চ্যানেল মেম্বারশিপ চালু বা বন্ধ করুন

চ্যানেল মেম্বারশিপ
লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।
মনে রাখবেন যে চ্যানেল মেম্বারশিপ ব্যবহার করার সময় আপনাকে প্রযোজ্য আইন ও নিয়ম ছাড়াও YouTube-এর শর্তাবলী ও নীতি মেনে চলতে হবে।

আপনার চ্যানেলের জন্য মেম্বারশিপ

উপযুক্ত চ্যানেল মেম্বারশিপ চালু করতে পারে

চ্যানেল মেম্বারশিপ থেকে উপার্জন করতে আপনাকে (এবং আপনার MCN-কে) কমার্স প্রোডাক্ট মডিউল (CPM)-এ সম্মতি জানাতে হবে। CPM সম্পর্কে আরও জানতে আমাদের YouTube কমার্স প্রোডাক্ট মনিটাইজেশন সংক্রান্ত নীতি দেখুন। 

চ্যানেল মেম্বারশিপ চালু করার জন্য কম্পিউটার ব্যবহার করতে চাইলে: 

  1. কম্পিউটার থেকে, YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, উপার্জন করুন বিকল্পে ক্লিক করুন।
  3. মেম্বারশিপ ট্যাবে ক্লিক করুন। আপনার চ্যানেল উপযুক্ত হলে, তবেই এই ট্যাব দেখতে পাবেন।
  4. শুরু করা যাক বিকল্পে ক্লিক করুন এবং অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।
  5. মেম্বারশিপ বিভাগ আপনি প্রথমবার অ্যাক্সেস করলে, কমার্স প্রোডাক্ট মডিউল (CPM)-এ সই করার জন্য অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।

চ্যানেল মেম্বারশিপ চালু করার জন্য মোবাইল ডিভাইস ব্যবহার করতে চাইলে:

  1. YouTube Studio মোবাইল অ্যাপ খুলুন।
  2. স্ক্রিনের নিচে থেকে উপার্জন করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. মেম্বারশিপ কার্ডে ট্যাপ করে অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন। মেম্বারশিপ কার্ড দেখতে না পেলে "মেম্বারশিপ" বিভাগের শুরু করা যাক বিকল্পে ট্যাপ করুন।
  4. এই প্রথম মেম্বারশিপ চালু করলে অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করে কমার্স প্রোডাক্ট মডিউল (CPM)-এ সই করুন।

যোগ্যতা এবং কীভাবে চ্যানেল মেম্বারশিপ ম্যানেজ করবেন সেগুলি সম্পর্কে আরও জানুন।

চ্যানেল মেম্বারশিপ বন্ধ করুন

মনে রাখবেন: চ্যানেল মেম্বারশিপ বন্ধ করে দেওয়া হলে, মেম্বারদের সব রেকারিং পেমেন্ট বাতিল করে দেওয়া হবে। মেম্বারশিপ আবার চালু করা হলে, এই পুরনো মেম্বারদের অটোমেটিক ফিরে পাওয়া যাবে না। দর্শকদের স্বেচ্ছায় আবার আপনার চ্যানেলের মেম্বার হতে হবে।
  1. কোনও কম্পিউটার থেকে আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. মেম্বারশিপ পৃষ্ঠায় যান।
  3. 'সেটিংস'  এবং তারপর মেম্বারশিপ বন্ধ করুন এবং তারপর বন্ধ করুন বিকল্পে ক্লিক করুন।

মনে রাখবেন, মেম্বারশিপ বন্ধ করে দিলে লেভেল এবং বিশেষ উপহার সেভ করা থাকবে না।

চ্যানেল বন্ধ করে দেওয়া, YouTube পার্টনার প্রোগ্রাম থেকে সরিয়ে দেওয়া অথবা আমাদের শর্তাবলী বা নীতি লঙ্ঘন, অপব্যবহার বা জালিয়াতির জন্য মেম্বারশিপ বন্ধ করে দেওয়া হলে পেমেন্ট করছেন এমন সব অ্যাক্টিভ মেম্বার তাদের শেষ মাসের পেমেন্ট ফেরত পাবেন। উপার্জনের যে অংশ ফেরত দিতে হবে সেটিতে চ্যানেলের যে ভাগ আছে তা থেকে কেটে নেওয়া হবে।

আপনার নেটওয়ার্কের জন্য চ্যানেল মেম্বারশিপ

নেটওয়ার্ককে চ্যানেল মেম্বারশিপ চালু করার অনুমতি দিন

  1. কম্পিউটার থেকে, YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. সেটিংস বিকল্পে যান।
  3. "চুক্তি" বিকল্পে ক্লিক করে কমার্স প্রোডাক্ট মডিউলে সম্মতি জানান।

বাতিল করা, বন্ধ করা ও রিফান্ড

কোনও মেম্বার টাকা ফেরতের জন্য অনুরোধ করলে, YouTube নিজস্ব বিবেচনার ভিত্তিতে সেই দাবি বৈধ কিনা তা যাচাই করবে। মেম্বারদের টাকা ফেরত দেওয়ার সময়, তাকে পেমেন্ট দেওয়ার জন্য আপনার ভাগ AdSense for YouTube অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। পেড চ্যানেল মেম্বারশিপের জন্য YouTube-এর টাকা ফেরত সংক্রান্ত নীতি সম্পর্কে জানুন।

চ্যানেল বন্ধ করে দেওয়ার জন্য মেম্বারশিপ বন্ধ করে দেওয়া হলে সব পেমেন্ট করছেন এমন সব অ্যাক্টিভ মেম্বাররা তাদের শেষ মাসের পেমেন্ট ফেরত পাবেন। রিফান্ড করার অন্যান্য কারণগুলির মধ্যে YouTube পার্টনার প্রোগ্রাম থেকে সরিয়ে দেওয়া অথবা আমাদের শর্তাবলী বা নীতি লঙ্ঘন, অপব্যবহার বা জালিয়াতির মতো বিষয়গুলি পড়ে। উপার্জনের যে অংশ ফেরত দিতে হবে সেটিতে চ্যানেলের যে ভাগ আছে তা থেকে কেটে নেওয়া হবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9821055552503406311
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false