হিংসাত্মক বা গ্রাফিক কন্টেন্ট সংক্রান্ত নীতি

আমাদের দর্শক, পার্টনার ও ক্রিয়েটরের সুরক্ষার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই অভিনব ও প্রাণবন্ত কমিউনিটিকে রক্ষা করার জন্য আপনাদের প্রত্যেকের সাহায্য আমাদের প্রয়োজন। আমাদের কমিউনিটি নির্দেশিকা এবং YouTube-এ লোকজনকে সুরক্ষিত রাখার ব্যাপারে সকলেরই যে দায়িত্ব আছে সেই বিষয়ে এই নির্দেশিকার ভূমিকা যাতে আপনি বোঝেন সেটি খুব গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে নিম্নলিখিত নীতি ভালভাবে পড়ুন। আমাদের সব নির্দেশিকা নিয়ে তৈরি তালিকা দেখতে এই পৃষ্ঠাতে যান।

যেসব হিংসাত্মক বা রক্তাক্ত দৃশ্য সহ কন্টেন্ট দর্শকদের মনে আতঙ্ক বা বিতৃষ্ণা জাগানো অথবা অন্যদের হিংসাত্মক কার্যকলাপে প্ররোচিত করার উদ্দেশ্যে তৈরি করা হয় সেগুলি YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না।

কোনও ব্যক্তি বিপদে পড়তে পারেন বলে আপনার মনে হলে সেই বিষয়ে অভিযোগ জানাতে সঙ্গে সঙ্গে স্থানীয় আইন প্রয়োগকারী এজেন্সির সাথে আপনার যোগাযোগ করা উচিত।

এই নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্ট খুঁজে পেলে, সেটি সম্পর্কে অভিযোগ করুন। কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করছে বলে দেখতে পেলে, কীভাবে অভিযোগ করবেন সেটি এখান থেকে জানতে পারবেন। আপনি একাধিক ভিডিও বা মন্তব্য সম্পর্কে অভিযোগ করতে চাইলে, চ্যানেল সম্পর্কে অভিযোগ করতে পারেন।

এই নীতি আপনার উপর কী প্রভাব ফেলে

আপনি যদি কন্টেন্ট পোস্ট করেন

নিম্নলিখিত বিবরণের সাথে মিলে যাওয়া কন্টেন্ট YouTube-এ পোস্ট করবেন না।

হিংসাত্মক বা গ্রাফিক কন্টেন্ট:

  • অন্যদের কোনও ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে হিংসাত্মক কার্যকলাপ করতে উৎসাহ দেওয়া।
  • এমন কোনও মারামারির ঘটনা যাতে বাচ্চারা যুক্ত আছে।
  • পথ দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ ও জঙ্গি হামলার পরবর্তী রক্তাক্ত দৃশ্য, রাস্তায় মারামারির দৃশ্য, শারীরিক আক্রমণ, গায়ে আগুন লাগানো, অত্যাচার, মৃতদেহ, প্রতিবাদ বা দাঙ্গা, ছিনতাই, চিকিৎসার ক্ষেত্রে অপারেশনের দৃশ্য বা অন্যান্য পরিস্থিতিতে যেখানে দর্শকের মন আতঙ্ক বা বিতৃষ্ণা তৈরি করার জন্য ফুটেজ, অডিও ক্লিপ ও ছবি দেখানো হয়।
  • দর্শকদের মনে আতঙ্ক বা বিতৃষ্ণা তৈরি করার উদ্দেশ্যে রক্ত বা বমির ফুটেজ বা ছবি দেখানো।
  • খুব বেশি আঘাতের চিহ্ন আছে এমন মৃতদেহ, যেমন হাত-পা কাটা।

পশু নির্যাতন দেখানো হয়েছে এমন কন্টেন্ট:

  • যেসব কন্টেন্টে পশুদের লড়াই করতে বাধ্য করে এমন লোকজনকে দেখানো হয়েছে।
  • যেসব কন্টেন্টে চিরাচরিত বা গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে অন্য কোনও উপায়ে লোকজন পশুর উপর মারাত্মক অত্যাচার করছেন এবং কষ্ট দিচ্ছেন বলে দেখানো হয়েছে। চিরাচরিত বা গতানুগতিক পদ্ধতির মধ্যে শিকার বা রান্না করা পড়ে।
  • যেসব কন্টেন্টে চিরাচরিত বা গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে লোকজন কোনও পশুকে অযথা কষ্টকর পরিস্থিতিতে রাখছেন বলে দেখানো হয়েছে। চিরাচরিত বা গতানুগতিক পদ্ধতির মধ্যে শিকার বা রান্না করা পড়ে।
  • পশুদের উপর অত্যাচার, ক্ষতি ও গুরুতর অযত্ন গৌরবান্বিত বা প্রচার করে এমন কন্টেন্ট।
  • পশুদের বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে তারপরে উদ্ধার করা দেখানো হয় এমন কন্টেন্ট।
  • দর্শকদের মনে আতঙ্ক বা বিতৃষ্ণা জাগানোর জন্য পশুদের ফিচার করে তৈরি গ্রাফিক কন্টেন্ট।

নাটকীয় বা কাল্পনিক কন্টেন্ট:

  • কোনও কন্টেন্ট যে নাটকীয় বা কাল্পনিক সেটি দর্শকদের বোঝানোর জন্য যথেষ্ট প্রাসঙ্গিক তথ্য প্রদান করা না হলে, এই নির্দেশিকা অনুযায়ী সেটি নিষিদ্ধ করে দেওয়া হবে।

মনে রাখবেন যে শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক বা শৈল্পিক প্রসঙ্গ উত্থাপন করে দেখানো হলেও, আমরা এই ধরনের কন্টেন্ট দেখানোর অনুমতি দিই না:

  • হিংসাত্মক যৌন অত্যাচার (ভিডিও, স্থির ছবি বা অডিও)।
  • কোনও প্রাণঘাতী বা বড় ধরনের হিংসাত্মক ঘটনার সময় হামলাকারীর তোলা যেসব ভিডিও ফুটেজে অস্ত্রের ব্যবহার, সহিংস কার্যকলাপ বা জখম ব্যক্তিদের দেখা যায় বা শোনা যায়।

মনে রাখবেন যে এই তালিকা সম্পূর্ণ নয়।

এছাড়াও, মনে রাখবেন যে এই নীতি ভিডিও, ভিডিওর বিবরণ, মন্তব্য, লাইভ স্ট্রিম সহ অন্য যেকোনও YouTube প্রোডাক্ট অথবা ফিচারের ক্ষেত্রে প্রযোজ্য হয়। মনে রাখবেন, এইসব নীতি আপনার কন্টেন্টের এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রেও প্রযোজ্য। ক্লিক করা যায় এমন URL, ভিডিওতে মৌখিকভাবে দর্শকদের অন্যান্য সাইটে যাওয়ার নির্দেশ ইত্যাদি এর মধ্যে পড়ে।

শিক্ষামূলক কন্টেন্ট

কিছু শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক বা শৈল্পিক কন্টেন্টের ক্ষেত্রে আমরা উপরোক্ত ধরনের হিংসাত্মক বা গ্রাফিক কন্টেন্ট দেখানোর অনুমতি দিতে পারি। এর অর্থ এই নয় যে দর্শকদের মনে আতঙ্ক বা বিতৃষ্ণা জাগানো অথবা হিংসাত্মক কার্যকলাপে অংশগ্রহণ করতে অন্যদের উৎসাহ দেওয়ার উদ্দেশ্য নিয়ে তৈরি যেকোনও কন্টেন্ট আপলোড করা যাবে। হিংসাত্মক যৌন অত্যাচার দেখানো হয়েছে এমন ফুটেজের মতো নির্দিষ্ট ধরনের কন্টেন্টের ক্ষেত্রে এই ব্যতিক্রম গ্রাহ্য করা হয় না। উপরোক্ত হিংসাত্মক বা গ্রাফিক কন্টেন্ট আছে এমন কোনও শিক্ষামূলক কন্টেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভিডিওতে ছবি বা অডিওর মাধ্যমে উপযুক্ত প্রসঙ্গ উল্লেখ করতেই হবে। এই তথ্য শীর্ষক বা বিবরণে দেওয়া হলে তা পর্যাপ্ত হবে না।

কোনও শিক্ষাগত, তথ্যচিত্রমূলক, বৈজ্ঞানিক বা শৈল্পিক কন্টেন্টে প্রাপ্তবয়স্কের উপযুক্ত কন্টেন্ট বা গ্রাফিক হিংস্রতা থাকলে, YouTube-এ সেই কন্টেন্ট দেখানো যায় কিনা তা নির্ধারণ করতে, অফিসিয়াল থার্ড-পার্টির দেওয়া ইন্ডাস্ট্রি রেটিং বিবেচনা করে দেখা হতে পারে। কন্টেন্ট আমাদের নীতি অনুসরণ করলেও সব বয়সের দর্শকদের জন্য উপযুক্ত না হলে, সেটির উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়। ১৮ বছরের কম বয়সী যেকোনও ব্যবহারকারী বা সাইন-আউট করে থাকলে বয়স সংক্রান্ত বিধিনিষেধযুক্ত কন্টেন্ট দেখানো হয় না।

বয়স সংক্রান্ত বিধিনিষেধযুক্ত কন্টেন্ট

হিংসাত্মক বা গ্রাফিক কন্টেন্ট বোঝার জন্য যথেষ্ট প্রসঙ্গ যোগ করা হলে, সেটি সরিয়ে দেওয়ার পরিবর্তে আমরা তার উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ প্রয়োগ করতে পারি। যেমন, পথ দুর্ঘটনায় আহত কোনও ব্যক্তির পাওয়া আঘাত দেখানো কন্টেন্ট সরিয়ে দেওয়া হতে পারে, কিন্তু একই ধরনের কন্টেন্ট সাম্প্রতিক খবর দেখানোর কন্টেন্টে নির্দিষ্ট পরিস্থিতি ও প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করে দেখানো হলে, সেই কন্টেন্টের উপর বয়স-সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হতে পারে। হিংসাত্মক বা গ্রাফিক কন্টেন্টের শিক্ষামূলক ব্যবহার করতে হলে, সংশ্লিষ্ট ভিডিওতে দেখানো ছবি বা অডিওর মাধ্যমে এই ধরনের কন্টেন্ট দেখানোর প্রাসঙ্গিকতা অবশ্যই দেখাতে হবে। প্রসঙ্গ উল্লেখ করার গুরুত্ব সম্পর্কে আপনি এখান থেকে আরও জানতে পারবেন।

কন্টেন্ট সরানো বা বয়স সংক্রান্ত বিধিনিষেধ প্রয়োগ করা উচিত কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা জনস্বার্থ বিবেচনা করি। যেমন, আমরা যুদ্ধক্ষেত্রের ডকুমেন্ট করা গ্রাফিক বা হিংসাত্মক কন্টেন্টে বয়স সংক্রান্ত বিধিনিষেধ প্রয়োগ করতে পারি।

এছাড়াও, কোনও ব্যক্তির অঙ্গচ্ছেদ বা মাথা কেটে নেওয়া অথবা ভয়ানক আঘাত সহ মানুষের মৃতদেহ দেখানোর মতো স্পষ্ট গ্রাফিক দৃশ্য দেখানোর ক্ষেত্রেও আমরা বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করতে পারি। সাধারণত, কন্টেন্ট বা মেটাডেটায় যদি স্পষ্ট করে উল্লেখ করা থাকে যে সেটি কাল্পনিক অথবা অ্যানিমেশন বা ভিডিও গেমের মতো কন্টেন্ট থেকেই সেটি কাল্পনিক বোঝা গেলে নাটকীয় হিংস্রতা দেখানোর অনুমতি দেওয়া হয়।

কোনও কন্টেন্টের উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হবে নাকি সেটি সরিয়ে দেওয়া হবে তা ঠিক করার সময় আমরা নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করি। মনে রাখবেন যে এই তালিকা সম্পূর্ণ নয়:

  • হিংসাত্মক বা রক্তাক্ত দৃশ্য দেখানো ভিডিওর মূল ফোকাস কিনা। যেমন, ভিডিওতে কোনও সিনেমা বা গেমের সবচেয়ে গ্রাফিক হিংস্র অংশটির উপর প্রধানত ফোকাস করা হয়েছে কিনা।
  • দর্শকদের মনে আতঙ্ক বা বিতৃষ্ণা জাগানোর উদ্দেশ্য নিয়ে ভিডিওর শীর্ষক, বিবরণ, ট্যাগ বা অন্যান্য ডেটা যোগ করা হয়েছে কিনা।
  • হিংসাত্মক ছবি বা অডিও অস্পষ্ট বা আড়াল করা অথবা ঢেকে দেওয়া হয়েছে কিনা।
  • কন্টেন্টে কতটা সময় ধরে হিংসাত্মক ছবি বা অডিও পরিবেশন করা হয়েছে।
  • দৃশ্যটি যে নাটকীয় বা কাল্পনিক সেটি দর্শকদের বোঝানোর জন্য কোনও প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে কিনা। যেমন ভিডিও, শীর্ষক বা বিবরণে প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করে।
  • হিংসাত্মক ঘটনাটি ধর্মীয় বা সাংস্কৃতিক কার্যকলাপের অংশ এবং দর্শকদের সেই বিষয়ে প্রাসঙ্গিক তথ্য প্রদান করা হয়েছে কিনা।
  • কন্টেন্টে শিকার, ধর্মীয় কার্যকলাপ বা রান্নার জন্য ঐতিহ্যবাহী বা স্ট্যান্ডার্ড পদ্ধতিতে কোনও পশু হত্যা করার ঘটনা দেখানো হয়েছে কিনা।

এই নীতি ভিডিও, ভিডিওর বিবরণ, মন্তব্য, লাইভ স্ট্রিম সহ অন্য যেকোনও YouTube প্রোডাক্ট অথবা ফিচারের ক্ষেত্রে প্রযোজ্য হয়।

উদাহরণ

এমন কিছু কন্টেন্টের উদাহরণ দেওয়া হল যা YouTube-এ অনুমোদন করা হয় না।

  • অন্যদের, কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য করে হিংসাত্মক কার্যকলাপ করার জন্য নির্দিষ্ট জায়গায় যেতে, নির্দিষ্ট সময়ে হিংসাত্মক কাজ করতে উৎসাহ দেওয়া।
  • স্কুলের চৌহদ্দির ভিতরে বাচ্চাদের মধ্যে হওয়া আসল মারামারির ঘটনা। এমন কন্টেন্ট যাতে দেখানো হয়েছে যে বাচ্চারা খেলার ছলে মারামারি করছে এবং তা যদি দর্শকদের কাছে স্পষ্ট হয়, তাহলে আমরা সেটি YouTube-এ দেখানোর অনুমতি দিতে পারি।
  • পেশাদার বা পেশাদার পদ্ধতিতে তত্ত্বাবধান করা হয়েছে এমন স্পোর্টিং ইভেন্টের বাইরে কোনও মারামারি বা ঝগড়ার ঘটনা।

আরও উদাহরণ

হিংসাত্মক বা গ্রাফিক কন্টেন্ট
এই ধরনের কন্টেন্ট YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না। এই তালিকা সম্পূর্ণ নয়।
  • চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত ফুটেজে খোলা আঘাতের উপর সম্পূর্ণভাবে ফোকাস করে হলেও দর্শকদের সেই বিষয়ে কোনও প্রাসঙ্গিক শিক্ষা বা ব্যাখ্যা দেওয়া হয় না।
  • হিংসাত্মক ডাকাতির মতো অপরাধের ফুটেজ দেখানো হলেও দর্শকদের সেই বিষয়ে কোনও প্রাসঙ্গিক শিক্ষা বা ব্যাখ্যা দেওয়া হয় না।
  • পথ দুর্ঘটনায় আঘাত পাওয়া বা মৃত্যুর দৃশ্য দেখানো হয়েছে এমন মোবাইল ফোন, ড্যাশ ক্যাম বা ক্লোজ সার্কিট টিভির ফুটেজ যেখানে "অদ্ভূত দুর্ঘটনা" বা "সতর্কতা: প্রচুর রক্ত"-এর মতো শীর্ষক যোগ করা হয়েছে।
  • মুণ্ডচ্ছেদ করার ভিডিও।
  • "এই ব্যক্তিকে মার খেতে দেখুন!"-এর মতো শীর্ষক সহ একতরফা নির্যাতন।
পশু নির্যাতন দেখানো হয়েছে এমন কন্টেন্ট
কোনও পশুর গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা দেখানো হয়েছে এমন কন্টেন্টকে পশু নির্যাতন সংক্রান্ত কন্টেন্ট বলা হয়। শিকার করা, ফাঁদ পাতা, কীটপতঙ্গের হাত থেকে রেহাই পাওয়া, খাবার তৈরি করা, চিকিৎসা অথবা পশু হত্যার মতো সাধারণভাবে গ্রহণযোগ্য কার্যকলাপের মাধ্যমে এক বা একাধিক পশুর ক্ষতি দেখানো হয়েছে এমন কন্টেন্টের ক্ষেত্রে আমরা নিয়মের ব্যতিক্রম করতে পারি।

YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না এমন আরও কিছু কন্টেন্টের উদাহরণ নিচে দেওয়া হল:

  • যেসব কন্টেন্টে লোকজন পশুদের লড়াই করতে বাধ্য করে, যেমন কুকুরের সাথে কুকুরের, মুরগির সাথে মুরগির লড়াই ইত্যাদি। জঙ্গলের মধ্যে পশুদের স্বাভাবিক লড়াই আমরা দেখানোর অনুমতি দিই, যেমন প্রকৃতি নিয়ে তথ্যচিত্র।
  • উপযুক্ত শিক্ষামূলক, বৈজ্ঞানিক, শৈল্পিক প্রসঙ্গ ছাড়াই বা তথ্যচিত্রের অংশ হিসেবে পশু নির্যাতন গৌরবান্বিত অথবা দর্শকদের মনে আতঙ্ক জাগানোর জন্য পশুদের কষ্ট দেওয়া, অযত্ন বা অত্যাচার দেখানো হয়েছে এমন কন্টেন্ট।
  • ষাঁড় জখম হয় এমন ষাঁড়ের লড়াই, যেমন তলোয়ার দিয়ে তাকে আঘাত করা।
  • গতানুগতিক নয় এমন পদ্ধতিতে শিকার, যেমন বোমা বা বিষের ব্যবহার।
  • ইচ্ছাকৃতভাবে পশুদের জখম করে বা তাদের বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে তারপরে উদ্ধার করা দেখানো হয় এমন কন্টেন্ট।

উপরে উল্লিখিত তালিকা সম্পূর্ণ নয়।

মনে রাখবেন যে এখানে মাত্র কিছু উদাহরণই উল্লেখ করা হয়েছে এবং কোনও কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করতে পারে বলে আপনার মনে হলে সেটি পোস্ট করবেন না।

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে কী হবে

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে, সেটি সরিয়ে দেওয়া হবে এবং আপনাকে ইমেল করে জানানো হবে। আপনার পোস্ট করা লিঙ্ক নিরাপদ কিনা তা যাচাই করতে না পারলে আমরা সেটি সরিয়ে দিতে পারি। মনে রাখবেন, ভিডিওতে বা ভিডিওর মেটাডেটায় কোনও নীতি লঙ্ঘনকারী URL পোস্ট করলেও ভিডিওটি সরিয়ে দেওয়া হতে পারে।

প্রথমবার কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, চ্যানেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে আপনাকে শুধু সতর্ক করা হতে পারে। আপনি একটি নীতি সংক্রান্ত ট্রেনিং নিয়ে এই সতর্কতার মেয়াদ ৯০ দিনে শেষ করার সুযোগ পাবেন। তবে, ওই ৯০ দিন সময়সীমার মধ্যেই আবার একই নীতি লঙ্ঘন করলে, এই সতর্কতার মেয়াদ শেষ হবে না এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। ট্রেনিং শেষ করার পরে আপনি যদি অন্য কোনও নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে আবার সতর্ক করা হবে।

আপনি ৯০ দিনের মধ্যে ৩টি স্ট্রাইক পেলে, আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। স্ট্রাইক কীভাবে ও কেন প্রয়োগ করা হয়, সেই সম্পর্কে আরও জানুন

কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী বারবার লঙ্ঘনের কারণে আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। একবার গুরুতর কোনও অপব্যবহার করলে অথবা চ্যানেলটি নীতি লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি করা হলে, আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। যারা বার বার নীতি লঙ্ঘন করেন তাদের আমরা ভবিষ্যতে নীতি সংক্রান্ত ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি। চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সম্পর্কে আরও জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8791922394802417892
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false