Android-এ ব্লুটুথ সংক্রান্ত সমস্যার সমাধান করুন

আপনার গাড়ি বা ব্লুটুথ অ্যাক্সেসরি ফোনের সাথে কানেক্ট না হলে, নিচের সমাধানগুলির মাধ্যমে চেষ্টা করুন।

গুরুত্বপূর্ণ: এর কয়েকটি ধাপ শুধু Android 8.0 বা তার চেয়ে উন্নত ভার্সনেই কাজ করে। জানুন কীভাবে আপনার Android ভার্সন চেক করবেন

স্টেপ ১: ব্লুটুথের মূল বিষয় চেক করুন

  1. ব্লুটুথ বন্ধ করে তারপর আবার চালু করুন। ব্লুটুথ কীভাবে চালু এবং বন্ধ করবেন তা জানুন
  2. আপনার ডিভাইস পেয়ার করা ও কানেক্ট করা আছে তা কনফার্ম করুন। ব্লুটুথের মাধ্যমে কীভাবে পেয়ার এবং কানেক্ট করবেন তা জানুন।
  3. আপনার ডিভাইস রিস্টার্ট করুন। কীভাবে আপনার Pixel ফোন বা Nexus ডিভাইসরিস্টার্ট করবেন তা জানুন।

স্টেপ ২: সমস্যার ধরনের মাধ্যমে সমস্যার সমাধান করুন

গাড়ির সাথে পেয়ার করা যাচ্ছে না

স্টেপ ১: আপনার ফোনের মেমরি থেকে ডিভাইস মুছুন

  1. আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2.  কানেক্ট করা ডিভাইস এবং তারপর আগে কানেক্ট করা ডিভাইস বিকল্পে ট্যাপ করুন। আপনি "আগে কানেক্ট করা ডিভাইস" দেখতে না পেলে ব্লুটুথ. বিকল্পে ট্যাপ করুন
  3. আপনি বর্তমানে ব্যবহার করছেন না এমন ডিভাইস দেখতে পেলে, প্রত্যেকটি ডিভাইসের নামের পাশে, 'সেটিংস'  এবং তারপর ভুলে যান এবং তারপর ডিভাইস ভুলে যান বিকল্পে ট্যাপ করুন।
  4. আপনার ফোন ও গাড়ি পেয়ার করলে আগে, গাড়ির নামের পাশে, 'সেটিংস'  এবং তারপর ভুলে যান এবং তারপর ডিভাইস ভুলে যান বিকল্পে ট্যাপ করুন।

স্টেপ ২: আপনার গাড়ির মেমরি থেকে ফোন মুছুন

আপনার গাড়ির সাথে পেয়ার করা ফোন মুছতে, গাড়ির ম্যানুয়াল অনুসরণ করুন।

  1. আপনি বর্তমানে ব্যবহার করছেন না এমন যেকোনও ফোন মুছুন।
  2. আপনার ফোন ও গাড়ি পেয়ার করলে তার আগে, আপনার ফোন মুছুন।

স্টেপ ৩: ডিভাইসের তালিকা রিফ্রেশ করে তারপর পেয়ার করুন

আপনার ফোন বা গাড়ি কোনটির সাথে পেয়ার করতে হবে, তা জানতে গাড়ির ম্যানুয়াল দেখুন।

  • আপনার ফোন পেয়ার করুন
    1. আপনার গাড়ি খুঁজে নেওয়ার যোগ্য এবং পেয়ার করার জন্য রেডি কিনা তা চেক করুন।
    2. আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
    3.  ;কানেক্ট করা ডিভাইস বিকল্পে ট্যাপ করুন। আপনি "ব্লুটুথ" দেখতে পেলে, তার উপর ট্যাপ করুন।
    4.  নতুন ডিভাইস পেয়ার করুন এবং তারপর আপনার গাড়ির নাম বিকল্পে ট্যাপ করুন।
  • আপনার গাড়ি থেকে পেয়ার করুন
    1. আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
    2.  কানেক্ট করা ডিভাইস বিকল্পে ট্যাপ করুন। আপনিব্লুটুথ" দেখতে পেলে, তার উপর ট্যাপ করুন।
    3. স্ক্রিন খুলে রাখুন।
    4. আপনার গাড়ির ডিভাইসের তালিকায়, আপনার ফোনের নাম খুঁজে বার করুন। 
    5. বলা হলে, আপনার ফোনে এবং গাড়ির স্ক্রিনে দেখানো পিন মিলছে কিনা তা চেক করুন।
    6.  আপনার পরিচিতি এবং কল ইতিহাস অ্যাক্সেসের অনুমতি দিন বিকল্পে ট্যাপ করুন।
    7. পেয়ারগ্রহণ বা কনফার্ম করুন বিকল্পে ট্যাপ করুন।
অ্যাক্সেসরির সাথে পেয়ার করা যাচ্ছে না

Wear OS-এর সাথে পেয়ার করা যাচ্ছে না

অন্যান্য অ্যাক্সেসরিজের সাথে পেয়ার করা যাচ্ছে না

  1. আপনার অ্যাক্সেসরি খুঁজে নেওয়ার যোগ্য এবং পেয়ার করার জন্য রেডি কিনা তা চেক করুন। এই অ্যাক্সেসরির সাথে যে নির্দেশাবলী দেওয়া আছে তা অনুসরণ করুন।
    • প্রায়শই, কোনও অ্যাক্সেসরি পেয়ার করার জন্য রেডি হলে তার উপরে একটি নীল আলো দেখবেন।
    • আপনাকে অবশ্যই ফোনের সাথে ফোলিও কীবোর্ডের মতো কিছু অ্যাক্সেসরি, সেগুলি পেয়ার করতে পারার আগেই কানেক্ট করতে হবে।
  2. আপনার অ্যাক্সেসরির তালিকা রিফ্রেশ করুন।
    1. আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
    2.  কানেক্ট করা ডিভাইস বিকল্পে ট্যাপ করুন। আপনি "ব্লুটুথ" দেখতে পেলে, তার উপর ট্যাপ করুন।
    3. নতুন ডিভাইস এবং তারপর আপনার অ্যাক্সেসরির নাম বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার অ্যাক্সেসরির জন্য কোনও পাসকোড প্রয়োজন হলে এবং সেটি না থাকলে, ০০০০ বা ১২৩৪ (সবচেয়ে সাধারণ পাসকোড) দিয়ে চেষ্টা করে দেখুন।
মিউজিক শোনা যাচ্ছে না

গুরুত্বপূর্ণ: ব্লুটুথের মাধ্যমে সব গাড়ি মিউজিক প্লে করতে পারে না। গাড়িতে কোনও সমস্যা হলে, গাড়ির ম্যানুয়াল চেক করুন।

  1. আপনার ফোন এবং গাড়ি বা অ্যাক্সেসরির ভলিউম বাড়ানো আছে কিনা তা চেক করুন।
  2. আপনার ফোনের সাথে পেয়ার করা অন্যান্য ডিভাইস মিউজিক প্লে করছে না তা চেক করুন।
  3. চেক করুন যে মিডিয়ার অডিও চালু করা আছে:
    1. আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
    2.  কানেক্ট করা ডিভাইস বিকল্পে ট্যাপ করুন। আপনি "ব্লুটুথ" দেখতে পেলে, তার উপর ট্যাপ করুন।
    3. আপনি আগে কানেক্ট করা ডিভাইস দেখতে পেলে, তার উপর ট্যাপ করুন।
    4. আপনার গাড়ি বা অ্যাক্সেসরির নামের পাশে,  সেটিংস' বিকল্পে ট্যাপ করুন।
    5. মিডিয়ার অডিও চালু করুন।
করা বা পাওয়া যাচ্ছে না

গুরুত্বপূর্ণ: সব গাড়ি ব্লুটুথের মাধ্যমে ফোন করতে বা পেতে পারে না। গাড়িতে কোনও সমস্যা হলে, গাড়ির ম্যানুয়াল চেক করুন।

  1. আপনার ফোনের সাথে পেয়ার করা অন্যান্য ডিভাইস আপনার কল যে রিসিভ করছে না তা চেক করুন।
  2. ফোনের অডিও চালু করুন:
    1. আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
    2.  কানেক্ট করা ডিভাইস বিকল্পে ট্যাপ করুন। আপনি "ব্লুটুথ" দেখতে পেলে, তার উপর ট্যাপ করুন।
    3. আপনি আগে কানেক্ট করা ডিভাইস দেখতে পেলে, তার উপর ট্যাপ করুন।
    4. আপনার গাড়ি বা অ্যাক্সেসরির নামের পাশে, 'সেটিংস' বিকল্পে ট্যাপ করুন।
    5. ফোনের অডিও চালু করুন।

সম্পর্কিত রিসোর্স

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14137287819469686678
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false