Studio কন্টেন্ট ম্যানেজার ঘুরে দেখুন

YouTube Studio কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন এমন পার্টনাররাই শুধুমাত্র এই ফিচার ব্যবহার করতে পারবেন।

YouTube স্টুডিও কন্টেন্ট ম্যানেজার হল একটি ওয়েব-ভিত্তিক টুল যা YouTube-এ কন্টেন্ট এবং অধিকার ম্যানেজ করতে, YouTube পার্টনার ব্যবহার করে থাকে। আপনার ভূমিকার উপর নির্ভর করে, আপনি কোনও কন্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্টে সাইন-ইন করলে, এইসব বিকল্পের মধ্যে কিছু বা সবকটি বাঁদিকের মেনুতে উপলভ্য থাকে:

 ড্যাশবোর্ড

মালিকানা সংক্রান্ত বিরোধ ও দাবির মতো বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে হবে এমন সমস্যা মনিটর করুন। এছাড়াও আপনি কপিরাইট স্ট্রাইক আছে এমন চ্যানেল, চ্যানেলে যোগ দেওয়ার জন্য এখনও গ্রহণ করা হয়নি এমন আমন্ত্রণ এবং মনিটাইজেশন সাসপেন্ড করা আছে এমন চ্যানেল মনিটর করতে পারবেন।

 ভিডিও

আপনার কন্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা চ্যানেলে আপলোড বা লাইভ স্ট্রিম করা ভিডিওর তালিকা দেখুন। এখান থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে, বাল্ক মুছে দিতে বা বাল্ক আপডেট করতে পারবেন। এছাড়াও কপিরাইট স্ট্রাইক, দাবি ও অন্যান্য অ্যাট্রিবিউট আছে এমন ভিডিও দেখতে ফিল্টার  ব্যবহার করতে পারেন।

 অ্যাসেট

আপনার কন্টেন্ট ম্যানেজারের সাথে যুক্ত অ্যাসেট এক নজরে দেখে নিন। আপনি অ্যাসেট ডেটা এক্সপোর্ট করতে, অ্যাসেট মেটাডেটা দেখতে ও এডিট করতে এবং নিজের অ্যাসেট বাল্ক এডিট করতে পারবেন। আপনি যেসব অ্যাসেট খুঁজছেন সেগুলি পেতে, অ্যাসেটের ধরন, দাবি ও অন্যান্য অ্যাট্রিবিউট অনুযায়ী ফিল্টার  করুন। অ্যাসেট সম্পর্কে আরও জানুন

 অ্যাসেট লেবেল

আপনার কন্টেন্ট ম্যানেজারের সাথে যুক্ত অ্যাসেট লেবেলের তালিকা দেখুন। এছাড়াও, আপনি নির্দিষ্ট লেবেল সহ অ্যাসেটের তৈরি করা দাবি দেখতে পাবেন। অ্যাসেট লেবেল সম্পর্কে আরও জানুন

 সমস্যা

আপনার অ্যাসেট, রেফারেন্স বা দাবির উপর প্রভাব ফেলতে পারে এবং পর্যালোচনা করা প্রয়োজন এমন সমস্যা সমাধানের জন্য উপযুক্ত ব্যবস্থা নিন। আপনি সম্ভাব্যবিরোধ ও আপিল করা দাবি, মালিকানার বিবাদ এবং ট্রান্সফার, ভুল রেফারেন্সরেফারেন্স ওভারল্যাপ সম্পর্কে আরও তথ্য দেখতে পাবেন।

 চ্যানেল

আপনার কন্টেন্ট ম্যানেজারের সাথে যুক্ত চ্যানেলের মেট্রিক ও অনুমতির তালিকা দেখুন। চ্যানেল তৈরি করে বা অন্যান্য চ্যানেলকে কন্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্টে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আপনার কন্টেন্ট ম্যানেজার বিভিন্ন চ্যানেলের সাথে লিঙ্ক করতে পারবে।

 দাবি করা ভিডিও

দাবি করা ভিডিও ও সংশ্লিষ্ট অ্যাসেটের তালিকা দেখুন। একই ভিডিওর উপর একাধিক দাবি গ্রুপ করে দেখানো হয়, যাতে আপনি সহজে সেগুলি পর্যালোচনা করে দাবি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারেন। দাবি করা ভিডিও সম্পর্কে আরও জানুন

 নীতি

কাস্টম নীতি পর্যালোচনা করে এডিট করুন অথবা কন্টেন্টের উপর আরও নিয়ন্ত্রণ পেতে নতুন নীতি তৈরি করুন। এছাড়াও, নির্দিষ্ট তারিখ ও সময়ে কার্যকর হবে এমন শিডিউল করা নীতি যোগ করতে পারেন। নীতি সম্পর্কে আরও জানুন

 অ্যানালিটিক্স

ভিডিও, চ্যানেল বা অ্যাসেট হিসেবে আপনার কন্টেন্ট কেমন পারফর্ম করে সেই সম্পর্কে আরও তথ্য পান। আপ-টু-ডেট মেট্রিক্স ও রিপোর্টের সাহায্যে আপনি উপার্জন, দর্শকদের ডেমোগ্রাফিক, ট্রাফিক সোর্স ও অন্যান্য তথ্য মনিটর করতে পারবেন। অ্যানালিটিক্স সম্পর্কে আরও জানুন

 ক্যাম্পেন

পুরনো, বর্তমান ও ভবিষ্যৎ ক্যাম্পেনের তালিকা এবং সেগুলি কোন অ্যাসেটের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে তা দেখুন। স্বতন্ত্র অ্যাসেট বেছে নিতে অ্যাসেট-ভিত্তিক ক্যাম্পেন অথবা নির্দিষ্ট অ্যাসেট লেবেল সহ অ্যাসেট বেছে নিতে লেবেল-ভিত্তিক ক্যাম্পেন তৈরি করতে পারেন। ক্যাম্পেন সম্পর্কে আরও জানুন

 সাদাতালিকা

আপনার কন্টেন্ট ম্যানেজারের অ্যাসেট থেকে যেসব চ্যানেলের জন্য অটোমেটিক দাবি করা হবে না সেগুলি সাদাতালিকাতে দেখানো হয়। চ্যানেল আইডি বা URL ব্যবহার করে আপনি আরও চ্যানেল সাদাতালিকায় যোগ করতে পারবেন। সাদাতালিকা সম্পর্কে জানুন

 রিপোর্ট

উপার্জন, ভিডিও, অ্যাসেট, রেফারেন্স, দাবি ও ক্যাম্পেন সম্পর্কে রিপোর্ট দেখুন ও ডাউনলোড করুন। সাপ্তাহিক বা মাসিক রিপোর্ট পাওয়া যায়। রিপোর্ট সম্পর্কে আরও জানুন

 কন্টেন্ট ডেলিভারি

আপনার কন্টেন্ট ম্যানেজারে আপলোড করা কন্টেন্টের প্যাকেজ দেখুন ও ডাউনলোড করুন। কন্টেন্ট ডেলিভার ও আপডেট করার জন্য টেমপ্লেট খুঁজতে পারেন এবং এই পৃষ্ঠা থেকে সেই প্যাকেজ আপলোড করতে পারেন। YouTube-এ ফাইল ডেলিভার করা সম্পর্কে আরও জানুন।

সেটিংস

ইমেল বিজ্ঞপ্তি ও ব্যবহারকারীর অভিরুচির মতো অ্যাকাউন্ট সেটিংস দেখতে ও পরিবর্তন করতে পারবেন। অ্যাকাউন্টে অনুমতি ম্যানেজ করতে, এখান থেকে ব্যবহারকারীর জন্য আলাদা ভূমিকা তৈরি ও এডিট করতে পারবেন। কন্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্ট সেটিংস সম্পর্কে আরও জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1166031485860028793
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false