নির্বাচনের বিষয়ে ভুল তথ্য সংক্রান্ত নীতি

২ জুন, ২০২৩-এ, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের অতীত ফলাফলের উপর কীভাবে এই নীতি প্রযোজ্য হয় তা আমরা আপডেট করেছি। আমাদের ব্লগ থেকে আরও জানুন।

গুরুতর ক্ষতি হওয়ার ব্যাপক ঝুঁকি থাকা কয়েক ধরনের বিভ্রান্তিমূলক বা প্রতারণামূলক কন্টেন্ট YouTube-এ অনুমোদিত নয়। এর মধ্যে প্রযুক্তিগতভাবে কারচুপি করা কয়েক ধরনের কন্টেন্ট এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিঘ্ন সৃষ্টিকারী কন্টেন্ট প্রচার করার মতো নির্দিষ্ট কয়েক ধরনের ভুল তথ্য অন্তর্ভুক্ত আছে। এর কারণে বাস্তবিক ক্ষতি হতে পারে।

নির্বাচনের বিষয়ে ভুল তথ্য সংক্রান্ত নীতি: YouTube কমিউনিটি নির্দেশিকা

এই নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্ট খুঁজে পেলে, সেটি সম্পর্কে অভিযোগ করুন। আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের বিষয়ে অভিযোগ করা সংক্রান্ত নির্দেশাবলী এখান থেকে দেখতে পাবেন। আপনি একই চ্যানেলের একাধিক ভিডিও বা মন্তব্য সম্পর্কে অভিযোগ করতে চাইলে, চ্যানেল সম্পর্কে অভিযোগ করতে পারেন।

এই নীতি আপনাকে কীভাবে প্রভাবিত করবে

আপনি যদি কন্টেন্ট পোস্ট করেন

অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন সম্পর্কিত নির্দিষ্ট কন্টেন্ট এই নীতি অনুসারে নিষিদ্ধ করা হয়। নিম্নলিখিত বিবরণের সাথে মেলে এমন নির্বাচন সম্পর্কিত কন্টেন্ট YouTube-এ পোস্ট করবেন না।

  • ভোটারদের বাধা দেওয়া: ভোট দেওয়ার জায়গা, সময়, পদ্ধতি বা যোগ্যতা সম্পর্কে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তৈরি অথবা ভোট দিতে অনুৎসাহী করে তোলার জন্য মিথ্যা দাবি সহ কন্টেন্ট।
  • প্রার্থীর যোগ্যতা: রাজনৈতিক দলের বর্তমান প্রার্থী ও নির্বাচিত বর্তমান সরকারি আধিকারিকদের সংশ্লিষ্ট পদে কার্যভার গ্রহণ করার জন্য যোগ্যতার উপযুক্ত আইনসম্মত শর্তাবলী সম্পর্কে মিথ্যা দাবি করে এমন কন্টেন্ট। প্রযোজ্য জাতীয় আইনের উপর নির্ভর করে যোগ্যতার উপযুক্ত শর্তাবলী বিবেচনা করা হয় এবং এর মধ্যে বয়স, নাগরিকত্ব ও জন্ম, মৃত্যু, বিবাহ ইত্যাদির স্ট্যাটাস অন্তর্ভুক্ত থাকে।
  • গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দেওয়ার উদ্দেশ্যে উস্কানি দেওয়া: গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দিতে অন্যদের উৎসাহ দেয় এমন কন্টেন্ট। এর মধ্যে আছে ভোট প্রক্রিয়ায় বাধা দেওয়া বা বিঘ্ন ঘটানো।
  • নির্বাচনের ইন্টিগ্রিটি: যেসব কন্টেন্টের মাধ্যমে প্রশাসনিক প্রধানের মানহানি করতে অতীতে নির্দিষ্ট কোনও নির্বাচনে ব্যাপক জালিয়াতি, সমস্যা বা ত্রুটি ঘটেছে বলে মিথ্যা দাবি করা হয়। অথবা এমন কন্টেন্ট যা দাবি করে যে সেইসব নির্বাচনের সার্টিফায়েড ফলাফল মিথ্যা ছিল। এই নীতি বর্তমানে এইসব ক্ষেত্রে প্রযোজ্য:
    • ২০২১ সালের জার্মান ফেডারেল নির্বাচন
    • ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচন

মনে রাখবেন, এটি সম্পূর্ণ তালিকা নয়।

উদাহরণ

নিচে উল্লেখ করা এই ধরনের কন্টেন্ট YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না। এই তালিকা সম্পূর্ণ নয়।

ভোটারদের বাধা দেওয়া
  • কোনও বিশেষ নম্বরে টেক্সট মেসেজ পাঠিয়ে ভোট দেওয়ার মতো কোনও ভুয়ো পদ্ধতিতে দর্শককে ভোট দিতে বলা।
  • ভোট দেওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত সম্পর্কে ভুল তথ্য ছড়ানো, যেমন বলা যে, কোনও বিশেষ নির্বাচনে শুধু ৫০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরাই অংশ নিতে পারবেন।
  • দর্শকদের ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ভুল তারিখ জানানো।
  • কোনও ভোটার যে রাজনৈতিক দলকে সমর্থন করেন তা পোস্টাল ব্যালটের এনভেলপে দেখা যায় বলে মিথ্যা দাবি করা।
  • নাগরিক নন এমন ব্যক্তিদের ভোটে আগেকার কোনও নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়েছে বলে মিথ্যা দাবি করা।
  • ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং মেশিন অতীতে একজন ব্যক্তির ভোট পরিবর্তন করার জন্য হ্যাক করা হয়েছে বলে মিথ্যা দাবি করা হয়েছে।
প্রার্থীর যোগ্যতা
  • কোনও দেশ/অঞ্চলে সরকারি পদ গ্রহণের ব্যাপারে যে বয়স সংক্রান্ত বিধিনিষেধ আছে সেটি অনুযায়ী এবং ভুল তথ্যের উপর নির্ভর করে কোনও প্রার্থী বা নির্বাচিত সরকারি আধিকারিক যোগ্য নন বলে দাবি করে এমন কন্টেন্ট।
  • কোনও দেশ/অঞ্চলে সরকারি পদ গ্রহণের ব্যাপারে যে নাগরিকত্বের বিধিনিষেধ আছে সেটি অনুযায়ী এবং ভুল তথ্যের উপর নির্ভর করে কোনও প্রার্থী বা নির্বাচিত সরকারি আধিকারিক যোগ্য নন বলে দাবি করে এমন কন্টেন্ট।
  • ভুয়ো তথ্যের ভিত্তিতে কোনও দেশ/অঞ্চলে সরকারি পদ গ্রহণের যোগ্যতার মানদণ্ড অনুযায়ী কোনও প্রার্থী বা নির্বাচিত সরকারি আধিকারিক যোগ্য নন বলে মিথ্যা দাবি করে এমন কন্টেন্ট। যেমন তিনি মৃত, ন্যূনতম বয়সের প্রয়োজনীয়তা বা যোগ্যতার অন্যান্য মানদণ্ড পূরণ করেন না বলে দাবি করা।
গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিঘ্ন সৃষ্টি করার উদ্দেশ্যে উস্কানি দেওয়া
  • অন্যান্য ব্যক্তিদের যাতে ভোট দিতে অসুবিধা হয় সেই জন্য ভোটদান কেন্দ্রে দর্শকদের লম্বা লাইন দিতে বলা।
  • নির্বাচনী ফলাফল দেরিতে প্রকাশ করতে দর্শকদের সরকারি ওয়েবসাইট হ্যাক করার ব্যাপারে বলা।
  • ভোটদানে বাধা দেওয়ার উদ্দেশ্যে ভোটগ্রহণ কেন্দ্রে নির্বাচনী আধিকারিক, ভোটার, প্রার্থী অথবা অন্যান্য ব্যক্তিদের সাথে শারীরিক সংঘর্ষে লিপ্ত হওয়ার কথা ভোটারদের বলা।
নির্বাচনের ইন্টিগ্রিটি
  • ব্যাপক জালিয়াতি, সমস্যা বা ত্রুটির কারণে জার্মানির সংসদীয় (বুনদেস্টাগ) নির্বাচনের ফলাফল প্রভাবিত হয়েছে বলে মিথ্যা দাবি করে, নতুন সরকার গঠন এবং নতুন জার্মান চ্যান্সেলর নিয়োগের প্রক্রিয়াকে অবৈধ হিসেবে ঘোষণা করে এমন কন্টেন্ট।
  • যে মিথ্যা দাবির জন্য ২০১৮ সালে ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে জালিয়াতি, সমস্যা অথবা ত্রুটি ব্যাপক আকার ধারণ করার ফলে ভোটের ফলাফল বদলে দেয়।  

শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক বা শৈল্পিক কন্টেন্ট

কিছু ক্ষেত্রে, আমাদের নীতি লঙ্ঘিত হতে পারে এমন কন্টেন্টও YouTube-এ থাকতে পারে যদি সেটির ভিডিও, অডিও, শিরোনাম অথবা বিবরণের প্রসঙ্গ শিক্ষামূলক, তথ্যচিত্র, বিজ্ঞানভিত্তিক অথবা শৈল্পিক (EDSA) হয়। এটি ভুল তথ্য প্রচার করার ফ্রি পাস নয়। অতিরিক্ত প্রসঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে পাল্টা মতামত অথবা আমাদের নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্টের নিন্দা, বিরোধ অথবা ভুল তথ্যকে ব্যঙ্গ করা। YouTube কীভাবে EDSA কন্টেন্ট মূল্যায়ন করে সেই বিষয়ে আরও জানুন

সম্পর্কিত নীতি

এছাড়াও নির্বাচন-সম্পর্কিত কন্টেন্ট অন্যান্য কমিউনিটি নির্দেশিকা অনুযায়ী হতে হবে। যেমন, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে:

  • আমাদের হয়রানি ও সাইবার হয়রানি নীতি অনুযায়ী নির্বাচন কর্মী, প্রার্থী অথবা ভোটারদের মতো ব্যক্তিকে হুমকি দেওয়া হয়েছে এমন কন্টেন্টে অনুমতি দেওয়া হয় না।
  • অপ্রাসঙ্গিকভাবে কোনও ভিডিওর ক্লিপ দেখানো ছাড়াও, প্রযুক্তির সাহায্যে কারচুপি বা বিকৃত করা যেসব কন্টেন্ট ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে পারে এবং তার ফলে তাদের মারাত্মক ক্ষতি হওয়ার গুরুতর ঝুঁকি সৃষ্টি করে, সেগুলি আমাদের ভুল তথ্য সংক্রান্ত নীতি অনুযায়ী দেখানোর অনুমতি দেওয়া হয় না। যেমন, এমন ফুটেজ যেখানে কোনও প্রশাসনিক দপ্তরের পদপ্রার্থীর মুখ দিয়ে প্রযুক্তিগতভাবে কারচুপি করে মিথ্যা দাবি করানো যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
  • আমাদের ভুল তথ্য সংক্রান্ত নীতি অনুযায়ী, পুরনো ইভেন্টের ফুটেজকে সাম্প্রতিক কোনও ইভেন্টের ফুটেজ বলে মিথ্যা দাবির করার ফলে মারাত্মক ক্ষতি হওয়ার গুরুতর ঝুঁকি আছে, এমন কন্টেন্টে অনুমতি দেওয়া হয় না। যেমন, একটি ভিডিওতে দেখা যাচ্ছে কোনও রাষ্ট্রপ্রধান একটি হিংসাত্মক সংঘর্ষকে ক্ষমা করা দিচ্ছেন, বাস্তবে আসলে যেটিকে তিনি ক্ষমা করেননি।
  • আমাদের হিংসাত্মক গ্রাফিক কন্টেন্ট সংক্রান্ত নীতি অনুযায়ী নির্বাচনের কর্মী, প্রার্থী অথবা ভোটারদের উদ্দেশ্য করে উস্কানি দেওয়া সহ অন্যদের হিংসাত্মক কার্যকলাপে উস্কানি দেয় এমন কন্টেন্টে অনুমতি দেওয়া হয় না।
  • আমাদের ঘৃণাত্মক বক্তব্য সংক্রান্ত নীতি অনুযায়ী কোনও নির্দিষ্ট অ্যাট্রিবিউটের ভিত্তিতে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হিংসা অথবা ঘৃণা প্রচার করে এমন কন্টেন্টে অনুমতি দেওয়া হয় না। যেমন, এর মধ্যে এমন কন্টেন্টে আছে যেখানে একটি রাজনৈতিক সমাবেশে আসা ব্যক্তিদের জাতিগত, ধর্মীয় অথবা যৌন অভিরুচির মতো কোনও সুরক্ষিত অ্যাট্রিবিউটের ভিত্তিতে কোনও গোষ্ঠীকে অমানবিক বলে দেখানো হয়েছে।
  • আমাদের ছদ্মবেশীতা নীতি অনুযায়ী রাজনৈতিক দলের প্রার্থী অথবা তার রাজনৈতিক দলের মতো কোনও ব্যক্তি অথবা চ্যানেলের ছদ্মবেশীতার উদ্দেশ্য আছে এমন কন্টেন্টে অনুমতি দেওয়া হয় না।
  • আমাদের নীতি লঙ্ঘিত হতে পারে এবং মারাত্মক ক্ষতি হওয়ার গুরুতর ঝুঁকি আছে, যেমন কোনও নির্বাচন সম্পর্কিত বিভ্রান্তিকর বা প্রতারণামূলক কন্টেন্ট, সুরক্ষিত গ্রুপকে উদ্দেশ্য করে ঘৃণাত্মক বক্তব্য অথবা নির্বাচনের কর্মী, প্রার্থী অথবা ভোটারদের হয়রানি করার উদ্দেশ্য আছে এমন বিষয়ের লিঙ্ক থাকা কন্টেন্ট। এর মধ্যে ক্লিক করার উপযোগী URL, ভিডিও ব্যবহারকারীদের মৌখিকভাবে অন্য সাইটগুলিতে নির্দেশ দেওয়া এবং লিঙ্ক-শেয়ার করার অন্যান্য ফর্ম অন্তর্ভুক্ত থাকতে পারে।

মনে রাখবেন, এখানে কয়েকটি মাত্র উদাহরণ দেওয়া হয়েছে। কোনও কন্টেন্ট এইসব নীতি লঙ্ঘন করতে পারে বলে মনে হলে সেটি পোস্ট করবেন না। এছাড়াও বিজ্ঞাপনদাতার জন্য উপযুক্ত কন্টেন্টের নির্দেশিকা প্রযোজ্য। মনে রাখবেন, এইসব নীতি আপনার কন্টেন্টের এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রেও প্রযোজ্য। ক্লিক করা যায় এমন URL, ভিডিওতে মৌখিকভাবে দর্শকদের অন্যান্য সাইটে যাওয়ার নির্দেশ ইত্যাদি এর মধ্যে পড়ে।

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে কী হবে

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে, সেটি সরিয়ে দেওয়া হবে এবং আপনাকে ইমেল করে জানানো হবে। আপনার পোস্ট করা লিঙ্ক নিরাপদ কিনা তা যাচাই করতে না পারলে আমরা সেটি সরিয়ে দিতে পারি। মনে রাখবেন, ভিডিওতে বা ভিডিওর মেটাডেটায় কোনও নীতি লঙ্ঘনকারী URL পোস্ট করলেও ভিডিওটি সরিয়ে দেওয়া হতে পারে।

প্রথমবার কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, চ্যানেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে আপনাকে শুধু সতর্ক করা হতে পারে। আপনি একটি নীতি সংক্রান্ত ট্রেনিং নিয়ে এই সতর্কতার মেয়াদ ৯০ দিনে শেষ করার সুযোগ পাবেন। তবে, ওই ৯০ দিন সময়সীমার মধ্যেই আবার একই নীতি লঙ্ঘন করলে, এই সতর্কতার মেয়াদ শেষ হবে না এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। ট্রেনিং শেষ করার পরে আপনি যদি অন্য কোনও নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে আবার সতর্ক করা হবে।

আপনি ৯০ দিনের মধ্যে ৩টি স্ট্রাইক পেলে, আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। স্ট্রাইক কীভাবে ও কেন প্রয়োগ করা হয়, সেই সম্পর্কে আরও জানুন

কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী বারবার লঙ্ঘনের কারণে আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। একবার গুরুতর কোনও অপব্যবহার করলে অথবা চ্যানেলটি নীতি লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি করা হলে, আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। যারা বার বার নীতি লঙ্ঘন করেন তাদের আমরা ভবিষ্যতে নীতি সংক্রান্ত ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি। চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সম্পর্কে আরও জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
860145434557464308
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false