নগ্নতা ও যৌনতাপূর্ণ কন্টেন্ট সংক্রান্ত নীতি

মনে রাখবেন: আমাদের কমিউনিটি নির্দেশিকা আরও ধারাবাহিকভাবে প্রয়োগ করতে, ৭ সেপ্টেম্বর, ২০২২-এ আমরা নগ্নতা এবং যৌনতাপূর্ণ কন্টেন্ট সংক্রান্ত নীতি আপডেট করেছি। আমাদের ফোরামে এইসব পরিবর্তন সম্পর্কে আরও জানতে পারবেন। এইসব পরিবর্তন সহ এই নীতি আপডেট করা হয়েছে।
আমাদের দর্শক, পার্টনার ও ক্রিয়েটরের সুরক্ষার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই অভিনব ও প্রাণবন্ত কমিউনিটিকে রক্ষা করার জন্য আপনাদের প্রত্যেকের সাহায্য আমাদের প্রয়োজন। আমাদের কমিউনিটি নির্দেশিকা এবং YouTube-এ লোকজনকে সুরক্ষিত রাখার ব্যাপারে সকলেরই যে দায়িত্ব আছে সেই বিষয়ে এই নির্দেশিকার ভূমিকা যাতে আপনি বোঝেন সেটি খুব গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে নিম্নলিখিত নীতি ভালভাবে পড়ুন। আমাদের সব নির্দেশিকা নিয়ে তৈরি তালিকা দেখতে এই পৃষ্ঠাতে যান।

যৌন আকাঙ্খা তৃপ্ত করার জন্য তৈরি যৌনতাপূর্ণ কন্টেন্ট YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না। পর্নোগ্রাফি পোস্ট করা হলে কন্টেন্ট সরিয়ে বা চ্যানেল বন্ধ করে দেওয়া হতে পারে। ফেটিশ কন্টেন্ট আছে এমন ভিডিও সরিয়ে দেওয়া হবে অথবা সেটির উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হবে। অধিকাংশ ক্ষেত্রে হিংসাত্মক, গ্রাফিক বা অবমাননাকর ফেটিশ সহ কন্টেন্ট YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না।

এই নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্ট খুঁজে পেলে, সেটি সম্পর্কে অভিযোগ করুন। কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করছে বলে দেখতে পেলে, কীভাবে অভিযোগ করবেন সেটি এখান থেকে জানতে পারবেন। আপনি একাধিক ভিডিও বা মন্তব্য সম্পর্কে অভিযোগ করতে চাইলে, চ্যানেল সম্পর্কে অভিযোগ করতে পারেন।

অপ্রাপ্তবয়স্কদের নিয়ে তৈরি যৌনতাপূর্ণ কন্টেন্ট অথবা তাদের যৌন নির্যাতন দেখানো হয়েছে এমন কন্টেন্ট YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না। বাচ্চাদের যৌন নির্যাতন দেখানো হয়েছে এমন কন্টেন্ট সম্পর্কে আমরা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেনে (National Center for Missing and Exploited Children) অভিযোগ জানাব। তারা আন্তর্জাতিক আইন প্রণয়নকারী সংস্থাগুলির সাথে কাজ করে।

এই নীতি আপনার উপর কী প্রভাব ফেলে

আপনি যদি কন্টেন্ট পোস্ট করেন

এই নীতি লঙ্ঘন করে এমন অনুপযুক্ত কন্টেন্ট আপলোড করলে চ্যানেল বন্ধ করে দেওয়া হতে পারে। যৌনতাপূর্ণ দৃশ্য, ভিডিও গেম ও মিউজিক সহ সব ধরনের বাস্তবিক, নাটকীয়, ছবি সহ বর্ণনা বা অ্যানিমেশন কন্টেন্টের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য।

YouTube-এ এমন কন্টেন্ট পোস্ট করবেন না যেখানে এগুলি দেখানো হয়:

  • যৌন আকাঙ্খা তৃপ্ত করার উদ্দেশ্যে দেখানো পোশাকাবৃত বা অনাবৃত যৌনাঙ্গ, স্তন বা নিতম্ব।
  • যৌন আকাঙ্খা তৃপ্ত করার উদ্দেশ্যে দেখানো পর্নোগ্রাফি, যৌন দৃশ্য বা ফেটিশের চিত্রায়ন।

এই নীতি লঙ্ঘন করে এমন অন্যান্য ধরনের কন্টেন্ট

  • হস্তমৈথুন
  • যৌনাঙ্গ, স্তন বা নিতম্বে হাত দেওয়া বা মর্দন করা
  • দর্শকদের যৌন আকাঙ্খা তৃপ্ত করার উদ্দেশ্যে সেক্স টয় ব্যবহার করা
  • যৌন আকাঙ্খা তৃপ্ত করার উদ্দেশ্যে নগ্নতা বা আংশিক নগ্নতা
  • সম্মতি ছাড়া যৌন কার্যকলাপ দেখানো বা এই ধরনের কাজের প্রচার বা প্রশংসা করা যেমন যৌন নিপীড়ন, নিকট-আত্মীয়ের মধ্যে যৌনসঙ্গম বা ইনসেস্ট, পাশবিকতা অথবা পশুদের সঙ্গে যৌনতা বা জুফিলিয়া
  • সম্মতি না নিয়ে শেয়ার করা ছবি বা ভিডিও বা ভয়ারিজমের মতো অবাঞ্ছিত সেক্সুয়ালাইজেশন
  • পোশাক নিয়ে বিব্রতকর পরিস্থিতি বা নগ্ন ছবি ফাঁস করে দেওয়া
  • যৌন আকাঙ্খা তৃপ্ত করার উদ্দেশ্যে সম্মতি ছাড়া স্তন, নিতম্ব বা যৌনাঙ্গের দিকে জুম করা বা অনেকক্ষণ ফোকাস করে রাখা
  • যৌন আকাঙ্খা তৃপ্ত করার উদ্দেশ্যে হিংসাত্মক, গ্রাফিক বা অবমাননাকর 'ফেটিশ' কন্টেন্ট
  • যৌন আকাঙ্খা তৃপ্ত করার উদ্দেশ্যে বিভিন্ন সোর্স থেকে কন্টেন্ট একত্রিত করা
  • অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের নিয়ে তৈরি যেকোনও যৌনতাপূর্ণ কন্টেন্ট — আরও জানতে YouTube-এ বাচ্চাদের নিরাপত্তা পৃষ্ঠাটি দেখুন

মনে রাখবেন: উপরের তালিকাটি সম্পূর্ণ নয়।

বয়স সংক্রান্ত বিধিনিষেধযুক্ত কন্টেন্ট

কোনও ভিডিওতে উপরে উল্লিখিত কন্টেন্ট বাদ দিয়ে নগ্নতা বা অন্যান্য যৌনতাপূর্ণ কন্টেন্ট থাকলে আমরা সেটির উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করতে পারি। কোনও কন্টেন্টের উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হবে নাকি সেটি সরিয়ে দেওয়া হবে তা ঠিক করার সময় আমরা নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করি।

  • ভিডিওর মূল ফোকাসে পোশাকে ঢাকা বা অনাবৃত যৌনাঙ্গ, স্তন বা নিতম্ব দেখানো হয়েছে কিনা
  • দর্শকদের যৌন উত্তেজনা বাড়ানোর জন্য ভিডিওর বিষয়বস্তু নির্দিষ্ট ভঙ্গিমায় দেখানো হয়েছে কিনা
  • ভিডিওতে অভদ্র বা অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে কি না
  • স্তন বা যৌনাঙ্গ স্পর্শ করা বা উন্মুক্ত অন্তর্বাস দেখানোর মাধ্যমে ভিডিওর ব্যক্তির কাজের উদ্দেশ্য যৌন উত্তেজনা সৃষ্টি করা কি না
  • সর্বজনীন পরিস্থিতিতে পোশাকটি অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে কি না, যেমন মহিলাদের অন্তর্বাস
  • যৌনতাপূর্ণ ছবি বা অডিও আবছা বা অস্পষ্ট করে দেখানো অথবা ঢেকে দেওয়া হয়েছে কিনা
  • কন্টেন্টে যৌনতাপূর্ণ ছবি বা অডিও মুহূর্তের জন্য বা দীর্ঘক্ষণ ধরে দেখানো হয়েছে কিনা
  • কন্টেন্টটি অন্যদের যৌন কার্যকলাপ সহ কোনও চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে উৎসাহ দেয় কিনা

মনে রাখবেন: উপরে উল্লিখিত তালিকা সম্পূর্ণ নয়।

এই নীতি ভিডিও, ভিডিওর বিবরণ, কমেন্ট, লাইভ স্ট্রিম, অডিও সহ যেকোনও YouTube প্রোডাক্ট অথবা ফিচারের ক্ষেত্রে প্রযোজ্য। মনে রাখবেন, এখানে অল্প কয়েকটি উদাহরণ দেওয়া হল। এমন কোনও কন্টেন্ট পোস্ট করবেন না, যা এই নীতি লঙ্ঘন করতে পারে বলে আপনার মনে হয়।

শিক্ষামূলক কন্টেন্ট

ভিডিওর মূল উদ্দেশ্য শিক্ষামূলক, তথ্যচিত্র সংক্রান্ত, বৈজ্ঞানিক বা শৈল্পিক হলে এবং অকারণে যৌন দৃশ্য দেখানো না হলে, যৌন কন্টেন্ট দেখানোর অনুমতি দেওয়া হতে পারে। যেমন, ব্রেস্ট ক্যান্সার সংক্রান্ত তথ্যচিত্র, যেখানে উন্মুক্ত বক্ষ দেখানো যেতে পারে। তবে একই তথ্যচিত্রের দৃশ্য উপযুক্ত প্রসঙ্গ ছাড়া, যৌন আকাঙ্খা তৃপ্ত করার উদ্দেশ্যে পোস্ট করা হলে তা অনুমোদিত নয়। আদিবাসী জনজাতিতে, অস্ত্রোপচার বা প্রসবের সময়, শৈল্পিক অনুষ্ঠান চলাকালীন অথবা স্তন্যপান করানোর সময় অপ্রাসঙ্গিকভাবে নগ্নতা দেখানো হলে তথ্যচিত্রের ক্ষেত্রে যে ব্যতিক্রম প্রযোজ্য হয় সেটি প্রযোজ্য নাও হতে পারে। 

সিনেমা, অডিও গল্প, মিউজিক বা ভিডিও গেমের মতো শৈল্পিক কন্টেন্টে যৌন কার্যকলাপ দেখানো হলেও একই নিয়ম প্রযোজ্য হবে। যেমন, সিনেমা, পরিচালক ও অভিনেতাদের নামের মতো বিস্তারিত তথ্য ভিডিওতে এবং ভিডিওর বিবরণে উল্লেখ করা থাকলে তবেই কোনও সিনেমার যৌন দৃশ্য অনুমোদন করা হবে। মনে রাখবেন যে কন্টেন্ট, কন্টেন্টের নাম ও বিবরণে প্রাসঙ্গিক তথ্য দেওয়া থাকলে ভিডিওর মূল উদ্দেশ্য বুঝতে আমাদের ও দর্শকদের সুবিধা হয়।

কোনও শিক্ষামূলক, তথ্যচিত্র (ডকুমেন্টারি), বৈজ্ঞানিক বা শৈল্পিক কন্টেন্টে শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কন্টেন্ট বা গ্রাফিক হিংস্রতা থাকলে, YouTube-এ সেই কন্টেন্ট দেখানো যায় কিনা তা নির্ধারণ করতে, অফিসিয়াল থার্ড-পার্টির দেওয়া রেটিং বিবেচনা করে দেখা হতে পারে। কন্টেন্ট আমাদের নীতি অনুসরণ করলেও সব বয়সের দর্শকদের জন্য উপযুক্ত না হলে, সেটির উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়। ১৮ বছরের কম বয়সী বা সাইন-আউট করে আছেন এমন ব্যবহারকারীকে বয়স সংক্রান্ত বিধিনিষেধযুক্ত কন্টেন্ট দেখানো হয় না।

উদাহরণ

YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না এমন কিছু কন্টেন্টের উদাহরণ নিচে দেওয়া হল।

  • পর্নোগ্রাফি নয় এমন সিনেমা, শো বা অন্যান্য কন্টেন্ট থেকে আলাদাভাবে যৌন কন্টেন্ট (বাস্তবিক বা শৈল্পিক) দেখানোর উদ্দেশ্যে তৈরি করা ক্লিপ
  • সম্মতি ছাড়া শরীর স্পর্শ করা, চুম্বন, সর্বজনীন স্থানে হস্তমৈথুন, "আপস্কার্টিং" বা মহিলাদের পোশাকের নিচ দিয়ে তোলা ছবি, ভয়ারিজম, 'প্রিডেটরি এক্সিবিশনিজম' বা সম্মতি ছাড়া কাউকে যৌন পরিস্থিতিতে উপস্থাপন করে, এমন অন্য যেকোনও ধরনের কন্টেন্ট
  • এমন কন্টেন্ট যাতে যৌন আকাঙ্খা তৃপ্ত করার উদ্দেশ্যে যৌন কার্যকলাপ, আচরণ বা সেক্স টয় দেখানো হয়

মনে রাখবেন: এগুলি শুধু কিছু উদাহরণ মাত্র। যদি মনে হয় যে কোনও কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করছে, তাহলে তা পোস্ট করবেন না।

আরও উদাহরণ

  • যৌন আকাঙ্খা তৃপ্ত করার জন্য নগ্নতা বা যৌন থিম ভিত্তিক কন্টেন্ট একত্রিত করে এমন প্লেলিস্ট
  • নৃত্যশিল্পীর যৌনাঙ্গ, স্তন বা নিতম্বের উপর ফোকাস করে অথবা অঙ্গমর্দন বা গ্রোপিং আছে এমন উত্তেজনামূলক নাচ
  • ধর্ষণের অযাচিত যৌন উপস্থাপনা সহ কন্টেন্ট অথবা ধর্ষণের অভিনয় থেকে ক্লিপ একত্রিত করে তৈরি কন্টেন্ট
  • যৌন আকাঙ্খা তৃপ্ত করার জন্য যৌন কার্যকলাপের অডিও বা টেক্সট
  • যৌন আকাঙ্খা তৃপ্ত করার জন্য দেহ থেকে নিঃসৃত তরল বা বর্জ্য পদার্থ (যেমন মূত্র) দেখানো হয় এমন কন্টেন্ট
  • যৌন তৃপ্তির উদ্দেশ্যে ইঞ্জেকশন বা খাওয়া-দাওয়ার মতো দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা বা বস্তু ব্যবহার করে এমন কন্টেন্ট
  • এমন ভিডিও গেম কন্টেন্ট যা যৌন আকাঙ্ক্ষা তৃপ্ত করার উদ্দেশ্যে ডেভেলপ বা পরিবর্তন করা ("বদলানো") হয়েছে অথবা অযাচিত যৌন শোষণ সংক্রান্ত থিমের উপর ফোকাস করে 

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে কী হবে

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে, সেটি সরিয়ে দেওয়া হবে এবং আপনাকে ইমেল করে জানানো হবে। আপনার পোস্ট করা লিঙ্ক নিরাপদ কিনা তা যাচাই করতে না পারলে আমরা সেটি সরিয়ে দিতে পারি। মনে রাখবেন, ভিডিওতে বা ভিডিওর মেটাডেটায় কোনও নীতি লঙ্ঘনকারী URL পোস্ট করলেও ভিডিওটি সরিয়ে দেওয়া হতে পারে।

প্রথমবার কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, চ্যানেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে আপনাকে শুধু সতর্ক করা হতে পারে। আপনি একটি নীতি সংক্রান্ত ট্রেনিং নিয়ে এই সতর্কতার মেয়াদ ৯০ দিনে শেষ করার সুযোগ পাবেন। তবে, ওই ৯০ দিন সময়সীমার মধ্যেই আবার একই নীতি লঙ্ঘন করলে, এই সতর্কতার মেয়াদ শেষ হবে না এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। ট্রেনিং শেষ করার পরে আপনি যদি অন্য কোনও নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে আবার সতর্ক করা হবে।

আপনি ৯০ দিনের মধ্যে ৩টি স্ট্রাইক পেলে, আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। স্ট্রাইক কীভাবে ও কেন প্রয়োগ করা হয়, সেই সম্পর্কে আরও জানুন

কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী বারবার লঙ্ঘনের কারণে আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। একবার গুরুতর কোনও অপব্যবহার করলে অথবা চ্যানেলটি নীতি লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি করা হলে, আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। যারা বার বার নীতি লঙ্ঘন করেন তাদের আমরা ভবিষ্যতে নীতি সংক্রান্ত ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি। চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সম্পর্কে আরও জানুন

আপনার কন্টেন্টে পর্নোগ্রাফি থাকলে আমরা আপনার চ্যানেল বন্ধ করে দিতে পারি।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12481241956364678694
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false