ভুল তথ্য সংক্রান্ত নীতি

গুরুতর ক্ষতি হওয়ার ব্যাপক ঝুঁকি থাকা কয়েক ধরনের বিভ্রান্তিমূলক বা প্রতারণামূলক কন্টেন্ট YouTube-এ অনুমোদিত নয়। এর মধ্যে রয়েছে বাস্তবিক ক্ষতির কারণ হতে পারে এমন নির্দিষ্ট ধরনের ভুল তথ্য, নির্দিষ্ট ধরনের প্রযুক্তিগতভাবে কারচুপি করা কন্টেন্ট বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপকারী কন্টেন্ট।

এই নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্ট খুঁজে পেলে, সেটি সম্পর্কে অভিযোগ করুন। কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করছে বলে দেখতে পেলে, কীভাবে অভিযোগ করবেন সেটি এখান থেকে জানতে পারবেন। আপনি একাধিক ভিডিও বা মন্তব্য সম্পর্কে অভিযোগ করতে চাইলে, চ্যানেল সম্পর্কে অভিযোগ করতে পারেন।

এই নীতি আপনাকে কীভাবে প্রভাবিত করবে

আপনি যদি কন্টেন্ট পোস্ট করেন

নিম্নলিখিত বিবরণের সাথে মেলে এমন কন্টেন্ট YouTube-এ পোস্ট করবেন না।

  • জনগণনায় অংশগ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা: এমন কন্টেন্ট যেখানে জনগণনায় অংশগ্রহণকারী ব্যক্তিদের জনগণনার সময়, জায়গা, পদ্ধতি বা যোগ্যতার জন্য উপযুক্ত শর্তাবলীর সম্পর্কে অথবা অংশগ্রহণ করার ব্যাপারে নিরুৎসাহিত করার মতো মিথ্যা দাবি জানিয়ে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা করা হয়।
  • কারচুপি করা কন্টেন্ট: অপ্রাসঙ্গিকভাবে ভিডিওর কোনও ক্লিপ দেখানো ছাড়াও, এই ধরনের কন্টেন্টে বিভিন্ন কৌশল প্রয়োগ করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হয় (সাধারণত কারচুপি বা সত্য গোপন করা হয়) এবং এর ফলে গুরুতর ক্ষতি হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
  • মিথ্যা কন্টেন্ট: অতীতের কোনও ইভেন্টের পুরনো ফুটেজ বর্তমান ইভেন্টে দেখিয়ে মিথ্যা দাবি করে গুরুতর ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে এমন কন্টেন্ট।

উদাহরণ

YouTube-এ অনুমোদন করা হয় না এমন কিছু কন্টেন্টের উদাহরণ দেওয়া হল।

জনগণনায় অংশগ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী কন্টেন্ট
  • জনগণনা প্রক্রিয়ায় কীভাবে অংশগ্রহণ করতে হবে সেই সম্পর্কে দর্শকদের ভুল নির্দেশ দেওয়া।
  • একজন উত্তরদাতার অভিবাসনের স্ট্যাটাস আইন প্রয়োগকারীকে জানানো হবে বলে মিথ্যে দাবি করে জনগণনায় অংশগ্রহণ করাকে নিরুৎসাহিত করা।
কারচুপি করা কন্টেন্ট
  • ভিডিওর সাবটাইটেল ভুলভাবে অনুবাদ করা, যার ফলে ভূ-রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে ও ভয়ানক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।
  • প্রযুক্তির মাধ্যমে ভিডিওতে কোনও কারচুপি করা (সাধারণত অপ্রাসঙ্গিকভাবে ভিডিওর কোনও ক্লিপ দেখানো) যা দেখে মনে হতে পারে, কোনও সরকারি অফিসারের মৃত্যু হয়েছে।
  • প্রযুক্তির মাধ্যমে ভিডিওতে কোনও কারচুপি করা (সাধারণত অপ্রাসঙ্গিকভাবে ভিডিওর কোনও ক্লিপ দেখানো) যা থেকে কোনও ইভেন্ট সম্পর্কে ভুল তথ্য প্রদান করা হয় এবং এর ফলে বড়সড় ক্ষতির সম্ভাবনা থাকে।
মিথ্যা কন্টেন্ট
  • কোনও স্থানের মানবাধিকার লঙ্ঘনের ডকুমেন্ট হিসেবে ভুলভাবে উপস্থাপিত কন্টেন্ট যা আদতে অন্য কোনও স্থান বা ইভেন্টের কন্টেন্ট।  
  • মিথ্যেভাবে দাবি করা বর্তমানে ঘটা কোনও ইভেন্টে প্রতিবাদকারীদের সামরিক বাহিনীর সাহায্যে থামানো হচ্ছে বলে দেখানো ঘটনা, যা আদতে বেশ কয়েক বছরের পুরনো।

মনে রাখবেন, এখানে মাত্র কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। কোনও কন্টেন্ট এইসব নীতি লঙ্ঘন করতে পারে বলে মনে হলে সেটি পোস্ট করবেন না। মনে রাখবেন, এইসব নীতি আপনার কন্টেন্টের এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রেও প্রযোজ্য। ক্লিক করা যায় এমন URL, ভিডিওতে মৌখিকভাবে দর্শকদের অন্যান্য সাইটে যাওয়ার নির্দেশ ইত্যাদি এর মধ্যে পড়ে।

শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক বা শৈল্পিক কন্টেন্ট

কোনও কন্টেন্টের ভিডিও, অডিও, নাম বা বিবরণে প্রাসঙ্গিক ও অতিরিক্ত তথ্য প্রদান করা থাকলে এবং সেটি এই পৃষ্ঠায় উল্লেখ করা ভুল তথ্য সংক্রান্ত নীতি লঙ্ঘন করলেও আমরা দেখানোর অনুমতি দিতে পারি। ভুল তথ্য প্রচার করার অনুমতি হিসেবে এটি বিবেচনা করা উচিত নয়। আমরা এই নিয়মের ব্যতিক্রম হিসেবে কোনও কন্টেন্ট দেখানোর অনুমতি দিতে পারি যদি সেই কন্টেন্টের উদ্দেশ্য যে ভুল তথ্য আমাদের নীতি লঙ্ঘন করেছে তার নিন্দা, বিরোধিতা বা ব্যঙ্গ করা হয়।

আমরা উপরের বিষয়গুলিতে ব্যক্তিগত মতামত প্রকাশ করারও অনুমতি দিই, তবে তা যেন উপরে বর্ণিত কোনও নীতি লঙ্ঘন না করে।

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে কী হবে

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে সেটি সরিয়ে দিয়ে আপনাকে ইমেল করে জানানো হবে। আপনার পোস্ট করা লিঙ্ক নিরাপদ কিনা তা যাচাই না করতে পারলে, আমরা সেই লিঙ্ক সরিয়ে দিতে পারি।

আপনি প্রথমবার আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, আপনার চ্যানেলের উপর কোনও ব্যবস্থা না নিয়ে আপনাকে সতর্ক করা হতে পারে। তা না হলে, আপনার চ্যানেলের উপর স্ট্রাইক করা হতে পারে। আপনি ৯০ দিনের মধ্যে ৩টি স্ট্রাইক পেলে, আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। আমাদের স্ট্রাইক সিস্টেম সম্পর্কে আপনি এখান থেকে আরও জানতে পারবেন।

কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী বারবার লঙ্ঘনের কারণে আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। একবার গুরুতর অপব্যবহার করার পরে অথবা চ্যানেলটি নীতি লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি করা হলে, আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। আপনি চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সম্পর্কে এখান থেকে আরও জানতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4331181655763004023
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false