ভিডিও সেটিংস এডিট করা

ভিডিও আপলোড করার পরে, YouTube Studio-তে আপনি ভিডিও সংক্রান্ত বিস্তারিত তথ্য পরিবর্তন করতে পারবেন। আপনার ভিডিওর শীর্ষক থেকে ক্যাপশন ও কমেন্ট সেটিংস পর্যন্ত সবকিছু পরিবর্তন করুন। জানুন কীভাবে ভিডিওতে একসাথে অনেকগুলি পরিবর্তন করবেন।

ভিডিওর বিবরণ এডিট করুন

  1. YouTube Studio অ্যাপে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্পটি বেছে নিন।
  3. ভিডিওর নাম বা থাম্বনেলে ক্লিক করুন।
  4. ভিডিওর সেটিংস সেট করুন এবং সেভ করুন বিকল্প বেছে নিন।
ক্রিয়েটরদের জন্য ভিডিও এডিট করা সংক্রান্ত পরামর্শ পান।

উপলভ্য ভিডিও সেটিংস

শীর্ষক

আপনার ভিডিওর নাম।

মনে রাখবেন: ভিডিওর নামের অক্ষর সীমা ১০০ এবং অনুমোদিত নয় এমন কোনও অক্ষর এতে লেখা যাবে না।

বিবরণ

আপনার ভিডিওর নিচে যে তথ্য দেখা যায়। ভিডিও অ্যাট্রিবিউশনের জন্য নিম্নলিখিত ফর্ম্যাট ব্যবহার করুন: [Channel Name] [Video Title] [Video ID]

আপনার ভিডিওতে সংশোধন করতে, "সংশোধন:" বা "সংশোধনগুলি:" যোগ করুন। আপনি আলাদা একটি লাইনে টাইমস্ট্যাম্প ও আপনার সংশোধনের ব্যাখ্যা যোগ করতে পারেন। যেমন:

সংশোধন:

0:35 সংশোধনের ব্যাখ্যা

যেকোনও ভিডিও চ্যাপ্টারের পরে এই বিভাগ দেখা যাওয়া উচিত। দর্শকরা যখন আপনার ভিডিও দেখেন, তখন একটি সংশোধন সম্পর্কিত তথ্য কার্ড দেখানো হবে।

বিবরণের টেক্সট ফর্ম্যাট করতে, বিবরণ বক্সের নিচের বিকল্প থেকে বোল্ড, ইটালিক বা স্ট্রাইকথ্রু বিকল্প বেছে নিন।

ভিডিওর বিবরণের অক্ষর সীমা ৫,০০০ এবং অনুমোদিত নয় এমন কোনও অক্ষর এতে লেখা যাবে না।

মনে রাখবেন: কোনও চ্যানেলে অ্যাক্টিভ স্ট্রাইক থাকলে বা ভিডিওর কন্টেন্ট সব দর্শকদের পক্ষে উপযুক্ত না হলে, 'কারেকশন' ফিচার উপলভ্য থাকবে না।

থাম্বনেল ভিডিওতে ক্লিক করার আগে দর্শকদের যে ছবি দেখানো হবে।
প্লেলিস্ট আগে থেকে থাকা কোনও প্লেলিস্টে আপনার ভিডিও যোগ করুন, অথবা নতুন প্লেলিস্ট তৈরি করুন।
দর্শক চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (COPPA) অনুসারে, আপনার ভিডিও যদি "বাচ্চাদের জন্য" হয় তা আমাদের জানতে হবে।
বয়স সংক্রান্ত বিধিনিষেধ বয়স সংক্রান্ত বিধিনিষেধযুক্ত ভিডিও সব দর্শকের জন্য উপযুক্ত নাও হতে পারে।

আপনার চ্যানেলের কোনও একটি ভিডিওর ক্লিক করা যায় এমন লিঙ্ক Shorts প্লেয়ারে দেখা যাবে এবং এটির সাহায্যে সহজেই দর্শককে Shorts থেকে আপনার অন্যান্য YouTube কন্টেন্টে ডাইরেক্ট করা যাবে। 

উন্নত ফিচারের অ্যাক্সেস থাকলে, আপনি Shorts এডিট করে তার মধ্যে আপনার চ্যানেলের কোনও ভিডিওর লিঙ্ক যোগ করতে পারবেন। ভিডিও, Shorts এবং লাইভ কন্টেন্টের লিঙ্ক যোগ করা যাবে।

মনে রাখবেন: আপনার বেছে নেওয়া ভিডিও 'সর্বজনীন' বা 'তালিকাভুক্ত নেই' হিসেবে সেট করা থাকতে হবে এবং সেটিকে আমাদের কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে।

উন্নত সেটিংস বেছে নিতে, বিবরণ পৃষ্ঠার নিচে আরও দেখুন বিকল্পটি বেছে নিন।

পেড প্রচার আপনার ভিডিওতে পেড প্রচার আছে তা দর্শক এবং YouTube-কে জানান।
অটোমেটিক চ্যাপ্টার

ভিডিও চ্যাপ্টার যাতে সহজেই দেখা যায় সেজন্য আপনার ভিডিওতে ভিডিও চ্যাপ্টারের শীর্ষক এবং টাইমস্ট্যাম্প যোগ করুন। আপনি নিজের ভিডিও চ্যাপ্টার তৈরি করতে পারেন অথবা 'অটোমেটিক চ্যাপ্টারকে অনুমতি দিন (যখন উপলভ্য এবং উপযুক্ত হবে)' বিকল্পের চেকবক্সে টিক চিহ্ন দিয়ে অটোমেটিক জেনারেট হওয়া চ্যাপ্টার ব্যবহার করুন।

কোনও ভিডিওর চ্যাপ্টার যোগ করলে তা অটোমেটিক তৈরি হওয়া ভিডিও চ্যাপ্টারকে ওভাররাইড করবে।

ফিচার করা জায়গা আপনার ভিডিওর বিবরণে একটি ক্যারোজেলে গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে হাইলাইট করতে ফিচার করা জায়গা (উপলভ্য এবং উপযুক্ত হলে) দেখানোর জন্য আপনার বিবরণ, ভিডিও ট্রান্সক্রিপ্ট এবং ভিডিও ফ্রেমে আপনি বিশেষভাবে যেসব গন্তব্য হাইলাইট করেছেন সেগুলি ব্যবহার করা হয়। অটোমেটিক ফিচার করা জায়গা দেখানোর বিকল্প বন্ধ করতে, 'অটোমেটিক ফিচার করা জায়গা দেখানোর অনুমতি দিন' চেকবক্সটি থেকে টিকচিহ্ন সরিয়ে দিন। মনে রাখবেন: ফিচার করা জায়গা আপনার ডিভাইসের লোকেশন ডেটা ব্যবহার করে না বা আপনার ভিডিওতে যেসব বিজ্ঞাপন দেখানো হয় তা প্রভাবিত করে না (আপনি যদি মনিটাইজ করেন তাহলে)। 
ট্যাগ

সার্চ সংক্রান্ত ভুল সংশোধন করতে বর্ণনামূলক কীওয়ার্ড যোগ করুন।

ভিডিওর কন্টেন্টে বানান ভুল থাকলে ট্যাগ কাজে লাগতে পারে। এছাড়া, ভিডিও খুঁজে পাওয়ার ব্যাপারে ট্যাগ কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না।

ভাষা ও ক্যাপশন সার্টিফিকেশন ভিডিওর মূল ভাষা এবং ক্যাপশন সার্টিফিকেশন বেছে নিন।
ভিডিও রেকর্ড করার তারিখ ও লোকেশন যে তারিখে ভিডিও রেকর্ড করা হয়েছে এবং যে লোকেশনে শ্যুট করা হয়েছে তা লিখুন।
লাইসেন্সডিস্ট্রিবিউশন আপনার ভিডিও অন্য কোনও ওয়েবসাইটে এম্বেড করা যাবে কিনা তা বেছে নিন। আপনি নিজের নতুন ভিডিওর জন্য আপনার সাবস্ক্রাইবারদের বিজ্ঞপ্তি পাঠাবেন কিনা তা জানান।
ভিডিওর অংশ Shorts-এর জন্য স্যাম্পেল হিসেবে ব্যবহার করা আপনার ভিডিওর অডিও ব্যবহার করে অন্যদের Shorts তৈরি করার অনুমতি দিন।
বিভাগ

একটি বিভাগ বেছে নিন যাতে দর্শক আপনার ভিডিও আরও সহজে খুঁজে পেতে পারেন। শিক্ষণ সংক্রান্ত বিষয়ের জন্য আপনি নিম্নলিখিত বিকল্প বেছে নিতে পারবেন:

  • প্রকার: আপনার শিক্ষণ সংক্রান্ত বিষয়ের প্রকার অনুসারে, অ্যাক্টিভিটি, ধারণা সম্পর্কিত ওভারভিউ, কীভাবে করতে হয়, ভাষণ, সমস্যা সমাধান সম্পর্কিত ওয়াকথ্রু নির্দেশিকা, বাস্তব জীবন সম্পর্কিত অ্যাপ্লিকেশন, বৈজ্ঞানিক পরীক্ষা, পরামর্শ, বা অন্যান্য বিকল্প বেছে নিন। 
  • সমস্যা: আপনার ভিডিওতে উত্তর দেওয়া হয়েছে এমন প্রশ্ন ও টাইমস্ট্যাম্প যোগ করুন। মনে রাখবেন: এই বিকল্পটি শুধু সমস্যা সমাধান সম্পর্কিত ওয়াকথ্রু নির্দেশিকা শিক্ষণ প্রকারের জন্যই উপলভ্য রয়েছে।
  • শিক্ষাগত সিস্টেম:  যে দেশ/অঞ্চলের সাথে আপনার ভিডিও সম্পর্কযুক্ত, সেই দেশ/অঞ্চল বেছে নিন। এর ফলে আপনি লেভেল ও পরীক্ষা, কোর্স বা শিক্ষাগত স্ট্যান্ডার্ড উল্লেখ করতে পারবেন। মনে রাখবেন: আপনার চ্যানেলের ডিফল্ট দেশ/অঞ্চলের উপর ভিত্তি করে এটিকে অটোমেটিক বেছে নেওয়া হতে পারে।
  • লেভেল: গ্রেড ৯ বা উন্নত গ্রেডের মতো আপনার ভিডিওর লেভেল বেছে নিন।
  • পরীক্ষা, কোর্স বা স্ট্যান্ডার্ড: আপনার ভিডিওর সাথে সম্পর্কিত শিক্ষাগত স্ট্যান্ডার্ড, পরীক্ষা বা কোর্স যোগ করতে আমাদের ডেটাবেস সার্চ করুন। 
কমেন্ট ও রেটিং দর্শকরা ভিডিওতে কমেন্ট করতে পারবেন কিনা সেটি বেছে নিন। আপনার ভিডিও কত লাইক পেয়েছে সেটি দর্শকরা দেখতে পাবেন কিনা তা বেছে নিন।
দৃশ্যমানতা ভিডিও কোথায় দেখানো হবে এবং কে কে দেখতে পারবেন তা নিয়ন্ত্রণ করতে আপনার ভিডিওর গোপনীয়তা সেটিংস বেছে নিন।
সাবটাইটেল ও ক্যাপশন আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে সাবটাইটেল ও ক্যাপশন যোগ করুন। 
এন্ড স্ক্রিন ভিডিওর শেষে ভিজ্যুয়াল এলিমেন্ট যোগ করুন। এন্ড স্ক্রিন যোগ করার জন্য ভিডিওটি ২৫ সেকেন্ড বা এর চেয়ে বেশি দীর্ঘ হতে হবে। 
কার্ড আপনার ভিডিওতে ইন্টার‍্যাক্টিভ কন্টেন্ট যোগ করুন।
If you want to note that the video is about a specific game, you can select the "Gaming" category and add the title in the video's advanced settings. 

কীভাবে ভিডিও সেটিংস এডিট করবেন দেখুন

কীভাবে ভিডিও সেটিংস এডিট করবেন তা জানতে নিচে দেওয়া YouTube ক্রিয়েটর চ্যানেলের ভিডিওটি দেখুন।

Edit Video Settings with YouTube Studio

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6373412444142150405
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false