আপনার YouTube চ্যানেলের প্রাথমিক তথ্য ম্যানেজ করা

আপনার চ্যানেল সম্পর্কিত প্রাথমিক তথ্য, যেমন চ্যানেলের নাম এবং বিবরণ, অনুবাদ ও বিভিন্ন লিঙ্ক ম্যানেজ করতে পারবেন।

নাম

আপনি নিজের YouTube চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন; তবে আপনাকে কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে। নাম পরিবর্তন করা হলে, YouTube জুড়ে সেটি আপডেট করে দেখানোর জন্য কয়েক দিন সময় লাগতে পারে। আপনি YouTube চ্যানেলের নাম ও ছবি পরিবর্তন করলে, সেগুলি শুধু YouTube-এ দেখা যাবে। আপনি এখান থেকে নিজের Google অ্যাকাউন্টের নাম ও ছবি পরিবর্তন করতে পারবেন (আপনার YouTube চ্যানেলের নামে কোনও পরিবর্তন হবে না)।

মনে রাখবেন:১৪-দিনের মধ্যে আপনার চ্যানেলের নাম দু'বার পরিবর্তন করতে পারবেন। নাম পরিবর্তন করা হলে, যাচাইকরণের ব্যাজ মুছে যাবে। আরও জানুন
  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কাস্টমাইজেশন এবং তারপর প্রাথমিক তথ্য বিকল্প বেছে নিন।
  3. চ্যানেলের নতুন নাম লিখুন।
  4. প্রকাশ করুন বিকল্পে ক্লিক করুন।

Choosing Your YouTube Channel Name

 

 

হ্যান্ডেল

হ্যান্ডেল হল একটি অনন্য শনাক্তকারী, যার সাহায্যে আপনি YouTube-এ সবার থেকে আলাদাভাবে নিজেকে চেনাতে পারেন ও নিজের বিশেষত্ব ধরে রাখতে পারেন।

মনে রাখবেন: ১৪ দিনের মধ্যে আপনার হ্যান্ডেল দু'বার পরিবর্তন করতে পারবেন।

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কাস্টমাইজেশন তারপর প্রাথমিক তথ্য বিকল্পটি বেছে নিন।
  3. হ্যান্ডেল বিকল্পে গিয়ে আপনি হ্যান্ডেল দেখতে বা পরিবর্তন করতে পারেন।
  4. হ্যান্ডেল পরিবর্তন করলে, সেটি কনফার্ম করতে প্রকাশ করুন বিকল্পে ক্লিক করুন।

বিবরণ

আপনি YouTube চ্যানেলের বিবরণ পরিবর্তন করতে পারে, তবে আপনাকে কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে। আমাদের চ্যানেলের হেডারে আপনার বিবরণ অ্যাক্সেস করা যায়।
  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কাস্টমাইজেশন এবং তারপর প্রাথমিক তথ্য বিকল্প বেছে নিন।
  3. চ্যানেলের নতুন বিবরণ লিখুন।
  4. প্রকাশ করুন বিকল্পে ক্লিক করুন।
ক্রিয়েটরদের জন্য ভিডিওর বিবরণ সংক্রান্ত পরামর্শ পান।

আপনার সর্বনাম যোগ বা পরিবর্তন করুন

আপনার চ্যানেলে আপনার সর্বনাম যোগ করতে পারেন যাতে সেগুলি আপনার চ্যানেল পৃষ্ঠায় দেখা যায়। আপনি সবাইকে আপনার সর্বনাম দেখাতে চান নাকি শুধু সাবস্ক্রাইবারদের দেখাতে চান তা বেছে নিতে পারেন।
ব্যক্তিগত পরিচয় ও অভিব্যক্তির ক্ষেত্রে বিকল্প নাম গুরুত্বপূর্ণ অংশ। কিছু এখতিয়ারে লিঙ্গগত অভিব্যক্তি সংক্রান্ত আইন আছে। YouTube-এ এই ফিচার সর্বজনীন হিসেবে সেট করার সময় আপনার স্থানীয় আইনের কথা খেয়াল রাখুন।
আপনার চ্যানেল পৃষ্ঠায় সর্বনাম উপলভ্য না থাকলে, আমরা এই ফিচারটি আরও বেশি দেশ/অঞ্চল এবং ভাষায় উপলভ্য করার জন্য কাজ করছি।
মনে রাখবেন: 'সর্বনাম' ফিচারটি  ওয়ার্কস্পেস বা তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না।
  1. YouTube Studioতে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কাস্টমাইজেশন  এবং তারপর প্রাথমিক তথ্য এবং তারপর বিকল্প নাম যোগ করুন বিকল্পগুলি পরপর বেছে নিন।
  3. বিকল্প নাম লিখুন ও আপনার ক্ষেত্রে প্রাসঙ্গিক নামটি বেছে নিন। আপনি সর্বাধিক চারটি বিকল্প নাম লিখতে পারবেন।
    1. যে বিকল্প নাম এডিট করতে ও সরিয়ে দিতে চান তার পাশে থাকা  আইকনে ক্লিক করুন।
  4. কারা চ্যানেলের বিকল্প নাম দেখতে পাবেন বেছে নিন:
    1. সকলেই দেখতে পাবেন অথবা
    2. শুধু আমার সাবস্ক্রাইবারই দেখতে পাবেন
  5. প্রকাশ করুন বিকল্পে ক্লিক করুন।

চ্যানেলের নাম ও বিবরণের অনুবাদ

বিভিন্ন দেশের দর্শকের কাছে আপনার কন্টেন্ট পৌঁছে দিতে চাইলে, চ্যানেলের নাম ও বিবরণের অনুবাদ যোগ করতে পারেন।
  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কাস্টমাইজেশন এবং তারপর প্রাথমিক তথ্য এবং তারপর ভাষা যোগ করুন বিকল্প বেছে নিন।
  3. আসল ভাষা এবং তারপরে অনুবাদ করা ভাষা বেছে নিন।
  4. আপনার চ্যানেলের নাম ও বিবরণের অনুবাদ লিখুন।
  5. হয়ে গেছে বিকল্পে ক্লিক করুন।

চ্যানেল URL

আপনার চ্যানেলের URL হল একটি স্ট্যান্ডার্ড URL যা YouTube চ্যানেল ব্যবহার করে। এতে আপনার অনন্য চ্যানেল ID ব্যবহার করা হয়, যা URL-এর শেষে সংখ্যা ও অক্ষরের কম্বিনেশন হিসেবে দেখানো থাকে।
চ্যানেল প্রোফাইলের লিঙ্ক
আপনি চ্যানেলের 'হোম' ট্যাবে সর্বাধিক ১৪টি লিঙ্ক রাখতে পারবেন, তবে সেগুলি আমাদের এক্সটার্নাল লিঙ্ক সংক্রান্ত নীতি মেনে চলছে কিনা তা ভালোভাবে দেখে নেবেন। প্রথম লিঙ্কটি প্রোফাইল বিভাগে 'সাবস্ক্রাইব করুন' বোতামের পাশে স্পষ্টভাবে দেখানো হবে এবং আপনার দর্শক 'আরও লিঙ্ক দেখুন' বিকল্পে ক্লিক করলে, বাকি লিঙ্কগুলি দেখানো হবে। আপনার দর্শকের সাথে লিঙ্ক শেয়ার করা  সম্পর্কে আরও জানুন।
  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কাস্টমাইজেশন এবং তারপর প্রাথমিক তথ্য বিকল্প বেছে নিন।
  3. 'লিঙ্ক' বিভাগে গিয়ে লিঙ্ক যোগ করুন বিকল্পে ক্লিক করে আপনার সাইটের নাম এবং URL দিন।
  4. প্রকাশ করুন বিকল্পে ক্লিক করুন।
যোগাযোগের তথ্য
চ্যানেলে পরিচিতির তথ্য যোগ করে অন্যান্য ব্যক্তিকে জানান কীভাবে ব্যবসা সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবেন।
  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কাস্টমাইজেশন এবং তারপর প্রাথমিক তথ্য বিকল্প বেছে নিন।
  3. একদম নিচে আপনার ইমেল আইডি লিখুন।
  4. প্রকাশ করুন বিকল্পে ক্লিক করুন।

আপনার চ্যানেলের প্রাথমিক তথ্য কীভাবে ম্যানেজ করতে হয় দেখুন

আপনার চ্যানেলের নাম, বিবরণ, অনুবাদ ও লিঙ্ক কীভাবে পরিবর্তন করবেন তা জানতে, YouTube Creators চ্যানেলের নিম্নলিখিত ভিডিও দেখুন।

 

Customize Your Channel Branding & Layout: Add a Profile Picture, Banner, Trailer, Sections, & more!

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7646099987938058185
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false