YouTube থেকে আপনার উপার্জন চেক করুন

বর্তমানে ইউক্রেনে যুদ্ধ চলার কারণে, রাশিয়াতে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য আমরা Google ও YouTube-এ বিজ্ঞাপন পরিবেশন সাময়িক কালের জন্য বন্ধ রাখব। আরও জানুন

আমরা একটি নতুন বিটা ভার্সন লঞ্চ করেছি যাতে পেমেন্টের বিবরণ YouTube Studio মোবাইল অ্যাপের 'উপার্জন' ট্যাবে দেখা যাবে। এই বিটা ভার্সনে উপযুক্ত ক্রিয়েটররা আরও সহজে বুঝতে পারবেন যে তাদের করা উপার্জন কীভাবে পে করা হবে। বিটা ভার্সনে আপনি এইসব দেখতে পারবেন:
  • পরবর্তী পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে অগ্রগতি
  • গত ১২ মাসের পেমেন্টের ইতিহাস যার মধ্যে তারিখ, পেমেন্টের পরিমাণ ও পেমেন্ট ব্রেকডাউন সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত থাকবে
আমাদের ফোরাম পোস্ট থেকে আরও জানুন।

আপনি YouTube পার্টনার প্রোগ্রামে যোগ দিয়ে থাকলে, YouTube Analytics-এর উপার্জন ট্যাব থেকে কোন কন্টেন্ট সবচেয়ে বেশি উপার্জন করছে এবং কোন উৎস থেকে সবচেয়ে বেশি উপার্জন হচ্ছে তা দেখতে পাবেন। কীভাবে YouTube থেকে উপার্জন করবেন তা জানুন

পরামর্শ: সময়ের সাথে সাথে আমাদের মনিটাইজেশনের উৎসগুলি আরও উন্নত হচ্ছে, YouTube Analytics-এর 'উপার্জন' ট্যাবে বিস্তারিতভাবে উপার্জনের ব্রেকডাউন সহ পরিবর্তনগুলি দেখতে পেতে পারেন। এই ব্রেকডাউন মাল্টি-ফরম্যাট ক্রিয়েটরদের নিজেদের ব্যবসা বৃদ্ধি করার উদ্দেশ্য়ে উপার্জনের ফ্লো নিয়ে গভীরভাবে পর্যালোচনা এবং অপ্টিমাইজ করার সুযোগ দেয়। আরও তথ্যের জন্য পড়ুন।

মনে রাখবেন: YouTube Analytics-এ উপার্জনের তথ্য দেখাতে ২ দিন সময় লাগে।

আপনার উপার্জনের রিপোর্ট দেখুন

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে Analytics আইকনে বেছে নিন।
  3. উপরের মেনু থেকে উপার্জন বিকল্প বেছে নিন।

আপনি কত উপার্জন করছেন

এই রিপোর্ট থেকে আপনার চ্যানেল গত ৬ মাসে কত উপার্জন করেছে তা প্রতি মাস অনুযায়ী আলাদা আলাদা করে দেখতে পাবেন।

আপনি কত উপার্জন করছেন তা এই কারণে অ্যাডজাস্টমেন্ট সাপেক্ষ:

আপনার আনুমানিক আয় যদি ওঠানামা করে, তাহলে এটি এইসব অ্যাডজাস্টমেন্টের কারণে হতে পারে। YouTube Analytics-এ উপার্জনের তথ্য দেখানোর পরে এইসব অ্যাডজাস্টমেন্ট দুইবার করা হয়:

  • ১ সপ্তাহ পর প্রথম অ্যাডজাস্টমেন্ট করা হয়, যেখান থেকে আরও সম্পূর্ণ অনুমান পাওয়া যায়।
  • দ্বিতীয় অ্যাডজাস্টমেন্ট পরবর্তী মাসের মাঝামাঝি সময়ে করা হয় এবং এটি সামগ্রিকভাবে আপনার উপার্জন দেখায়।

আপনি কীভাবে উপার্জন করতে পারবেন

উপার্জনের প্রতিটি উৎস থেকে কত উপার্জন করতে পেরেছেন, সেটি এই রিপোর্ট থেকে জানতে পারবেন। উপার্জনের সোর্সের কিছু উদাহরণ হল ভিডিও পৃষ্ঠায় দেখানো বিজ্ঞাপন, Shorts ফিড বিজ্ঞাপন, মেম্বারশিপ, Supers, কানেক্ট করা স্টোর ও Shopping অ্যাফিলিয়েট। কোনও উপার্জনের বিস্তারিত ব্রেকডাউন দেখতে একটি সোর্স বেছে নিতে পারেন।

কন্টেন্টের পারফর্ম্যান্স

আপনার ভিডিও, Shorts এবং লাইভ স্ট্রিম কত উপার্জন করেছে তা এই রিপোর্ট থেকে দেখতে পারবেন। এছাড়াও, এই রিপোর্টে এক হাজার ভিউ পিছু উপার্জন (RPM) অন্তর্ভুক্ত থাকে।

এই রিপোর্টটি আপনাকে ফর্ম্যাটের ধরন (ভিডিও, Shorts, লাইভ স্ট্রিম) অনুযায়ী কোন কন্টেন্ট থেকে সর্বাধিক আনুমানিক উপার্জন হয়েছে তাও দেখায়।

চূড়ান্ত উপার্জন দেখুন

চূড়ান্ত উপার্জন সম্পর্কে

  • আপনার চূড়ান্ত উপার্জন শুধুমাত্র AdSense for YouTube অ্যাকাউন্টে দেখা যাবে।
  • YouTube-এর জন্য AdSense-এ চূড়ান্ত উপার্জন YouTube Analytics-এ দেখানো আপনার আনুমানিক উপার্জন থেকে আলাদা হতে পারে। উদাহরণস্বরূপ, ট্যাক্স উইথহোল্ডিং আপনার চূড়ান্ত উপার্জনে প্রভাব ফেলতে পারে (যদি কোনও কিছু প্রযোজ্য হয়)। যেকোনও ট্যাক্স উইথহোল্ডিং থাকলে তা আপনার AdSense for YouTube অ্যাকাউন্টে দেখা যাবে।
  • আগের মাসে হওয়া চূড়ান্ত উপার্জন প্রত্যেক মাসের ৭ থেকে ১২ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ করা হবে।

YouTube-এর জন্য AdSense-এ আপনার চূড়ান্ত উপার্জন দেখতে:

  1. YouTube-এর জন্য AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. স্ক্রিনের বাঁদিকে, YouTube-এর জন্য AdSense বিকল্প বেছে নিন।
  3. এটি আপনার YouTube উপার্জনের জন্য বর্তমান ব্যালেন্স এবং আপনার গত পেমেন্টের পরিমাণ দেখায়। এছাড়াও, আপনি YouTube-নির্দিষ্ট রিসোর্স অ্যাক্সেস করতে পারবেন।

যে মেট্রিক জানতে হবে

ভিডিও পৃষ্ঠায় দেখানো বিজ্ঞাপন থেকে উপার্জন YouTube এর জন্য AdSense, DoubleClick বিজ্ঞাপন এবং YouTube Premium থেকে বেছে নেওয়া তারিখের ব্যাপ্তি এবং এলাকার ভিত্তিতে আনুমানিক উপার্জন। এতে পার্টনারের বিক্রি করা বিজ্ঞাপন থেকে হওয়া উপার্জন অন্তর্ভুক্ত থাকে না।
Shorts ফিড বিজ্ঞাপন থেকে হওয়া উপার্জন বেছে নেওয়া তারিখের ব্যাপ্তির জন্য Shorts Feed বিজ্ঞাপন ও YouTube Premium থেকে হওয়া আনুমানিক উপার্জন।
মেম্বারশিপ থেকে হওয়া উপার্জন বেছে নেওয়া তারিখের ব্যাপ্তির জন্য মেম্বারশিপ ও উপহার হিসেবে দেওয়া মেম্বারশিপ থেকে হওয়া আনুমানিক উপার্জন।
Supers থেকে উপার্জন Super Chat, Super Stickers এবং Super Thanks-এর মতো Supers থেকে হওয়া আনুমানিক উপার্জন।
Shopping অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে হওয়া উপার্জন আপনার কন্টেন্টে ফিচার করা অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট থেকে হওয়া আনুমানিক উপার্জন।
মোট বিক্রি অ্যাফিলিয়েট রিটেলার বা আপনার উপযুক্ত কানেক্ট করা স্টোর থেকে হওয়া আনুমানিক বিক্রি। Analytics-এ থাকা আনুমানিক বিক্রির পরিমাণ, আপনার কানেক্ট করা স্টোরের ডেটার সাথে নাও মিলতে পারে। ডেটা কেন আলাদা আলাদা হতে পারে সে সম্পর্কে আরও জানুন।
অর্ডার অ্যাফিলিয়েট রিটেলার বা আপনার উপযুক্ত কানেক্ট করা স্টোর থেকে করা অর্ডারের আনুমানিক সংখ্যা। Analytics-এ থাকা আনুমানিক অর্ডারের সংখ্যা, আপনার কানেক্ট করা স্টোরের ডেটার সাথে নাও মিলতে পারে। ডেটা কেন আলাদা আলাদা হতে পারে সে সম্পর্কে আরও জানুন।
প্রোডাক্টে যতবার ক্লিক করা হয়েছে ট্যাগ করা প্রোডাক্টে দর্শকের করা ক্লিকের মোট সংখ্যা।
সেরা প্রোডাক্ট প্রোডাক্ট ক্লিকের সংখ্যার ভিত্তিতেই আপনার প্রোডাক্টের র‌্যাঙ্ক নির্ধারণ করা হয়। আপনার একটি উপযুক্ত কানেক্ট করা স্টোর থাকলে, আপনি বিক্রি থেকে হওয়া আনুমানিক উপার্জনের ভিত্তিতে র‌্যাঙ্ক করা আপনার প্রোডাক্ট দেখতে পারেন (বর্তমানে শুধু Cafe24-এ উপলভ্য)।
যেসব কন্টেন্ট থেকে সবচেয়ে বেশি উপার্জন হয় আনুমানিক উপার্জনের ভিত্তিতেই আপনার প্রোডাক্টের র‌্যাঙ্ক নির্ধারণ করা হয়।
প্রোডাক্ট ট্যাগিং থেকে হওয়া উপার্জন বেছে নেওয়া তারিখের ব্যাপ্তির ক্ষেত্রে YouTube Shopping ফান্ড থেকে হওয়া আনুমানিক উপার্জন।
শিক্ষার জন্য YouTube প্লেয়ার শিক্ষামূলক প্রযুক্তিগত প্ল্যাটফর্মে আপনার কন্টেন্ট দেখার কারণে হওয়া আনুমানিক উপার্জন।
আনুমানিক উপার্জন (আয়) বেছে নেওয়া তারিখের রেঞ্জ এবং এলাকার জন্য YouTube উপার্জনের উৎস থেকে আপনার মোট আনুমানিক উপার্জন (মোট উপার্জন)।
আনুমানিক উপার্জন (অ্যাফিলিয়েট) আগের বিক্রি থেকে উপার্জন করা কমিশন এখনও পেমেন্টের জন্য অনুমোদন করা হয়নি। বাকি থাকা কমিশন থেকে ফেরত দেওয়া মোট প্রোডাক্টের দাম বিয়োগ করে এই টাকার পরিমাণ নির্ধারণ করা হয়। সাধারণত ৩০ থেকে ৯০ দিনের মধ্যে প্রোডাক্ট ফেরত দেওয়া যায়।
অনুমোদিত কমিশন আগের কেনাকাটা থেকে পাওয়া এবং পেমেন্টের জন্য অনুমোদন করা কমিশন।

ট্রানজ্যাকশন

বেছে নেওয়া তারিখের ব্যাপ্তি ও এলাকার জন্য Supers থেকে হওয়া ট্রানজ্যাকশনের সংখ্যা।

আনুমানিক মনিটাইজড প্লেব্যাক

কোনও দর্শক আপনার ভিডিও দেখার সময় তাকে কমপক্ষে একটি বিজ্ঞাপনের ইম্প্রেশন দেখানো হলে সেটি মনিটাইজড প্লেব্যাক হিসেবে বিবেচনা করা হয়। এটি আপনার ভিডিও শুরু হওয়ার আগেই প্রি-রোল বিজ্ঞাপন দেখানোর সময় দর্শক ছেড়ে চলে গেলেও দেখানো হয়।

ভিউ

আপনার চ্যানেল বা ভিডিওর জন্য সঠিক ভিউয়ের সংখ্যা।

দেখার গড় সময়সীমা

বেছে নেওয়া ভিডিও এবং তারিখের ব্যাপ্তির জন্য প্রতিটি ভিউয়ের ক্ষেত্রে দেখার আনুমানিক গড় সময়সীমা।

দেখার সময় (ঘণ্টা)

দর্শকরা যতক্ষণ আপনার ভিডিও দেখেছেন।

বিজ্ঞাপনদাতারা কত পেমেন্ট করেন এক বা একাধিক বিজ্ঞাপন দেখানো হয় এমন ১,০০০টি মনিটাইজড প্লেব্যাক পিছু আপনার উপার্জন।
বিজ্ঞাপনের ধরন অনুযায়ী উপার্জন বিজ্ঞাপনের ধরন অনুযায়ী উপার্জন আলাদা আলাদা করে দেখানো হয়েছে, যেমন স্কিপ করা যাবে এমন ভিডিও বিজ্ঞাপন, ডিসপ্লে বিজ্ঞাপন, বাম্পার বিজ্ঞাপন এবং স্কিপ করা যাবে না এমন বিজ্ঞাপন।
মেম্বারশিপ লেভেল লাইটনিং টায়ার, সুপার ফ্যান এবং ভিআইপি-এর মতো মেম্বারশিপ লেভেল অনুসারে উপার্জনও আলাদা আলাদা করে দেখানো হয়।
মোট মেম্বার মোট মেম্বার ও অ্যাক্টিভ মেম্বারদের জন্য আপনার উপার্জন। মোট মেম্বারের সংখ্যা থেকে বাতিল করা মেম্বারের সংখ্যা বাদ দিলে অ্যাক্টিভ মেম্বারের সংখ্যা পাওয়া যায়। মোট মেম্বারের ব্রেকডাউন পান যার মধ্যে আছে:
  • যেসব মেম্বারের অটোমেটিক রিনিউ হওয়া মেম্বারশিপ আছে
  • যেসব মেম্বার মেম্বারশিপ উপহার পেয়েছেন (সীমিত সময়ের)
মেম্বাররা কোথা থেকে যোগ দিচ্ছেন কোন কন্টেন্ট সবচেয়ে বেশি সংখ্যক মেম্বার নিয়ে আসছে তা দেখুন এবং তার সাথে চ্যানেল মেম্বারদের "শুধু মেম্বারদের জন্য" ব্যাজ প্রদান করুন।
মেম্বারশিপ বাতিল করার কারণ যথেষ্ট পরিমাণ দর্শক তাদের মেম্বারশিপ বাতিল করার সময় সমীক্ষার উত্তর দিয়েছেন কি না তার ইনসাইট পান।
Supers থেকে কীভাবে উপার্জন করা যায় Super Chat, Super Stickers এবং Super Thanks-এর থেকে হওয়া উপার্জন আলাদা আলাদা করে দেখানো হয়।
সেরা প্রোডাক্ট আপনার প্রচার করা কোন কোন প্রোডাক্ট সর্বাধিক ক্লিক পেয়েছে।
কানেক্ট করা স্টোরের ইম্প্রেশন আপনার কানেক্ট করা স্টোরে কতগুলি ইম্প্রেশন ছিল।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
180074491480800932
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false