আপনার YouTube চ্যানেলের প্রাথমিক তথ্য ম্যানেজ করা

আপনার চ্যানেল সম্পর্কিত প্রাথমিক তথ্য, যেমন চ্যানেলের নাম এবং বিবরণ, অনুবাদ ও বিভিন্ন লিঙ্ক ম্যানেজ করতে পারবেন।

নাম

আপনি নিজের YouTube চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন; তবে আপনাকে কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে। নাম পরিবর্তন করা হলে, YouTube জুড়ে সেটি আপডেট করে দেখানোর জন্য কয়েক দিন সময় লাগতে পারে। আপনি YouTube চ্যানেলের নাম ও ছবি পরিবর্তন করলে, সেগুলি শুধু YouTube-এ দেখা যাবে। আপনি এখান থেকে নিজের Google অ্যাকাউন্টের নাম ও ছবি পরিবর্তন করতে পারবেন (আপনার YouTube চ্যানেলের নামে কোনও পরিবর্তন হবে না)।

মনে রাখবেন:১৪-দিনের মধ্যে আপনার চ্যানেলের নাম দু'বার পরিবর্তন করতে পারবেন। নাম পরিবর্তন করা হলে, যাচাইকরণের ব্যাজ মুছে যাবে। আরও জানুন

YouTube iPhone এবং iPad অ্যাপ

  1. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  2. আপনার চ্যানেল  বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার চ্যানেলের বিবরণের নিচে এডিট করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. নামের পাশে এডিট করুন  বিকল্পে ট্যাপ করে চ্যানেলের নতুন নাম লিখুন এবং সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

iPhone ও iPad-এর জন্য YouTube Studio অ্যাপ

  1. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  2. চ্যানেল প্রোফাইল এডিট করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. নাম অথবা বিবরণের পাশে এডিট করুন  বিকল্পে ট্যাপ করে চ্যানেলের নতুন নাম লিখুন এবং সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

হ্যান্ডেল

হ্যান্ডেল হল অনন্য ইউজারনেম যার সাহায্যে আপনি YouTube-এ সবার থেকে আলাদাভাবে নিজেকে চেনাতে পারেন ও এই বিশেষত্ব ধরে রাখতে পারেন।

মনে রাখবেন: ১৪ দিনের মধ্যে আপনার হ্যান্ডেল দু'বার পরিবর্তন করতে পারবেন।

YouTube iPhone ও iPad অ্যাপ

  1. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  2. আপনার চ্যানেল  বিকল্পে ট্যাপ করুন।
  3. চ্যানেল এডিট করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. হ্যান্ডেল বিভাগে গিয়ে আপনার হ্যান্ডেল খুঁজে নিন।
  5. হ্যান্ডেল পরিবর্তন করতে, স্ক্রিনের ডানদিকে এডিট করুন বিকল্পে ক্লিক করুন।
  6. আগে থেকে থাকা হ্যান্ডেল পরিবর্তন করতে নতুনটি টাইপ করুন।
    • আপনার টাইপ করা হ্যান্ডেলটি উপলভ্য না হলে সেই ধরনের অন্য একটি সাজেস্ট করা হবে।
  7. আপনার হ্যান্ডেল কনফার্ম করতে সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

iPhone ও iPad-এর জন্য YouTube Studio অ্যাপ

  1. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  2. চ্যানেল প্রোফাইল এডিট করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার হ্যান্ডেলের ঠিক পাশে, এডিট করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

চ্যানেল URL

YouTube iPhone ও iPad অ্যাপ
আপনার চ্যানেলের URL হল একটি স্ট্যান্ডার্ড URL যা YouTube চ্যানেল ব্যবহার করে। এতে আপনার অনন্য চ্যানেল ID ব্যবহার করা হয়, যা URL-এর শেষে সংখ্যা ও অক্ষরের কম্বিনেশন হিসেবে দেখানো থাকে। আপনি YouTube এবং YouTube Studio অ্যাপে চ্যানেলের URL দেখতে এবং কপি করতে পারবেন। 

বিবরণ

আপনি YouTube চ্যানেলের বিবরণ পরিবর্তন করতে পারে, তবে আপনাকে কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে। আমাদের চ্যানেলের হেডারে আপনার বিবরণ অ্যাক্সেস করা যায়।

YouTube iPhone ও iPad অ্যাপ

  1. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  2. আপনার চ্যানেল  বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার চ্যানেলের বিবরণের নিচে এডিট করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. নামের পাশে এডিট করুন  বিকল্পে ট্যাপ করে নতুন বিবরণ লিখুন এবং সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

iPhone ও iPad-এর জন্য YouTube Studio অ্যাপ

  1. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  2. চ্যানেল প্রোফাইল এডিট করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. নাম অথবা বিবরণের পাশে এডিট করুন  বিকল্পে ট্যাপ করে নতুন বিবরণ লিখে সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

আপনার সর্বনাম যোগ বা পরিবর্তন করুন

আপনার চ্যানেলে আপনার সর্বনাম যোগ করতে পারেন যাতে সেগুলি আপনার চ্যানেল পৃষ্ঠায় দেখা যায়। আপনি সবাইকে আপনার সর্বনাম দেখাতে চান নাকি শুধু সাবস্ক্রাইবারদের দেখাতে চান তা বেছে নিতে পারেন।
ব্যক্তিগত পরিচয় ও অভিব্যক্তির ক্ষেত্রে বিকল্প নাম গুরুত্বপূর্ণ অংশ। কিছু এখতিয়ারে লিঙ্গগত অভিব্যক্তি সংক্রান্ত আইন আছে। YouTube-এ এই ফিচার সর্বজনীন হিসেবে সেট করার সময় আপনার স্থানীয় আইনের কথা খেয়াল রাখুন।
আপনার চ্যানেল পৃষ্ঠায় সর্বনাম উপলভ্য না থাকলে, আমরা এই ফিচারটি আরও বেশি দেশ/অঞ্চল এবং ভাষায় উপলভ্য করার জন্য কাজ করছি।
মনে রাখবেন: 'সর্বনাম' ফিচারটি ওয়ার্কস্পেস বা তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না।

YouTube iPhone ও iPad অ্যাপ

  1. আপনার প্রোফাইল ছবি  এবং তারপর আপনার চ্যানেল বিকল্পে ট্যাপ করুন।
  2. চ্যানেল বিবরণের নিচে 'এডিট করুন' সেটিং এডিট করা, পেন্সিল আইকন বিকল্পে ট্যাপ করুন।
  3. বিকল্প নামের পাশে থাকা 'এডিট করুন' সেটিং এডিট করা, পেন্সিল আইকন এবং তারপর বিকল্প নাম যোগ করুন বিকল্পে পরপর ট্যাপ করুন।
  4. বিকল্প নাম লিখুন ও আপনার ক্ষেত্রে প্রাসঙ্গিক নামটি বেছে নিন। আপনি সর্বাধিক চারটি বিকল্প নাম লিখতে পারবেন।
    1. যে বিকল্প নাম এডিট করতে বা সরিয়ে দিতে চান তার পাশে থাকা  আইকনে ট্যাপ করুন।
  5. কারা চ্যানেলের বিকল্প নাম দেখতে পাবেন বেছে নিন: 
    1. YouTube ব্যবহারকারী যেকোনও ব্যক্তি অথবা 
    2. শুধুমাত্র আমার সাবস্ক্রাইবাররা 
  6. সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।

চ্যানেল প্রোফাইলের লিঙ্ক

আপনি চ্যানেলের 'হোম' ট্যাবে সর্বাধিক ১৪টি লিঙ্ক রাখতে পারবেন, তবে সেগুলি আমাদের এক্সটার্নাল লিঙ্ক সংক্রান্ত নীতি মেনে চলছে কিনা তা ভালোভাবে দেখে নেবেন। প্রথম লিঙ্কটি প্রোফাইল বিভাগে 'সাবস্ক্রাইব করুন' বোতামের উপরে স্পষ্টভাবে দেখানো হবে এবং দর্শক আরও লিঙ্ক দেখার জন্য ক্লিক করলে বাকি লিঙ্ক দেখানো হবে। আপনার দর্শকের সাথে লিঙ্ক শেয়ার করা সম্পর্কে আরও জানুন।  

  1. YouTube Studio অ্যাপ খুলুন।
  2. স্ক্রিনের সবচেয়ে উপরে ডানদিকে, আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  3. আপনার চ্যানেলের পাশে থাকা, 'এডিট করুন সেটিং এডিট করা, পেন্সিল আইকন' বিকল্পে ট্যাপ করুন।
  4. "লিঙ্ক" বিকল্পের মধ্যে, 'এডিট করুন সেটিং এডিট করা, পেন্সিল আইকন' বিকল্পে ট্যাপ করুন।
  5.  বিকল্পে ক্লিক করে, আপনার সাইটের শীর্ষক এবং URL যোগ করুন
  6. হয়ে গেছে এবং তারপর সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।  

গোপনীয়তা

iPhone and iPad-এর জন্য YouTube অ্যাপ
আপনি চাইলে সমস্ত সাবস্ক্রিপশনের স্ট্যাটাস 'ব্যক্তিগত' হিসেবে সেট করতে পারেন। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10843863046636898299
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false