ঘৃণাত্মক বক্তব্য সংক্রান্ত নীতি


 
আমাদের দর্শক, পার্টনার ও ক্রিয়েটরের সুরক্ষার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই অভিনব ও প্রাণবন্ত কমিউনিটিকে রক্ষা করার জন্য আপনাদের প্রত্যেকের সাহায্য আমাদের প্রয়োজন। আমাদের কমিউনিটি নির্দেশিকা এবং YouTube-এ লোকজনকে সুরক্ষিত রাখার ব্যাপারে সকলেরই যে দায়িত্ব আছে সেই বিষয়ে এই নির্দেশিকার ভূমিকা যাতে আপনি বোঝেন সেটি খুব গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে নিম্নলিখিত নীতি ভালভাবে পড়ুন। আমাদের সব নির্দেশিকা নিয়ে তৈরি তালিকা দেখতে এই পৃষ্ঠাতে যান।
Note: On June 5, 2019, we announced some changes to our hate speech policies. You can learn more about those changes here. The below policy has been updated with those changes.

YouTube-এ ঘৃণাত্মক বক্তব্য দেখানোর অনুমতি দেওয়া হয় না। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি YouTube-এর নীতি অনুযায়ী সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস ইঙ্গিত করে; এগুলির মধ্যে যেকোনওটির ভিত্তিতে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হিংসা বা ঘৃণার প্রচার করে, এমন কন্টেন্ট ব্যবহারের অনুমতি আমরা দিই না:

  • বয়স
  • জাতি
  • অক্ষমতা
  • জাতিগত পরিচয়
  • লিঙ্গগত পরিচয় এবং অভিব্যক্তি
  • জাতীয়তা
  • জাতি
  • অভিবাসনের স্ট্যাটাস
  • ধর্ম
  • লিঙ্গ/লিঙ্গগত পরিচয়
  • যৌন অভিমুখ
  • মারাত্মক হিংসাত্মক ঘটনার শিকার হওয়া ব্যক্তি এবং তার কাছের মানুষ
  • ভেটেরান স্ট্যাটাস

এই নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্ট খুঁজে পেলে, সেটি সম্পর্কে অভিযোগ করুন। কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করছে বলে দেখতে পেলে, কীভাবে অভিযোগ করবেন সেটি এখান থেকে জানতে পারবেন। আপনি একাধিক ভিডিও বা মন্তব্য সম্পর্কে অভিযোগ করতে চাইলে, চ্যানেল সম্পর্কে অভিযোগ করতে পারেন।

এই নীতি আপনার উপর কী প্রভাব ফেলে

আপনি যদি কন্টেন্ট পোস্ট করেন

YouTube-এ এমন কন্টেন্ট পোস্ট করবেন না যার উদ্দেশ্য হল নিম্নলিখিতগুলির মধ্যে একটি বা একাধিক কাজ করা:

  • সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাসের ভিত্তিতে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হিংসাত্মক কাজে উৎসাহ দেওয়া। আমরা YouTube-এ হুমকি দেওয়ার অনুমতি দিই না এবং প্রচ্ছন্ন হুমকি দিয়ে কল করা হলে তা আসল হুমকি হিসেবে বিবেচনা করি। আপনি আমাদের হুমকি ও হয়রানি সংক্রান্ত নীতি সম্পর্কে আরও জানতে পারেন।
  • সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাসের ভিত্তিতে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা উস্কে দেওয়া।

এই নীতি লঙ্ঘন করে এমন অন্যান্য ধরনের কন্টেন্ট

  • সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাসের ভিত্তিতে কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে মানুষের অধম বলা অথবা পশু, পোকামাকড়, রোগ ব্যাধি বা মানুষ ছাড়া অন্য কোনও সত্তার সাথে তুলনা করার মাধ্যমে তাদের অমানবিকভাবে অপমান করা।
  • সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাসের ভিত্তিতে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হিংসাত্মক আচরণের প্রশংসা করা বা তাতে আনন্দ প্রকাশ করা।
  • সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাসের ভিত্তিতে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে জাতি বা ধর্ম নিয়ে কুকথা বা অন্যান্য অপমানজনক কথা বলা অথবা চিরাচরিত চিন্তাভাবনা প্রকাশ করার মাধ্যমে হিংসা উস্কে দেওয়া বা হিংসার প্রচার করা। চিরাচরিত চিন্তাভাবনার কথা প্রচার করে এবং সেগুলি আসল বলে বিবেচনা করে, এমন বক্তব্য, টেক্সট, ছবি বা ভিডিওর মাধ্যমে এটি করা হতে পারে।
  • সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাসের ভিত্তিতে কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে শারীরিক বা মানসিকভাবে নিকৃষ্ট, ক্ষুদ্র বা রোগাক্রান্ত বলে দাবি করা। কোনও গোষ্ঠী অন্য গোষ্ঠীর থেকে ছোট, কম বুদ্ধিদীপ্ত, কম ক্ষমতাসম্পন্ন বা ক্ষতিগ্রস্ত, এমন বক্তব্য এতে অন্তর্ভুক্ত। সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাসের ভিত্তিতে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর উপর নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব স্থাপন করার আহ্বান জানানোও এর মধ্যে পড়ে।
  • হিংস্রতা, বৈষম্য, ভেদাভেদ বা বহিষ্করণকে সমর্থন করার উদ্দেশ্যে কোনও জনগোষ্ঠীর লোকজনকে সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস থাকা লোকজনের তুলনায় শ্রেষ্ঠ বলে প্রচার করার মাধ্যমে ঘৃণাত্মক সুপ্রিমেসিজমের প্রচার করা। এর মধ্যে রয়েছে, ঘৃণাত্মক সুপ্রিমেসিস্ট প্রোপাগান্ডা সম্বলিত কন্টেন্ট যেমন গোষ্ঠীতে নতুন সদস্য নিয়োগ করা বা মতাদর্শের অজুহাতে আর্থিক সাহায্যের অনুরোধ করা এবং এমন মিউজিক ভিডিও যা লিরিক, মেটাডেটা অথবা ছবির মাধ্যমে ঘৃণাত্মক সুপ্রিমেসিজমের প্রচার করে।
  • সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাসের ভিত্তিতে ষড়যন্ত্র করে দাবি করা যে কোনও ব্যক্তি বা গোষ্ঠী খারাপ, দুর্নীতিগ্রস্ত বা ক্ষতিকর।
  • সুস্পষ্ট তথ্য প্রমাণ রয়েছে, এমন বড় হিংসাত্মক ঘটনা বা সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অবস্থাকে অস্বীকার করা বা তার গুরুত্ব ছোট করে দেখানো।
  • কোনও ব্যক্তি বা গোষ্ঠীর অন্যদের প্রতি মানসিক, রোম্যান্টিক এবং/অথবা যৌন আকর্ষণের ভিত্তিতে তাদের আক্রমণ করা।

শিক্ষামূলক, তথ্যচিত্র, বিজ্ঞানভিত্তিক ও শৈল্পিক কন্টেন্ট

কোনও কন্টেন্টে ঘৃণাত্মক বক্তব্য থাকলেও আমরা তা অনুমোদন করতে পারি, যদি তাতে সেই বক্তব্য ছাড়াও শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক, বা শৈল্পিক প্রসঙ্গ থাকে। ঘৃণাত্মক বক্তব্যের নিন্দা বা বিরোধিতা করা, তার বিপরীত মতামত দেওয়া অথবা সেই বক্তব্য নিয়ে ব্যঙ্গ করা হলে উপরে উল্লেখ করা প্রসঙ্গ আছে বলে আমরা বিবেচনা করি। এই ব্যতিক্রম কোনওভাবেই ঘৃণাত্মক বক্তব্য প্রচার করার অনুমতি দেয় না। উদাহরণের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:

  • কোনও ঘৃণা প্রচারকারী গোষ্ঠী সম্পর্কে তথ্যচিত্র: এমন শিক্ষামূলক কন্টেন্ট যা সংশ্লিষ্ট গোষ্ঠী বা ধারণা সমর্থন করে না, সেটি দেখানোর অনুমতি দেওয়া হবে। হিংসা বা ঘৃণা প্রচার করে এমন তথ্যচিত্র দেখানোর অনুমতি দেওয়া হয় না।
  • মানুষের উপর করা বৈজ্ঞানিক অধ্যয়ন সংক্রান্ত তথ্যচিত্র: সময়ের সাথে সাথে তত্ত্ব কীভাবে পরিবর্তিত হয়েছে সেই সম্পর্কিত তথ্যচিত্র, এমনকি এটির মধ্যে যদি কোনও নির্দিষ্ট গোষ্ঠীর নিকৃষ্টতা বা শ্রেষ্ঠত্ব থাকে তাহলেও এটি দেখানো যাবে, কারণ এটি শিক্ষামূলক। আমরা এমন কোনও তথ্যচিত্র দেখানোর অনুমতি দেব না, যেখানে এখন বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে দাবি করা হচ্ছে যে, কোনও ব্যক্তি বা গোষ্ঠী নিকৃষ্ট বা ইতর শ্রেণীর।
  • কোনও ঐতিহাসিক ঘটনার ফুটেজ, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা হিংসা বা ঘৃণা প্রচার করে না। 

এই নীতি ভিডিও, ভিডিওর বিবরণ, কমেন্ট, লাইভ স্ট্রিম সহ যেকোনও YouTube প্রোডাক্ট অথবা ফিচারের ক্ষেত্রে প্রযোজ্য হয়। মনে রাখবেন এই নীতি আপনার কন্টেন্টের এক্সটার্নাল লিঙ্ক-এ প্রযোজ্য হবে। এতে ক্লিক করা যাবে এমন URL অন্তর্ভুক্ত থাকতে পারে, যেখানে মৌখিকভাবে ব্যবহারকারীদের ভিডিওতে অন্য সাইট এমনকি অন্য ফর্মের দিকে নির্দেশ করা হয়েছে। 

যে কন্টেন্টে ঘৃণাত্মক বক্তব্য থাকলেও শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক, বা শৈল্পিক প্রসঙ্গ আছে, সেই ভিডিওর স্ক্রিনে বা অডিওতে এই প্রসঙ্গ অবশ্যই উল্লেখ করা থাকতে হবে। এই তথ্য শুধু ভিডিওর নাম বা বিবরণে উল্লেখ করা যথেষ্ট নয়।

মনিটাইজেশন এবং অন্যান্য জরিমানা 

কিছু বিরল ক্ষেত্রে, আমরা কন্টেন্ট সরিয়ে দিতে বা অন্যান্য জরিমানা ইস্যু করতে পারি, যদি ক্রিয়েটর এগুলি করেন:

  • দর্শকদের অভব্য আচরণ করতে বারবার উৎসাহ দেওয়া।
  • আপলোড করা একাধিক ভিডিওতে সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাসের ভিত্তিতে কোনও গোষ্ঠীকে বারবার টার্গেট করা, অপমান করা ও অবমাননাকর বক্তব্য রাখা।
  • সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস আছে, এমন কোনও গোষ্ঠীকে স্থানীয় সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটে শারীরিক ক্ষতির ঝুঁকির মুখে ফেলা।
  • সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস আছে, এমন কোনও গোষ্ঠীর বিরুদ্ধে ব্যক্তিগত আর্থিক লাভের জন্য ক্রমাগত শত্রুতা উস্কে দেয়, এমন কন্টেন্ট তৈরি করে YouTube-এর ইকোসিস্টেমের ক্ষতি করা।

উদাহরণ

এখানে ঘৃণাত্মক বক্তব্যের উদাহরণ দেওয়া হয়েছে যা YouTube-এ দেখানো যায় না।

  • “[হিংসাত্মক ঘটনা] ঘটায় আমি আনন্দিত। ওদের যা প্রাপ্য তাই ওরা পেয়েছে [সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস আছে, এমন ব্যক্তিদের উদ্দেশ্যে বলা]।”
  • “[সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস আছে, এমন ব্যক্তিরা] কুকুর” অথবা “[সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস আছে, এমন ব্যক্তিরা] পশুর মতো।”

আরও উদাহরণ

  • “[সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস আছে, এমন ব্যক্তিদের] গিয়ে আঘাত করো।”
  • “[সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস আছে, এমন গোষ্ঠীর] প্রত্যেকে দুষ্কৃতী এবং গুণ্ডা।”
  • “[সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস আছে, এমন ব্যক্তি] দুনিয়ার সবথেকে খারাপ লোক।”
  • “[সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস আছে, এমন ব্যক্তিরা] ক্ষতিকারক রোগের মতো।”
  • “[সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস আছে, এমন ব্যক্তিরা] আমাদের থেকে কম বুদ্ধিমান কারণ তাদের ব্রেন আমাদের ব্রেনের থেকে ছোট।”
  • “[সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস আছে, এমন গোষ্ঠী] আমাদের অস্তিত্বের পক্ষে বিপজ্জনক, তাই সুযোগ পেলেই তাদের দূর করে দেওয়া উচিত।”
  • “[সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস আছে, এমন গোষ্ঠীর] আসল উদ্দেশ্য গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করা এবং আমাদের সরিয়ে দেওয়া।”
  • “[সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস] আসলে মানসিক বিকার ছাড়া কিছুই নয়; এর চিকিৎসা দরকার।”
  • “[সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস আছে, এমন ব্যক্তির] স্কুলে পড়া উচিত নয়, কারণ পড়াশোনা করার অধিকার তার নেই।”
  • “এই হিংসাত্মক ঘটনার তথাকথিত শিকার হওয়া প্রত্যেকে অভিনয় করছেন। কারও আঘাত লাগেনি এবং তারা মিথ্যা কথা বলছেন।”
  • “এই ঘটনায় কিছু মানুষ মারা গেছে, তবে মৃতের সংখ্যা খুবই কম।”
  • সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস থাক বা না থাক, কাউকে দেখে “[সুরক্ষিত গ্রুপের স্ট্যাটাস আছে, এমন ব্যক্তিরা] পোকামাকড়ের মতো” বলে চেঁচিয়ে ওঠা। 
  • Video game content which has been developed or modified (“modded”) to promote violence or hatred against a group with any of the attributes noted above.

মনে রাখবেন যে এগুলি শুধু উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করতে পারে বলে মনে হলে, সেটি পোস্ট করবেন না।

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে কী হবে

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে, সেটি সরিয়ে দেওয়া হবে এবং আপনাকে ইমেল করে জানানো হবে। আপনার পোস্ট করা লিঙ্ক নিরাপদ কিনা তা যাচাই করতে না পারলে আমরা সেটি সরিয়ে দিতে পারি। মনে রাখবেন, ভিডিওতে বা ভিডিওর মেটাডেটায় কোনও নীতি লঙ্ঘনকারী URL পোস্ট করলেও ভিডিওটি সরিয়ে দেওয়া হতে পারে।

প্রথমবার কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, চ্যানেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে আপনাকে শুধু সতর্ক করা হতে পারে। আপনি একটি নীতি সংক্রান্ত ট্রেনিং নিয়ে এই সতর্কতার মেয়াদ ৯০ দিনে শেষ করার সুযোগ পাবেন। তবে, ওই ৯০ দিন সময়সীমার মধ্যেই আবার একই নীতি লঙ্ঘন করলে, এই সতর্কতার মেয়াদ শেষ হবে না এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। ট্রেনিং শেষ করার পরে আপনি যদি অন্য কোনও নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে আবার সতর্ক করা হবে।

আপনি ৯০ দিনের মধ্যে ৩টি স্ট্রাইক পেলে, আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। স্ট্রাইক কীভাবে ও কেন প্রয়োগ করা হয়, সেই সম্পর্কে আরও জানুন

কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী বারবার লঙ্ঘনের কারণে আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। একবার গুরুতর কোনও অপব্যবহার করলে অথবা চ্যানেলটি নীতি লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি করা হলে, আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। যারা বার বার নীতি লঙ্ঘন করেন তাদের আমরা ভবিষ্যতে নীতি সংক্রান্ত ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি। চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সম্পর্কে আরও জানুন

আপনার কন্টেন্ট যদি আমাদের ঘৃণাত্মক বক্তব্যর মতো মনে হয়, তাহলে আমরা কন্টেন্টের জন্য উপলভ্য YouTube ফিচার সীমাবদ্ধ করতে পারি। আপনি এখান থেকে সীমিত ফিচার সম্পর্কে আরও জানতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11546898860522164716
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false