বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

অ্যাকাউন্ট তৈরি করুন

AdSense অ্যাকাউন্ট তৈরি করুন

AdSense-এ যোগ দেওয়ার জন্য প্রস্তুত? AdSense অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার এগুলি প্রয়োজন:

  • Google অ্যাকাউন্ট: আপনি আগে থেকেই Gmail বা অন্য Google পরিষেবা ব্যবহার করলে, আপনার Google অ্যাকাউন্ট আছে। তা না থাকলে, AdSense অ্যাকাউন্ট তৈরি করার সময় Google অ্যাকাউন্ট তৈরি করুন
  • সম্পূর্ণরূপে আপনার নিজের তৈরি করা কন্টেন্ট: আপনার মালিকানাধীন এবং AdSense-এর প্রোগ্রাম নীতি মেনে তৈরি সাইট, ব্লগ অথবা যেকোনও আসল কন্টেন্ট হতে পারে।
    পরামর্শ: আপনার সাইট এখনও রেডি না হয়ে থাকলেও, আপনি AdSense অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এর ফলে আপনি কন্টেন্ট তৈরি করার পাশাপাশি AdSense ঘুরে দেখারও সুযোগ পাবেন।

কীভাবে নিজের অ্যাকাউন্ট তৈরি করবেন

  1. https://adsense.google.com/start/ লিঙ্কে যান।
  2. শুরু করুন বিকল্পে ক্লিক করুন।
  3. আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  4. যে সাইটে বিজ্ঞাপন দেখাতে চান তার ইউআরএল লিখুন। কীভাবে ইউআরএল লিখবেন সেই বিষয়ে আরও জানুন।

    আপনি সাইট পরে যোগ করতে চাইলে, এই ফিল্ড খালি রাখুন এবং আমার এখনও কোনও সাইট নেই বিকল্প বেছে নিন।

    Blogger (বা অন্য হোস্ট পার্টনার) বা YouTube
    • আপনি যদি একজন YouTube কন্টেন্ট ক্রিয়েটর হন, YouTube-এর জন্য AdSense অ্যাকাউন্ট তৈরি করতে, আপনার YouTube অ্যাকাউন্টে সাইন-ইন করুন এবং https://studio.youtube.com/channel/UC/monetization লিঙ্কে যান।
    • আপনার সাইট আমাদের হোস্ট পার্টনার সাইটে থাকলে (যেমন Blogger), ইউআরএল লেখার পরে এখানে যান… বিকল্পে ক্লিক করুন। এই পদ্ধতিতে আমরা আপনাকে আরও দ্রুত সেট আপ করার কাজে সাহায্য করতে পারব, কারণ হোস্ট পার্টনার সাইটের ক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া আলাদা হয়।
  5. AdSense আপনাকে কাস্টমাইজ করা সহায়তা ও পারফর্ম্যান্স সাজেশন পাঠাবে কিনা তা বেছে নিন।

    আপনাকে হ্যাঁ বিকল্প বেছে নেওয়ার সাজেশন দেওয়া হচ্ছে, যাতে AdSense থেকে আরও বেশি সুবিধা পাওয়ার ব্যাপারে আমরা আপনাকে সাহায্য করতে পারি। আপনি পরে নিজের পরিচিতির সেটিংস পরিবর্তন করতে পারেন।

  6. আপনাকে পেমেন্টের জন্য দেশ বা অঞ্চল বেছে নিন।
    মনে রাখবেন: আপনি বর্তমানে যে দেশ/অঞ্চলে থাকেন এবং যেখানে আপনি পোস্ট অফিস থেকে ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (PIN) সহ চিঠি পেতে পারেন সেটি বেছে নিন। এটি আপনাকে ভবিষ্যতে পেমেন্ট পেতে সাহায্য করবে। আপনি পরে AdSense-এ দেশ/অঞ্চল পরিবর্তন করতে পারবেন না।
  7. AdSense-এর নিয়ম ও শর্তাবলী পর্যালোচনা করে সম্মতি জানান।
  8. AdSense ব্যবহার করুন বিকল্পে ক্লিক করুন।

    আপনি এখন নিজের নতুন AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করেছেন।

এর পরে কী করতে হবে

আপনি এখন নতুন AdSense অ্যাকাউন্ট এক্সপ্লোর করতে পারবেন। আপনি হয়ত দেখবেন যে কিছু ফিচার উপলভ্য নেই। এর কারণ হল, অ্যাকাউন্ট পুরোপুরি চালু হওয়ার আগে আপনাকে কয়েকটি কাজ সম্পূর্ণ করতে হবে। কীভাবে আপনার AdSense অ্যাকাউন্ট চালু করবেন তা জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16275207711582847904
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false