। 
  • ৯০ দিনের মধ্যে কন্টেন্ট ম্যানেজারের নন-অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে চ্যানেল অপব্যবহার সংক্রান্ত ঘটনার সংখ্যা ১০টির কম হতে হবে।

নীতি লঙ্ঘন

এই থ্রেশহোল্ড পেরিয়ে গেলে নীতি লঙ্ঘন হয়েছে বলে বিবেচনা করা হবে। ৯০ দিনের মধ্যে প্রথমবার লঙ্ঘন করলে ১ মাস সাসপেন্ড করা হবে। সাসপেনশন চলাকালীন আপনি কন্টেন্ট ম্যানেজারে নতুন চ্যানেল তৈরি বা লিঙ্ক করতে পারবেন না। 

৯০ দিনের মধ্যে দ্বিতীয়বার লঙ্ঘন করলে ২ মাস সাসপেন্ড করা হবে। তৃতীয় ও শেষবার লঙ্ঘন করলে পেনাল্টি আরোপ করা হবে। দীর্ঘমেয়াদী সাসপেনশন বা YouTube-এর সাথে আপনার চুক্তি বাতিল এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে।

নীতি মেনে চলার জন্য আপনি কী করতে পারেন

চ্যানেল গ্রহণ করার নীতি
ক্রিয়েটরদের চ্যানেল কন্টেন্ট ম্যানেজারের নেটওয়ার্কে যোগ করার আগে তাদের সম্পর্কে জেনে নিলে ভাল হয়। যেসব কন্টেন্ট ম্যানেজার স্প্যামি বা অসৎ উপায় ছাড়াও অন্যান্য প্রতারণামূলক পদ্ধতিতে ক্রিয়েটরদের নেটওয়ার্কে যোগ করেন অথবা চ্যানেল লিঙ্ক করার ক্ষমতার অপব্যবহার করেন তারা CMS ফিচারে অ্যাক্সেস হারাতে পারেন।

নীতি সংক্রান্ত প্রয়োজনীয়তা:

  • কন্টেন্ট ম্যানেজারদের প্রতি মাসে ৯০%-এর বেশি চ্যানেল লিঙ্কিং আমন্ত্রণ গ্রহণের হার বজায় রাখতে হবে।
  • যেসব কন্টেন্ট ম্যানেজারের ক্ষেত্রে আমন্ত্রণ গ্রহণের হার ৯০%-এর চেয়ে কমে যায়, তাদের সব কন্টেন্ট মালিকদের জন্যই ১ মাস চ্যানেল লিঙ্কিং আমন্ত্রণ পাঠানোর কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।

নীতি মেনে চলার জন্য আপনি কী করতে পারেন:

  • মাসের শুরুর দিকেই আমন্ত্রণ পাঠান, যাতে ক্রিয়েটররা আপনার আমন্ত্রণ গ্রহণ করার জন্য যথেষ্ট সময় পান।
  • যেসব চ্যানেল সম্পর্কে আপনি জানেন এবং যাদের সাথে আপনার ব্যবসায়িক সম্পর্ক আছে শুধু সেগুলির ক্রিয়েটরদের আমন্ত্রণ পাঠান।
  • প্রয়োজন হলে, ক্রিয়েটরদের সাথে যোগাযোগ করে আমন্ত্রণ গ্রহণ করতে বলুন।
সিস্টেম এড়িয়ে যাওয়া সংক্রান্ত নীতি
কন্টেন্ট ম্যানেজাররা কন্টেন্ট মালিকদের হয়ে অধিকার ও কন্টেন্ট ম্যানেজ করবেন, তাদের নেটওয়ার্কে কোনও সমস্যা হলে সমাধান করবেন এবং দায়িত্ব সহকারে YouTube CMS ব্যবহার করবেন বলে আমরা তাদের উপর আস্থা রাখি। YouTube CMS-এ অন্তর্ভুক্ত ফিচার ব্যবহারের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য হবে বলে আমরা বিশ্বাস করি। যেসব কন্টেন্ট ম্যানেজার YouTube-এর তৈরি সিস্টেম ও প্রসেসকে এড়িয়ে যাওয়ার জন্য এই ফিচারগুলির অপব্যবহার করেন তারা সেই বিশ্বাস ভঙ্গ করেন এবং পুরো YouTube ইকোসিস্টেমের ক্ষতি করেন।

নীতি সংক্রান্ত প্রয়োজনীয়তা:

  • কোনও কন্টেন্ট ম্যানেজারই এমন কিছু করতে পারবেন না যা YouTube-এর সিস্টেম, প্রসেস বা নীতিকে পাশ কাটিয়ে যাওয়া বা বাধা দেওয়ার চেষ্টা করে।
  • এই নীতি লঙ্ঘন করলে তা গুরুতর অপব্যবহার হিসেবে বিবেচনা করা হতে পারে এবং এর ফলে আপনার কন্টেন্ট মালিকের সম্পূর্ণ অ্যাকাউন্ট গ্রুপকে বাতিল করা হতে পারে।

এই নীতি লঙ্ঘনের উদাহরণের মধ্যে এগুলি পড়তে পারে:

  • YouTube-এ মনিটাইজ করা যায় না এমন কন্টেন্ট অসৎ উপায়ে মনিটাইজ করার জন্য CMS ব্যবহার করা। আমাদের কমিউনিটি ও ব্র্যান্ড নিরাপত্তা নির্দেশিকা লঙ্ঘন করে এবং প্রযোজ্য আইন ও নিয়ম অনুযায়ী নিষিদ্ধ কন্টেন্ট এর মধ্যে পড়ে।
  • ন্যায্যত যে অ্যাসেটে আপনার মেধা সম্পত্তির অধিকার নেই (এমনকি সাময়িকভাবেও নেই) সেটিতে ম্যানুয়ালি Content ID মালিকানা যোগ করা।
  • দাবির বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার জন্য ম্যানুয়াল Content ID দাবির পদ্ধতি ব্যবহার করা।
  • CMS-এর সাহায্যে YouTube দ্বারা অনুমোদিত নয় এমন কোনও চ্যানেল ম্যানেজ করা, যেখানে এই ধরনের অনুমোদন নেওয়া প্রয়োজন।
  • অবৈধ বা প্রতারণামূলক উপায়ের মাধ্যমে YouTube-এ আপনার উপার্জন বাড়ানোর জন্য ডিজাইন করা কৌশল কাজে লাগানো বা তার থেকে উপকৃত হওয়া বা তাতে অংশ নেওয়া।        

কন্টেন্ট ম্যানেজারের কপিরাইট স্ট্রাইক সংক্রান্ত নীতি
কোনও চ্যানেলে কপিরাইট স্ট্রাইক করা হলে, চ্যানেল লেভেলে পেনাল্টি আরোপ করা হয়। পার্টনারদের উচিত তাদের ম্যানেজ করা চ্যানেলগুলিতে যাতে অনেক কপিরাইট স্ট্রাইক জমা না হয় তা দেখা। এটি করতে না পারলে, ইতিমধ্যে যে চ্যানেল স্ট্রাইক নীতি আছে সেটি ছাড়াও কন্টেন্ট ম্যানেজারের উপর পেনাল্টি আরোপ করা হবে। পার্টনার স্ট্রাইক পেনাল্টি ফিচারে অ্যাক্সেস সীমাবদ্ধ করে। এটি কন্টেন্টের সংশ্লিষ্ট মালিকদের উপর প্রভাব ফেলে।

নীতি সংক্রান্ত প্রয়োজনীয়তা:

কোনও পার্টনার ম্যানেজ করা চ্যানেলগুলি মিলিয়ে ৯০ দিনের মধ্যে ১০টি কপিরাইট স্ট্রাইক পেলে, তার আরও পর্যালোচনা করা হয়। এর ফলে তিনি চ্যানেল লিঙ্ক ও ভিডিও আপলোড করার সুবিধাগুলি হারাতে পারেন এবং তার পার্টনারশিপ চুক্তি বাতিল হয়ে যেতে পারে। ৯০ দিন পরে কপিরাইট স্ট্রাইকের মেয়াদ শেষ হয়ে যায় এবং চ্যানেল ও কন্টেন্টের মালিকের কপিরাইট স্ট্রাইকের মোট সংখ্যার মধ্যে আর দেখানো হয় না। YouTube তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে যেকোনও সময় অপব্যবহারের মূল্যায়ন করা এবং তা আটকানোর অধিকার রাখে।

নীতি মেনে চলার জন্য আপনি কী করতে পারেন:

  • ম্যানেজ করার জন্য নতুন চ্যানেল বেছে নেওয়ার সময় সতর্ক থাকবেন। আপনার স্ট্রাইকের সংখ্যা বাড়িয়ে দিতে পারে এমন কোনও ঝুঁকির সম্ভাবনা থাকলে সেই চ্যানেল যোগ করবেন না।
  • মালিকানাধীন ও পরিচালিত চ্যানেলের সংখ্যা ১২০-র চেয়ে কম রাখলে অধিকাংশ পার্টনার সবচেয়ে ভালভাবে কাজ করতে পারেন।
  • আপনার ম্যানেজ করা চ্যানেলের দায়িত্বে যিনি আছেন তাকে কপিরাইট সম্পর্কে শেখান এবং তিনি যাতে YouTube-এর নীতি মেনে কাজ করেন তা দেখুন।
  • আরও বেশি চ্যানেল ম্যানেজ করার সাথে সাথে সঠিক অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ যাতে বজায় রাখতে পারেন তা দেখুন।
সংশ্লিষ্ট কোনও কপিরাইট স্ট্রাইক ভুল করে করা হয়েছে বলে মনে করলে, জবাবী বিজ্ঞপ্তি জমা দেওয়া অথবা দাবি প্রত্যাহারের অনুরোধ করা সম্পর্কে আপনি আরও জানতে চাইতে পারেন।
সহায়তা কেন্দ্র থেকে আপনি কপিরাইট স্ট্রাইক সম্পর্কে আরও জানতে পারবেন।
দায়িত্বপূর্ণ অ্যাক্সেস ও অধিগ্রহণ নীতি
আমাদের ইকোসিস্টেমকে নিরাপদ ও সুস্থ রাখতে YouTube যদি মনে করে যে কোনও দায়িত্বজ্ঞানহীন বা নিষিদ্ধ পার্টি CMS অ্যাকাউন্ট ব্যবহার করেছে, তাহলে সেটি সীমাবদ্ধ, সাসপেন্ড বা বন্ধ করে দিতে পারে। 
  • কন্টেন্ট ম্যানেজারদের CMS অ্যাকাউন্ট ব্যবহার করে যা করা হয় সেটির দায়িত্বও তাদেরই নিতে হবে।
    • আপনার কর্মীদের অ্যাক্সেস ও তারা আমাদের নীতি মেনে চলছেন কিনা তা মনিটর করার জন্য আপনি পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা দেখুন। কর্মীদের কাজের দায়িত্ব সংশ্লিষ্ট কোম্পানিকে নিতে হবে।
    • CMS অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য নিয়োগ করা থার্ড-পার্টিদের ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য।
  • অর্থের বিনিময়ে বা অন্যান্য সুবিধা পেতে অ্যাফিলিয়েট নয় বা নিষিদ্ধ থার্ড-পার্টিকে আপনার CMS অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া যাবে না।
    • আপনার CMS অ্যাকাউন্টের অ্যাক্সেস ভাড়া বা লিজ দেবেন না অথবা বিক্রি করবেন না।
    • আপনি CMS অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য কোনও থার্ড-পার্টির সাথে পার্টনারশিপে আবদ্ধ হলে, সেই সংস্থাকে আমাদের সাথে সরাসরি পার্টনারশিপ চুক্তি করতে হবে। 
    • অতীতে অনেকবার অপব্যবহার করেছেন এমন সংস্থাকে (বা সংশ্লিষ্ট ব্যক্তিকে) আপনার CMS অ্যাকাউন্টে অ্যাক্সেস দেবেন না।
    • YouTube যদি জানতে পারে যে অ্যাফিলিয়েট নয় বা নিষিদ্ধ কোনও পার্টি আপনার CMS অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়েছে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। যেমন, YouTube কোনও ব্যক্তির অ্যাক্সেস প্রত্যাহার করতে অথবা সংশ্লিষ্ট চুক্তি বাতিল করে দিতে পারে।
আপনার সংস্থাকে অধিগ্রহণ করা হলে, কন্টেন্ট ম্যানেজার হিসেবে YouTube-কে জানানো আপনার কর্তব্যের মধ্যে পড়ে। আপনি CMS অ্যাক্সেস সহ কোনও সংস্থাকে অধিগ্রহণ করলেও YouTube-কে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে। অধিগ্রহণের ৩০ দিনের মধ্যে এটি করতে হবে।
মিউজিক পার্টনার হোস্টিং নীতি
অ্যাকাউন্টে আগে থেকেই যেসব মিউজিক অ্যাসেট আছে সেগুলির সাথে নন-মিউজিক কন্টেন্টের যথেষ্ট সম্পর্ক থাকতে হবে।
  • যেমন, আর্টিস্টের ইন্টারভিউকে যথেষ্ট প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করা যেতে পারে।
  • চ্যানেল লিঙ্ক করার মতো বিভিন্ন ফিচারে যাতে অ্যাক্সেস হারানোর সম্ভাবনা না থাকে সেই জন্য নন-মিউজিক কন্টেন্ট প্রকাশ করেন এমন মিউজিক পার্টনারদের পার্টনার ম্যানেজারের সাথে আলোচনা করে সমাধান খুঁজে বার করতে হবে।

Content ID সংক্রান্ত নীতি

যেসব পার্টনারের Content ID মেলানোর সিস্টেমে অ্যাক্সেস আছে তাদের ক্ষেত্রে এই নীতিগুলি প্রযোজ্য হয়। সহায়তা কেন্দ্রের Content ID-র জন্য উপযুক্ত হওয়া নিবন্ধ থেকে আপনি আরও জানতে পারবেন।

Content ID-র জন্য উপযুক্ত কন্টেন্ট নীতি
Content ID মেলানোর সিস্টেম হল YouTube-এ আপনার অধিকার ম্যানেজ করার জন্য একটি শক্তিশালী টুল। এটির জটিলতা ও সংবেদনশীলতার দরুন কন্টেন্টকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হলে সেটিকে কিছু প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। এই প্রয়োজনীয়তাগুলি পূরণ করার দায়িত্ব আপনার এবং রেফারেন্স যাতে আপনার মেধা সম্পত্তির অধিকারভুক্ত ভিডিওকেই দাবি করে তাও আপনাকে নিশ্চিত করতে হবে।

নীতি সংক্রান্ত প্রয়োজনীয়তা

  • আপনি যে অঞ্চলে মালিকানা দাবি করেন সেখানে রেফারেন্স ফাইলে থাকা কন্টেন্টের একচেটিয়া অধিকার আপনার কাছেই থাকতে হবে।
    • রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য অনুপযুক্ত কন্টেন্টের উদাহরণ:
      • থার্ড-পার্টির থেকে পাওয়া একচেটিয়া অধিকারভুক্ত নয় এমন কন্টেন্ট, যেমন গুরুত্বপূর্ণ খেলাধূলা সংক্রান্ত ইভেন্টের আঞ্চলিক সম্প্রচার।
      • Creative Commons বা এই ধরনের ফ্রি/ওপেন লাইসেন্সের অধীনে রিলিজ করা কন্টেন্ট।
      • ফুটেজ, রেকর্ড বা কম্পোজিশন যা সর্বজনীন ডোমেনে উপলভ্য।
      • ন্যায্য ব্যবহার নীতি মেনে ব্যবহার করা অন্য উৎস থেকে নেওয়া ক্লিপ।
      • অন্য কন্টেন্টে যোগ করার জন্য বেশি মাত্রায় বিক্রি বা লাইসেন্স দেওয়া কন্টেন্ট, যেমন প্রোডাকশন মিউজিক।

এই প্রয়োজনীয়তা আপনার রেফারেন্সের অডিও এবং ভিজ্যুয়াল কম্পোনেন্ট, দুই ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন, আপনার অডিওভিজ্যুয়াল রেফারেন্সে লাইসেন্স বিহীন থার্ড-পার্টি অডিও থাকলে সেই কন্টেন্ট ডেলিভার করার আগেই সরিয়ে দিতে হবে।

  • যাতে নিখুঁতভাবে মেলানো যায়, সেই জন্য রেফারেন্স ফাইলগুলিকে পরস্পরের থেকে যথেষ্ট আলাদা হতে হবে।
    • রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য অনুপযুক্ত কন্টেন্টের উদাহরণ:
      • ক্যারাওকে রেকর্ডিং, রিমাস্টার এবং একই ধরনের শুনতে লাগে এমন রেকর্ডিং।
      • সাউন্ড এফেক্ট, সাউন্ডবেড বা প্রোডাকশন লুপ।
      • সর্বজনীন ডোমেনে থাকা কন্টেন্ট বা থার্ড-পার্টি কন্টেন্টের সাউন্ড রেকর্ডিং যা সেই কন্টেন্টের অন্য সাউন্ড রেকর্ডিংয়ের মতোই, যেমন ক্লাসিক্যাল মিউজিক বা বিশেষ রিমিক্স।
  • প্রতিটি রেফারেন্স ফাইলকে একটি করে মেধা সম্পত্তি উপস্থাপন করতে হবে।
    • রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য অনুপযুক্ত কন্টেন্টের উদাহরণ:
      • গানের সঙ্কলন বা স্বল্প দৈর্ঘ্যের ভিডিও কন্টেন্ট।
      • ম্যাশ-আপ বা একটানা ডিজে মিক্স।
      • কাউন্টডাউন তালিকা বা পুরো অ্যালবামের সাউন্ড রেকর্ডিং।
  • কন্টেন্ট মনিটাইজ করার জন্য ব্যবহার করা সব রেফারেন্স ফাইলকেই YouTube-এর কন্টেন্ট নীতি মেনে চলতে হবে।

ভিডিও গেম কন্টেন্টের উপর বিশেষ সীমাবদ্ধতা

  • শুধু ভিডিও গেমের প্রকাশকরাই গেম প্লে ফুটেজ বা ভিডিও গেমের আসল সাউন্ডট্র্যাক (OSTs) সহ রেফারেন্স প্রদান করতে পারে। 
    • ভিডিও গেমের আসল সাউন্ডট্র্যাক বলতে বিশেষ করে ভিডিও গেমের জন্য তৈরি সাউন্ড রেকর্ডিংকে বোঝায়, গেমে অন্তর্ভুক্ত করার জন্য লাইসেন্সপ্রাপ্ত ট্র্যাক নয়।
    • এছাড়াও, লাইভ স্ট্রিম ভিডিও গেম কন্টেন্টের VOD এই নীতির অন্তর্ভুক্ত। 
      • এই কন্টেন্টকে সুরক্ষিত রাখতে ম্যানুয়াল দাবি বা Copyright Match Tool ব্যবহার করুন।
  • ভিডিও গেম OST-এর কভারের সব সাউন্ড রেকর্ডিং অ্যাসেটকে পর্যালোচনার জন্য পাঠানোর শর্ত সহ নীতি ব্যবহার করতে হবে।
    • এই অ্যাসেটগুলির ক্ষেত্রে এম্বেড করা কম্পোজিশনের সুর মেলানোর ফলে অনেক ভুল দাবি করা হতে পারে যা ভিডিও গেম প্রকাশকের ইচ্ছাবিরোধী হয়।
Content ID রেফারেন্স ডেলিভারি সংক্রান্ত নীতি
কন্টেন্ট ম্যানেজারদের শুধু এমন রেফারেন্স ফাইল প্রদান করতে হবে যা Content ID মেলানোর জন্য উপযুক্ত। ভুল রেফারেন্সের জন্য ক্রিয়েটর ও YouTube অধিকার ম্যানেজমেন্ট ইকোসিস্টেম, দু'য়েরই ক্ষতি হতে পারে। কোন কন্টেন্ট Content ID-র জন্য উপযুক্ত তা আপনি সহায়তা কেন্দ্র থেকে জানতে পারবেন।

নীতি সংক্রান্ত প্রয়োজনীয়তা:

  • সব কন্টেন্ট ম্যানেজারকে ভুল Content ID রেফারেন্সের সংখ্যা তাদের কন্টেন্ট মালিকদের ক্যাটালগের ১%-এর চেয়ে কম রাখতে হবে এবং ৩০ দিনের মধ্যে ভুল রেফারেন্সের সংখ্যা ৫০০-এর বেশি হলে চলবে না।
  • এই সীমা ছাড়িয়ে গেলে কন্টেন্ট মালিকদের রেফারেন্স ডেলিভারির সুবিধা সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
Content ID ম্যানুয়াল দাবির নীতি

ম্যানুয়াল দাবি সম্পর্কে

যে ফিচার ব্যবহার করে কন্টেন্ট ম্যানেজাররা তাদের কন্টেন্ট সহ ভিডিওর উপর দাবি করতে পারেন সেটিকে ম্যানুয়াল দাবি বলা হয়। Content ID-র জন্য উপযুক্ত কন্টেন্ট অটোমেটিক দাবি করা না হলে, এটি শুধু দাবির কভারেজে ফাঁক পূরণ করতে ব্যবহার করা উচিত। কোনও ধরনের কন্টেন্ট Content ID-র জন্য উপযুক্ত না হলে সেটি দাবি করার জন্য ম্যানুয়াল দাবি ব্যবহার করা যাবে না।


শুধু যেসব পার্টনার ম্যানুয়াল দাবি করার টুলের খুব প্রয়োজন আছে বলে প্রমাণ করেছেন তাদেরই এটিতে অ্যাক্সেস দেওয়া হয়। সুস্থ ও ন্যায্য ইকোসিস্টেম বজায় রাখার জন্য YouTube-এর চারটি স্বাধীনতার মন্ত্রের সাথে সামঞ্জস্য রেখে ম্যানুয়াল দাবি ব্যবহার করার প্রয়োজনীয়তার ব্যাপারে খুব কড়াকড়ি করা হয়।

আপনি কোন কন্টেন্ট দাবি করতে পারবেন সেই ব্যাপারে সীমাবদ্ধতা

 সীমাবদ্ধতা  বিবরণ
শুধু এমন কন্টেন্ট সহ ভিডিও দাবি করুন যেটির কপিরাইটের একচেটিয়া অধিকার আপনার কাছে আছে। আপলোড করা ভিডিওতে আপনার কন্টেন্ট থাকলে তবেই সেটি দাবি করুন।

কন্টেন্ট (বা কন্টেন্টের অংশবিশেষ) আপনার মালিকানাধীন না হলে সেটির উপর ম্যানুয়াল দাবি করবেন না।


সেন্সরশিপের জন্য ম্যানুয়াল দাবির অপব্যবহার করা হলে অন্যান্য পেনাল্টি ছাড়াও এই ফিচার ব্যবহারের সুবিধা সঙ্গে সঙ্গে অথবা স্থায়ীভাবে প্রত্যাহার করে নেওয়া হতে পারে।

Content ID মেলানোর মাধ্যমে যা সম্ভবত দাবি করা যেতে পারে সেটির বাইরে গিয়ে কোনও কন্টেন্টের উপর ম্যানুয়াল দাবি করবেন না।
 
Content ID মেলানোর সিস্টেম দিয়ে আপলোডারের ভিডিও ও পার্টনারের প্রদান করা রেফারেন্স কন্টেন্টের মধ্যে শুধু মিলে যাওয়া অডিও, ভিজ্যুয়াল ও সুর দাবি করা যেতে পারে। এই মূল কার্যকারিতার কথা মাথায় রেখে সব ম্যানুয়াল দাবি করতে হবে।

থাম্বনেল বা স্থির ছবি দেখে ভিডিওর উপর ম্যানুয়াল দাবি করবেন না।


ট্রেডমার্ক, গোপনীয়তা ও কপিরাইটের আওতাভুক্ত নয় এমন সমস্যা ম্যানেজ করার জন্য ম্যানুয়াল দাবি ব্যবহার করবেন না। 

আপলোডার কপিরাইটে থাকা চরিত্রের চিত্রায়ণ করলে সেটি সহ ভিডিওর উপর ম্যানুয়াল দাবি করবেন না।

অনুরাগীদের রেকর্ড করা লাইভ ইভেন্টের (যেমন নাটক, কমেডি রুটিন বা খেলাধূলা) উপর ম্যানুয়াল দাবি করবেন না, যদি না সেই নির্দিষ্ট রেকর্ডিংয়ের অধিকার আপনার কাছে থাকে অথবা মিউজিক প্রকাশক হিসেবে আপনি মিউজিক কম্পোজিশন দাবি করেন। 

Content ID-র সাহায্যে কেবল মিউজিক কম্পোজিশনের অধিকার ম্যানেজ করা যায়, অন্য ধরনের লিখিত বা স্ক্রিপ্ট করা কাজ নয়। 

অন্য কোনও ক্ষেত্রে এটি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে, আইনি সরিয়ে দেওয়ার অনুরোধ বা গোপনীয়তা সংক্রান্ত অভিযোগ করলে ভাল হয়।

কোনও অ্যাসেট বর্তমানে বা আগে কখনও একই কন্টেন্টের জন্য দাবি করেছিল এমন ভিডিওর উপর ম্যানুয়াল দাবি করবেন না। একই কন্টেন্টের জন্য আগে কোনও দাবির বিরোধের নিষ্পত্তি করা হয়ে গেছে এমন ভিডিওর উপর ম্যানুয়াল দাবি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে।

ম্যানুয়ালি ডুপ্লিকেট বা প্রতিযোগিতামূলক দাবি করা হলে, সেটিকে আমাদের সিস্টেম এড়িয়ে যাওয়া সংক্রান্ত নীতি অনুযায়ী গুরুতর লঙ্ঘনের ঘটনা হিসেবে বিবেচনা করা হবে। 
ভিডিওর উপর ইতিমধ্যে যেসব দাবি করা হয়েছে সেগুলির মধ্যে উপার্জন ভাগ করার কোনও অনুপযুক্ত ব্যবস্থা তৈরি করার জন্য ম্যানুয়াল দাবি ব্যবহার করবেন না। এই নীতি লঙ্ঘন করা হলে সেটি আমাদের সিস্টেম এড়িয়ে যাওয়া সংক্রান্ত নীতি অনুযায়ী গুরুতর লঙ্ঘনের ঘটনা হিসেবে বিবেচনা করা হবে।
আপনার মালিকানা বর্তমানে অন্য অ্যাসেটে এম্বেড করা থাকলে বা সেটি করা উচিত হলে, ভিডিওর উপর ম্যানুয়াল দাবি করবেন না। আপনার কম্পোজিশন সহ কোনও সাউন্ড রেকর্ডিং অ্যাসেট যদি ভিডিওর কোনও অংশ আগেই দাবি করে থাকে, সেটির উপরই আবার ম্যানুয়াল কম্পোজিশন দাবি করবেন না। যখনই সম্ভব তখনই কম্পোজিশন মালিকানা সাউন্ড রেকর্ডিং-এ এম্বেড করা উচিত।

আপনি কীভাবে কন্টেন্ট দাবি করবেন সেই ব্যাপারে সীমাবদ্ধতা

সীমাবদ্ধতা বিবরণ
কোনও কন্টেন্টের জন্য ম্যানুয়াল দাবি জমা দেওয়ার আগে সেটি আপনাকে পর্যালোচনা করতে হবে।
 
ম্যানুয়াল দাবি প্রক্রিয়ার অটোমেশন করা যাবে না। ম্যানুয়াল অ্যাকশন নীতি দেখুন।
ম্যানুয়াল দাবি তৈরি করার জন্য ব্যবহৃত সব অ্যাসেট নির্ভুল, মানুষে পড়ার মতো মেটাডেটা ও সঠিক রেফারেন্স কন্টেন্ট সহ হতে হবে। দাবি করা কন্টেন্টের রেফারেন্স মেলানোর জন্য অনুপযুক্ত অথবা আমাদের রেফারেন্স নীতি অনুযায়ী নিষিদ্ধ হলেই কেবলমাত্র এই নিয়মের ব্যতিক্রম হতে পারে। 

এই অ্যাসেটগুলির জন্য রেফারেন্স না লাগলেও সব দাবিই একই, স্পষ্টভাবে আলাদা কন্টেন্টের জন্য হতে হবে এবং মেটাডেটাতে সেটির নির্ভুল বিবরণ থাকতে হবে। (যেমন, কোনও "বাকেট" বা "ক্যাচ-অল" অ্যাসেট নয়)।

ম্যানুয়াল দাবির জন্য ব্যবহার করা অ্যাসেটকে আপনার মালিকানার আওতা নির্ভুলভাবে উপস্থাপন করতে হবে। যেমন, আবার আপলোড করা লাইসেন্সযুক্ত কন্টেন্টের বিশ্বব্যাপী অধিকার আপনার কাছে না থাকলে আঞ্চলিক সম্প্রচারকারী হিসেবে আপনি সেটির উপর সারা বিশ্বে 'ব্লক' নীতি আরোপ করার জন্য ম্যানুয়াল দাবি করতে পারবেন না।

এছাড়াও, সম্প্রচারকারীর কাছে কোনও অঞ্চলে লাইসেন্সযুক্ত কন্টেন্ট দেখানোর অধিকার থাকলেও তার কাছে সবসময় সেই অঞ্চলে সংশ্লিষ্ট কন্টেন্ট সহ ভিডিও দাবি করার অধিকার নাও থাকতে পারে।
সব ম্যানুয়াল দাবিতে নির্ভুল টাইমস্ট্যাম্প থাকতে হবে যেটি থেকে ভিডিওর কোন অংশে কন্টেন্টটি আছে তা শনাক্ত করা যায়। পৃথক মিলে যাওয়া অংশগুলিকে সঠিক টাইমস্ট্যাম্প সহ উল্লেখ করতে হবে।

ইচ্ছাকৃতভাবে বা বারবার বিভ্রান্তিকর টাইমস্ট্যাম্প উল্লেখ করা হলে সেটিকে আমাদের নীতির গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হতে পারে।
'মনিটাইজ' নীতি সহ কোনও কন্টেন্ট YouTube-এর কমিউনিটি বা ব্র্যান্ড নিরাপত্তা নির্দেশিকা লঙ্ঘন করলে সেটির উপর ম্যানুয়াল দাবি করবেন না। এটি আমাদের সিস্টেম এড়িয়ে যাওয়া সংক্রান্ত নীতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হতে পারে। আরও জানতে এখানে দেখুন
ভিডিওর খুব ছোট অংশে আছে এমন অডিও কন্টেন্টের উপর ম্যানুয়াল দাবি হয়ত খুব কম ক্ষেত্রেই 'মনিটাইজ' নীতি ব্যবহার করতে পারে। সাধারণত দাবি করা কন্টেন্ট এগুলির মধ্যে কোনওটি না হলে, খুব ছোট অংশে ব্যবহার করা অডিও কন্টেন্টের উপর ম্যানুয়াল দাবি শুধু 'ব্লক' বা 'ট্র্যাক' নীতি ব্যবহার করতে পারে:
​ভিডিওর সঙ্কলন, মিউজিক কাউন্টডাউন বা মিউজিক থিম ভিত্তিক চ্যালেঞ্জের অংশ।
  • কোনও চ্যানেলকে ব্র্যান্ড করার জন্য ব্যবহৃত ইন্ট্রো/আউট্রোর অংশ।
  • আগে থেকেই 'মনিটাইজ' নীতি সহ সঠিক Content ID সংক্রান্ত দাবি রয়েছে এমন ভিডিওতে আছে।
  • দাবিদারের উপস্থাপিত অফিসিয়াল আর্টিস্ট চ্যানেলে আপলোড করা ভিডিওতে আছে।
  • ভিডিওর বেশির ভাগ অংশে আছে।
"অনিচ্ছাকৃতভাবে ব্যবহার করা" অডিও কন্টেন্টের উপর ম্যানুয়াল দাবির ক্ষেত্রে 'মনিটাইজ' নীতি ব্যবহার নাও করা যেতে পারে, কিন্তু আপনি তা সত্ত্বেও কন্টেন্ট ব্যবহারের উপর সাধারণত 'ট্র্যাক' বা 'ব্লক' নীতি প্রয়োগ করতে পারেন। এই নীতির জন্য "অনিচ্ছাকৃতভাবে ব্যবহার করা" কন্টেন্ট বলতে কী বোঝায় তা নিচের উদাহরণে উল্লেখ করা হল:
  • ক্রিয়েটর কন্টেন্টটি ভিডিওতে যোগ করেননি এবং
  • ক্রিয়েটর ও কন্টেন্টের মধ্যে কোনও ইন্টার‌্যাকশন নেই।

"অনিচ্ছাকৃতভাবে ব্যবহার করা" কন্টেন্টের কিছু উদাহরণ হল:

  • ক্রিয়েটরের বাড়ির অন্য ঘর বা অফিস থেকে শুনতে পাওয়া টেলিভিশনের শব্দ।
  • পাশ দিয়ে কোনও গাড়ি যাওয়ার সময় সেটির মিউজিক।

"অনিচ্ছাকৃতভাবে ব্যবহার করা" হিসেবে গণ্য হয় না এমন কিছু কন্টেন্টের উদাহরণ হল:

  • মিউজিকের সাথে গলা মিলিয়ে গান, নাচ বা খেলা করা।
  • পোস্ট-প্রোডাকশন পর্যায়ে বা এডিটিং সফ্টওয়্যার ব্যবহার করে যোগ করা কোনও কন্টেন্ট।
  • এমন জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটির উপর ক্রিয়েটরের সরাসরি নিয়ন্ত্রণ আছে অথবা ভিডিওর উদ্দেশ্য হল অডিও ক্যাপচার করা, যেমন কনসার্ট।

Content ID ও সমালোচনামূলক কন্টেন্ট ম্যানুয়ালি ব্লক করা

YouTube-এ সমালোচনামূলক কন্টেন্ট ব্লক করার জন্য ম্যানুয়াল Content ID অ্যাকশন ব্যবহার করা নিষিদ্ধ। Content ID মেলানোর সিস্টেমে এমন কোনও ম্যানুয়াল অ্যাকশন নেবেন না যাতে (১) আপনার বা আপনি যে ক্লায়েন্টের হয়ে কাজ করেন তার সমালোচনা এবং (২) আপনার কপিরাইট দ্বারা সুরক্ষিত কাজের অংশ সহ কন্টেন্ট ব্লক হয়ে যায়।
  • "সমালোচনামূলক" মানে কন্টেন্টের উদ্দেশ্য হল সেটির উপস্থাপন, বিষয়, ক্রিয়েটর বা যাদের কাছে সেটির অধিকার আছে তাদের সমালোচনা করা এবং/অথবা নেতিবাচক বা খারাপভাবে দেখানো।
  • ম্যানুয়াল দাবি করা বা আগে থেকেই করা কোনও দাবির নীতি পরিবর্তন করে 'ব্লক' নীতি বেছে নেওয়া সহ আরও অনেক কিছু "ম্যানুয়াল অ্যাকশন"-এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে।
  • আপনার কপিরাইট দ্বারা সুরক্ষিত কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা হয়েছে বলে মনে করলে, এর পরিবর্তে DMCA-র অধীনে কন্টেন্ট সরিয়ে দেওয়ার অনুরোধ করুন।
  • DMCA-র অধীনে কন্টেন্ট সরিয়ে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করা হলেও আপনি কন্টেন্ট দাবি করার জন্য কোনও ম্যানুয়াল অ্যাকশন নিতে পারবেন না। ম্যানুয়াল দাবি করা এবং কন্টেন্টের উপর 'ব্লক' নীতি আরোপ করা সহ আরও অনেক কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে।
Content ID ও রাজনৈতিক সেন্সরশিপ
Content ID ব্যবহার করে আপনার মালিকানাধীন নয় এমন রাজনৈতিক কন্টেন্ট ব্লক করা বিশেষ গুরুতর লঙ্ঘন এবং সেটি YouTube-এ করার অনুমতি দেওয়া হয় না। এর ফলে কন্টেন্টের মালিকদের নিয়ে কন্টেন্ট ম্যানেজারের তৈরি পুরো নেটওয়ার্কই বন্ধ করে দেওয়া হতে পারে।

সমস্যা এড়ানোর জন্য পরামর্শ:

  • "শুধু ব্লক" নীতি সহ দাবির উপর লক্ষ্য রাখুন এবং কিছু সমস্যা দেখতে পেলে সঙ্গে সঙ্গে আপনার পার্টনার ম্যানেজারকে জানান।
Content ID ম্যানুয়াল অ্যাকশন নীতি
কন্টেন্ট ম্যানেজার অনেকবার ম্যানুয়াল পর্যালোচনা করেছেন কিনা সেটির উপর Content ID নির্ভর করে। নিম্নলিখিতগুলি ছাড়াও আরও অনেক কিছু অ্যাকশন হিসেবে গণ্য হতে পারে:
  • অ্যাসেট ও রেফারেন্সের মালিক কে সেই বিষয়ে অস্পষ্টতার নিষ্পত্তি করা।
  • সম্ভাব্য ও বিরোধ আছে এমন কপিরাইট সংক্রান্ত দাবি পর্যালোচনা করা।

নীতি সংক্রান্ত প্রয়োজনীয়তা

  • ম্যানুয়াল অ্যাকশনের জন্য হিউম্যান রিভিউ প্রয়োজন এবং এটি অটোমেট বা স্ক্রিপ্ট করা যাবে না।
  • সম্ভাব্য ও বিরোধ আছে এমন কপিরাইট সংক্রান্ত দাবি কনফার্ম করা সহ সব ম্যানুয়াল অ্যাকশনকে এগুলি মেনে চলতে হবে:
    • আপনার মালিকানার আওতা নির্ভুলভাবে উপস্থাপন করা।
    • সব প্রাসঙ্গিক আইন ও বিধি মেনে চলা।
    • YouTube-এর সব নীতি মেনে চলা, যেমন মনিটাইজেশনের জন্য উপযুক্ত হওয়া সংক্রান্ত প্রয়োজনীয়তা।

সীমাবদ্ধতা

  • Content ID মেলানোর সিস্টেমে এমন কোনও ম্যানুয়াল অ্যাকশন নেবেন না যাতে (১) আপনার বা আপনি যে ক্লায়েন্টের হয়ে কাজ করেন তার সমালোচনা এবং (২) আপনার কপিরাইট দ্বারা সুরক্ষিত কাজের অংশ সহ কন্টেন্ট ব্লক হয়ে যায়।
    • "সমালোচনামূলক" মানে কন্টেন্টের উদ্দেশ্য হল সেটির উপস্থাপন, বিষয়, ক্রিয়েটর বা যাদের কাছে সেটির অধিকার আছে তাদের সমালোচনা করা এবং/অথবা নেতিবাচক বা খারাপভাবে দেখানো।
    • ম্যানুয়াল দাবি করা বা আগে থেকেই করা কোনও দাবির নীতি পরিবর্তন করে 'ব্লক' নীতি বেছে নেওয়া সহ আরও অনেক কিছু "ম্যানুয়াল অ্যাকশন"-এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে।
    • আপনার কপিরাইট দ্বারা সুরক্ষিত কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা হয়েছে বলে মনে করলে, DMCA-র অধীনে কন্টেন্ট সরিয়ে দেওয়ার অনুরোধ করুন।
    • DMCA-র অধীনে কন্টেন্ট সরিয়ে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করে আপনাকে কপিরাইটের ব্যাপারে ব্যতিক্রম হিসেবে বিবেচনা করার কথা বলা হলেও আপনি কন্টেন্টের উপর ব্লক নীতি সহ কোনও দাবির মতো ম্যানুয়াল অ্যাকশন নিতে পারবেন না। ম্যানুয়াল দাবি করা এবং কন্টেন্টের উপর 'ব্লক' নীতি আরোপ করা সহ আরও অনেক কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে।
Content ID দায়িত্বপূর্ণ অ্যাসেট ম্যানেজমেন্ট নীতি
ভুল, পড়া যায় না এমন অথবা ডুপ্লিকেট অ্যাসেট Content ID সিস্টেমে সমস্যা তৈরি করতে পারে। তাই, YouTube-এর আশা কন্টেন্ট ম্যানেজাররা তাদের মালিকানাধীন অ্যাসেট ভালভাবে ম্যানেজ করে রাখবেন। কন্টেন্ট ম্যানেজাররা এটি মেনে না চললে, CMS ফিচারে তাদের অ্যাক্সেস সরিয়ে দেওয়া বা অন্য পেনাল্টি আরোপ করা হবে।

নীতি সংক্রান্ত প্রয়োজনীয়তা

  • সব অ্যাসেটে নির্ভুল, মানুষে পড়ার মতো ও সঙ্গতিপূর্ণ মেটাডেটা থাকতে হবে।
    • কোন কন্টেন্ট দাবি করা হচ্ছে এবং কে সেটির মালিক তা আপলোডারের কাছে স্পষ্ট হতে হবে। ন্যূনতম কতখানি মেটাডেটা আপনাকে যোগ করতে হবে সেটি কন্টেন্টের ধরনের উপর নির্ভর করে:
      • সাউন্ড রেকর্ডিং বা মিউজিক ভিডিও: ISRC, শীর্ষক, শিল্পী ও রেকর্ড লেবেল যোগ করুন।
      • মিউজিক কম্পোজিশন: শীর্ষক ও লেখকের নাম যোগ করুন।
      • টেলিভিশনে দেখানো পর্ব: শো'র শীর্ষক এবং পর্বের শীর্ষক অথবা নম্বর যোগ করুন।
      • সিনেমা: শীর্ষক ও পরিচালকের নাম যোগ করুন।
      • খেলাধূলার সম্প্রচার: প্রতিযোগী অথবা টিমের নাম ও ইভেন্টের তারিখ যোগ করুন।
      • অন্যান্য ওয়েব অ্যাসেট: সংশ্লিষ্ট রেফারেন্স কন্টেন্টকে নির্ভুলভাবে বর্ণনা করতে হবে।
    • কন্টেন্ট ডেলিভারি ও আর্ট ট্র্যাক তৈরির জন্য প্রদান করা মেটাডেটা নির্ভুল কিনা তা দেখার দায়িত্ব মিউজিক পার্টনারদের।
    • আপনার দেওয়া মেটাডেটা আমাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী না হলে, কন্টেন্ট ডেলিভারি সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করার অধিকার আমরা রাখি।
  • কন্টেন্ট ম্যানেজারকে সঠিক ধরনের অ্যাসেট ব্যবহার করতে হবে।
    • যেমন, মিউজিক কন্টেন্টের জন্য ওয়েব অ্যাসেট তৈরি করলে চলবে না। লাইভ মিউজিক পারফর্ম্যান্সের রেকর্ডিং মিউজিক লেবেলের তৈরি করা না হলে মিউজিক ভিডিও অ্যাসেট ব্যবহার করা যাবে না।
  • যদি আগে থেকেই Content ID সিস্টেমে কোনও কন্টেন্টের অ্যাসেট থাকে, তাহলে সেটির জন্য ডুপ্লিকেট অ্যাসেট তৈরি করবেন না। 
    • নতুন অ্যাসেট তৈরি করার পরিবর্তে আগে থেকে তৈরি অ্যাসেটে আপনার মালিকানা যোগ করুন।
  • আপনার কাছে কোনও মেধা সম্পত্তির মালিকানা না থাকলে সেই অ্যাসেটের জন্য নিজের মালিকানা যোগ করবেন না। 
    • এই ধরনের কিছু করলে আমাদের সিস্টেম এড়িয়ে যাওয়া সংক্রান্ত নীতি অনুযায়ী সেটি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং এর ফলে YouTube-এর সাথে আপনার পার্টনারশিপ চুক্তি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9109008378245564235
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false