আপনার YouTube চ্যানেল একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট থেকে অন্যটিতে সরান

শুরু করার আগে:

YouTube চ্যানেল অটোমেটিক কোনও অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা থাকে। অ্যাকাউন্ট সাধারণত দুই ধরনের হয়:

Google অ্যাকাউন্ট YouTube-এ সাইন-ইন করতে হলে আপনার একটি Google অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। আপনার Google অ্যাকাউন্টে যে নাম আছে, সেটিই অটোমেটিক আপনার চ্যানেলের নাম হবে।
ব্র্যান্ড অ্যাকাউন্ট

ব্র্যান্ড অ্যাকাউন্ট হল শুধুমাত্র আপনার ব্র্যান্ডের জন্য তৈরি করা বিশেষ অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট আপনার ব্যক্তিগত Google অ্যাকাউন্টের থেকে আলাদা। কোনও চ্যানেল একটি ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকলে, একাধিক Google অ্যাকাউন্টের মাধ্যমে সেটি ম্যানেজ করা যায়।

ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় তা জানুন:

  1. প্রথমে, আপনার আগে থেকেই একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে কিনা দেখে নিন।
  2. YouTube-এ সাইন-ইন করুন।
  3. চ্যানেল তালিকা বিকল্পে যান।
  4. চ্যানেল তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
  5. ব্র্যান্ড অ্যাকাউন্টের নাম দিতে এবং আপনার অ্যাকাউন্ট যাচাই করিয়ে নিতে বিশদ বিবরণ পূরণ করুন।
  6. তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।

চ্যানেল ট্রান্সফারের ক্ষেত্রে ঝুঁকি

আপনি নিজের চ্যানেল ও সেটির ভিডিও একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট থেকে অন্যটিতে সরিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে সেগুলি একই Google অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকতে হবে। এই প্রক্রিয়াটি চ্যানেল ট্রান্সফার নামে পরিচিত।

অ্যাকাউন্টে সাইন-ইন সংক্রান্ত সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখার দায়িত্ব আপনারই এবং কোনও সমস্যা হওয়ার আগেই নিজের অ্যাকাউন্ট অ্যাক্সেস বজায় রাখার জন্য সক্রিয়ভাবে প্ল্যান করুন। আপনার চ্যানেল ফেরত পেতে, অ্যাকাউন্ট ফিরিয়ে আনা সংক্রান্ত পরামর্শ অনুসরণ করুন।

আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট অন্য ব্র্যান্ড অ্যাকাউন্টে সরানো একটি প্রক্রিয়া যা আপনি নিজেই সম্পূর্ণ করে নিতে পারবেন তবে এটি শুধুমাত্র প্রয়োজন হলে তবেই করা উচিত। ট্রান্সফারের প্রক্রিয়া ভুলভাবে সম্পূর্ণ হলে অন্য চ্যানেল মুছে ফেলার ঝুঁকি থেকে যায়।    

ব্র্যান্ড অ্যাকাউন্ট ট্রান্সফার সম্পূর্ণ করার ফলে আপনি এইসব হারাবেন:

অ্যাকাউন্ট হারিয়ে যাওয়া কন্টেন্ট
ব্র্যান্ড অ্যাকাউন্ট ক: ট্রান্সফার করা চ্যানেলের সাথে যুক্ত
ব্র্যান্ড অ্যাকাউন্ট খ: যে চ্যানেলটি ট্রান্সফার করা হচ্ছে তার সাথে যুক্ত (ব্র্যান্ড অ্যাকাউন্ট ক ট্রান্সফার করার পরে মুছে ফেলা হবে)
  • ভিডিও
  • মেসেজ
  • প্লেলিস্ট
  • চ্যানেলের ইতিহাস
  • যাচাইকরণের ব্যাজ

আপনার চ্যানেল একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট থেকে অন্য ব্র্যান্ড অ্যাকাউন্টে সরানো:

মনে রাখবেন, আপনার অ্যাকাউন্ট কোনও তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট, হলে আপনি চ্যানেল সরাতে পারবেন না। কোনও স্কুলের অ্যাকাউন্ট হলে তাতে চ্যানেল ট্রান্সফারের বিকল্প থাকতে পারে এবং তা চ্যানেল ট্রান্সফারের যোগ্যতা অনুযায়ী নির্ধারিত হবে।

শুরু করার আগে এইসব বিষয় যাচাই করিয়ে নিন:

  • আপনার Google অ্যাকাউন্টেই প্রাথমিক অ্যাকাউন্টের মালিকানা আছে। 
  • আপনি YouTube Studio-তে আপনার চ্যানেলের চ্যানেল সংক্রান্ত অনুমতি বেছে নিয়েছেন। আপনার চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্ট ব্যবহার করলে ও অনুমতিতে সরালে এগুলি প্রযোজ্য হবে। 
    • এই বিকল্প থেকে বেরিয়ে আসতে, YouTube Studio-এর সেটিংস এবং তারপর 'অনুমতি' বিকল্পে গিয়ে "YouTube Studio-তে অনুমতি থেকে বেরিয়ে আসুন" বিকল্পটি বেছে নিন।
  • 'চ্যানেলের অনুমতি' সুবিধার মাধ্যমে অন্য ব্যবহারকারীদের আপনার চ্যানেলে অ্যাক্সেস আপনি দেননি। 

  1. আপনার YouTube অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. প্রোফাইল ছবি বিকল্পে ক্লিক করুন।
  3. প্রয়োজন হলে, যে চ্যানেল সরাতে চান তার সাথে সংশ্লিষ্ট Google অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্ট পাল্টে নিন

    সতর্কতা:

    আপনি ভুল করে অন্য কোনও চ্যানেল মুছে দিতে পারেন। এই ভুল যাতে না হয় তার জন্য, আপনি যে চ্যানেল সরাতে চান সেটির সাথে সংশ্লিষ্ট Google অ্যাকাউন্ট ব্যবহার করছেন কিনা চেক করে নিন। 

    যেমন, চ্যানেল ক আপনার পুরনো চ্যানেল। চ্যানেল খ-তে আপনি ট্রান্সফার করছেন। আপনি চ্যানেল ক-এর অ্যাকাউন্টে সাইন-ইন করবেন।

  4. সেটিংস বিকল্পে ক্লিক করুন।
  5. উন্নত সেটিংস বিকল্পে ক্লিক করুন।
  6. ব্র্যান্ড অ্যাকাউন্টে চ্যানেল সরান বিকল্পে ক্লিক করুন।
  7. আপনার স্ক্রিনে দেখানো তালিকা থেকে যে অ্যাকাউন্ট সরাতে চান, সেটি বেছে নিন। অ্যাকাউন্টের তালিকা দেখতে না পেলে, উপরে দেওয়া ধাপগুলি অনুসরণ করে সমস্যার সমাধান করুন
  8. আপনার বেছে নেওয়া অ্যাকাউন্ট আগে থেকেই কোনও YouTube চ্যানেলের সাথে যুক্ত থাকলে, রিপ্লেস করুন বিকল্পে ক্লিক করুন এবং তারপরে পপ-আপ হওয়া বক্স থেকে চ্যানেল মুছে ফেলুন বিকল্প বেছে নিন।
    • গুরুত্বপূর্ণ: এর ফলে, ওই অ্যাকাউন্টের সাথে ইতিমধ্যে যুক্ত থাকা চ্যানেল মুছে যাবে। ভিডিও, মন্তব্য, মেসেজ, প্লেলিস্ট ও ইতিহাস সহ এই চ্যানেলের সাথে সংশ্লিষ্ট সব কন্টেন্ট স্থায়ীভাবে মুছে ফেলা হবে।
  9. সরানোর পরে আপনার চ্যানেলের নাম কেমন দেখাবে তা চেক করে দেখুন ও তারপরে চ্যানেল সরান বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13248963110246452441
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false