আপনার 'লোকেশন শেয়ারিং' সেটিংস ম্যানেজ করুন

Google লোকেশন শেয়ারিং সুবিধা হল একটি Android সেটিং। এটি লোকজনকে বেছে নিয়ে তাদের সাথে ডিভাইসের রিয়েল-টাইম লোকেশন শেয়ার করার সুবিধা দেয় এবং এর ব্যবহার Maps, Family Link বা ব্যক্তিগত নিরাপত্তার মতো Google অ্যাপ বা পরিষেবাতে করা যেতে পারে।

এই সেটিং ডিভাইস ও অ্যাকাউন্টের হিসেবে হয়। আপনি একাধিক ডিভাইসে আপনার অ্যাকাউন্ট থেকে লগ-ইন করলে, প্রতিটি ডিভাইসে আলাদা করে এই সেটিং অ্যাডজাস্ট করতে পারবেন।

লোকেশন শেয়ারিংয়ের সাথে কোন তথ্য শেয়ার করা যায়

লোকেশন শেয়ারিং সেটিং সাধারণত বন্ধ থাকে। আপনি অন্য কারও সাথে লোকেশন শেয়ার না করা পর্যন্ত এটি চালু হবে না:

  • Maps

  • Family Link 

  • ব্যক্তিগত নিরাপত্তা

যেসব লোকজনের সাথে লোকেশন শেয়ার করা হয় তাদের এইসব তথ্য দেওয়া হয়:

  • নাম 

  • প্রোফাইল ছবি 

  • রিয়েল-টাইম লোকেশন

  • ব্যাটারির স্ট্যাটাস 

এছাড়া, শেয়ার করা তথ্যে আপনার সাম্প্রতিক দেখা জায়গাও অন্তর্ভুক্ত। আপনি কীভাবে ভ্রমণ করেছেন Google Maps সেটি দেখাতে পারে, যেমন হাঁটা বা ড্রাইভ করা। 

যেসব প্রতিটি লোকজনের সাথে আপনি লোকেশন শেয়ার করেন, তারা আপনার সম্পর্কে বিজ্ঞপ্তি তৈরি করতে পারবে কিনা তা বেছে নিতে পারবেন।

পরামর্শ:  অভিভাবক আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করলে, তারা Family Link অ্যাপের সাহায্যে Family Link লোকেশন শেয়ারিং ম্যানেজ করতে পারবেন।

আপনার যা প্রয়োজন 

গুরুত্বপূর্ণ: কোনও অভিভাবক যদি আপনার Google অ্যাকাউন্ট ম্যানেজ করেন, তাহলে 'লোকেশন শেয়ারিং' ফিচার অন্যভাবে কাজ করে। তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টে লোকেশন শেয়ারিং ফিচার কীভাবে কাজ করে সেই সম্পর্কে আরও জানুন

আপনার লোকেশন শেয়ার করার জন্য আপনার কাছে এগুলি থাকতে হবে:

পরামর্শ:  লোকেশন শেয়ারিং আপনার Google Workspace ডোমেনের জন্য উপলভ্য নাও থাকতে পারে। লোকেশন শেয়ারিং চালু করতে আপনার অ্যাডমিনিস্ট্রেটরকে অনুরোধ করুন

লোকেশন শেয়ারিং ফিচার কাজ না করলে, আমাদের জানান

কোনও নির্দিষ্ট ব্যক্তির সাথে আপনার লোকেশন শেয়ারিং বন্ধ করা

  1. myaccount.google.com দেখুন।
  2. বাঁদিকে উপরের দিকে, লোকজন ও শেয়ারিং বিকল্পে ক্লিক করুন।
  3. নিচের দিকে স্ক্রল করে “অন্যদের সাথে শেয়ার করতে পারেন এমন তথ্য” বিভাগে গিয়ে লোকেশন শেয়ারিং বিকল্পে ক্লিক করুন।
  4. লোকেশন শেয়ারিং ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
  5. যে ব্যক্তির সাথে শেয়ার বন্ধ করতে চান, তার নামে ট্যাপ করুন।
    • অনেকের সাথে আপনার লোকেশন শেয়ার করতে চাইলে:
      1. সেই বিভাগে ট্যাপ করুন যেখানে সেইসব লোকজনের তথ্য আছে যাদের সাথে আপনার লোকেশন বর্তমানে শেয়ার করা হচ্ছে।
      2. ব্যক্তিটি বেছে নিন।
      3. ব্যক্তির নামের পাশে, বন্ধ করুন বিকল্পে ট্যাপ করুন।

পরামর্শ: এছাড়া, আপনার Android ডিভাইসের সেটিংস বিভাগ থেকে সব লোকেশন শেয়ারিং পজ করতে পারবেন। লোকেশন শেয়ারিং কীভাবে পজ করত হয় তা জানুন

true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2023782012012787115
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false
false