বাচ্চাদের নিরাপত্তা সংক্রান্ত নীতি

আমাদের দর্শক, পার্টনার ও ক্রিয়েটরের সুরক্ষার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই অভিনব ও প্রাণবন্ত কমিউনিটিকে রক্ষা করার জন্য আপনাদের প্রত্যেকের সাহায্য আমাদের প্রয়োজন। আমাদের কমিউনিটি নির্দেশিকা এবং YouTube-এ লোকজনকে সুরক্ষিত রাখার ব্যাপারে সকলেরই যে দায়িত্ব আছে সেই বিষয়ে এই নির্দেশিকার ভূমিকা যাতে আপনি বোঝেন সেটি খুব গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে নিম্নলিখিত নীতি ভালভাবে পড়ুন। আমাদের সব নির্দেশিকা নিয়ে তৈরি তালিকা দেখতে এই পৃষ্ঠাতে যান।
আপডেট: অল্পবয়স্ক নাবালক ও পরিবারের সকলের জন্য তৈরি কন্টেন্টে যৌন থিম, হিংস্রতা, অশ্লীলতা বা প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত অন্যান্য থিম থাকলে তা YouTube-এ অনুমোদিত নয়। নাম, বর্ণনা ও ট্যাগ ছাড়াও, আপনার কন্টেন্ট যে ধরনের দর্শকদের জন্য উপযুক্ত এবং আপনি যে দর্শক বেছে নিয়েছেন তার মধ্যে যেন সামঞ্জস্য থাকে।

নাবালকদের মানসিক ও শারীরিক ক্ষতি করতে পারে এমন কন্টেন্ট YouTube-এ অনুমোদিত নয়। ১৮ বছরের কমবয়সী ব্যক্তিকে নাবালক বলা হয়।

এই নীতি লঙ্ঘন করে, এমন কন্টেন্ট খুঁজে পেলে সেটি সম্পর্কে অভিযোগ জানান। কোনও বাচ্চার বিপদের সম্ভাবনা আছে বলে মনে হলে, সেই পরিস্থিতি সম্পর্কে অভিযোগ জানাতে অবিলম্বে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করুন।

কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের বিষয়ে অভিযোগ জানানোর নির্দেশাবলী এখানে পাবেন। যদি এমন একাধিক ভিডিও বা কমেন্ট দেখতে পান যেগুলির বিষয়ে আপনি অভিযোগ জানাতে চান, তাহলে চ্যানেল সম্পর্কে অভিযোগ জানাতে পারেন।

এই নীতি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ

আপনি কন্টেন্ট পোস্ট করলে

নিম্নলিখিত বিবরণের সাথে মেলে এমন কন্টেন্ট YouTube-এ পোস্ট করবেন না।

  • নাবালকদের যৌন বস্তু হিসেবে তুলে ধরা: নাবালকদের সাথে সম্পর্কিত অনুপযুক্ত যৌন কন্টেন্ট এবং হাস্যরস সৃষ্টির জন্য নাবালকদের নগ্নতার দৃশ্য দেখানো সহ তাদের যৌন শোষণ করে, এমন কন্টেন্ট। বাচ্চাদের যৌন নির্যাতন দেখানো হয়েছে, এমন কন্টেন্ট সম্পর্কে আমরা National Center for Missing and Exploited Children-এ অভিযোগ জানাই। এই সংস্থাটি আন্তর্জাতিক আইন প্রয়োগকারী এজেন্সিদের সাথে কাজ করে।
  • নাবালকদের নিয়ে ক্ষতিকারক বা বিপজ্জনক কার্যকলাপ: যেসব কন্টেন্টে নাবালকদের বিপজ্জনক কার্যকলাপে অংশগ্রহণ করা দেখায়, বিশেষ করে যদি যিনি দেখছেন সেই ব্যক্তি এটি নকল করতে পারেন অথবা কন্টেন্ট যদি বিপজ্জনক কার্যকলাপে উৎসাহ দেয় বা সেটির প্রশংসা করে। নাবালকদের এমন কোনও বিপজ্জনক কার্যকলাপে যুক্ত করবেন না যার ফলে আঘাত লাগতে পারে, এইসব বিপজ্জনক কার্যকলাপের মধ্যে অন্তর্ভুক্ত হল বিপজ্জনক স্টান্ট, চ্যালেঞ্জ, ডেয়ার বা প্র্যাঙ্ক। বিপজ্জনক কার্যকলাপের মধ্যে অন্তর্ভুক্ত হল এমন যেকোনও কার্যকলাপ যা অত্যন্ত বিপজ্জনক চ্যালেঞ্জ বিভাগের আওতায় তালিকাভুক্ত, যেমন শ্বাসরোধ বা তড়িতাহত, তবে এর মধ্যেই সীমিত নয়।
    • উদাহরণের মধ্যে অন্তর্ভুক্ত হল যেসব কন্টেন্ট নাবালকদের এগুলি করতে দেখায়:
      • মদ্যপান
      • ভেপোরাইজার, ই-সিগারেট, তামাক বা মারিজুয়ানা ব্যবহার করা
      • আতশবাজির অপব্যবহার
      • তত্ত্বাবধান ছাড়াই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা
  • নাবালকদের মানসিক যন্ত্রণা দেওয়া সহ বাচ্চাদের সাথে শারীরিক, যৌন অথবা মানসিক অসদারচণ অথবা অবহেলা করা বা তার পক্ষে মতামত দেওয়া।
    • বাচ্চাদের শারীরিক, যৌন অথবা মানসিক নির্যাতন দেখায়, এমন কন্টেন্টের ক্ষেত্রে নীতির ব্যতিক্রম প্রয়োগ করা হতে পারে যদি তাতে শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক, বা শৈল্পিক প্রসঙ্গ থাকে এবং এই ধরনের দৃশ্য অস্পষ্ট করে দেওয়া হয়।
    • নাবালক অংশগ্রহণকারীদের বা দর্শকদের মানসিক যন্ত্রণার কারণ হতে পারে, এমন কন্টেন্ট, যার মধ্যে এগুলি অন্তর্ভুক্ত:
      • অপ্রাপ্তবয়স্কদের শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত থিমের কন্টেন্ট দেখানো
      • অভিভাবকের অত্যাচার অনুকরণ করে দেখানো
      • অপ্রাপ্তবয়স্কদের কিছু করতে বাধ্য করা
      • হিংস্রতা
  • বিভ্রান্তিকর পারিবারিক কন্টেন্ট: অল্পবয়স্ক নাবালক ও পরিবারের সকলের জন্য তৈরি কন্টেন্ট, কিন্তু যেখানে এগুলি দেখানো হয়েছে:
    • যৌনতাপূর্ণ থিম
    • হিংস্রতা
    • অশ্লীলতা বা প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত অন্যান্য থিম, যা অল্পবয়স্ক দর্শকদের জন্য উপযুক্ত নয়
    • চিকিৎসা পদ্ধতি
    • নিজেকে শারীরিক কষ্ট দেওয়া
    • প্রাপ্তবয়স্ক বীভৎস চরিত্রের ব্যবহার
    • অল্পবয়স্ক দর্শকদের চমকে দেওয়ার উদ্দেশ্যে অন্যান্য অনুপযুক্ত থিমের ব্যবহার
    • নির্দিষ্ট বয়সের জন্য অনুপযুক্ত থিম আছে, এমন কন্টেন্ট অল্পবয়স্ক নাবালক ও পরিবারের সকলের উদ্দেশ্যে দেখানো হলেও নীতির ব্যতিক্রম করা হতে পারে, যদি তাতে শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক, বা শৈল্পিক প্রসঙ্গ থাকে। তবে এই সম্ভাব্য ব্যতিক্রমের সুযোগ নিয়ে, অল্পবয়স্ক দর্শকদের চমকে দেওয়ার উদ্দেশ্যে প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত থিমের কন্টেন্ট কমবয়সী নাবালক ও পরিবারের সকলকে দেখানো যাবে না।
    • অল্পবয়স্ক নাবালকদের উদ্দেশ্যে তৈরি পরিবারের জন্য উপযুক্ত কার্টুন, যাতে প্রাপ্তবয়স্কদের উপযুক্ত বা নির্দিষ্ট বয়সের জন্য অনুপযুক্ত থিম আছে, যেমন হিংস্রতা, যৌনতা, মৃত্যু, ড্রাগস এবং আরও অনেক কিছু। কোনও কন্টেন্টে নির্দিষ্ট বয়সের জন্য অনুপযুক্ত থিম থাকলে, ভিডিওর নাম, বর্ণনা, ট্যাগ অথবা বেছে নেওয়া দর্শকের বিকল্পে 'বাচ্চাদের জন্য উপযুক্ত' লেবেল থাকলেও তা আমরা অনুমোদন করি না।
    • আপনার ভিডিওর নাম, বর্ণনা ও ট্যাগ যেন টার্গেট করা দর্শকদের জন্য উপযুক্ত হয়, সেই বিষয়ে নিশ্চিত হয়ে নিন। এছাড়াও, আপনার কন্টেন্ট যে ধরনের দর্শকদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তার সাথে বেছে নেওয়া দর্শক যেন সামঞ্জস্যপূর্ণ হয় তা ভাল করে দেখে নিন। আপনার কন্টেন্ট শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত হলে, আপলোড করার সময় সেটির উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করতে পারেন।
  • নাবালকদের সাইবার হয়রানি ও অন্যান্য হয়রানি: যেসব কন্টেন্ট:
    • কোনও নাবালককে লজ্জায় ফেলতে, প্রতারণা করতে বা অপমান করতে চায়
    • ইমেল আইডি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের মতো ব্যক্তিগত তথ্য প্রকাশ করে
    • নাবালক ব্যক্তিকে যৌন বস্তু হিসেবে তুলে ধরে
    • কাউকে হেনস্থা বা হয়রান করার ব্যাপারে অন্যদের উৎসাহ দেয়

এই নীতি ভিডিও, ভিডিওর বিবরণ, মন্তব্য, গল্পগুচ্ছ, কমিউনিটি পোস্ট, লাইভ স্ট্রিম, প্লেলিস্ট এবং অন্য যেকোনও YouTube প্রোডাক্ট বা ফিচারের ক্ষেত্রে প্রযোজ্য হয়। মনে রাখবেন, এই তালিকা সম্পূর্ণ নয়।

মনে রাখবেন, এই নীতি আপনার কন্টেন্টে থাকা এক্সটার্নাল লিঙ্ক-এর ক্ষেত্রেও প্রযোজ্য। এতে ক্লিক করা যাবে এমন URL অন্তর্ভুক্ত থাকতে পারে, যেখানে মৌখিকভাবে ব্যবহারকারীদের ভিডিওতে অন্য সাইট এমনকি অন্য ফর্মের দিকে নির্দেশ করে। 

বয়স সংক্রান্ত বিধিনিষেধযুক্ত কন্টেন্ট

নিম্নলিখিত কোনও কন্টেন্ট থাকলে আমরা সেটির উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করতে পারি।

  • প্রাপ্তবয়স্ক বা নাবালকরা নকল করতে পারে এমন ক্ষতিকর বা বিপজ্জনক কার্যকলাপ: যেসব কন্টেন্টে প্রাপ্তবয়স্ক বা নাবালকরা বিপজ্জনক কার্যকলাপে অংশগ্রহণ করছেন বলে দেখানো হয়েছে এবং যেগুলি নাবালকরা সহজেই নকল করতে পারে।
  • পারিবারিক কন্টেন্টে শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত থিম: কন্টেন্ট শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত, কিন্তু সহজেই পারিবারিক কন্টেন্ট হিসেবে ভুল হতে পারে। হিংস্রতা, যৌন কার্যকলাপ বা মৃত্যুর মতো শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত থিম দেখানো হয়েছে এমন কার্টুন এর মধ্যে পড়ে। মনে রাখবেন যে আপনার কন্টেন্ট শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত হলে, আপলোড করার সময় সেটির উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করতে পারেন।
  • অশ্লীল ভাষা: কিছু শব্দ কমবয়সী দর্শকদের পক্ষে উপযুক্ত নয়। কন্টেন্টে যৌনতাপূর্ণ ভাষা থাকলে বা অত্যধিক অশ্লীল ভাষার ব্যবহার করা হলে সেটির উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
নাবালকদের দেখানো হয়েছে এমন কন্টেন্ট
YouTube-এ অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষিত রাখতে, যেসব কন্টেন্টে আমাদের নীতি লঙ্ঘন না করলেও অপ্রাপ্তবয়স্কদের দেখানো হয় সেগুলির ক্ষেত্রে চ্যানেল ও কন্টেন্ট লেভেলে কিছু ফিচার বন্ধ করে দেওয়া হতে পারে। এই ফিচারগুলি এর মধ্যে পড়ে:
  • কমেন্ট
  • লাইভ চ্যাট
  • লাইভ স্ট্রিমিং
  • ভিডিও সাজেশন (কীভাবে ও কখন আপনার ভিডিও সাজেস্ট করা হয়)
  • কমিউনিটি পোস্ট
  • Shorts ভিডিও রিমিক্স করা

আপনার কন্টেন্টে কীভাবে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষিত রাখবেন

আপনার, পরিবারের বা বন্ধুদের কন্টেন্ট পোস্ট করার আগে ভালোভাবে চিন্তা করে দেখুন যে এতে কাউকে নেতিবাচকভাবে দেখানোর ঝুঁকি থাকতে পারে কিনা। নাবালকরা সহজেই অসদাচরণের শিকার হতে পারে, তাই তাদের অযাচিত মনোযোগ থেকে রক্ষা করার জন্য YouTube নির্দিষ্ট কিছু নীতি অনুসরণ করে।

  • ভিডিওতে কোনও নাবালককে দেখানো হলে সে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তির তত্ত্বাবধানে আছে কি না এবং শখ, শিক্ষামূলক কন্টেন্ট বা পাবলিক পারফর্ম্যান্সের মতো নির্দিষ্ট বয়সের দর্শকদের জন্য উপযুক্ত কার্যকলাপে অংশগ্রহণ করেছে কি না, তা দেখে নিন।
  • সে যে পোশাক পরে আছে সেটি তার বয়সের পক্ষে উপযুক্ত কিনা দেখুন। নাবালকরা যেন অত্যধিক খোলামেলা বা ভীষণ টাইট পোশাক না পরে সেদিকে খেয়াল রাখুন।
  • আপনার পোস্ট করা ভিডিও কারা দেখতে পাবেন, সেই ব্যাপারে সীমাবদ্ধতা সেট করতে YouTube-এর গোপনীয়তা সেটিংস ব্যবহার করুন।

YouTube-এ এমন কন্টেন্ট পোস্ট করবেন না যেখানে নাবালকদের দেখানো হয়েছে এবং তাতে এগুলির মধ্যে এক বা একাধিক জিনিস রয়েছে:

  • বেডরুম বা বাথরুমের মতো বাড়ির ব্যক্তিগত জায়গায় রেকর্ড করা ভিডিও।
  • অপরিচিত ব্যক্তির থেকে যোগাযোগের তথ্য সংগ্রহ করছে, অনলাইনে ডেয়ার (সাহসিকতার পরিচয় দেওয়া) বা চ্যালেঞ্জে অংশগ্রহণ করছে অথবা শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত বিষয় নিয়ে আলোচনা করছে এমন অপ্রাপ্তবয়স্ক কাউকে দেখানো হয়।
  • কোনও অপ্রাপ্তবয়স্কের দিকে অযাচিত দৃষ্টি আকর্ষণ করতে পারে এমন কার্যকলাপ দেখানো হয়, যেমন ASMR বা শরীরকে মোচড়ানো।
  • কোনও নাবালকের ব্যক্তিগত বিবরণ প্রকাশ করা।

এগুলি সামান্য কয়েকটি উদাহরণ মাত্র; আপনি বাচ্চাদের নিরাপত্তা সংক্রান্ত পেশাদার পদ্ধতি সম্পর্কে এখানে আরও জানতে পারবেন। আপনার বয়স ১৮ বছরের কম অথবা আপনার দেশে প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে উপযুক্ত বয়সের চেয়ে কম হলে, Be internet awesome আপনাকে অনলাইনে নিরাপদ থাকতে সাহায্য করতে পারে।

উদাহরণ

YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না এমন কিছু কন্টেন্টের উদাহরণ নিচে দেওয়া হল।

  • নাবালকরা উস্কানিমূলক, যৌন বা যৌন ইঙ্গিতপূর্ণ কার্যকলাপ, ডেয়ার (সাহসিকতার পরিচয় দেওয়া) বা চ্যালেঞ্জে অংশগ্রহণ করছে এমন ভিডিও বা পোস্ট, যেমন চুম্বন বা গ্রোপিং।
  • নাবালকদের বিপজ্জনক কার্যকলাপে অংশগ্রহণ করতে দেখায়, এমন ভিডিও। যেমন, স্টান্ট, অস্ত্র বা বিস্ফোরকের ব্যবহার অথবা অ্যালকোহল বা নিকোটিনের মতো নিয়ন্ত্রিত বস্তুর ব্যবহার। ই-সিগারেটের ব্যবহার এতে অন্তর্ভুক্ত।
  • "বাচ্চাদের জন্য" ট্যাগ অথবা "হ্যাঁ, এটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে" বিকল্পে সেট করা দর্শক সেটিংস সহ ভিডিওতে পরিবারের সকলের জন্য উপযুক্ত কার্টুনে ইঞ্জেকশন নেওয়ার মতো অনুপযুক্ত কার্যকলাপ দেখানো।

মনে রাখবেন যে এখানে মাত্র কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। কোনও কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করবে বলে মনে হলে সেটি পোস্ট করবেন না।

আরও উদাহরণ

  • অন্য কারও শারীরিক সংস্পর্শে আসার জন্য কোনও নাবালককে অর্থ, প্রশংসা, লাইক বা অন্য কোনও উপায়ে প্ররোচিত করা।
  • যৌনতাপূর্ণ বা আপত্তিজনক কন্টেন্টের বিজ্ঞাপন সহ ভিডিও বা পোস্টে নাবালকদের দেখানো।
  • নাবালকদের সাথে বা তাদের সম্পর্কে কথোপকথন সহ আক্রমণাত্মক আচরণ।
  • যৌন আকাঙ্খা তৃপ্ত করার জন্য নাবালকদের নিয়ে তৈরি সাধারণ কন্টেন্ট একত্রিত করা।
  • শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক, বা শৈল্পিক প্রসঙ্গ ছাড়া এবং ভিডিও অস্পষ্ট না করে বাচ্চাদের মারামারি বা হয়রানির কন্টেন্ট।
  • শারীরিক আঘাত বা গুরুতর মানসিক উৎপীড়নের কারণ হতে পারে এমন চ্যালেঞ্জ, প্র্যাঙ্ক বা স্টান্ট। চ্যালেঞ্জ ও প্র্যাঙ্ক সংক্রান্ত নীতি অনুযায়ী কোন ধরনের কন্টেন্ট দেখানোর অনুমতি দেওয়া হয় না সেই ব্যাপারে আরও জেনে নিতে পারেন।
  • নাবালকদের দেখানো না হলেও তাদের বিপজ্জনক কার্যকলাপে অংশগ্রহণ করতে উৎসাহ দেয় এমন কন্টেন্ট।
  • যে কন্টেন্টে অভিভাবকের অত্যাচার বা ছেড়ে চলে যাওয়া, হিংস্রতা বা মৃত্যুর সম্মুখীন হওয়ার ঘটনাকে অনুকরণ করে দেখানো হয় অথবা যা নাবালকদের জন্য প্রচণ্ড অপমান বা অবমাননার কারণ হতে পারে।
  • বাচ্চাদের আকর্ষণ করার জন্য কার্টুন, পুতুল বা পারিবারিক বিনোদনমূলক চরিত্র ব্যবহার করে হিংস্রতা বা যৌন কার্যকলাপের মতো শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত থিম সহ কন্টেন্ট পরিবেশন করা।

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে কী হবে

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে, সেটি সরিয়ে দেওয়া হবে এবং আপনাকে ইমেল করে জানানো হবে। আপনার পোস্ট করা লিঙ্ক নিরাপদ কিনা তা যাচাই করতে না পারলে আমরা সেটি সরিয়ে দিতে পারি। মনে রাখবেন, ভিডিওতে বা ভিডিওর মেটাডেটায় কোনও নীতি লঙ্ঘনকারী URL পোস্ট করলেও ভিডিওটি সরিয়ে দেওয়া হতে পারে।

প্রথমবার কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, চ্যানেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে আপনাকে শুধু সতর্ক করা হতে পারে। আপনি একটি নীতি সংক্রান্ত ট্রেনিং নিয়ে এই সতর্কতার মেয়াদ ৯০ দিনে শেষ করার সুযোগ পাবেন। তবে, ওই ৯০ দিন সময়সীমার মধ্যেই আবার একই নীতি লঙ্ঘন করলে, এই সতর্কতার মেয়াদ শেষ হবে না এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। ট্রেনিং শেষ করার পরে আপনি যদি অন্য কোনও নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে আবার সতর্ক করা হবে।

আপনি ৯০ দিনের মধ্যে ৩টি স্ট্রাইক পেলে, আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। স্ট্রাইক কীভাবে ও কেন প্রয়োগ করা হয়, সেই সম্পর্কে আরও জানুন

কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী বারবার লঙ্ঘনের কারণে আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। একবার গুরুতর কোনও অপব্যবহার করলে অথবা চ্যানেলটি নীতি লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি করা হলে, আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। যারা বার বার নীতি লঙ্ঘন করেন তাদের আমরা ভবিষ্যতে নীতি সংক্রান্ত ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি। চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সম্পর্কে আরও জানুন

YouTube-এ কেউ আক্রমণাত্মক মনোবৃত্তি দেখালে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। অভিযোগ করা কন্টেন্টের উপর নির্ভর করে কোনও বাচ্চা বিপদে পড়েছে বলে আমাদের মনে হলে, তদন্তের কাজে আমরা আইন প্রণয়নকারী সংস্থাকে সাহায্য করব।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4529164347757413356
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false