মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক (MCN) অপারেশন সংক্রান্ত ম্যানুয়াল

কন্টেন্ট ম্যানেজারে চ্যানেল লিঙ্ক করা

YouTube Studio কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন এমন পার্টনাররাই শুধুমাত্র এইসব ফিচার ব্যবহার করতে পারবেন। অ্যাক্সেস পেতে আপনার YouTube পার্টনার ম্যানেজারের সাথে যোগাযোগ করুন।

কন্টেন্ট ম্যানেজার সেট-আপ করার পরে, আপনার কন্টেন্ট ম্যানেজারের সাথে চ্যানেল লিঙ্ক করতে পারবেন। কোনও চ্যানেল লিঙ্ক করার পরে আপনি নিম্নলিখিত বিষয়গুলি করতে পারবেন:

  • সেই চ্যানেলে ভিডিওর জন্য মনিটাইজেশন নিয়ন্ত্রণ করতে পারবেন।
  • সেই চ্যানেলে ভিডিওর জন্য Content ID ম্যাচ করার সুবিধা চালু করতে পারবেন।
  • আলাদা আলাদা চ্যানেলের মালিকের ক্ষেত্রে অনুমতি সেট করতে পারবেন।

আপনার কন্টেন্ট ম্যানেজারে যোগ দিতে কোনও চ্যানেলে আমন্ত্রণ জানান

আপনার কন্টেন্ট ম্যানেজারে যোগ দেওয়ার জন্য কোনও চ্যানেলকে আমন্ত্রণ জানাতে নিচে উল্লেখ করা ধাপগুলি অনুসরণ করুন।

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, চ্যানেল  বিকল্প বেছে নিন।
  3. আমন্ত্রণ জানান বিকল্পে ক্লিক করুন।
  4. কন্টেন্ট ম্যানেজারের সাথে যে চ্যানেল লিঙ্ক করাতে চান, সেটির URL বা আইডি লিখুন। জানুন কীভাবে চ্যানেলের আইডি খুঁজতে হয়
  5. চ্যানেলকে কী কী অনুমতি দেবেন বেছে নিন:
    • মোট উপার্জন দেখা: লিঙ্ক করা চ্যানেলকে তার মোট উপার্জন দেখতে দিন। 
    • ম্যাচ করার নীতি সেট করা: (কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে) চ্যানেলের মালিককে প্রতিটি ভিডিওর জন্য Content ID ম্যাচ করার সুবিধা চালু করতে দিন।
    • আপলোড কন্টেন্ট মনিটাইজ করা: লিঙ্ক করা চ্যানেলকে তার আপলোড করা ভিডিওর মনিটাইজেশন সেটিংস নিয়ন্ত্রণ করতে দিন।
  6. আমন্ত্রণ জানান বিকল্পে ক্লিক করুন।

চ্যানেলের মালিক আমন্ত্রণ গ্রহণ করলেই চ্যানেল আপনার কন্টেন্ট ম্যানেজারের সাথে লিঙ্ক হয়ে যাবে।

আপনি চ্যানেল  পৃষ্ঠাতে গিয়ে আমন্ত্রিত ট্যাব থেকে আপনি বাকি থাকা আমন্ত্রণ দেখতে পারবেন। বাকি থাকা আমন্ত্রণ বাতিল করতে, চ্যানেলের ঠিক পাশে দেখানো বক্সে টিকচিহ্ন দিন এবং আমন্ত্রণ ফিরিয়ে নিন বিকল্পে ক্লিক করুন।

উপযুক্ত হওয়ার জন্য যা প্রয়োজন

সমস্ত চ্যানেল কন্টেন্ট ম্যানেজারে লিঙ্ক করার উপযুক্ত নয়। যেমন, আপনি এমন কোনও চ্যানেল লিঙ্ক করতে পারবেন না যেটি সাসপেন্ড করা হয়েছে বা বন্ধ হয়ে যাওয়া কোনও AdSense for YouTube অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে। কোনও চ্যানেল নিচে উল্লেখ করা এক বা একাধিক শর্ত পালন না করলে, আপনি একটি সমস্যা সংক্রান্ত মেসেজ দেখতে পাবেন ও আমন্ত্রণ পাঠানো হবে না।

কন্টেন্ট ম্যানেজারের সাথে লিঙ্ক করার ব্যাপারে উপযুক্ত হওয়ার জন্য একটি চ্যানেল নিম্নলিখিত বিষয়গুলি করতে পারবে না:

  • অন্য একটি কন্টেন্ট ম্যানেজারের সাথে লিঙ্ক করে থাকা।
  • কন্টেন্ট ম্যানেজারের সাদাতালিকায় থাকা। লিঙ্ক করার আগে চ্যানেলটি সাদাতালিকা থেকে সরিয়ে দিন।
  • YouTube পার্টনার প্রোগ্রামে (YPP) থাকা। 
    • YPP-তে থাকা কোনও চ্যানেল লিঙ্ক করতে চাইলে, সহায়তার জন্য YouTube-এর সাথে যোগাযোগ করুন।

যেসব দেশ/অঞ্চলে YouTube পার্টনার প্রোগ্রাম লঞ্চ করা হয়নি সেখানে চ্যানেল লিঙ্ক করা যাবে না ও তা মনিটাইজ করার উপযুক্ত নয়।

পার্টনাররা প্রতি বছর তাদের কন্টেন্ট ম্যানেজারে সর্বাধিক ২০টি চ্যানেলকে আমন্ত্রণ পাঠাতে পারবে।

অ্যাফিলিয়েট করা একাধিক চ্যানেল নেটওয়ার্কের (MCN) ক্ষেত্রে উপযুক্ত হওয়ার জন্য যা যা প্রয়োজন

কোনও চ্যানেল যে স্ট্যাটাসে থাকলে তা অ্যাফিলিয়েট MCN-এ লিঙ্ক করা যাবে না:
  • অন্য একটি কন্টেন্ট ম্যানেজারের সাথে লিঙ্ক করে থাকা।
  • কন্টেন্ট ম্যানেজারের সাদাতালিকায় থাকা। লিঙ্ক করার আগে চ্যানেলটি সাদাতালিকা থেকে সরিয়ে দিন।
  • আপনার কাছে YouTube পার্টনার প্রোগ্রামে যোগ দেওয়ার একটি আমন্ত্রণ পেন্ডিং আছে। কোনও চ্যানেল MCN-এ লিঙ্ক করার আগে সেটিকে YouTube পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। যেসব দেশ/অঞ্চলে YouTube পার্টনার প্রোগ্রাম লঞ্চ করা হয়নি সেখানে চ্যানেল লিঙ্ক করা যাবে না।
ডিফল্ট হিসেবে, অ্যাফিলিয়েট MCN প্রতি ৩০ দিনে সর্বাধিক ১০টি চ্যানেলকে আমন্ত্রণ পাঠাতে পারে। আপনি যদি অনেক বেশি চ্যানেলে আমন্ত্রণ পাঠাতে চান, আপনার YouTube পার্টনার ম্যানেজারের সাথে যোগাযোগ করুন।

প্রকাশকদের ব্যবহারের জন্য প্লেয়ার (PfP) এবং YouTube প্লেয়ার প্রোগামের (YTPP) জন্য উপযুক্ত হতে যা যা লাগবে

PfP/YTPP পার্টনাররা আগে থেকে থাকা কোনও YouTube চ্যানেল লিঙ্ক করতে চাইলে বা নিজেদের কন্টেন্টের মালিকের (CO) আওতায় নতুন কোনও YouTube চ্যানেল তৈরি করতে চাইলে আগে Google-এর অনুমোদন প্রয়োজন। নিজেদের চ্যানেলের অতিরিক্ত অংশ হিসেবে পার্টনারদের PfP/YTPP-এর মাধ্যমে চালু করা CO-তে অংশগ্রহণ করতে হলে নিজেদের পার্টনার ম্যানেজারের সাথে যোগাযোগ করে অনুরোধ করতে হবে।

আরও তথ্য পেতে, PfP/YTPP প্রোগ্রাম নীতি পৃষ্ঠা দেখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
41021848143582677
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false