আমার চ্যানেলের জন্য মনিটাইজেশন পজ করা আছে

আপনার চ্যানেলের সাথে অ্যাক্টিভ ও অনুমোদিত AdSense for YouTube অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে, মনিটাইজেশন পজ করা হবে। YouTube পার্টনার প্রোগ্রাম অনুযায়ী প্রত্যেক পার্টনারের কাছে অ্যাক্টিভ, অনুমোদিত ও লিঙ্ক করা AdSense for YouTube অ্যাকাউন্ট থাকতে হবে। 

মনে রাখবেন, অ্যাক্টিভ, অনুমোদিত ও লিঙ্ক করা AdSense for YouTube অ্যাকাউন্ট না থাকলে, আপনার ভিডিওর সাথে বিজ্ঞাপন দেখানো হবে না এবং YouTube থেকে আপনি কোনও উপার্জন করতে পারবেন না। বিজ্ঞাপন, YouTube Premium সাবস্ক্রিপশন ও চ্যানেল মেম্বারশিপের মতো অন্যান্য উপার্জনের সোর্স এর মধ্যে পড়ে।

মনিটাইজেশন পজ করা হলেও, আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করা ও YouTube-এ দর্শক সংখ্যা বৃদ্ধি করার কাজ চালিয়ে যেতে পারবেন। আপনি যদি আগে থেকে YouTube পার্টনার প্রোগ্রামে থাকেন এবং মনিটাইজেশন পজ করা হয়, তাহলে চিন্তা করবেন না – আপনাকে প্রোগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়নি। অ্যাক্টিভ এবং অনুমোদিত AdSense for YouTube অ্যাকাউন্ট লিঙ্ক করার পরে মনিটাইজেশন আবার চালু হবে।

আপনার কাছে আগে থেকেই AdSense for YouTube অ্যাকাউন্ট থাকলে, ফাইলে দেখানো ঠিকানা যাচাই করা আছে কিনা তা একবার দেখে নিন। আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে, কোনও পেমেন্ট পাঠানোর আগে আপনাকে ঠিকানা যাচাই করতে হবে। এখানে কী প্রয়োজন তার ব্যাপারে আরও জানুন

AdSense for YouTube অ্যাকাউন্ট লিঙ্ক করা

আপনি YouTube পার্টনার প্রোগ্রামে থাকলে এবং আপনার চ্যানেলের সাথে যুক্ত AdSense for YouTube অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইলে, আপনি এইসব ধাপ অনুসরণ করে সেটি করতে পারবেন: আপনার লিঙ্ক করা AdSense for YouTube অ্যাকাউন্ট পরিবর্তন করুন

মনে রাখবেন যে YouTube পার্টনার প্রোগ্রামে আপনার একাধিক চ্যানেল থাকলে, প্রত্যেক চ্যানেলের সাথে AdSense for YouTube অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।

মনিটাইজেশন আবার শুরু হওয়ার পরে, যখন আমার চ্যানেল পজ করা ছিল সেই সময়ের জন্য আমি কি পেমেন্ট পাব?

না। মনিটাইজেশন পজ করার অর্থ হল সেই সময়ের জন্য বিজ্ঞাপন দেখানো হবে না এবং আপনার চ্যানেল থেকে কোনও উপার্জন হবে না।

চ্যানেল পজ করার হলে মাল্টি-চ্যানেল নেটওয়ার্কের (MCN) সাপেক্ষে সেটি কি "স্ট্রাইক" হিসেবে বিবেচনা করা হবে?

না। মনিটাইজেশন পজ করা হলে সেটি চ্যানেল সংক্রান্ত দায়বদ্ধতার নীতি লঙ্ঘন করে না, কারণ এই নীতির অধীনে সেটি অপব্যবহার হিসেবে বিবেচিত হয় না। "ডিমনিটাইজেশন"-কে অপব্যবহার ইভেন্ট হিসেবে বিবেচনা করা হয় এবং পজ করা মনিটাইজেশন স্ট্যাটাসের সাথে সেটি সম্পর্কিত নয়। বন্ধ করে দেওয়া মনিটাইজেশন সম্পর্কে আরও জানুন।

যখন মনিটাইজেশন পজ করা থাকে তখন কি দাবিও বন্ধ করা থাকে?

না। আপনার চ্যানেলের মনিটাইজেশন পজ করা থাকলেও দাবি বন্ধ করা হবে না।

AdSense for YouTube অ্যাকাউন্ট সেট-আপ করতে কত সময় লাগে?

নতুন AdSense অ্যাকাউন্ট সেট-আপ করতে বেশি সময় না লাগলেও, সেটি অ্যাক্টিভেশনের জন্য সময় লাগে। সাধারণত এক দিনের মধ্যে অনুমতি পাওয়া গেলেও, কখনও কখনও কয়েকদিন লাগতে পারে। পিন নম্বর ঠিকানা যাচাই করার প্রয়োজন আছে নতুন AdSense অ্যাকাউন্ট লিঙ্ক করলে, তাতে ২ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে। আপনার লিঙ্ক করা AdSense অ্যাকাউন্ট অ্যাক্টিভ ও অনুমোদন না হওয়া পর্যন্ত মনিটাইজেশন আবার চালু হবে না।

আমার চ্যানেল মেম্বারশিপের কী হবে?

চ্যানেলের মনিটাইজেশন স্ট্যাটাস পজ করা হলে, সেটির মেম্বারশিপ ফিচারও পজ করে দেওয়া হয় এবং সেই খবর মেম্বারদের জানানো হয়। এই সময়ের মধ্যে, মনিটাইজেশন আবার চালু করতে চ্যানেলের কাছে ১২০ দিন সময় রয়েছে। মনিটাইজেশন ১২০ দিন পজ থাকার কারণে চ্যানেলের মেম্বারশিপের সুবিধা বন্ধ হয়ে যায়, সাথে মেম্বারদেরও হারায়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
18278432861244596121
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false